| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুমানবিডি
তুমি একটা ডাকবাকসো হলে আমার কতো চিঠি ভিজতো না জলে
জগৎটা যেন বুড়িয়ে যাচ্ছে
ফিকে হয়ে যাচ্ছে স্বপ্নের রং
এ ঘরের ও ঘরের দরজা-জানালা বন্ধ
না দ্যাখা যায় একটু দূরের আলো
নি:শ্বাস নিতে কষ্ট হলে আছে অক্রিজেন
নি:সঙ্গতার উপায় আছে
নেই শুধু যোগ্যতা কারো
হেসে একটু কথা বলা
বোধের কথা মনে করে বরং হেসে নাও একবার
কতটা জৈবিক তুমি
কতটা বধির হয়ে যাচ্ছে বোধ!
২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:১৫
রুমানবিডি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: নি:সঙ্গতার উপায় আছে
নেই শুধু যোগ্যতা কারো
হেসে একটু কথা বলা।