নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মহসিন আলী সম্পর্কে আবেগঘন কিছু কথা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৬





আমি আওয়ামীলীগার নই, তবে মুক্তিযোদ্ধাদের মনেপ্রাণে ধারণ করি । আপনি যে দলেরই হোন, আমি মনে করি বিড়িখোঁড় (অনেকেই হয়ত তাঁকে এই বিশেষণে ডাকতেন) মহসিন আলী সম্পর্কে এই লেখাটি পড়লে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন)
প্রস্তুতি চূড়ান্তই ছিল । অস্থির হয়ে উঠেছিলেন তিনি । দু'এক দিনের মধ্যেই দেশে ফিরবেন হজে যাবেন বলে, কিন্তু নিষ্ঠুর নিয়তি! আড্ডা অন্তঃপ্রাণ এই মানুষটিও পাড়ি দিলেন চির অজানার দেশে। গণমুখী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, ৪১ বছর রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় দুর্নীতির কলঙ্ক যাকে স্পর্শ করেনি, তিনি সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলী, সাদামাটা এক ব্যক্তিত্ব, তিনি দেখিয়েছেন কীভাবে কেবল মানুষের জন্য কোটিপতি থেকে লাখপতি হতে হয়।
কিন্তু আমাদের দেশের মিডিয়া কখনোই প্রকাশ করেনি তাঁর একাত্তরের রনাঙ্গনের বীরত্বের কথা, প্রকাশ করেনি সাধারণ মানুষদের জন্য তাঁর আজীবন আত্মনিবেদনের কথা । প্রকাশ করেছে শুধু তাঁর বিড়ি খাওয়ার খবর, সাংবাদিক পেটানোর খবর ।

* * সৈয়দ মহসিন আলী সেই ব্যাক্তি, যিনি নিজ বাপ দাদার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন।
* * সৈয়দ মহসিন আলীই একমাত্র মন্ত্রী ছিলেন, যার বসবাসকৃত বাড়িতে একজন ভিক্ষুকও যেকোনো সময় কোনো বিনা বাধায় অ্যাপয়েনমেন্ট ছাড়াই তার ঘরে গিয়ে দেখা করতে পারতো।
* * সৈয়দ মহসীন আলীই একমাত্র মন্ত্রী, যার কোন ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিলোনা। যে কেউ যে কোন প্রকারের সমস্যা নিয়ে তাঁকে মোবাইল করতো আর তিনি নিজেই ফোন ধরতেন শতভাগ চেষ্টা করতে সমাধান করতে।
* * সৈয়দ মহসিন আলীই একমাত্র এমপি ও মন্ত্রী, যার বাড়ির কোন সীমানা প্রাচীর নেই।
* * সৈয়দ মহসিন আলী সেই গণমানুষের অভিভাবক, যিনি মিল্টন রোডে ৬০ লাখ টাকা ধার করে গরীব অসহায় রোগীদের চিকিত্সার জন্য বাড়ি তৈরী করেছেন।
* * সৈয়দ মহসীন আলী সেই নেতা ছিলেন, যাঁর কারণে বিরোধী দলের নেতাকর্মীরা কখনো নিজেদের বিরোধী দল বলে ভাবতো না।
* * সৈয়দ মহসীন আলী সেই মানুষ, যিনি ঢাকার তাঁর বাড়িটা আশ্রয়হীন মানুষদের দিয়ে গেছেন।
* * সৈয়দ মহসীন আলী সেই ব্যাক্তি, যিনি নিজ খরচে অসংখ্য অসংখ্য মানুষকে ক্যান্সার, লিভার, কিডনি, ফুসফুস সহ নানান রোগের চিকিত্সা করিয়েছেন।
* * সৈয়দ মহসীন আলী সেই ব্যাক্তি যিনি ক্যান্সারে আক্রান্ত ২১জনকে বিদেশ পাঠিয়ে নিজ খরচে চিকিত্সা করিয়েছেন।
* * সৈয়দ মহসীন আলী সেই ব্যাক্তি, যিনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাগলের মতো স্নেহ করতেন এতোটাই যে, গত এপ্রিলে ক্যান্সারে আক্রান্ত দুই স্কুল শিক্ষার্ত্রীকে বিদেশ পাঠিয়েছেন উন্নত চিকিত্সার জন্য।
* * সৈয়দ মহসিন আলী সেই মন্ত্রী ছিলেন, যিনি এলাকায় আসলে কখনো পুলিশ এসে নিরাপত্তা দেয়ার প্রয়োজন পড়েনি।
* * সৈয়দ মহসিন আলী গানের পাগল সেই মন্ত্রী, যিনি সন্ত্রাসীদের উদ্দেশ্য করে বলেছিলেন ; নাশকতাকারীদের দেখা মাত্রই গান শুনিয়ে দিবো।
* * সৈয়দ মহসীন আলী সেই ব্যাক্তি, যিনি অসুস্থ হওয়ার পর চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাওয়ার সময় বাড়ির পরিচালক জনিকে বলেন ‘জনি, তুমি এখানে? এখনি বাসায় যাও। আমার রোগীরা যেন সুচিকিৎসা পায়, তাদের যেন যত্মআত্তীর কমতি না হয়। সেদিকে খেয়াল রেখো।’
* * সৈয়দ মহসিন আলী সেই ব্যাক্তি, যার জন্য তার নিজ এলাকার বাড়িতে এসে হাজার হাজার মানুষ অশ্রু ঝরিয়ে যাচ্ছেন ।

হয়তো এই মহসিন আলীর লাশ আসলে অসংখ্য হৃদয় কেঁদে কেঁদে বলবে, হে খোদা, আমার প্রাণটি নিয়ে অন্তত একটি বার উনার প্রাণটি ফিরিয়ে দাও। আমরা এমন একজন মহান ব্যক্তিকে হারিয়েছি, যাঁকে হয়তো আমরা দূরদর্শীতার কারণে সে বেঁচে থাকতে চিনতে পারিনি, সে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য চলে যাবার পর আমরা তাঁকে চিনতে পেরেছি। হে বীর মুক্তিযোদ্ধা, মহৎপ্রাণ প্রিয় সৈয়দ মহসিন আলী, আপনি ভালো থাকুন অনন্তকাল ধরে । এই প্রার্থনাই নিরন্তর ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: মৃত ব্যক্তিকে নিয়ে যারা কুটুক্তি করে তাদের কি আদৌ বিবেক বলে কিছু আছে ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত ব্যক্তির মন্দ কাজগুলো ভুলে গিয়ে ভালো কাজগুলোই স্মরণ করা উচিত ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

আগুনে পাখি বলেছেন: মৃত ব্যক্তি যে-ই হোক না কেন, তাকে নিয়ে কটুক্তির সুযোগ নেই।
আমাদের মৃত্যুর পরেও যদি কেউ এমন বাজে কথা বলে, তা নিশ্চয়ই ভালো লাগবে না ...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই। মৃত্যুর পর মানুষ সব সমালোচনার ঊর্ধ্বে চলে যায় । তাকে নিয়ে কটূক্তি মোটেই শোভন নয় ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভিমান ছিল প্রচন্ড
তারপরও ভালোবাসার টানে চলে আসলাম
পোষ্ট ভালো লেগেছে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসার টানে পুনরায় ফিরে আসায় আপনাকে স্বাগত জানাই । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


হাজার হলেও উনি মুক্তিযোদ্ধা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই । উনার প্রতি জাতির দায়বদ্ধতা আছে ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

রোষানল বলেছেন: শুনলাম উনার জন্ম নাকি কলকাতায় । সে যাই হোক কথায় আছে না জন্ম হোক যেথা কর্ম হোক ভাল

কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে-খবিশ, বিড়ি খোঁড় ,মেয়েদের হিজাবের বিরোধিতা করা আর যেখানে সেখানে বেসুরে কবিতা (গানের মত করে ) পাঠ করা ছাড়া জনগন কে আর কিছু শিখাতে পারছেন বলে মনে হয়না ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকগুলো ভালো গুণ থাকলেও শুধুমাত্র দুয়েকটা খারাপ গুণের জন্য মানুষের ভালো গুণগুলো মলিন হয়ে যায় । মুর্দার ভালো গুণগুলোই আমাদের মনে রাখা উচিত ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

প্রামানিক বলেছেন: মহৎপ্রাণ প্রিয় সৈয়দ মহসিন আলী ভালো থাকুন অনন্তকাল এই প্রার্থনাই নিরন্তর ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: হয়তো এই মহসিন অালীর লাশ আসলে অসংখ্য হৃদয় কেঁদে কেঁদে বলবে, হে খোদা, আমার প্রাণটি নিয়ে অন্তত একটি বার উনার প্রাণটি ফিরিয়ে দাও। আমরা এমন একজন মহান ব্যক্তিকে হারিয়েছি, যাঁকে হয়তো আমরা দূরদর্শীতার কারণে সে বেঁচে থাকতে চিনতে পারিনি, সে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য চলে যাবার পর আমরা তাঁকে চিনতে পেরেছি। হে বীর মুক্তিযোদ্ধা, মহৎপ্রাণ প্রিয় সৈয়দ মহসিন আলী, অাপনি ভালো থাকুন অনন্তকাল ধরে । এই প্রার্থনাই নিরন্তর ।

একজন মুক্তিযোদ্ধা ৷ একজন দেশপ্রেমী ৷ আসলেই আবেগাপ্লুত হয়ে গেলাম ৷ :-(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা মহৎপ্রাণ সৈয়দ মহসিন আলী অমর হয়ে থাকবেন আমাদের মাঝে । গভীর শ্রদ্ধা উনার প্রতি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.