নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

এমন তো কথা ছিল না

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

বড় বিচিত্র আমাদের এই দেশ! যে ব্যক্তি স্বাধীনতার বিরোধীতা করেছে, সরাসরি গণহত্যাকারী পাকিস্তানি হায়েনাদের পক্ষাবলম্বন করেছে, স্বাধীনতার পরও যাতে এ দেশকে স্বীকৃতি না দেওয়া হয়; সেজন্য বহির্বিশ্বে দৌড়ঝাঁপ করেছে-সেই গোলাম আযমের মৃত্যুর পর জানাযায় লাখ লাখ লোক শরিক হয়, তাকে মহান ব্যক্তি অভিহিত করা হয়; রাষ্ট্রের প্রতিষ্ঠাতার জানাযায় স্বল্প সংখ্যক লোক উপস্থিত ছিলেন বলে টিপ্পনি কাটা হয়, আমাদের মা-বোনের সম্ভ্রম লুন্ঠনকারী, পাকবাহিনীর দোসর, যুদ্ধাপরাধী কাদের মোল্লা, কামারুজ্জামানকে ফাঁসি দিলে বলা হয় শহিদ। বলা হয়, এই লোক সেই লোক না। ফাঁসির প্রতিবাদে সারাদেশে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়, মানুষের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। নরপশু সাকা-মুজাহিদের ফাঁসির রায় হয়েছে বলে সরকারকে ভীত-সন্ত্রস্ত হয়ে অনলাইন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়, নিরাপত্তা জোরদার করতে হয়।

দেশ স্বাধীন হয়েছে আজ চুয়াল্লিশ বছর, দেশে চুয়াত্তোর উর্ধ্ব লোকের অভাব নেই; তারপরও যুদ্ধাপরাধী চিনতে আমাদের কত দ্বিধা, মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে কত দ্বন্ধ। কেউ কেউ মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলে এড়িয়ে যেতে চায়, তথাকথিত এক মানবতাবাদী সংগঠন থেকে মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করা হয়। আজ যদি দেলোয়ার হোসেন সাঈদীকে জাতির জনক ঘোষণা করা হয়, বোধকরি দেশের বিপুল সংখ্যক লোক সমর্থন করবে। স্বাধীনতাবিরোধীদের শেকড় আজ সর্বত্র বিস্তৃত।

১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আমাদের এই দেশটা চলেছে সম্পূর্ণ পাকিস্তানি কায়দায়। যারা ক্ষমতায় ছিলেন, তারা ছিলেন পাকিস্তান ফেরত। সঙ্গত কারণেই পাকিস্তানপ্রীতি থেকে বেরিয়ে আসতে পারেন নি। আজীবন সেই ঐতিহ্যই লালন করেছেন, কাজ করে গেছেন সেই অনুসারে।

স্বাধীনতার অব্যবহিত পরে যে সরকার ক্ষমতায় ছিল, তাঁরা যে খুব ভালো ছিলেন; তাও না। যাঁদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়, অদক্ষতার দরুণ তাঁরা দেশ চালাতে গিয়ে মুখ থুবড়ে পড়েন। গড়ে ওঠে বিদ্রোহী সংগঠন। মগের মুল্লুকে পরিণত হয় দেশ। দুর্নীতিবাজ, চোর-বাটপার, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নি সরকার। দেশ দুঃশাসনের কবলে পড়ে। কুচক্রীরা দলবদ্ধ হতে থাকে। কুচক্রীদের হাতেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতারা নিহত হন।

পৃথিবীর আর কোনো দেশেই পরাজিত শক্তিকে রাজনীতি করতে দেয়া হয় নি। আমাদের দেশে সেই সুযোগ করে দেয়া হয়েছে। স্বাধীনতাবিরোধীতাকারী কুলাঙ্গারদের রাজনীতি করতে দেয়া হয়েছে, মন্ত্রী, উপমন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী পর্যন্ত করা হয়েছে। সেই সময় কেমন লেগেছে মুক্তিযোদ্ধাদের? সত্যিই বড় বিচিত্র এই দেশ। সর্বত্রই এদের দাপট।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

সুমন কর বলেছেন: স্বাধীনতাবিরোধীতাকারী কুলাঙ্গারদের রাজনীতি করতে দেয়া হয়েছে, মন্ত্রী, উপমন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী পর্যন্ত করা হয়েছে। সেই সময় কেমন লেগেছে মুক্তিযোদ্ধাদের? সত্যিই বড় বিচিত্র এই দেশ। সর্বত্রই এদের দাপট ।

বোবা-কানা হয়ে থাকো.....

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

২| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজ তিন দিন ব্লগে ঢুকতে পারিনি । এখন লগিন এর পরই আপনার লিখাটা সামনে পড়লো ।
সব কথার সাথে একমত না হলেও , আপনার মতের প্রতি আমার শ্রদ্ধা আছে ।
শুভ কামনা জানবেন রূপক ।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: মত ভিন্নতা থাকবেই । ধন্যবাদ ।

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

চলতি নিয়ম বলেছেন: বোবা-কানা হয়ে থাকো.....

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

আমি মিন্টু বলেছেন: বাহ অসাধারন দেশ নিয়ে সকলের গুতাগুটি ভালই লাগছে ভাই ;)

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

আমি শঙ্খচিল বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ ।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই । ধন্যবাদ ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

মুদ্‌দাকির বলেছেন: বিচিত্র না, আমার মনেহয় দেশ আগেও দুই ভাগ ছিল এখন ও দুইটা ভাগ হয়েই আছে, প্রচুরসংখ্যক মানুষ ছিল পাকিস্তান এর পক্ষে যা আসলে স্বাধীন বাংলাদেশে ইগনোর করা হয়।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৮| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশ জীবন্ত একটা লাশ!

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই মনে হচ্ছে!

৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুর জন্য দায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি সাধারণ ক্ষমা কেন করেছিলেন? উনি কি উনার নিজের রাজাকার বন্ধুকে জেল থেকে বের করে আনেননি? দেশ স্বাধীন হওয়ার ৪ বছরের মাথায় মহান নেতাকে মেরে ফেলবে এই দেশেরই কেউ- এমনও তো হওয়ার কথা ছিল না। ১৯৭৫ থেকে ১৯৯০ বলে একটা লাইন টেনে দিলেন খামাখাই। তখনকার অনেক অফিসারই তো পাকিস্তান ফেরত। ১৯৭১-এর আগের সবাই তো পাকিস্তানীই ছিল। খন্দকার মোশতাক পাকিস্তান ফেরত। খালেদ মোশাররফ যে বঙ্গবন্ধুর খুনীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন তিনিও পাকিস্তান ফেরত। দোষ হয় খালি জিয়া আর এরশাদের। ইতিহাস এত সহজ সরল নয়। আওয়ামী লীগ ছিল না বলেই যে, দেশ খারাপ ছিল তাতো নয়। যে ভুল শেখ মুজিব করে গিয়েছিলেন সেটার খেসারত জাতি এখনো দিচ্ছে। আর ১০/১৫ বছর পর হয়তো আর জীবিত মুক্তিযোদ্ধা আর রাজাকার থাকবেন‍া। তখন হয়তো এই বিভাজন কমে যাবে। ততদিন পর্যন্ত লেবু কচলানো চলবেই.....

১০| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো আপনার মনে জমে থাকা কষ্টের কথা গুলো ।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

১১| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:

আমরা সাধারণ জনগনইতো আসল কুলাঙ্গার...
আমরাই কিন্তু ক্ষমতায় বসাই
আর আমরা যখন নিজেরা ক্ষমতা পাই তখন আমরাও ভুলে যাই কী চেয়েছিলাম "সাধারণ" থাকতে...

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অশিক্ষিত জাতির কাছ থেকে বেশি আশা করাও ঠিক না । ধন্যবাদ ।

১২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:



মানুষ শেখ সাহেবের যেই আস্হা ও ভরসা নিয়ে লড়েছিল, সেই তুলনায় তিনি কোন কিছু ভিত্তি স্হাপন করেননি '৭২, '৭৩ সালে। ফলে,, বাংগালী আবার সিরাজদৌার আমলের বাংগালীতে পরিণত হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম ।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: স্বাধীনতাবিরোধীতাকারী
কুলাঙ্গারদের রাজনীতি করতে
দেয়া হয়েছে, মন্ত্রী,
উপমন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী
পর্যন্ত করা হয়েছে। সেই সময়
কেমন লেগেছে মুক্তিযোদ্ধাদের? সত্যিই বড়
বিচিত্র এই দেশ। সর্বত্রই এদের দাপট ।

প্রাথমিকভাবে এসবের জন্য বোধহয় আমরাই দায়ী!!!আমরা কি এখনো মানুষ হয়ে উঠতে পারিনি?!!!

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: স্বাধীনতাবিরোধীদের শেকড় অাজ সর্বত্র বিস্তৃত <<< শেকড় কবে সবটুকু হয় সেটা দেখার অপেক্ষায় আছি যদি বাইচা থাকি

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: গোটা দেশটাই ওদের হাতে চলে যাবে একসময় ।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

গেম চেঞ্জার বলেছেন: স্বভাব!! বাঙালী মরলো স্বভাবে। তা না হলে এমনটি হতো না।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: (!)

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:

মানুষ যখন কিছু পায় না, তারা প্রতিবাদ করে বিভিন্ন উপায়ে; রাজাকারের জানাজায় উপস্হিত হয়ে সরকারের বিপক্ষে অংশ নিছে; হয়তো মনে মনে বলছে, গোলাম আজম দোযখে যাক।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার তা মনে হয়না ।

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

কিরমানী লিটন বলেছেন: রুদ্র জাহেদ বলেছেন: স্বাধীনতাবিরোধীতাকারী
কুলাঙ্গারদের রাজনীতি করতে
দেয়া হয়েছে, মন্ত্রী,
উপমন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী
পর্যন্ত করা হয়েছে। সেই সময়
কেমন লেগেছে মুক্তিযোদ্ধাদের? সত্যিই বড়
বিচিত্র এই দেশ। সর্বত্রই এদের দাপট ।

প্রাথমিকভাবে এসবের জন্য বোধহয় আমরাই দায়ী!!!আমরা কি এখনো মানুষ হয়ে উঠতে পারিনি?!!! আসলেই কি পেরেছি, মানুষ হতে, শুভকামনা রইলো , অ নে ক ...

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬

বাংলার ফেসবুক বলেছেন: কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর । @ ভাই বাংলাদেশ এই শ্লোগানের বিপরিতে হাঠছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই মনে হচ্ছে ।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮

বাংলার ফেসবুক বলেছেন: অনেক কথা না বলেও বলা হয়ে যায়। বর্তমান অবস্থায় এমনই হয়। যেমন ভাবে করতে চাইবেন তার উল্টোই হচ্ছে বেশি।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

আমিই মিসির আলী বলেছেন: কেউ প্রতিউত্তর পায় না কেন!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: নেট সমস্যা ।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: মহান স্বাধীনতা যুদ্ধ ও তৎপরবর্তী রাজনীতি নিয়ে এতটাই তথ্যবিকৃ্তি ঘটেছে যে আজকের প্রজন্মের পক্ষে নির্মোহ হয়ে প্রকৃ্ত পরিস্থিতিটা অনুধাবন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্বাধীনতার ৪৪ বছর পরেও সরকার বদলের সাথে সাথে মুক্তিযোদ্ধাদের তালিকা বদলায়। এর কারণ মুক্তিযুদ্ধের বাণিজ্যিকিকরণ। অসৎ মিডিয়া প্রচারণার ঊর্ধ্বে উঠে, আজও যেসব প্রকৃ্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তাদের কথা শুনে সৎভাবে নিজে নিজে অনুসন্ধান করলে সত্য খুঁজে পাওয়া যেতে পারে।
এই ব্লগে আপনার সবচেয়ে পুরাতন দুটি লেখার উপর (চৈতালি প্রভাত ও শিডিউল বিপর্যয়) মন্তব্য করেছি। দেখেছেন কি?

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

তাল পাখা বলেছেন: রাজনীতিতে এক পক্ষের ব্যর্থতার মধ্যেই অন্য পক্ষের সফলতা লুকিয়ে থাকে।একাত্তরের পরাজিত শক্তির উত্থানের পিছনে তাদের নিজেদের যতটুকু না কৃতিত্ব তার থেকে বেশি অংশে দায়ী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির শাসকগোষ্টির ব্যর্থতা।
বর্তমানও সেই একই কায়দায় চলছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.