![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী একটি বিশ্ববিদ্যালয়ের এডমিন অফিসার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হরতাল চলাকালে জামায়াত-শিবিরকর্মীদের হামলায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।নিহত কনস্টেবল ওমর ফারুকের মরদেহ হরিণাকুণ্ডু থানায় রাখা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১১টায় হরতাল সমর্থনকারীরা মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্সে হামলা চালায়।
“এ সময় পুলিশ বাধা দিতে গেলে জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা ও রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান, আহত হন আরো চার পুলিশ সদস্য।”
আহতদের স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।
বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনায় মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের প্রধান শরিক বিএনপি।
©somewhere in net ltd.