নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

কপালের লেখা

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩


মন তুই চিনলিনারে কে তোর আপন, কে পর;
কীসের ভুলে এলি ফেলে আপন বাড়িঘর!
ভুল দেখলি জীবন ভর থাকতে দু আঁখি,
নিজেরে তুই দিলিরে মন শুভঙ্করের ফাঁকি।
বুরারে তুই করলি বরণ ভালোরে ফেলে,
কাঁদালি তোর স্বজনদের আশার ছলে।
হীরারে তুই ভাবলি কাঁচ, কাঁচরে হীরা;
জ্যোৎস্না রাত ভাবলি তুই অমাবশ্যার ধরা।
সরিষা খেত পথের ধারে ভরা ফুলে ফুলে,
একটিবার ও দেখলিনা তুই শিরখানি তুলে।
একটি গানও গাইলিনা তুই শুধুই নিরবতা,
হইলি পথের দাসী, শুনলিনা মোর কথা।
আঁধার রাতে বাঁদুরেরা উড়াউড়িতে রত,
আকাশ বাতাস কাঁদলো শুধু বোবা প্রাণীর মত।
বিদেশ বিভূঁই ঘুরলি তুই মনের পিপাসে,
গহীন বন-ই ঠাঁই হলো তোর অবশেষে।
নিজের পথে চলতে গিয়ে দিন ফুরালো শেষে,
এসে দেখ জীবন তোর পূর্ণ ব্যথার বিষে।
ফেরার কোন পথ নাই- সব পথ-ই ঢাকা;
বুক ফাটা কান্না তোর; এ বুঝি কপালের লেখা।

২০ ডিসেম্বর ২০০৮ খ্রিস্টাব্দ

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬

স্পর্শিয়া বলেছেন: ফেরার কোন পথ নাই- সব পথ-ই ঢাকা;
বুক ফাটা কান্না তোর; এ বুঝি কপালের লেখা।

অতি সত্য। লেখাটাতে মুগ্ধ হলাম।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, স্পর্শিয়া! ভালো থাকুন ।

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: মন তুই চিনলিনারে কে তোর আপন, কে পর;
কীসের ভুলে এলি ফেলে আপন বাড়িঘর!
ভুল দেখলি জীবন ভর থাকতে দু আঁখি,
নিজেরে তুই দিলিরে মন শুভঙ্করের ফাঁকি।
বুরারে তুই করলি বরণ ভালোরে ফেলে,
কাঁদালি তোর স্বজনদের আশার ছলে।

সুন্দর ভাবের গান। খুব ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, প্রামাণিক দা!

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১

অতঃপর হৃদয় বলেছেন: শুভেচ্ছা রইল

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, হৃদয়! ভালো থাকুন নিরন্তর ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,


কপালের লেখা এমই হয় । ধৌত করিলেও লেখা ধু্ইয়া যায় না ।
তাই মন বারে বারে ভুল করে ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই বুঝি কবি বলেছেন, কপালের লিখন না যায় খণ্ডন! ভালো থাকুন, আহমেদ জী এস । চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া।:)


লালন লালন ভাব আছে। :)

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মহারাণী শায়মাপুর মন্তব্যে পুলকিত হলাম । বাস্তব জীবনেও মহাত্মা কবির, ফকির লালন, কাজী নজরুলকে আদর্শ মানি ।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

গেম চেঞ্জার বলেছেন: আপনার লেখাগুলো যেমন হওয়া উচিত মনে হলো তেমনটি হয়েছে সাধূ ভাই! ৪র্থ প্লাস+

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: রহস্যময় মন্তব্যে ভালো লাগলো । শুভেচ্ছা!

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো হয়েছে । বাউল গানের মতো লাগলো । ভালো লাগা রইল ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মহীয়সীকে অনেকদিন পরে দেখলাম । ভালো লাগায় অনুপ্রাণিত হলাম ।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: সত্য বলেছেন।

ভালো লাগা রইলো।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, সুমন দা! ভালো লাগায় মুগ্ধতা ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

গুলশান কিবরীয়া বলেছেন: আসেপাশেই তো থাকি , আমি তো আপনাকে প্রায়ই দেখি - কিন্তু আপনি আমাকে চিনতে পারেন না । সাধু মানুষ কখন কি ধ্যনে থাকেন কে জানে । ;)

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: চোখে ছানি পড়ে গেছে । ডাক্তার দেখাতে হবে ।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

কিরমানী লিটন বলেছেন: বিদেশ বিভূঁই ঘুরলি তুই মনের পিপাসে,
গহীন বন-ই ঠাঁই হলো তোর অবশেষে।
নিজের পথে চলতে গিয়ে দিন ফুরালো শেষে,
এসে দেখ জীবন তোর পূর্ণ ব্যথার বিষে।

অনেক গভীরের-অতল বোধের সুর,চমৎকার আর সাবলীল তুলে ধরেছেন-অবলিলায়,চমৎকার ...

অনেক শুভকামনা রইলো প্রিয় সাধু দা'র জন্য ...

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: রহস্য উন্মোচনে সুনিপুণ দক্ষতা দেখিয়েছেন । শুভেচ্ছা!

১১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: সাধু সাধু!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন ।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন তুই চিনলিনারে কে তোর আপন, কে পর;
কীসের ভুলে এলি ফেলে আপন বাড়িঘর!
ভুল দেখলি জীবন ভর থাকতে দু আঁখি,
নিজেরে তুই দিলিরে মন শুভঙ্করের ফাঁকি।

মনের চিরন্তন আক্ষেপ! +++++++++++

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: 'মনের চিরন্তন আক্ষেপ!' সেটাই । শুভেচ্ছা রইলো ।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ছন্দময় লেখা । ভাল লেগেছে ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

জেন রসি বলেছেন: চমৎকার। অনেকটা বাউল গানের মত।

++

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: ফেরার কোন পথ নাই- সব পথ-ই ঢাকা;
বুক ফাটা কান্না তোর; এ বুঝি কপালের
লেখা।

আসলেই সত্যি।দারুন লাগল

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

অভ্রনীল হৃদয় বলেছেন: সব মিলিয়ে দারুন। ভালো লেগেছে। শুভকামনা রইলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.