নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে

জাফর সাদিক রুমী

.........।

জাফর সাদিক রুমী › বিস্তারিত পোস্টঃ

পিকেটার

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

বাসে পাশাপাশি সিটের যাত্রীরা ভদ্রতাবশত: আজাইরা বাৎচিৎ করে ।

শহরটা লন্ডন হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম -

: আজকের আবহাওয়াটা চমৎকার, তাই না?

: হুম ! কালকে যা ছিল না ! পুরো ভিজে কাক হয়ে বাসায় ফিরেছি।



শহরটা লন্ডন হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম -

: আজকের পৃথিবীটা একটু শান্ত আছে, তাই না?

: হুম ! কালকে যা ঝাঁকুনি দিয়েছিল না ! একটা তিনতলা বাড়ীর নিচে চাপা পড়েছিলাম, ভাগ্যিস বাড়িটা কাগজের ছিল !



শহরটা ঢাকা হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম -

: আজকের পরিস্থিতি একটু ঠান্ডা আছে, তাই না?

: হুম ! কালকে যা গ্যান্জাম গেল না ! আমার ছোট ভাই পিকেটিং এর আগুনে পুড়ে মরেছে, বাবার নতুন সিএনজিটা পিকেটাররা ভেঙে দিয়েছে; হরতালে আমর ব্যবসা বন্ধ- পুরাই পথে বসার অবস্থা । সামনের সপ্তায়ও নাকি হরতাল, এবারতো গলায় দড়ি দিতে হবে।

: আমার পথ ধরেন, তাহলে পথে বসা লাগবে না !

: কোন পথ?

: আমারও আপনার মত পথে বসার অবস্থা হইসিলো। তারপর একটা দলের সাথে যোগাযোগ করে পিকেটিং শুরু করলাম, প্রতিদিন ১০০০ টাকা ইনকাম । হরতালের দিন হোক বা হরতালের আগের দিন, ইনকাম থাকেই :)



খেয়ে পরে বাঁচতে হলে গরীবদের পিকেটার হওয়া ছাড়া গতি নেই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

ভাইটামিন বদি বলেছেন: ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.