নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইস উদ্দিন খান , অধিক মানুষের শহর ঢাকায় বসবাস করি । ভাল লাগে কবিতা লিখতে, গান লিখতে, গানের সুরারোপ করতে আর গল্প লিখতে । ২০১৮ তে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় নাম দেই \"দোষমুক্ত\" ।

রইস উদ্দিন খান

খুলিয়া দেখো খাতা যত জয়ের পাতা তা বিংশের কল্যাণে নতুবা আর নয় কোন দিনই নয় ।

রইস উদ্দিন খান › বিস্তারিত পোস্টঃ

# মানসম্মত প্রকাশক চাই #

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

বই ছাপানোর উদ্দেশ্যে কয়েকটি প্রকাশনীর সাথে যোগাযোগ করলাম । অধিকাংশ জনের একই সুর ,আমরা নতুন লেখকদের বইয়ে অর্থায়ন করি না । পুরনো এবং সুনামধন্য লেখক দের ক্ষেত্রে করি । অর্থাৎ একজন লেখককে জন্ম গ্রহণ করতে হবে সুনামধন্য হয়ে।
তাহলে কি নতুন লেখকরা কোন সুযোগ পাবে না ?



নতুন লেখকদের বই ছাপা হবে তাদের নিজেদের খরচে। কারণ তাদের বই বিক্রি হয় না যে কারণে প্রকাশনা খুব ক্ষতিগ্রস্ত হয় । তা আমি জানি, আমাদের দেশের প্রকাশনীগুলো সরকারের কাছ থেকে খুব একটা সহযোগিতা পায় না । সকল খরচ তাদের নিজেরই বহন করতে হয় । এমনকি কাগজ মারফত অনেক দেশে প্রকাশকদের কমিশন দেওয়া হয়, মূল্য ছাড় দেয়া হয় কিন্তু এদেশে হয় না । অনেক দেশে সরকার প্রকাশনীগুলো থেকে বই ক্রয় করে সরকারি লাইব্রেরীগুলোতে সরবরাহ করে । এতে বইয়ের প্রসার এবং লেখক এর পরিচিতি ঘটে, সাথে সাথে লাভবান হয় প্রকাশক ও লেখক । উভয় অনুপ্রাণিত হয় পরবর্তী কাজের জন্য , বৃদ্ধি পায় কাজের মান এবং লেখক এর আস্থা । পরের দেশের গল্প বাবুই পাখির কাছে করে লাভ নেই , বাবুই পাখি কুড়েঘরেই সুখী । হয়তো তাই এখন আর বাবুই পাখিও দেখিনা কুড়েরঘরও দেখিনা । তবে হরহামেশা চড়ূইকে দেখতে পাই ।
প্রসঙ্গে ফিরে আসি, নতুনদের জন্য সুখবর আছে । অর্থ দিলেই তাদের বই ছাপা হবে । আমি বললাম,আগে যাচাই বাছাই করে নিরীক্ষণ করে দেখুন বইটি প্রকাশের যোগ্য কিনা । সেই ফুরসত তাদের কাছে নেই , অর্ধ শতাংশ অর্থ প্রদান করলেই আপনার বইটি চলে যাবে ছাপার জন্য । মানের দিকে তারা ফিরেও চাইবে না । এই যখন রঙিন মলাটে সুমিষ্ট ভাষায় সাহিত্যের অবস্থা তখন আমার মনে সংশয় । আমি একোন বাজারে আমার বই প্রকাশ করব ।
যেখানে মেধাও খরচ হয় লেখকের, অর্থও খরচ হয় লেখকের । অবশেষে অধিকাংশ প্রকাশক বলবে বাজারে ভালো মানের লেখক, কবি, সাহিত্যিক নেই । আর আমি যেতে যেতে বলবো __
“ তোমাদের কাছে কি আছে খাঁটি কষ্টিপাথর
নিজেকে ঘষে যাচাই করে নিতাম ।“
সুনামধন্য সুপরিচিত লেখকদের কথা কি বলবো । তারা বড়ই ব্যস্ত । তাদের দায় দায়িত্ব নিয়ে পরে কথা বলব ।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

জাহিদ অনিক বলেছেন: আপনার ব্লগ ঘুরে দেখলাম, আপনি কবিতা লিখেন। কবি।
কবিতার পাণ্ডুলিপির প্রতি সব প্রকাশকদের একটা অনীহা দেখা যায়; কে জানে কোন যুগে কোন কবির সাথে কোন প্রকাশকের বউ ভেগে গিয়েছিল কিনা !

২| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

বিজন রয় বলেছেন: ভাল বিষয়টি তুলে ধরেছেন।

এখনকার প্রকাশকরা তো বাণিজ্য করে।

হতাশ হবেন না, কাউকে না কাউকে পেয়ে যাবেন।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: লেখাটি আমার খুবই ভালো লেগেছে। আপনার কথাগুলো যেন আমারই মনের কথা। আমারও লেখালিখির খুব সখ। সখ থেকে লিখি। লিখতে লিখতে দেখি যে পরিমান লেখা একজায়গায় হয়েছে তাতে অন্তত ছয়টি বই প্রকাশ করা যায়। কিন্তু কে করবে প্রকাশ? নিজ খরচে কতটুকুইবা করা যায়? আর বিপনন করার জন্য সরকারের উদ্যোগ নেয়া উচিত। কিন্তু সরকার কি সেটা করে? করে না। তাই নিজের লেখা নিজের ব্লগ http://www.asadjewel.blogspot.com এ প্রকাশ করি, সামুতে দেই আর ফেসবুক তো আছেই।
তবে একটা কথা বলতে চাই, হতাশ হবেন না। লেখালিখি হলো মনের খোরাক। আপনি আপনার কাজ করে যান। ফলের আশা করবেন না। একদিন সুযোগ আসবেই। ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

রইস উদ্দিন খান বলেছেন: হুম ঠিক বলেছেন

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: জাহিদ অনিক ভাই,

‘কে জানে কোন যুগে কোন কবির সাথে কোন প্রকাশকের বউ ভেগে গিয়েছিল কিনা !’

আপনার এ কথাটা আমার খুব ভালো লেগেছে। মনে হয় নতুন লেখকরা প্রকাশকদের শত্রু। লেখকরা বই প্রকাশ করতে চায় না মনে হয় প্রকাশকদের কাছে তাদের কিডনি চায়!!! এমন ভাব দেখায়।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি শুনলাম, বাংলাদেশের অনেক বই নাকি ভারত থেকে ছাপানো হয়। সত্য হলে এটি একটি খারাপ সংবাদ।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

রইস উদ্দিন খান বলেছেন: এই সর্বনাশের কথা জানি না

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: মান সম্মত প্রকাশক অনেক আছে আমাদের দেশে। কিন্তু মানসম্মত লেখা নাই। অনেকেই লিখবে সস্তা লেখা। কোনো প্রকাশক তাই ছাপায় না।
ভালো লেখা হলে যে কেউ আগ্রহ নিয়ে লেখা ছাপাবে।

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

রইস উদ্দিন খান বলেছেন: মানসম্মত প্রকাশক আছে তবে তা সংখ্যায় কম । একজন লেখক এর লেখা মানসম্মত নাকি মানসম্মত নয় এটা প্রমান করবে কে ,একজন প্রকাশক অথবা সম্পাদক । আর প্রমাণ করার জন্য তাকে সেই লেখাটা প্রথমে গ্রহণ করতে হবে পড়তে হবে । কিন্তু তারা কি তা করছে ?
বিনিময়ে আমরা পাঠকরা ভুক্তভোগী হচ্ছি ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রকাশকরা সমাজসেবা করেন না, তারা ব্যবসা করেন। তাই পাঠক মহলে পরিচিতি ও চাহিদা নেই, এমন লেখকের বই তারা প্রকাশ করতে চান না। তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা ঠিকই আছেন।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

রইস উদ্দিন খান বলেছেন: যদি আপনার ঠিক মনে হয় তবে আপনার জনে ঠিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.