নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মুসলিম বহুবিবাহ নিয়ে যুগান্তকারী রায় দিলেন হিন্দু বিচারপতি

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

পবিত্র কোরআনে বর্ণিত বহুবিবাহ সম্পর্কিত আয়াতের ভুল ব্যাখ্যা করে অনেক মুসলিম তাদের একাধিক বিয়েকে বৈধতা দেয়ার চেষ্টা করেন । ভারতের গুজরাট রাজ্যের হাইকোর্ট একটি মামলার রায় ঘোষণার সময় এমন পর্যবেক্ষণ দিয়েছেন ।
ভারতের গুজরাটের হাইকোর্ট অভিন্ন দেওয়ানি দণ্ডবিধি তৈরি ও মুসলিম বহুবিবাহ প্রথা বন্ধের পরামর্শ দিয়েছেন । একই সঙ্গে ভারতের মুসলিম সমাজে বহুবিবাহ প্রথাকে ‘চরম জঘন্য পিতৃতান্ত্রিক’ আচরণ হিসেবে অভিহিত করেছেন আদালত ।
রাজধানী আহমেদাবাদে বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় জাফর আব্বাস নামের এক লোকের বিরুদ্ধে মামলা করেন তার প্রথম স্ত্রী । উচ্চ আদালতে মামলা লড়ার সময় স্বামীটি কোরআনের বহু বিবাহের অনুমতিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইলে আদালত থেকে খুব শক্ত জবাব দেন ।
গত বৃহস্পতিবার মামলার শুনানির সময় আদালত বলেন, কোরআন কখনোই বলেনি যে একজন মুসলমান তার স্ত্রীর সঙ্গে নিষ্ঠুর এবং অন্যায় আচরণ করতে পারবে বা প্রথম স্ত্রীর অনুমতি ব্যাতিত দ্বিতীয় বিয়ে করতে পারবে ।
আদালত আরো বলেন, “কিছু ‘ধান্দাবাজ’ মুসলিম একের অধিক বিয়ে করার অজুহাতে পবিত্র কোরআনকে ভুলভাবে ব্যাখ্যা করছে ।”
ইতিহাসের উদ্ধৃতি দিয়ে বিচারক পারদিওয়ালা আরও বলেন, ‘একটি শোষণমূলক সমাজে এতিম শিশু ও তাদের মায়েদের রক্ষা করতে পবিত্র কোরআনে শর্তসাপেক্ষে বহুবিবাহের অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু এখনকার দিনে নিজ স্বার্থের জন্য মানুষ এ রীতিকে ব্যবহার করছে ।’
বিচারপতি জে বি পারদিওয়ালা এই মামলার পর্যবেক্ষণে বলেন, ‘একটা সময় কোরআন যখন বহুবিবাহের অনুমতি দিয়েছিল তার পেছনে ন্যায়সঙ্গত কারণ ছিল । এখন যখন মানুষ কোরআনের এই পূর্বশর্তগুলো ব্যবহার করে তখন সেটা তারা করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ।’
শুনানিতে স্ত্রী সাজিদা বলেন, তার স্বামীর দ্বিতীয় বিয়ে অবৈধ কারণ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি বহুবিবাহ সমর্থন করে না ।
প্রথমে নিম্ন আদালতে রায় স্ত্রীর পক্ষে যাওয়ায় জাফর আব্বাস উচ্চ আদালতে আপিল করেন এই কারণ দেখিয়ে যে, মুসলমানদের নিজস্ব নিয়মে তারা চারটি পর্যন্ত বিয়ে করতে পারে ।
আদালত এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ‘বহুবিবাহের কথা কোরআনে মাত্র এক জায়গায় বলা আছে, তাও সেখানে শর্ত প্রযোজ্য করে দেয়া আছে ।’
বিচারপতি বলেছেন, ‘কিছু মুসলমান পুরুষ নবীজির পবিত্র বাণী এবং তার মাধ্যমে অবতীর্ণ হওয়া পবিত্র কোরআনকে ভুলভাবে ব্যাখা করে তাদের নিজস্ব কু-ইচ্ছা পূরণ করছে । কোরআন কখনোই বলে না যে পুরুষ তার স্ত্রীর প্রতি কোনো রকম অন্যায় করতে পারবে, তার অনুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবে ।’
বিচারপতি আরও বলেন, ‘এখন সময় এসেছে মানুষ দেওয়ানি দণ্ডবিধি ঠিক মতো স্মরণ এবং মেনে চলবে । আধুনিক চিন্তাশীল সমাজের জন্য এইসব বিধি আর এড়িয়ে চলা উচিৎ নয় ।’
বিচারপতি জে বি পারদিওয়ালা এই মামলা চলাকালে অনেক ধর্মীয় এবং আইন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেন, তারপর এই রায় দেন ।

সুত্র- টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

ধমনী বলেছেন: তারা বোঝে, আমরা বুঝি না।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: গণসচেতনতা বাড়ানো দরকার ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনসাফ না করতে পারলে একের অধিক বিয়ে করা জায়েজ নয়। তবে আমি যতদূর জানি অনুমতি নেয়াটা বাধ্যতামূলক নয় ইসলামে। মূল কথা কাউকে অধিকার বঞ্চিত করা যাবে না, সমান অধিকার দিতে হবে।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

মুশে হক বলেছেন: তৎকালীন মুসলিম সমাজে বিভিন্ন যুদ্ধে বহ মুসলিম পুরুষ শহীদ হন। শহীদদের বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের ভরণ পোষণ ও সুরক্ষার জন্য একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয়। তবে শর্ত দেয়া হয় যে সব স্ত্রীর প্রতি সমব্যবহার ও ন্যায়ভাবে দেখাশুনা না করতে পারলে বহুবিবাহ করা বৈধ হবে না।
বর্তমান সমাজে উক্ত পরিবেশ নেই; সেহেতু একাধিক বিয়ে ইসলামের বিধি প্রযোজ্য নয়।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার শেয়ার !!! ভাল লাগলো ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, লিটন ভাই!

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট। এখন আর ১৫০০ বছর আগের পরিবেশ নেই সুতরাং বহুবিবাহ এখন আর প্রযোজ্য নয়। আর পুর্বের স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে তো প্রশ্নই আসেনা। চারটে বিয়ে জায়েজ এই ভুল ব্যাখ্যাটা অনেকেই দেন নিজের হীন চরিত্রকে জাস্টিফাই করার জন্য!

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

মঞ্জু রানী সরকার বলেছেন: কিন্তু রায় টা কি দিল? এটা কিন্তু আমি বুঝিনি। শুুধু পর্যবেক্ষণটায় পড়লাম। তবে এটার ব্যাপক প্রচার দরকার

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: দারুণ একখান পোষ্ট। দুই বিয়াওয়ালাদের কর্ম সারা।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

দরবেশমুসাফির বলেছেন: ‘কিছু মুসলমান পুরুষ নবীজির পবিত্র বাণী এবং তার মাধ্যমে অবতীর্ণ হওয়া পবিত্র কোরআনকে ভুলভাবে ব্যাখা করে তাদের নিজস্ব কু-ইচ্ছা পূরণ করছে । কোরআন কখনোই বলে না যে পুরুষ তার স্ত্রীর প্রতি কোনো রকম অন্যায় করতে পারবে, তার অনুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবে ।’

একেবারে ঠিক। প্রত্যেকে নিজ নিজ ভাষায় কুরআন পড়তে পারলে বিষয়টা ক্লিয়ার হত।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ভালো পোস্ট। অনেক ধন্যবাদ এইরকম একটি পোস্ট শেয়ারের জন্য। ১ম প্লাস+

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

আরজু পনি বলেছেন:

একটি শোষণমূলক সমাজে এতিম শিশু ও তাদের মায়েদের রক্ষা করতে পবিত্র কোরআনে শর্তসাপেক্ষে বহুবিবাহের অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু এখনকার দিনে নিজ স্বার্থের জন্য মানুষ এ রীতিকে ব্যবহার করছে ।’

এই অংশটাই আসল ।
এই নিয়ে অনেক সময়ই ছেলে বন্ধুদের সাথে তর্ক হয়...কিন্তু তারাতো সুবিধাবাদী ।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার মনে হয় বেশিরভাগ মানুষ আসল কথাটাই জানেনা । এই জন্য বিতর্ক সৃষ্টি করে ।

শুভেচ্ছা রইলো ।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক রায়

১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

কিরমানী লিটন বলেছেন: গভীর বোধের,শিক্ষামূলক পোষ্ট-অভিবাদন প্রিয় সাধু'দাকে- নৈবদ্য সত্যকে চমৎকার সঠিকতায় পাঠকের সামনে তুলে ধরেছেন-শুভকামনা জানবেন ...

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: গত বৃহস্পতিবার মামলার শুনানির সময় আদালত বলেন, কোরআন কখনোই বলেনি যে একজন মুসলমান তার স্ত্রীর সঙ্গে নিষ্ঠুর এবং অন্যায় আচরণ করতে পারবে বা প্রথম স্ত্রীর অনুমতি ব্যাতিত দ্বিতীয় বিয়ে করতে পারবে ।
আদালত আরো বলেন, “কিছু ‘ধান্দাবাজ’ মুসলিম একের অধিক বিয়ে করার অজুহাতে পবিত্র কোরআনকে ভুলভাবে ব্যাখ্যা করছে ।”
ইতিহাসের উদ্ধৃতি দিয়ে বিচারক পারদিওয়ালা আরও বলেন, ‘একটি শোষণমূলক সমাজে এতিম শিশু ও তাদের মায়েদের রক্ষা করতে পবিত্র কোরআনে শর্তসাপেক্ষে বহুবিবাহের অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু এখনকার দিনে নিজ স্বার্থের জন্য মানুষ এ রীতিকে ব্যবহার করছে ।’

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক তাই ।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

অগ্নি সারথি বলেছেন: বহু বিবাহ বাস্তবিক ‘চরম জঘন্য পিতৃতান্ত্রিক’ আচরন। শুড বি ব্যানড।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ, অবশ্যই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.