![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলিবেলায় মেঘলাকাশে
এসেছিলে মোর মনের দুয়ারে।
স্বপ্ন হয়ে ভেসে ভেসে
কড়া নাড়া দিলে এসেছি বলে।
অসময়ের বৃষ্টি হয়ে
আঙ্গিনা ভরালে ঝর ঝরিয়ে।
খুশির আমেজে মন ভরালে
মিষ্টি সোঁদা সুভাসিত বাতাসে।
শুষ্ক জগতে সুরা হয়ে এলে,
সুরেলা হয়ে গান শোনালে।
দেখা হল আজ তোমার সনে
অনেকদিনের পরে, বিকেল অবসরে।
ক্ষণিক সময়ের অতিথি হয়ে এসে
শীতের বাদলে আঁচল ভেজালে।
আবার এসো গো তুমি ফিরে
আমার মনের দক্ষিণ দুয়ারে।
©somewhere in net ltd.