![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যক্তিগত জীবনে একজন চরম ভবঘুরে আমি।
পছন্দ করি পাঁচফোড়ন মেশানো ভাজির সাথে লুচি।
ফল হিসেবে লিচু ও পছন্দ করি অনেক।
ধান গাছে তক্তা না হলেও তক্তা জিনিষটা আমার বেশ প্রিয়।
অস্ত্র হিসেবে পেরেক টা একটু বেশীই প্রেফার করি।
মানুষ বেশি দেখলে (জেন্ডার ভেদে) মাথা ভনভন করে এমনই ঘুরতে থাকে যে পৃথিবীর আহ্নিক গতিকেও হার মানায়।
অনেক মানুষের মাঝে থেকেও আলাদা হয়ে যেতে পারি তাই খুব সহজেই।
বলতে পছন্দ করি, কিন্ত শুনি তার চাইতেও বেশি...
এইতো
সব মিলিয়ে আমি!
খুব ছোট বেলায় টিভি তে একটা নাটক দেখেছিলাম "প্রতিশ্রুতি"। সেই নাটকে প্রথম এই গানটা শুনেছিলাম।
নাটকে (নায়কের সাথে তার বাগান বাড়ি যাবার সময়) যুঁথী নামের মেয়েটা এক্সিডেন্ট করে আমেরিকার বোস্টন থেকে প্লাষ্টিক সার্জারী করিয়ে এসে নাম নেয় অনন্যা গোমস।
এই নাটকটা থেকে চারটা জিনিষ মনে গেঁথে গেছে। যুঁথী নামটা, বোস্টন, বাগান বাড়ির পথে পুকুর পাড়ে নারকেল গাছের সাড়ি এবং এই গানটা...।
আমি জানি অনেকের ই এই গানটা নিয়ে নস্টালজিয়া আছে। সেই কয়েকজন কে নস্টালজিক করে দিতেই গানটা দিলাম এখানে।
[link|http://dhushorgodhuli.googlepages.com/MonShudhuMon.mp3| gb kyay gb Quy
২| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫৩
আপন তারিক বলেছেন: সুপার গান !!! সোলসের । গায়ক মনে হয় তপন চৌধুরী।
৩| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫৫
অতিথি বলেছেন: 5gig.com এ কেমনে কি ?
৪| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫৭
অতিথি বলেছেন: ঐটা মনে হয় ছিল প্রথম খন্ড নাটক। নায়ক মানস বন্দোপাধ্যায়। নায়িকা ছিল ফাল্গুনি আহমেদ ও প্লাস্টিক সার্জারির পরে লতা। আমার এখনও মনে আছে - গানটা শুনে মনে হয়েছিল এটা বোধহয় জনপ্রিয় ইন্ডিয়ান গান টান হবে। পরে শুনি খাটি দেশী এবং মিডিয়াতে ঐ প্রথম।
৫| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:০১
অতিথি বলেছেন: আমি নিজেই আশ্চর্য হয়ে যাই কৌশিক'দা আমার কি করে এতো অল্প বয়সের কথা মনে আছে। ফাল্গুনি আহমেদের কথা মনে নেই, লতা, মানস, আর কে. এস. ফিরোজের কথা মনে আছে।
5 গিগস ের কি হইছে বুঝতে পারতাছিনা বদ্দা।
রাইট আপন, আগ্গুন গান এটা!
৬| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:০৩
পথিক!!!!!!! বলেছেন: আচ্ছা ওই নাটকটা আমার ও চোথে স্পষ্ট হয়ে বাসে মাঝেমাঝে কেন বলেনতো।
৭| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:০৬
অতিথি বলেছেন: নকিব খানের সুর - লেখা কার ভুলে গেছি। কত বয়স ছিল তখন?
৮| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:০৭
ঝরা পাতা বলেছেন: গানটা জোস। বিশেষ করে এই গানটাতে শিস বাজাতে হেভি লাগে।
৯| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:১০
অতিথি বলেছেন: আমার শুধুসেই দৃশ্য মনে পড়ে- গাড়িতে দু'জন, সুখী, এক্সিডেন্ট (দৃশ্যটা দারুণ ছিল) আর এই গান। নাটকের শেষটা মনে পড়ছে না।
১০| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:১২
অতিথি বলেছেন: পথিক, এর কারণ ঐ গানটা...
১১| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:২৮
অতিথি বলেছেন: গানটা দারুন ।
১২| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৬
শুভ বলেছেন: ধুসর,
আপনার ওই গানটা এমপি থ্রি করেছি কিন্তু পাঠাইতে জানি কি সমস্যা, আবার ট্রাই করবো নে।
১৩| ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:৫২
অতিথি বলেছেন: চমৎকার গান! নস্টালজিক হয়ে গেলাম।
১৪| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৩:১৭
অতিথি বলেছেন: 'আমি তো সেই কবিতা পড়েছি, ওহো হো মনে মনে সুর দিয়েছি '
প্রথম প্রেম , স্মৃতি এবং অন্যান্য গল্প ।
১৫| ০৩ রা আগস্ট, ২০০৬ বিকাল ৪:১৩
অতিথি বলেছেন: একেবারে গুদাবাচ্চাকালের নাটক, তারপরও খুব ভালো করে মনে আছে-- খুবই আজব ব্যাপার! অবশ্য বিটিভিতে পুন:প্রচার হয়েছিলো একবার পরে, তখন আবার দেখেছিলাম। অসাধারণ গান, অ্যাকসিডেন্টের দৃশ্যটাই বেশি মনে পড়ে। তবে কৌশিক ভাই একটা ভুল বলেছেন-প্রথম নায়িকা ফাল্গুনি আহমেদ ছিলেন না, তার আসল নাম শাম্মী-এই নাটকের পরে আর কোন নাটক করেন নি তিনি।
গোধূলী, থ্যাংকস, চমৎকার নাটকের সাথে এই গানটা প্রথম শোনার স্মৃতি মনে করিয়ে দেবার জন্য।
১৬| ০৩ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৩১
অঃরঃপিঃ বলেছেন: ফাল্গুনি আহমেদ নাকি শুভ্রা। আমার ভুল হইতে পারে। ইংরেজি রিটার্ন টু ইডেন না কিযেন ছিল নামটা সিরিয়ালের, যেইটা পরে রেখা খুন ভারি মাং করছে। গানটা তপনের পর ভারতে শ্রাবন্তী গাইছে। আমার টপ টেন এর চার নম্বর গান।
১৭| ০৩ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৩৪
অঃরঃপিঃ বলেছেন: রেখা সনু ওয়ালিয়া কবির বেদী - হিন্দি সিনেমা
ইংরেজি - রিটার্ন টু ইডেন
বাংলা প্রতিশ্রুতি (শুভ্রা, লতা, মানস) মনে পড়ছে। গান লাগলে ক পাঠাই।
১৮| ০৩ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৫৫
অতিথি বলেছেন: বাটারফ্লাই ঠিক কইছেন। তা আপনের পার্পল রঙের ডানা না দেখলে ভালো লাগে না, এতপ দেরী করলেন কেনো?
পিয়াল ভাই, পাঠান আছি বস্তা নিয়া রেডী।
১৯| ০৩ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৫৮
অতিথি বলেছেন: গুগলে ডাওনলোড করা গান পুরা সেইভ করতে পারছিনা .অল্প কিছু হয়ে আর হয় না.
নাটক টা দেখেছি 1990 এর দিকে মনে হয় সালটা ঠিক মনে নাইপিচ্চি ছিলাম তো.
২০| ০৩ রা আগস্ট, ২০০৬ রাত ৮:১১
অঃরঃপিঃ বলেছেন: সোলসের প্রথম অ্যালবাম- আরও কয়টা জোশ গান ছিল- নদী এসে পথ, তোরে পুতুলের মতো করে সাজিয়ে (যেইটা নিয়া পরে কুমার বিশ্বজিত ক্যাচাল করছে), ভেবে মনে ব্যথা পাই...
লেখাটা কার? কালকে কমু
২১| ০৩ রা আগস্ট, ২০০৬ রাত ৮:১৯
হযবরল বলেছেন: বড় নষ্টালজিক করে দেওয়া গান। কেন মনে করিয়ে দিস, এই সব পানা পড়া স্মৃতি।
পুতুলের মত করে গানটা দিয়া কুমার উঠলো সলো সিংগার হিসেবে। সোলস ভাংলো।
লাকি আখন্দের কিছু গান আছে যেগুলো চিরন্তন ভাল লাগার গান।
২২| ০৩ রা আগস্ট, ২০০৬ রাত ৮:৩৪
অঃরঃপিঃ বলেছেন: কোনটা শুনতে চান হযু, কন তো পাঠাইয়া দিমু
২৩| ০৪ ঠা আগস্ট, ২০০৬ সকাল ১১:০৪
অতিথি বলেছেন: আমার একটা কনফিউশন আছে; মন শুধু মন ছুয়েছে গানটা শ্রাবন্তী আগে গাইসে ভারতে। আমার যতটুকু মনে পড়ে। নাটকটা তো দারুণ ছিলই। আর তখন তো বিটিভি ছাড়া কিছু ছিল না। তাই সবার স্মৃতিতেই নাটকটা উজ্জল।
২৪| ০৪ ঠা আগস্ট, ২০০৬ বিকাল ৩:২৫
অতিথি বলেছেন: পিয়াল ভাই, লাকীর গাটনার জন্য থ্যাংকস।
সাবি্বর দুইটা ওয়ে আছে। একটা রাইট বাটন ক্লিক করে 'সেভ টার্গের এজ' আরেকটা হলো, লেফট ক্লিক করে যখন বাজতে থাকবে তখন টেম্পোরারী ইন্টারনেট ফাইল থেকে গানটা কপি করে তুলে আনা। এখন দেখেন কোনটা সহজ হয় আপনার জন্যে।
হযু দাদা, নিজে যে হইয়া যাই তাই আশে পাশে যারা আছে তাগরেও খোঁচাই।
অন্ধকার কি শ্রাবন্তী-র গানটা যোগার করতে পারবেন? এরকম একটা কথা আমিও শুনেছি!
সবাইকে ধন্যবাদ
২৫| ০৪ ঠা আগস্ট, ২০০৬ বিকাল ৩:৩৭
অতিথি বলেছেন: মনটা খারাপ হয়ে আছে । ভাবলাম অনেক আগে শোনা এই নস্টালজিক গানে যদি মন ভালো হয়......
কিন্তু অল্প কিছুহয়ে আর হয়না। মনটা আরো খারাপ করে দিলো.......
২৬| ০৪ ঠা আগস্ট, ২০০৬ বিকাল ৪:৩০
অতিথি বলেছেন: শ্রাবন্তির গানটা আমার কাছে ক্যাসেটে আছে, সিডিতে নাই। আমিও শুনেছি যে শ্রাবন্তি মজুমদারই আগে গেয়েছেন।
২৭| ০৪ ঠা আগস্ট, ২০০৬ বিকাল ৫:৩২
অমি রহমান পিয়াল বলেছেন: সব পাগল হইয়া গেছে শুনছি শুনছি কইয়া চাপা পিটাইয়া লাভ কী! তপন যখন গানটা গাইছে শ্রাবন্তী তখন সারগাম চর্চা করে। পরে সে একটা কোলাবরেশনে ফকির আলমগিরের সঙ্গে গান গাইছিল। মন শুধু মন ছুঁয়েছে তখন গাওয়া। মাঝখানে ফারাক প্রায় 7/8 বছর
২৮| ০৪ ঠা আগস্ট, ২০০৬ রাত ১১:৫৯
অতিথি বলেছেন: লোল @ পিয়াল ভাই!
২৯| ০৫ ই আগস্ট, ২০০৬ রাত ১২:০০
অতিথি বলেছেন: গোধুর আগামীকাল প্রোগ্রাম কি?
৩০| ০৫ ই আগস্ট, ২০০৬ রাত ১২:০৪
অতিথি বলেছেন: yahoo/MSN?
৩১| ০৫ ই আগস্ট, ২০০৬ রাত ১২:১০
অতিথি বলেছেন: 2য় টা বুঝি নাই চোর ভাই-
মনেহয় হবে না। খুব সম্ভবত পরের 2য় সপ্তাহ @ প্রথম
৩২| ০৫ ই আগস্ট, ২০০৬ রাত ১২:১১
অতিথি বলেছেন: ওকে। দ্্বিতীয়টায় ইয়াহু বা এমএসএনের অ্যাড্রেস চাইছিলাম।
৩৩| ০৫ ই আগস্ট, ২০০৬ রাত ২:৩০
শাহানা বলেছেন: গানটা আসলেই খুব সুন্দর। এই নাটকের হিন্দি ভারসন দেখিনি, কিন্তু গান শুনেছি ঐটাও ফাটাফাটি ("তু, তু হে ওহি, দিল না জিসে, আপনা কাহাঁ...")। ইংলিশটাও দেখেছি, কাহিনিটাই আসলে খুব সুন্দর।
৩৪| ০৫ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:৪৪
অতিথি বলেছেন: গানটা শুনলাম। অনেক ভালো লেগেছে।
৩৫| ০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:৪৬
অতিথি বলেছেন: নাটকের হিন্দি ভার্সন?
তু, তু হে ওহি, দিল নে জিসে আপনা কাহা... এটা মন শুধু মন ছুঁয়েছের হিন্দি ভার্সন??
ইংলিশ??
- ইত্তা কিতা কইন শাহানা আফা?
৩৬| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:২৬
অতিথি বলেছেন: পিয়াল ভাই, ভয় পাইছি। আপনের চে বয়স ইট্ট ু কম তো, এইজন্য জানিও কম। আর কিছু কমু না যান! :-(
৩৭| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৩০
অতিথি বলেছেন: বাটারফ্লাই, আপনার পার্পল রংয়ের ডানাটা আরেকবার ঝাপটান।
আগেরটা হয় নাই
৩৮| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৩৭
অতিথি বলেছেন: ব্লগের আজ হলো কি?মাথাটা গেছে মনে হয় ! (ব্লগের কি মাথা আদৌ ছিলো?! ) পিয়াল ভাইয়ের কথায় ভয় পেয়ে লিখেছিলাম যে আর চাপা পিটামু না :-(
৩৯| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৪৮
অতিথি বলেছেন: ধুরঃ আপনে মিয়া হুদা হুদি ই ডরাণ।
চাপা আছে তো পিডামু না তো কি ব্যাংকের ভলটে রাইখা দিমু?
পিয়াল ভাই কিছু কইলে চোখ বনধ্ কইরা রাখবেন, তাইলে আর কিছু হুনবেন না, দেহেন না আমারে। চাপা পিডাই দেইখ্যা রোজ আমারে পিডায়, আমি কি থাইম্যা আছি?
আর ব্লগের আপ সাইড ডাউন হইয়া গ্যাছে। মানে মাথা থাকলেও এখন আমরা দেখতাছি তা আসলে ব্লগের ঠ্যাং। তয় ঠিক হইয়া যাইবো, টেনশন লইয়েন না!
৪০| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫৭
নাতাশা হুসাইন বলেছেন: এই গানটা আমার ও প্রিয় গান। প্রায়ই শুনি।
৪১| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:০২
অতিথি বলেছেন: গানটাতো আপনাকে উদ্দেশ্য করেই এখানে দেয়া!
আপনি ছাড়া আর কাকে দিতে পারি বলেন?
৪২| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:১১
শুভ বলেছেন: ধুসর,
টাংকি মারার আর জায়গা পান না- সুমন চৌরে বইলেন তো মেইল চেক করতে।
৪৩| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:২৭
অতিথি বলেছেন: পারুম না, আপনে আমার মেইলে পাঠাইলে কি হাত কামড়ায় মিয়া?
৪৪| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৪
শুভ বলেছেন: ধুসু,
চেতিয়েন না- কি জানি একটা সমস্যা হইতাছে!
অনেকবার চেষ্টার পর পাঠাইতে পারছিলাম।
দেখি না, ঠিকঠাক মতো গেলে আপনের মেইলে পাঠাইয়া ফানাফানা কইরা দিমু।
তা ব্রাদার, আপনের মেইল এড্রেস কই?
৪৫| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৪
শুভ বলেছেন: তার আগে কন-আপনে আমারে হাত কামড়াইতে কইলেন কেন?
আপনের নিজের গার্লফ্রেন্ডের হাত কামড়ান না গিয়া, কেউ না করছে!!!
৪৬| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫০
অতিথি বলেছেন: কেমনে কামড়ামু হালায়? অই বেটিরে নিয়াতো হুনলাম আপনি রিক্সা কইরা ঢাকা চিনতাছেন।
খাড়ান না আইয়া লই, অলিম্পিকে দৌড়ে গোলড পাওনের বন্দোবস্ত করতাছি আপনের!
৪৭| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:১৫
শুভ বলেছেন: ধুসু,
অ, ওইটা তাইলে আপনের গার্ল ফ্রেন্ড আছিল- আগে কইবেন তো!!!
৪৮| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:৩৪
অতিথি বলেছেন: জানলে কি আর শুভ রিকাসায় ঘুরতে বাইরায়!!
মাঝখানে ঢুকার জন্য ক্ষমাপ্রার্থী!!
৪৯| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:৩৯
শুভ বলেছেন: অন্ধকার,
আরে না- এই ধুসর কিভাবে জানি টের পেয়ে যায়- আমার মনে হয় স্যাটেলাইটের সাহায্য নেয়!!
৫০| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:৫৪
অতিথি বলেছেন: কালা ছুব জানলেও যাইতো। কিন্ত এখন যে আমার আপনারে ও সন্দেহ লাগতাছে, তার কী হইবো?
আমি যে একটা বই উঠাইছিলাম মাসকাওয়াথ আহসানের [link|http://www.somewhereinblog.net/rumanblog/post/14977| A
৫১| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:৫৬
শুভ বলেছেন: ধুসর,
মেইল চেক কইরেন- পাইলে আওয়াজ দিয়েন।
৫২| ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:৫৯
শুভ বলেছেন: ধুসর,
সোয়ারী!
কালকের প্রথম আলো জোগাড় করছি- আজ পারবো না, কাল!
দেখবো পড়ে- একটু সময় দেন, নাকি দেয়া যাবে না, বাডি?
৫৩| ০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:০৩
অতিথি বলেছেন: হাতে দাও নিয়া খাড়ায়া আছি মনে রাইখেন ঐটা। এইবার পড়েন যখন খুশী!
৫৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১
ফাহমিদা বারী বলেছেন: নাটকটির নায়ক মানস বন্দ্যোপাধ্যায় ছিল, ঠিক আছে। কিন্তু প্রথম নায়িকা ফাল্গুনি মুখোপাধ্যায় ছিল না। আমি তার নাম ভুলে গেছি। খুব মিষ্টি মুখের একটি মেয়ে ছিল। হ্যাঁ, দ্বিতীয় নায়িকা ছিল লতা।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫২
অতিথি বলেছেন: পাইছি ।