নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিরক্তিকর বকরবকর

মুখোশ পরা ভদ্রতার ধার ধারি না। তাই যা বলার খোলাখুলি বলে ফেলুন।

রুমা (NA)

রুমা (NA) › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নোত্তর। (বিষয় বিবাহ।)

২৮ শে মার্চ, ২০১২ সকাল ১০:০০

১) বিবাহ কি?



উঃ- বিবাহ এমন একটি ভুল যা প্রথমে করার জন্য ও পরে সংশোধন করার জন্য মানুষ ব্যাকুল। এটি এমন একটি ভুল যা না করলে বোকা বলা হয়। করার পরে সংশোধন করতে চাইলে অন্যায় বলা হয়। যারা এই ভুল করার পরে সারাজীবন তার দায় বয়ে চলে তাদের সংসারী বলা হয়। আর যারা এই ভুল করে কিন্তু দায় ঈশ্বরের উপর চাপিয়ে দিয়ে গায়ে হাওয়া লাগায় তাদের মহান ব্যক্তি বলা হয়।





২) কিভাবে বুঝবেন যে আপনি বিবাহের উপযুক্ত হয়েছেন?



উঃ- বিবাহের প্রথম ধাপ হল জেনেশুনে ভুল করার যোগ্য হওয়া। যখন আপনি নিজে কোনো ভুল করে আবার অন্যকে সেই ভুল করতে উৎসাহ দেবেন তখন বুঝবেন আপনার সময় হয়েছে।





৩) মানুষ কখন বিয়ে করতে চায়?



উঃ- যখন তার বুদ্ধি এতটাই কমে যায় যে তার মনে হয় বুদ্ধি ছাড়াও সংসার করা সম্ভব।





৪) মেয়ে বিয়ের পরে পর হয়ে যায়। ছেলেরা কি হয়?



উঃ- ছেলেরা বিয়ের পর পরের হয়।



৫) বিয়ের দিন বর খুব হাসে আর কনে খুব কাঁদে কেন?



উঃ- তারা দুজনেই এই কাজটি শেষ বারের মতন করে। বিয়ের পরে বর খুশি আর কনে কাঁদছে মানে সে বিয়ে ভালো হয়নি।



৬) সামরিক বাহিনীতে প্রধানতঃ অবিবাহিত ছেলে নেওয়া হয় কেন?



উঃ- কারণ বিবাহিত মানেই সে পরাজিত সৈনিক।



৭) বিয়ে নামক ভুল সিদ্ধান্তের পিছনে কোন ভুল ধারণা কাজ করে?



উঃ- ছেলে মনে করে মেয়েটি বিয়ে পর পালটে যাবে না। আর মেয়ে মনে করে ছেলেটি বিয়ের পর নিশ্চয় পাল্টাবে। কিন্তু আসলে হয় উলটো।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন: হিহিহি... LoL :)

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:১০

রুমা (NA) বলেছেন: আপনার বিয়ের সময় আমিও হাসব কিন্তু।

২| ১৫ ই মে, ২০১২ সকাল ৯:৪২

মেলবোর্ন বলেছেন: অবশেষে বিবাহ করেই শহীদ হলাম।

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:১১

রুমা (NA) বলেছেন: কতদিন হল? শতবার্ষিকী পালনের সময় কি খাওয়াবেন বলে ফেলুন।

৩| ১৫ ই মে, ২০১২ সকাল ৯:৫০

এস এম মোমিন বলেছেন: অবশেষে বিবাহ করেই শহীদ হলাম।

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:১২

রুমা (NA) বলেছেন: বেশ করেছেন। এবার খাওয়ান।
না খাওয়ালে আপনার বিয়ে মানি না।

৪| ১৫ ই মে, ২০১২ সকাল ৯:৫১

প্রশাসন বলেছেন: হা হা হা হা.................খুব ভাল পোষ্ট

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:১৩

রুমা (NA) বলেছেন: প্রশাসন এর সার্টিফিকেট পেয়ে সাহস পেলাম।

৫| ১৫ ই মে, ২০১২ সকাল ১০:০১

রূম্মান বলেছেন: :P :P :P :P বিয়া করতে মন চায়

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩০

রুমা (NA) বলেছেন: মন চাইলে আটকায় কিসে?

৬| ১৫ ই মে, ২০১২ সকাল ১০:০২

লিঙ্কনহুসাইন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩১

রুমা (NA) বলেছেন: এত হাসি কিসের? দাঁড়ান, আপনার সাথে একটা পেতনীর বিয়ে দেবো।

৭| ১৫ ই মে, ২০১২ সকাল ১০:০৫

সমুদ্রমনি বলেছেন: এমিতেই বিয়ে করি নাই, এসব পরলে আরো ভয় লাগ।

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩৩

রুমা (NA) বলেছেন: ভয়ের কিছু নেই। এগুলো শালা শালীরা জামাইকে তামাশা করে বলে।

৮| ১৫ ই মে, ২০১২ সকাল ১০:০৮

কাউসার রানা বলেছেন: অবশেষে বিবাহ করেই শহীদ হলাম। =p~ =p~ =p~ =p~

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩৩

রুমা (NA) বলেছেন: বেশ! এবার মাথায় মনুমেন্ট লাগান।

৯| ১৫ ই মে, ২০১২ সকাল ১০:৩০

ইঞ্জিনীয়ার নাহিদ বলেছেন: বিয়া করুম ন.... :-P :) :) :)

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩৫

রুমা (NA) বলেছেন: একটা ইঞ্জিনের সাথে বিয়ে করে ফেলুন। রোজ রিপেয়ার করে নতুনের মতন রাখতে পারবেন।

১০| ১৫ ই মে, ২০১২ সকাল ১১:০৪

শাহাদাত হোসেন বলেছেন: বিয়ে করতে মন চায়, কিন্তু এই সব পড়লে ভয় লাগে।

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩৬

রুমা (NA) বলেছেন: সাহস দেবার প্রচুর লোক পাবেন। তবে বেশি ভয় করলে না পড়াই ভাল।

১১| ১৫ ই মে, ২০১২ সকাল ১১:২৮

আর.হক বলেছেন: বিয়া করে শহীদ হমু

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩৬

রুমা (NA) বলেছেন: হয়ে যান। দেরী কিসের?

১২| ১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৫৭

এস এম ফারুক হোসেন বলেছেন: :(( :((

১৫ ই মে, ২০১২ রাত ৯:৪২

রুমা (NA) বলেছেন: কাঁদেন কেন? আপনাকে মেলা থেকে ভালো বৌ এনে দেব। এবার চুপ করে ঘুমান।

১৩| ১৫ ই মে, ২০১২ বিকাল ৫:১৬

ভবঘুরে জীবন বলেছেন: আমি তো অর্ধমৃতরে.....

১৫ ই মে, ২০১২ রাত ৯:৪৪

রুমা (NA) বলেছেন:
খুসখুসে কাশি ঘুসঘুসে জ্বর
ফুসফুসে ছ্যাঁদা বুড়ো তুই মর।
পাঁজরাতে ব্যাথা মাজরাতে বাত
আজরাতে বুড়ো হবি কুপোকাত।

(এই রকম অবস্থা নাকি?)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.