নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইস উদ্দিন খান , অধিক মানুষের শহর ঢাকায় বসবাস করি । ভাল লাগে কবিতা লিখতে, গান লিখতে, গানের সুরারোপ করতে আর গল্প লিখতে । ২০১৮ তে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় নাম দেই \"দোষমুক্ত\" ।

রইস উদ্দিন খান

খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।

রইস উদ্দিন খান › বিস্তারিত পোস্টঃ

জলের চলাচল

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৭

লাল পাল তোলা নৌকা ,
নদীর বিষ দাঁতের মত জলে ৷
উদাসী ভাদ্র কখনও কিছু চায় না
দেবার হাতও শূন্য ।
রাত কি কখনও ,
জোনাকীর কথা বলে, কাঁদে
নাকি অংশ হয়ে থাকে ।


বিষ বা বিষাক্ত ওই কথা
নজরের জলকে নির্গত করে ।
আমি আর ভাবনার মানব হবো না
সন্ধ্যার ধ্বংস খেলা খেলবো
অথবা ,সৃষ্টির অবহাবে
ঘুম-ঘুম চোখে চাইবো ৷
মাতাল হওয়ার,আমার আর প্রয়োজন নেই
কাজল পরা ওই দু'টি চোখই যথেষ্ট
আমায় পথে -পথে, ডুবানোর জন্য
এমন ডুব, যে
আমি কখনও ভাসতে চাই না ।
এ ডুবে, দেহ শীতল হয় না
উষ্ণন হয় ।
এ নদীর দুই জল ,গোপন ধারায় চলে
দম কড়ে রাখলে পরে,তিলে -তিলে কাঁপে ।
বিশ্বাস নেই এর ছলনাতে
মত্ত আপন সুখে ;
ঠোঁট কামড়ে রাখা চুম্বন
নখের আচড় ।
বৃত্তের মাঝে বৃত্তের ঘর্ষণ
ডুবের মধ্যে জলের চলাচল _ ।


চলমান জল ,জলকে ধরে
দুই জল মিলেমিশে অন্যজল গড়ে
সময়ের তাড়নায় বিভাজিত হয়
নিরবে অন্ধকারে প্রকৃতি বেড়ে চলে ;
যারা জেনেছে, তারিফ করেছে
জীবনের সৃষ্টি, অমৃত ধন
অপেক্ষার ফল ৷
ধৈর্যে -কানুনে বলবান হয়
অসময়ে চাইলে , পঙ্ক ক্ষয় ।
সুদিন আসলে , জল জীবনকে ডাকে
জল ভেঙ্গে জীবনের
আহ্ববান শোনে ৷


রচনাকাল : ১৫/০৭/২০১৭ই
বইয়ের নাম: দোষমুক্ত Click This Link

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: সফল মানুষরা একসঙ্গে দশটা কাজ করেন— এই ধারণাটা ভুল। এক সময়ে
তাঁরা একটাই কাজ করেন, এবং সেই সময়টার জন্য অন্য সব কাজের কথা
ভুলে যান। পরমুহূর্তেই, এই কাজটা শেষ হয়ে গেলে, মন চলে যায় অন্য কাজে।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

রইস উদ্দিন খান বলেছেন: কবিতাটির সাথে আপনার মন্তব্য ঠিক বুঝে উঠতে পারলাম না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.