নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী ভাবনার বৈরাগী প্যাচাল

সযতনে খেয়ালী!

ধুসর গোধূলি


ব্যক্তিগত জীবনে একজন চরম ভবঘুরে আমি।
পছন্দ করি পাঁচফোড়ন মেশানো ভাজির সাথে লুচি।
ফল হিসেবে লিচু ও পছন্দ করি অনেক।
ধান গাছে তক্তা না হলেও তক্তা জিনিষটা আমার বেশ প্রিয়।
অস্ত্র হিসেবে পেরেক টা একটু বেশীই প্রেফার করি।
মানুষ বেশি দেখলে (জেন্ডার ভেদে) মাথা ভনভন করে এমনই ঘুরতে থাকে যে পৃথিবীর আহ্নিক গতিকেও হার মানায়।
অনেক মানুষের মাঝে থেকেও আলাদা হয়ে যেতে পারি তাই খুব সহজেই।
বলতে পছন্দ করি, কিন্ত শুনি তার চাইতেও বেশি... এইতো
সব মিলিয়ে আমি!

ধুসর গোধূলি › বিস্তারিত পোস্টঃ

কদম গাছে উঠিতে চাই, তবে পরানে আছে মুলী বাঁশের ডর!

০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫২



ঃ ভাই কেমন আছেন?

- কে কে কে?



ঃ আমি মোল্লা...

- পরিচয় পরে হবে, আগে টিনের বাক্সে বারো টেকা...



ঃ আপনে মিয়া এখনো সোজা হইলেন না!

- ত্যাড়া বেঁকার কী দেখলা?



ঃ না, কী আর দেখুম, কখনো সোজা দেখি নাই তো। সোজা জিনিষটা কি বুঝি না!

...... ..... .... ....

ঃ কী করেন....?

- কদম গাছে উঠি!



ঃ অ ভাই কী কন এগুলা?

- হ মিয়া, কদম গাছে উঠিতে চাই... তারপর রাঁধারে দেখুম...। আমার বাইনোকুলারটা যে কই গেলো।



ঃ উঠেন...। আপনে কদম গাছে আর কদম গাছের নিচে কে খাড়াইয়া আছে দেখছেন?

- তুমি মিয়া একটা বেরসিক। কদম গাছে উইঠা কি নিচে তাকানোর টাইম আছে.... আহা! বাইনোকুলার কাঁচটা যে কেডা ঝাপসা করলো!



ঃ ভাই একটু নিচে তাকাইয়া দেইখেন। নিচে খাড়াইয়া আছে ভাবী হাতে বিশাল একটা মুলীবাঁশ।

- ধুর মিয়া। তুমি আসলেই বেরসিক। কীসের মাঝে কি...



ঃ ঠিকই আছে। আপনেরে সোজা করতে হইলে মুলীবাঁশ অলা ভাবী লাগবো। মুলী বাঁশের ডরে যদি সোজা হোন। নাইলে কোন আশা নাই!

- তুমি মিয়া কোন কামের না। মুলী বাঁশের ডরে কি কদমগাছ ছাইড়া দিবা? আহো তুমি ও আহো...



ঃ মাথা খারাপ? আপনের লগে আমি আর নাই। বহুত ক্যাচালে পড়ছি আপনের কথা শুইনা। অল্পতে মাইর খাই নাই। আবার যদি শুনে যে আপনের লগে কদম গাছে উঠছি তাইলে আর রক্ষা নাই...। আর না গুরু ক্ষমা করেন।



- ধেই মিয়া, তুমি কোন কামেরই না। মাইরের ডরে টাঙকিবাজি ছাইড়া দিবা? হের লাইগাই কইছিলাম, আমার পতাকা তলে আসো, সণ্ন্যাস ব্রত গ্রহণ করো। নো উয়্যোম্যান নো ক্রাই... নো মুলীবাঁশ - নো মাইরের ডর!



ঃভাই আর কতো। কতগুলা বসন্ত গেলোগা এখনো পোলার বাপ হইলেন না। এখনো কদম গাছে উঠেন, কাজটা কি ঠিক হইলো?

- হৈ মিয়া, পোলা না মাইয়ার বাপ...। অকাজের কী হইলো, তুমি ও ওঠো না করছে কে?



ঃ নাহ ভাই আর না। আমি ভালো হইয়া গেছি। এখন আমি একজনাতেই আছি...। নো মোর হাঙ্কিপাঙ্কি, নো মোর কডম গাছ! আচ্ছা একটু বলবেন, কদম গাছের ব্যাপার টা কি?

- এই লিংকটা থেকে গানটা শোনো তাইলেই বুঝবা...



---------------



অনেকদিন পরে জুনিয়র এই বন্ধুটার সাথে কথা হচ্ছিলো এমএসএনে। কিছু সময়ে স্মৃতিগুলো নিয়ে চটকানো হলো খানিকক্ষণ। খুব শার্প একটা ছেলে... আমার মতো পাথুরে, নিরেট মাথার একজনরে যে ক'জন খুব ভালো করে পেয়েছে তাদের মধ্যে একজন।



একটা আইডিয়া দেখালো, টেস্টিং চলছে, খুব অ্যাপ্রেশিয়েট করার মতো। ভেতরে খুব আনন্দ হলেও, প্রকাশ ভঙ্গীটা কেবল 'গুড জব, ওয়েল ডান, কংগ্র্যাটস' এই জাতীয় শব্দ গুলোর মাঝেই সীমাবদ্ধ ছিলো।



একবার এক সিনিয়রকে প্রেম সংক্রান্ট উপডেশ দিতে গিয়ে বলেছিলাম, "তোমারে দিয়া কোন লাভ হইলো না। মাঝখানে দেখবা শ্রোতা হিসেবে বসে থাকা এই মোল্লাই তুরুপটা মারবে"। আসলে তাকে নিয়ে আমি পরপর কয়েক দিস্তা লিখেও শেষ করতে পারবো না।



যেমন এখন চোখের সামনে একের পর এক ভেসে যাচ্ছে সময় গুলো...। উত্তরায় কামলা ফাঁকি দিয়ে আম চুরি করার সময়টা, বেইলী রোডের বিগবাইটসে বসে সেন্ডউইচ চাবানো, নিউমার্কেটের সামনে বসে ফুচকার দোকানের ফুচকা চুক্তি ভিত্তিতে খাওয়া, কোন মেয়েকে দেখে তার কথ্য-শুদ্ধ ভাষার ফুলঝুড়ি, এর ওর খিতাবী নাম ধরে একেকটা কাল্পনিক কাহিনী বানিয়ে হাসতে হাসতে তেত্রিশ দাঁত বের করে হাসা, ভলভো দোতলা বাসের পেছন দিক, ক্যাফে নাম্বার ওয়ানে বসে ফোন করিয়ে তাকে আনানো, শেষ দেখাটা মনেহয় সেখানেই হয়েছিলো... এবং পুনরায় আমরা তিনজন।



একজন বড়, একজন মেজো আরেক ছোটজন এই মোল্লা....

----------



পুরা পোস্টটাই এসেছে হাসান মোর্শেদ দাদার দেয়া বাসুদেব দাস বাউলের কলঙ্কিনী রাঁধা গানটার অনুপ্রেরণা থেকে!

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:১৭

অতিথি বলেছেন: সুন্দর। মজার!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৩

কালপুরুষ বলেছেন: তোমারে আমার শালা বানাইতে পারলে খেলাটা ভালই জমতো মনে হয়। আমার বউরে যদি ধম্মের বইন বানাও তয় অহনও সুযোগ আছে শালা হওনের। তয় তোমার মত একখান চৌকশ শালা ফোকটে পাইলে আমার অবস্থা কী হইতে পারে হেইডা চিন্তা করি দশবার। আর তুমি শালা যে একখান মাল ত্যান্দোর হেইডা ভাল কইরাই বুঝি, দুলা ভাইয়ের নেংটি না খুইলা যে ছাড়বা না হেইডাও টের পাই । তাই পরের জন্মে তোমারে আমি শালা হিসাবে পাইতে চাই।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৪

অতিথি বলেছেন: হা হা হা

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৩

অতিথি বলেছেন: কানু বেটা দেখি এইখানে লুকাইয়া আসে.....অভ্যাস টা আর বদলাইলো না...

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:২৬

অতিথি বলেছেন: জলিল মামু, ধন্যবাদ দেওয়ার একটা ভাষা লাগে। আপনার বেলায় সেটা থাকেনা আমার। আপনার মেইল এ্যাড্রেসটা কি এই অধমরে দেওয়া যায়?

সাকিবালি, খুকুর খুকুর খুকুর খুক...
সাবি্বর অভ্যাস কি এতো তাড়াতাড়ি বদলায়?

কালুদা, চামে চিকনে শালা বানায়া দিলেন? বলি আমার ধর্ম বোনের চাচাত, মামাত, খালাত, ফুফাত... কোন তুতো বোনই কি নেই?

না নেঙটি ধরে টানবো না। সাভারের মিষ্টি খাওয়াবো আপনেরে যান, ডিল!

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৭

আপন তারিক বলেছেন:

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৯

ইমটি বলেছেন: হুমমম

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

কালপুরুষ বলেছেন: আমার বউ এর বাবা ছিলেন তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান। আমার শাশুরী ছিলেন তাঁর বিধবা মায়ের একমাত্র কন্যা। আর আমার একমাত্র শালীকা আমারে কোনদিন দুলাভাই কইয়া ডাকে নাই। বিয়ের আগেও না বিয়ের পরেও না। বাবুল ভাই কইতো। অহনও তাই কয়। শালী সুখ আমার কপালে জোটে নাই। তাই কারও মুখে দুলাভাই ডাক শুনি নাই। তাই তোমার মুখেই শুনতে চাই। যদি তোমার বউ আমারে মামাতো/খালাতো/ফুপাতো কোন এক তেতো দুলাভাই কয় তো আমি বর্তে যাই। আটকুড়ে দুলাভাই হওয়া থিকা বাঁচি।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০৪

হারাধন বলেছেন: আইচ্ছা কালুভাই

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৩২

অতিথি বলেছেন: কাহিনী তাইলে এই?

কদম্বে উঠিয়া বালক দেখিতে লাগিলো...

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৪১

নজমুল আলবাব বলেছেন: কাহিনী তাইলে এই?

কদম্বে উঠিয়া বালক দেখিতে লাগিলো...

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৪৮

অতিথি বলেছেন: হুম!

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫০

অতিথি বলেছেন: কাহিনী তাইলে এই?

কদম্বের তলে দাড়াইয়া দাদারা বালকের দৃষ্টি ফলো করিতে লাগিলো...

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫২

অতিথি বলেছেন: হৈ কি কস?
ভাইডি আমার, এমনে কইতে অয়না...
ঘরে তোর ভাবী আছেনা?

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:০৫

অতিথি বলেছেন: ভাবী না দ্যাশে?

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:১০

নজমুল আলবাব বলেছেন: ভাবী দ্যাশে কিন্তু মামাতো ব্লগে আছে!
না নাই?
ইজ্জত দেয়া হবে না হবেনা?

নোটিশবোর্ড জবাব চাই...

কী সব অশ্লিল... কদম্ব বৃক্ষ আমার...

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:১৭

রাগ ইমন বলেছেন: আচ্ছা , কদম্ব বিরিক্ষ লইয়া টাংকাইতাছো !!
ব্রেশ ব্রেশ !

ধু, তুমি কতখানি কালো? [ কে জানি কইলো , তুমি নাকি ধবল] কানাই হইতে গেলে যোগ্যতা লাগবে তো , নাকি পাতিলের কালি ঘষছো?

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৩৫

অতিথি বলেছেন: আমি ধবল? কোন শালা কয়? আমি কি ইট্টু পাউডারো মাখতে পারুম না নাকি?
পাতিলের কালি এদিকে পাইনা, কলের কালি ঘঁইষা বইসা রইছি কদম্বের ডালে, রাঁধারতো দেখা নাই।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৩৮

অতিথি বলেছেন: কানু কেনো কৃষ্ণ বরন?
রাধার ননী মেখে যাতে ধবল হতে পারে , পরে?

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৪২

অতিথি বলেছেন: আজকাল তো ননীতেও ভেজাল, এখনকার রাধা কি তাইলে হেনোলাক্স ধরাইয়া দিবে?

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৪৪

অতিথি বলেছেন: হেনো--হেনো--হেনোলাক্স ...বিটিভির যুগে বেশ মজার একটা এ ড দিতো

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৪৮

রাগ ইমন বলেছেন: হেনো লাক্স মাখিস না ধু!!!!!
হাড্ডি শুদ্ধা হোয়াইট হইয়া যাবি!

রাঁধা গেসে গ্যাঞ্জেলার কাছে, তোর নামে নালিশ দিতে!

তুই এই সুযোগে গোপীনীদের মোবাইল নাম্বার সেইভ কর!

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৫২

অতিথি বলেছেন: যেইসব গোপীনীর নাম্বার অলরেডি সেইভড ঐগুলাই সামলাইতে পারতাছিনা। নতুন আর আপাতত চাইনা, তারউপর গোপুর একটা ডরতো আছেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.