নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আলমগীর

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

উৎসর্গঃ অালমগীর নামের জনৈক মুক্তিযোদ্ধাকে
৭১ সাল । রণক্ষেত্রে পরিণত সারাদেশ,
বাঙ্গালীর ঘরে আর্তনাদ শুধু, দুর্দশার নেই শেষ।
অসহ্য পর্যায়ে এগিয়েছে হায়েনাদের নিপীড়ন,
নিরীহ কতজনে হারালো জীবন।
কত ঘরবাড়ি, রাস্তাঘাট জ্বলেপুড়ে ছারখাড়;
জীবনে নামলো ঘুঁটঘুটে অন্ধকার।
তরুণ আলমগীর বললো মায়েরে ডাকি,
"যুদ্ধে যাচ্ছি চলে;
রেখোনা দাবী আমার ওপর, আঁখি
জল মুছে যেতে দাও বিদায়কালে।"
"বিদায় বলিস নারে খোকা আর"
এ কথা বলে মায় ছেলেরে ধরে,
বান বয়ে গেছে দুনয়নে তাঁর
বিলাপ করে ভূমিতে লুটিয়ে পড়ে।
মায়েরে ফাঁকি দিয়ে আলমগীর এলো যুদ্ধের ময়দানে,
জীবনের মায়া ছেড়ে লিপ্ত তুমুল রণে।
কিছুদিন চলে ঠিক এমনিভাবে,
দেশের লাগি নেমেছে যুদ্ধে সবে।
একদা আলমগীর যুদ্ধ করছে, সাথে দুই সাথী;
সহসা একটা বুলেট গেলো তাঁর বক্ষে গাঁথি।
বলতে পারলোনা সে কিছু আর,
মাটিতে লুটিয়ে পড়ল তনু তাঁর।
বাংলার মাটি হলো রক্তে লাল,
ছিঁড়িলো জীবন তরীর পাল।
ছেলের লাশ যবে এলো মা'র সামনে,
বারবার চায় মা ছেলের মুখপানে।
পিপাসায় কাতর মন করছে হাহাকার,
অন্ধের নাড়ি তারে ফাঁকি দিয়েছে এবার।
এখনও মা কাঁদে সমাধি পাড়ে বসে,
ঐ বুঝি আলমগীর আসে।
কত আলমগীরের বিনিময়ে হলো দেশ স্বাধীন
তা-র কী ইয়াত্তা আছে,
ওঁরা বেঁচে ছিলো, বেঁচে আছে; বেঁচে রবে চিরদিন
বাংলার শ্যামল প্রকৃতি আর মানুষের মাঝে।

বিঃদ্রঃ এটা অনেকদিন অাগের লেখা একটা কবিতা । মাত্রা সংখ্যা অসমান, ছন্দটা বোধহয় ঠিকই অাছে । গত ডিসেম্বরে গল্প-কবিতা ডট কম এর "বিজয়" সংখ্যায় জমা দিয়েছিলাম । সেখান থেকেই কপি করে ব্লগে পোস্ট করলাম । পরিবর্তন করেছি সামান্যই ।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

আরণ্যক রাখাল বলেছেন: গল্পকবিতা না লিখে গল্পই লিখতে পারতেন। কাহীনিকবিতা এখন আর ঠিক ভাল লাগে না

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অগ্নি সারথি বলেছেন: ছেলের লাশ যবে এলো মা'র সামনে,
বারবার চায় মা ছেলের মুখপানে।
পিপাসায় কাতর মন করছে হাহাকার,
অন্ধের নাড়ি তারে ফাঁকি দিয়েছে এবার।
এখনও মা কাঁদে সমাধি পাড়ে বসে,
ঐ বুঝি আলমগীর আসে।
- এ ব্যাথা বাস্তবিক অসহনীয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: এ ব্যাথা বাস্তবিক অসহনীয়। যথার্থই বলেছেন ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

খুব সুন্দর শেয়ার, সাধু।
আপনি ছন্দ, মাত্রা নিয়ে ভাবেন দেখে ভালো লাগলো ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

গেম চেঞ্জার বলেছেন: ছন্দোবদ্ধতায় ভাললাগা++

(অ.ট. আপনার সমস্যার সমাধানের অপেক্ষায়)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: এখনও মা কাঁদে সমাধি পাড়ে বসে,
ঐ বুঝি আলমগীর আসে।

দুখের কবিতা। খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



মুক্তিযুদ্ধের প্রতি আপনার অকৃত্রিম অনুরাগ দেখে ভালো লাগলো । এমন অসংখ্য আলমগীরদের জন্যেই মাটির উপরে বয়ে যাওয়া মুক্ত বাতাসে আমরা সবাই এখনও শ্বাস টেনে নিতে পারছি ।

ভালো থাকুন ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও ভালো থাকুন ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:

আলমগীরেরা বুঝতো জাতির মান। লেখা ভালো লেগেছে।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

শাহাদাত হোসেন বলেছেন: অসাধারণ লাগছে

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

জুন বলেছেন: ওঁরা বেঁচে ছিলো, বেঁচে আছে; বেঁচে রবে চিরদিন
বাংলার শ্যামল প্রকৃতি আর মানুষের মাঝে।
আমাদের বর্তমান কার্যকলাপ দেখে এসব আলমগীরদের জন্য কষ্ট হয় সাধু
সুন্দর কবিতায় প্লাস
+

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের বর্তমান কার্যকলাপ দেখে এসব আলমগীরদের জন্য কষ্ট হয় ।' ঠিকই বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.