নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

সেই মেয়েটি

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

তখন অামি ময়মনসিংহ শহরের হাজিবাড়ি মোড় সংলগ্ন এক মেসে থাকি । সবেমাত্র দু মাস হলো তৃতীয় বারের মত ময়মনসিংহে এসেছি ।
কিছুদিন পরেই দুর্গাপূজো শুরু হলো । এমনিতে উৎসবের ব্যাপারে অামার উৎসাহ-উদ্দীপনা কম, খুব বেশি যাই না । একদিন মেসের ছোট ভাইয়েরা চেপে ধরলো পূজো দেখতে যাবে । কী অার করা! এক সন্ধায় তাদের নিয়ে নওমহল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দিরে পূজো দেখতে গেলাম ।
পরিপাটি করে পূজো মন্ডপ সাজানো হয়েছে । সেখানে অনেক লোকের অানাগোনা । লোকজন পূজো দিচ্ছে, কেউবা দেখছে । বেশিরভাগই শিশু ও নারী । পুরুষও অাছে, তবে সেটা সংখ্যায় কম । জনৈক পুরোহিত প্রসাদ বিলোচ্ছিলেন । কেউ কেউ প্রণামী বাক্সে টাকা-পয়সা দিচ্ছিলো । ভিড়ের মধ্যে অামার জনৈক বন্ধুকে অাবিষ্কার করলাম । সে-ও পূজো দিতে এসেছিলো । ওর বাসা মন্দিরের পেছনেই ।
কিছুক্ষণ পর গান-বাজনা শুরু হলো পুরোদমে, সেই সাথে এলাকার ছেলেরা নৃত্য করতে লাগলো । লাউডস্পিকারে সাউন্ডবক্সের শব্দে চারপাশ প্রকম্পিত । পাশেই তরুণীরা নাচছিলো । মুহুর্তেই পরিবেশ উপভোগ্য হয়ে উঠলো ।
মেয়েদের পেছনে একজন মেয়ের দিকে হঠাৎ অামার দৃষ্টি নিবদ্ধ হলো । সে অন্যদের চেয়ে অালাদা । ঠিক সুন্দরী নয়, তবে তার চোখে অদ্ভুত এক মায়া অাছে, হাসিতে উচ্ছ্বলতা অাছে । কোন যুবকের ধ্যান ভাঙানোর জন্য তাই যথেষ্ঠ। সে নাচছিলো না, একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিলো । দেখলাম, বান্ধবীরা ওকে জোরাজুরি করছে তাদের সাথে নাচ উৎসবে যোগ দিতে । সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিলো । একসময় রণে ভঙ্গ দিলো ।
অামি অবাক চোখে তার নৃত্য দেখছিলাম, অার বারবার মুগ্ধ হচ্ছিলাম; চোখ জুড়িয়ে যাচ্ছিলো তার নৃত্য দেখ । কিছুক্ষণ পর দেখি মেয়েটি উধাও । তাকে অার খুঁজে পেলাম না ।
এরপর বহুবার নওমহলে গিয়েছি, তাকে কত খুঁজেছি, কোথাও পাইনি । এর কিছুদিন পরেই হাজিবাড়ির মেসটা ছেড়ে দেই ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

মানবী বলেছেন: :-)

ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

বনমহুয়া বলেছেন: লেখাটা আমারও ভালো লাগলো।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তা এখানে শুধুমাত্র প্রাপ্ত বয়ষ্কদের জন্য - এমন তো কিছুই পেলাম না।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাই, বেশিকিছু লিখতে পারলাম না; কিছু অংশ বাদ দিয়েছি । মনে থাকে ভয়, জাতি যদি চটি লেখক কয় ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮

সাহসী সন্তান বলেছেন: আত্মকথন ভাল লাগলো! আমি মোটামুটি প্রাপ্ত বয়ষ্ক! তাই লেখাটা পড়লাম এবং মন্তব্যও করে গেলাম!

ভাল থাকবেন!

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও ভালো থাকুন । শুভেচ্ছা!

৫| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: সে নাচছিলো না, একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিলো । দেখলাম, বান্ধবীরা ওকে জোরাজুরি করছে তাদের সাথে নাচ উৎসবে যোগ দিতে । সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিলো । একসময় রণে ভঙ্গ দিলো ।
অামি অবাক চোখে তার নৃত্য দেখছিলাম, অার বারবার মুগ্ধ হচ্ছিলাম; চোখ জুড়িয়ে যাচ্ছিলো তার নৃত্য দেখ । কিছুক্ষণ পর দেখি মেয়েটি উধাও । তাকে অার খুঁজে পেলাম না ।


সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল ---- - - আমি অবাক চোখে তার নৃত্য দেখছিলাম== এখানে ঘটনার মিল পেলাম না। যে বাচ্চা কোলে দাঁড়িয়েছিল তার নৃত্য কিভাবে দেখলে?

চমৎকার স্মৃতিচারণ। ধন্যবাদ

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: 'একসময় রণে ভঙ্গ দিলো ।' বলতে বুঝিয়েছি মেয়েটা একসময় তার মত পাল্টালো অর্থাৎ নাচতে রাজি হলো ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

খোরশেদ আলম সৈকত বলেছেন: শুধুমাত্র প্রাপ্ত বয়ষ্কদের জন্য : বুঝলাম না ...

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিকিছু খোলাসা করা হয়নি, তাই তো?

৭| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

নেক্সাস বলেছেন: সে মেয়টি মন মন্দিরে
নিত্য আনা গোনা

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই । মনের কথা পড়তে পেরেছেন । শুভেচ্ছা!

৮| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

সজিব হাওলাদার বলেছেন: তা এখানে শুধুমাত্র প্রাপ্ত বয়ষ্কদের জন্য - এমন তো কিছুই পেলাম না।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত ।

৯| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

কানিজ রিনা বলেছেন: আপনি এতটুকু তেই লজ্জা ঢাঁকার প্রয়াস। আপনার
মত সোনার পুরুষ কবে হবে। কথায় না বড় হয়ে
কাজে বড় হবে। ধন্যবাদ

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

ঢাকাবাসী বলেছেন: তাহলে প্রাপ্তবয়ষ্কদের কথাটি কেটে দিন। ফেসবুক টাইপ লেখা হল এটা।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কেটে দিয়েছি । ধন্যবাদ ।

১১| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮

কিরমানী লিটন বলেছেন: তবু খুঁজি তার ছায়া,সেই আঁখি-সেই মুখ
হয়তো খেয়ালী ভোরে
স্বপ্নের সেই চোখ...

ভালো লেগেছে,অনেক সুন্দর++
শারদীয় শুভেচ্ছা...!!!
সতত শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: 'তবু খুঁজি তার ছায়া,সেই আঁখি-সেই মুখ
হয়তো খেয়ালী ভোরে
স্বপ্নের সেই চোখ...' মনের কথাই বলেছেন কিরমানী লিটন ভাই । শুভেচ্ছা!

১২| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনা লোক হিসেবে বলছি , এই সব ট্যাগ লাগিয়ে পাঠকদেরকে ধোঁকা না দেয়াই ভাল , পাঠক মুখ ফিরিয়ে নিতে পারে ।
ট্যাগটা সরিয়ে নিয়ে ভাল করেছেন ।
লিখা ভাল হয়েছে , শুভ কামনা জানবেন ।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই, সুপরামর্শের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ । আসলে এটা একটা ব্যক্তিগত স্মৃতিচারণ ছিলো । সঙ্কুচবশত অনেক কিছুই এড়িয়ে গেছি । পাঠককে ধোঁকা দেওয়া আমার উদ্দেশ্য ছিলো না, আর ট্যাগের উদ্দেশ্যটা ভিন্ন ছিলো । অনেক মুরুব্বী গোছের লোক আমার পোস্টে মন্তব্য করেন । আমি চেয়েছিলাম উনারা যেন ট্যাগটি দেখে পোস্টটি এড়িয়ে যান । এখন দেখছি শাখের করাতে পরেছি, না মুরুব্বীদের এড়াতে পেরেছি, না পাঠককে সন্তুষ্ট রাখতে পেরেছি । তাই ট্যাগটি সরিয়ে নিয়েছি । পরবর্তীতে এই অভিজ্ঞতাটা কাজে লাগবে ।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

কাবিল বলেছেন: স্মৃতিচারণ ভাল লাগলো।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


চলার পথে ক্ষনিকের দেখা, জীবনের স্মৃতি

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ পথিক বেশে
ঘুরছে দেশে দেশে
একটু ছায়াতলে থমকে দাঁড়ায়,
স্মৃতিটুকু রেখে শুধু
একদিন তো চলে যায় ।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো, এমন স্মৃতি জীবনে মনে হয় শত শত।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । এক জীবনে কতো ঘটনাই তো ঘটে ।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন স্মৃতি রূপকভাই।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬

দর্পণ বলেছেন: কি সৌন্দর্য্য ! লেখায় মুগ্ধতা।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো । ভালো থাকুন ।

১৮| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আমার ব্লগে আপনার দেওয়া লিংক থেকে এখানে এসে পড়লাম। সত্যি সরল কাহিনীগুলো মনে কিভাবে ঘর করে থাকে অনেকদিন!

ভাল থাকবেন।

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.