নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

উত্তরাধিকার

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

এক প্রজন্মের উত্তরাধিকার
অন্য প্রজন্ম হারায়,
অদ্ভুত এক খেয়ালী জাতি
বাস করে বসুধায় ।
রক্ত দিয়ে যারা কিনেছিলো দেশ,
বিলিয়েছিলো জীবন;
সন্তানেরা ভুলে গেছে সেইসব
গৌরবোজ্জ্বল অর্জন!
অতি অাধুনিকতার ছদ্মবেশে
অনুকরণে বিলীন,
ভুলে গেছে জনকের নামটিও
অবাঞ্ছিত মাতৃঋণ!
নিজের গৌরব, ভাষা-সংস্কৃতি
হুমকির মুখে রেখে,
পাশ্চাত্যের রীতিনীতি শিরোধার্য
রঙিন চশমা চোখে!
ভীরু, কাপুরুষ বনে গেছে জাতি
অপরে ঈর্ষাকাতর;
খুন, চুরি-চামারিতে লিপ্ত তারা
পরনিন্দায় মুখর!
অশিক্ষা, কুশিক্ষা গেঁড়েছে আসন
ধর্মান্ধতার বিকাশ,
মেঘের অাড়ালে থমকে দাঁড়ায়
এক টুকরো আকাশ!
কেটে যাবে এই মেঘ অন্ধকার
অাসবেই জানি অালো,
পূর্বপুরুষেরা দেখাবেন দিশা
ধরা হবে জমকালো ।

২৭ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ছন্দ মাত্রা সবই ঠিক আছে। কিন্তু কথাগুলো সবই শোনা, গতানুগতিক। এখন পড়লাম কালকেই মনে রাখতে পারবো নাকি কোন লাইন জানিনা। এই ব্লগে পড়া বেশ কয়টা কবিতা আছে আমার মুখস্ত। অনেক বছর আগে পড়া, তবুও। সময় কিংবা কালোর্ত্তীন কবিতারা অন্যরকম হয়। কখনো আবার খুব সাধারনভাবেই অসাধারন। যেটা অনেকদিন পরেও আপনার মনে থাকবে, হয়তো একটা দুটা লাইনই কেবল। এই ব্লগে দুইজনের কবিতা ভাল্লাগতো। রু আদে আর অপরিনত। একজন কঠিন ধাচের আরেকজন খুবই সহজ সরল। দুইটা দুই রকমের। সহজ কবি হারিয়ে যাবেন, কারন উনার হেয়ালি। কিন্তু নিশ্চিত জানি রু আদে হারাবেনা।

কবিতা আমার কাছে শখের মত। পড়তেই বেশি ভালোলাগে, আর বার বারই পড়ি যেটা ভাল্লাগে। আর লেখাটা অনেকটা তাইমপাস। জার্নিতে আছি, লিখে ফেলি নাহয় কয়টা লাইন, কিছু করার পাচ্ছিনা, আবারো দেখি কিছু লাইন আসে নাকি। এর বাইরে কিছু না। আমার এক মহা আতেল কবি বোনের ধারনা আমি এখনো প্রাথমিক স্টেজে আছি। আমারো তাই ধারনা। এটা ১০ বছর আর ৫ বছর আগের কিছু দেখলে বুঝি। এখনকার দুর্বলতাটা উপলব্দহি করার ক্ষমতাও হয়তো আরো পরেই হবে। এখন মনে হয় কবিতার ম্যাচিউরিটি সময় আর অনেক পঠনের মধ্যে দিয়ে আসে, আরো দুই তিন বছর আগেও কিন্তু তা মনে করতামনা।

কবিতার নেশা থাকলে চালিতে যান, সবচেয়ে বড় কথা হচ্ছে কবিতা আপনাকে আরো মানবিক করবে। বিশাল হিট কিছু প্রডিউস করতে পারবেন নাকি সেটা অনেক পরের ব্যাপার।

শুভকামনা রইলো। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: "সবচেয়ে বড় কথা হচ্ছে কবিতা আপনাকে আরো মানবিক করবে"। ভাই, হঠাৎ এই কথা কেন?
আমি ছোটবেলা থেকেই কবিতা লিখি । আমার অবস্থা ঐ আপনার মতই । এখন কিছু লিখলে নির্দিষ্ট সময় পরে সংশোধন করতে হয় । অবশ্য এখন এই প্রবণতাটা কিছুটা কমে গেছে ।
ছন্দ নিয়ে কয়েকবছর পড়ালেখা করেছি তো, তাই এর বাইরে যেতে পারিনা । এখনো সুযোগ পেলেই পড়ি । দেখবেন আমার লেখায় সব মাত্রা গোনা । ছন্দের প্রতি মায়া পড়ে গেছে । ছন্দের জন্য কঠিন শব্দও ব্যবহার করতে হয় । দেখি সামনে এই শেকল ছিঁড়তে পারি কি না! ধন্যবাদ ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

আরণ্যক রাখাল বলেছেন: এত ভারি ভারি শব্দ কেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়বস্তুটাই অনেক ভারি । ছন্দ, মাত্রা গোনা । ছন্দের প্রয়োজনেই অনেক শব্দ বসাতে হয়েছে । যাহোক, পড়েছেন যে এজন্য অশেষ ধন্যবাদ ।
ইদানীং লেখা কম দিচ্ছেন নাকি?

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: না| আসলে লেখার মত কিছুই পাচ্ছি না| আমার যা লেখার অন্যরা লিখে ফেলছে| লেখা শেষ হলেই পোস্ট করে দেই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: যা বলেছেন । নজরুল, রবীন্দ্রনাথ, তারাশংকর, কিংবা শরৎ এর লেখা পড়লে মনে হয় উনারাই সব লিখে গেছেন, আমি আর কী লিখবো! এমনও হয়েছে, আমি একটা কিছু নিয়ে ভাবছি, সুনীল গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে সেটা লিখে ফেলেছেন! কী অবস্থা! এজন্য অনেক পড়ালেখা করতে হয় । এই যান্ত্রিকতার যুগে এত পড়ালেখার সুযোগ কই? এই যে এত কষ্ট করে ছন্দমাত্রা গুণে কবিতা লিখি, কোন অর্থ আছে?

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

জেন রসি বলেছেন: চিরাচরিত থিম!

তবে পড়তে ভালোই লাগছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.