নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমা ঢ্যাং

আমি সাধারণ মেয়ে।

রুমা ঢ্যাং › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সাগরে ক্ষনিক ভ্রমন

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

যখন তুমি ছিলে, আমি ছিলাম-
ছিলাম বটগাছের ছায়াঘন আশ্রয়ে!
আমরা ছিলাম তখন অন্ধ।
শুন্য আকাশের দিকে চেয়ে-- পথ-ঘাট,
বন গেয়ে চলেছিল একসাথে বীনা বাজিয়ে;
ভৈরবী সুরেও ছিল তখন রাগ-অনুরাগের আবেশ;
ভিখারিনীর খালি থালা নিয়ে বসেছিলাম সেদিন
ক্ষুধার হাহাকারে, বুভুক্ষু দুই মানুষ হয়ে।
সেদিন তুমি ছিলে, আমিও ছিলাম-- ঠিক তোমার পাশে,
ছিলাম একে অপরের আয়নার প্রতিচ্ছবি হয়ে!

আমরা সত্যিই ছিলাম অন্ধ!
স্বপ্ন-মেঘ ঘনিয়ে এসেছিল বোধ হয় সেদিন চোখের মনি জুড়ে
দেখতে পাই নি সময়ের জোয়ার ভাঁটা;
দেখতে পাই নি খাঁটী বাস্তবেরও কঠিন সে ছায়া।
হয় তো ভালবাসার আলিঙ্গনের তরোয়াল
বিভক্ত করে দিয়েছিল আমাদেরকে --
তোমাদের রূঢ় জগৎ থেকে সম্পূর্ন ভিন্ন করে,
বেঁধে দিয়েছিল- এক সত্তার দুই কায়াকে ,
যে চারা সেদিন মরীচিকায় স্থাপিত হয়েছিল
মহীরুহ হয়ে আজ ফিরে এসেছে।
যে ডিঙি ঘন কুয়াশায় যাত্রা শুরু করেছিল
স্বপ্নভঙ্গের তীরে এসে আজ নোঙর ফেলেছে একটু আগে।

আজ দুটো জীবন মুখ ঢেকেছে সংসার চক্রে;
কখনও হারিয়েছি, কখনও বা হেরে গেছি তোমাদের কাছে ।
কখনও পরিচিত হয়ে, কখনও বা অপরিচিত হয়ে--
মুখ লুকিয়েছি, সোনাঝরা হলুদ পাতার আবছা লাইনে;
ভারসাম্যের কাছে দুজনায় সঁপেছি নিজ নিজ সুখ-শান্তি।
সেদিনের ভালোবাসা থেকে অলস শব্দের সময়টাকে
শুধু চুরি করে নিয়ে গেছে আজ খিদের যন্ত্রনা।
আমরা আবার ফিরে এসেছি তোমাদের কাছে, দলের দুই সদস্য হয়েই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.