![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলা থেকেই আমি এডভেঞ্চার প্রিয়। বড় কিছু করার সাধ ছিল। তাই ঠিক করলাম প্রথম ব্লগার হিসাবে এভারেস্ট জয় করব।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ছোট বেলা থেকেই আমি বাটপার। বড় হয়ে বাটপারি বেড়ে গেল। তাই সব চেয়ে বড় বাটপারির প্লান করলাম।)
টাকা পয়সার ব্যাপার আছে, সাথে মিডিয়া কভারেজও লাগবে। তাই ছুটে গেলাম দেশে বড় বাংলা পত্রিকা দৈনিক আকাশের তারা ও ইংরেজি পত্রিকা The daily First Light এর কাছে। সব ব্যবস্থা হয়েও গেল।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ রতনে রতন চিনে আর বাটপারে চিনে বড় বাটপার।)
যাত্রা শুরু হয়ে গেল।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ বাটপারি শুরু হয়ে গেল।)
এখন আমি নেপালের পথে।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ল্যাপটপ নিয়া বসলাম।)
অনেক আগডুম বাগডুম ঘোড়াডুম করে এখন আমি এক নম্বর বেস ক্যাম্পে।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ফটোশপ ওপেন করালাম।)
অনেক ঝড় ঝাপটা উপেক্ষা করে বেস ক্যাম্প দুইয়ে আসলাম।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ গুগল করে জুতসই ছবি বের করলাম।)
শেষ পর্যন্ত বেস ক্যাম্প তিনে আসলাম। এরপর এভারেস্টের চুড়ায়।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ সফলতার সাথে ফটোশপড শেষ করলাম।)
এবার সামিটের পালা।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ছবি ফেসবুকে পোস্ট করলাম)
পোস্টের সকল বিষয়বস্তু কাল্পনিক, বাস্তবতার সাথে কুন মিল নাইক্কা।
ছবিঃ গুগল মামু।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪
নীরব দর্শক বলেছেন:
নাইক্কা মানে সিরাম সিরাম নাইক্কা
২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: এক্কেরে সঠিক।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
নীরব দর্শক বলেছেন: থ্যাংকু
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিন্তু কথা হইলো, আমিও তো পয়লা যেতে চাইছিলাম ব্লগার হিসেবে।
আপনি ফটোশপ কইরা কি দাবি করলেন এইটা।
মানিনা, হরতাল।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:০২
নীরব দর্শক বলেছেন: সবার উপর ফটোশপ সত্য তাহার উপর নাই!
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন: আজকে প্রথম ব্লগার হিসেবে কয়েকজনকেই দেখলাম এভারেস্ট যেতে
মুসা ইব্রাহীম নিজেও কিন্তু ব্লগার
তবে এভারেস্ট ভ্রমনকাহিনী ভালো হইসে ।
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৪
নীরব দর্শক বলেছেন: ব্লগটা আমার মত বাটপারে ভরে গেল, আপসোস
এইটা কিন্তু মুসা ইব্রাহিমের ব্লগ না
ধ্যনবাদ
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১
সাইবার অভিযত্রী বলেছেন: এহসান সাবির বলেছেন: পোস্টের সকল বিষয়বস্তু বাস্তবিক, কাল্পনার সাথে কুন মিল নাইক্কা
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২
নীরব দর্শক বলেছেন: খপি ফেস্ট
৬| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪
টেকনিসিয়ান বলেছেন: আমিও ওইখানে ওঠবার চাই...
একটু উপদেশ দ্যান ভাই..................
এখন হকার মার্কেটে আছি গরম গরম জ্যাকেট, হাত মোজা খুজঁতাছি.... কিন্তু পাচ্ছি না দোকান দার কহিল, ভাইজান তাপমাত্রা আজ কত আছে জানেন নি.. ব্যাপুক ঠান্ডা পড়ুক তখন আসেন...
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
নীরব দর্শক বলেছেন: ভার্চুয়াল জগতে আহেন, গরম ঠাণ্ডা কিছু নাই, সব ফটোশপের কারবার। চাইলে মহাকাশেও যেতে পারবেন।
৭| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৫
জাহিদ ২০১০ বলেছেন: কন কি এইডা কুনু ব্যাপার হইল। আমিতো খাইল্যা গাঁয়েই এভারেষ্ট জয় ছিনাইয়া নিয়া আনুম। পারলে ঠেকান। কোপা শামসু টাকা দিব মন্টু
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
নীরব দর্শক বলেছেন: খাইল্যা গাঁয়েই এভারেষ্ট জয় করতে পারেন কিন্তু যৌবন যেন ধ্বংস না হলে খিয়াল কৈরা চইলেন। না হলে কোপা শামসুই কোপাবে আপনি মাছি মারবেন।
৮| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
অভিনন্দন !!!
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০
নীরব দর্শক বলেছেন:
ইরানি কাবাব খাইবার মুঞ্চায়!
৯| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২
ভুং ভাং বলেছেন: এইডা কিছু হইলো !!! এক নম্বর বেস ক্যাম্পে থেকা এক সাথেই আসলাম ।এই ছবি তোলার সময় আমি একটু ঘুগনি দিয়া মুড়ি মাখা খাইতে গেসিলাম ।আমার কথা কিচ্ছুই লেখলেন না
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
নীরব দর্শক বলেছেন: ভুল হয়ে গেছেরে!!!!
এই পোস্ট লেখার সময় ২ পেগ মাইরা বইছিলাম, তাই আপনার কথা লিখতে ভুলে গেছি
১০| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
অসহায় জনগন বলেছেন: ভাই ওইখানে টয়লেট আছে? আমারও যাইবার মুন্চায়, কিন্তু আমার সমস্যা হইলো উচায় উঠলেই ইয়ে পায়
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০
নীরব দর্শক বলেছেন: অসহায় জনগন! শত হাজার বর্গ মাইল উন্মুক্ত টয়লেট আছে, চল যান
১১| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন:
ইরানি কাবাব খাইবার মুঞ্চায়!
আয়া পড়েন ভাই, জুজে কুবিদে খাওয়ামুনে...
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০
নীরব দর্শক বলেছেন: গুলশানে কাস্পিয়ান নামে একটা রেস্টুরেন্টে ইরানি ফুড বেচে, আপাতত ওখানেই যাই। পরে দেখা যাবে।
১২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
পাকাচুল বলেছেন: মোবাইল থেকে পড়েছিলাম আগেই। কম্পুর অভাবে কমেন্ট করতে পারি নাই ।
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯
নীরব দর্শক বলেছেন: কম্পুরে ঠিক করেন, বউ ছাড়া চলা যায় কম্পু ছাড়া চলা কঠিন
১৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৭:০০
নস্টালজিক বলেছেন: বহুদিন পড়ে তোমার ব্লগে ঢু মারতেই দেখি এভারেস্ট জয় করে একদম দফারফা!
শুভেচ্ছা নিও।
ভালো থেকো নিরন্তর।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
নীরব দর্শক বলেছেন: আমি নিজেই আজ অনেকদিন পর নিজের বলগে ঠুকলাম।
দেখা হবে শীঘ্রই।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
রোদেলা বলেছেন: বাপরে ,এতো সাহস কেমনে পান?আমিতো চিন্তাও করতে পারিনা।।
১৫| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪০
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯
এহসান সাবির বলেছেন: পোস্টের সকল বিষয়বস্তু বাস্তবিক, কাল্পনার সাথে কুন মিল নাইক্কা