নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ

এখনই সময়।

রুিম ভাই

একজন খুতখুতে মনের মানুষ।এ থেকে মুক্তি পেতে চাই........

রুিম ভাই › বিস্তারিত পোস্টঃ

সমকামিতা নাকি ভ্রূণ হত্যা !!!

২৭ শে জুন, ২০১৫ রাত ১১:২০


সমকামিতাকে প্রশ্রয় দেয়া আর নিজের অস্তিত্বকে অস্বীকার করা একই কথা। আচ্ছা। আপনার বাবা যদি আপনার চাচাকে বিয়ে করতো তাহলে আপনি কোথায় থাকতেন বলতে পারেন।এক কথায় ডাস্টবিনে, না হয় বাথরুমের মলের সাথে না হয় আপনার চাচার ঠিক পু.........

আচ্ছা। আপনার মা যদি আপনার খালাকে বিয়ে করতো তাহলে আপনি কোথায় থাকতেন?? থাক আর ব্যাক্ষা করলাম না। (ব্যাক্ষার দরকার হলে ইনবক্স করবেন। ব্যাক্ষা পেয়ে যাবেন)......

কাল থেকে যদি পৃথিবীর বুকে কোন বৃক্ষ না গজায় , তাহলে পৃথিবী খুব দ্রুতই বৃক্ষহীন হবে, অক্সিজেন শুন্য হবে আর আমরা তো ধ্বংস হবই অবধারিত। এখন আপনি যদি মনে করেন আপনিই বাঙ্গলাদেশ। আপনিই পৃথিবী। আপনিই শেষ প্রজন্ম। তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু দ্যা হেল।

এক কথায় আপনি নরঘাতক ছাড়া কিছুই না। আপনি ছেলে ধরাও না, মেয়ে ধরাও না। শ্রেফ শিশু হত্যাকারী। আপনার মাঝে যে বীজ আছে তার অধিকার আছে ঠিক আপনারই মত এই পৃথিবীর আলো বাতাস দেখার। এই পৃথিবীতে বুক ভরে শ্বাস নেবার। বরং আপনার কোন অধিকার নেই সেই বীজ নস্ট করার।

প্লীজ। সমকামিতাকে প্রশ্রয় দেবার আগে কিছু সময় নিজের পরিবারের সাথে কাটান, তাদেরকে নিয়ে ভাবেন, নতুন প্রজন্মকে নিয়ে ভাবেন, এমনকি বাবা মায়ের সাথে বিষয়টা শেয়ার অ করতে পারেন
[পুরুষেরা সমকামিতাকে প্রশ্রয় দেবার আগে একবার নিজের বাবার মুখটি মনে করারা চেস্টা করুন। আর মহিলারা সমকামিতাকে প্রশ্রয় দেবার আগে একবার নিজের মায়ের মুখটা মনে করার চেস্টা করুন।]

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ রাত ১:৪৭

নতুন বলেছেন: দুনিয়াতে অনেক মানুষই জীবনে বিয়েই করেনা। তাই বলে এই কারনে বিশ্বে জনসংখ্যা কমার কোন লক্ষন শুরু হয়নাই।

এটা এমন বিষয় না যাতে মহাভারত অশুদ্ধ হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.