নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ধানের মঞ্জরি

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

অাজ এ অঘ্রাণে হাঁটছি যখন পথে
পথে, মৃদু বায়ু এসে লাগছে শরীরে; পেরিয়ে চলছি চুপে ছায়াঢাকা মেঠো
পথ, কতো গাছপালা; রাস্তায় উড়ছে ধূলো- দুচোখে অামার রাজ্যের অশান্তি;
সহসা দৃষ্টিগোচর হলো ধানক্ষেত
এক, মন্ত্রমুগ্ধ চেয়ে অাছি অঘ্রাণের
ক্ষেতে; যেখানে গজেছে অজস্র ধানের
মঞ্জরি, পেকে গিয়েছে ধান; সূর্যালোকে ঝলমলে ক্ষেত, ঠিক সোনার মতন;
কৃষাণ ধান কাটছে, কৃষাণি চলছে
বয়ে মুরি; সাথে অষ্টাদশী কন্যাটিও
অাছে, যার মুখে দিগন্ত বিস্তৃত হাসি;
যার চোখে খেলা করে পূর্ণিমার অালো ।

১৩ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।
দুপুর ২টা

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এ ধরণের লেখা তেমন একটা লিখিনি । চেষ্টা চালাচ্ছি অার কী! মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা!

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:

" কৃষাণি চলছে
বয়ে মুরি; সাথে অষ্টাদশী কন্যাটিও
অাছে, যার মুখে দিগন্ত বিস্তৃত হাসি;
যার চোখে খেলা করে পূর্ণিমার অালো । "

"মুরি" কি ?

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মুরি একটি অাঞ্চলিক শব্দ । ধানের গুচ্ছকে (অাঁটি) ময়মনসিংহের ভাষায় মুরি বলে ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

লেখোয়াড়. বলেছেন:
আপনি কবিতাও লেখেন, দারুন তো!!
আরো লিখুন, আরো।

ওসব রাজনীতিফীতি বাদ দিয়ে শুধু কবিতাই লিখুন।

কবিতায় গ্রামের সুবাতাস পেলাম +++++++।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । রাজনীতি অার ধর্ম ইচ্ছে করলেই কি বাদ দেয়া যায়!

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সুলতানা রহমান বলেছেন: অষ্টাদশী কন্যা যে থাকতেই হবে, :D
ভাল লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

লেখোয়াড়. বলেছেন:
আর হা গা................. আমি কিন্তু লেখোয়ার নই, আমি "লেখোয়াড়"

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

আখেনাটেন বলেছেন:

'অষ্টাদশী কন্যাটিও
অাছে, যার মুখে দিগন্ত বিস্তৃত হাসি'---ভাই ধানের যে দাম, কৃষকের কন্যার মুখে হাসির বদলে কান্না বেশি শোভা পেত। কারণ অষ্টাদশী কন্যাটি পড়াশুনার মাসিক খরচ বাবার কাছে চাইতে লজ্জা পাচ্ছে, সংসারের নিত্যদিনের খরচের সাথে ব্যয়ের অসামণ্জস্য দেখে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অাখেনাটেন ভায়া, ভালোই বলেছেন । এভাবে তো ভাবিনি, ধান কাটাতেই শেষ করে দিয়েছি!

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

কল্লোল পথিক বলেছেন: ওর্হঃ এ যে একবারে শেকরের কথা
মা,মাটি মানুষের কথা
চমৎকার কবিতা!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

দীপংকর চন্দ বলেছেন: অঘ্রাণের ঘ্রাণ ভালো লাগলো অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও ভালো থাকুন ।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

আরজু পনি বলেছেন:

আপনার লেখা পড়ে অগ্রাণের ধান ক্ষেত মিস করছি ।

লেখা থেকে বাস্তবের মাঠ দেখতে পাচ্ছিলাম যেনো ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: কৃষাণ ধান কাটছে, কৃষাণি চলছে
বয়ে মুরি; সাথে অষ্টাদশী কন্যাটিও
অাছে, যার মুখে দিগন্ত বিস্তৃত হাসি;
যার চোখে খেলা করে পূর্ণিমার অালো ।


খুব ভাল লাগল অঘ্রাণের কবিতা। ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

জনম দাসী বলেছেন: অনেক দোয়া রইলো... হ্যাঁ গ্রামে ধানের গুচ্ছ কে মুরা বা মুরি বলে অনেকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন সতত ।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: অঘ্রান নিয়ে এই প্রথম ব্লগে কোনো প্রথম কবিতা পড়লাম। নবান্ন, অঘ্রান এই শব্দগুলো কেন যেন আধুনা কবিরা এড়িয়ে চলে!

সুন্দর কবিতা

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ত্রিশের দশকের কবিরা এসব বিষয়বস্তুর ওপর কবিতা লিখতেন । এখনকার নাগরিক কবিদের এসবের ওপর লেখার সময় কই?

১৪| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: তারা সব নারীদের গোপনাঙ্গ নিয়ে রোমান্টিসিজম চর্চায় ব্যাস্ত

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: দিন বদলে গেছে!

১৫| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে তো আমার কাছে ধানের মঞ্জুরীর চেয়ে "অষ্টাদশীর দিগন্ত বিস্তৃত হাসি" আর তার চোখে খেলা করা পূর্ণিমার আলোকেই বেশী ঝলমলে ও আকর্ষণীয় মনে হলো।
অঘ্রানে শ্বাশ্বত বাঙলা বর্ণে গন্ধে এক অপরূপ রূপ ধারণ করে থাকে। ধূসর সে বর্ণে আর নবান্নের গন্ধে কবিকূল চিরকাল মোহিত হয়েছেন।
কবিতা ভালো লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা! ভালো থাকুন সতত!

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: পথে, মৃদু বায়ু এসে লাগছে শরীরে; পেরিয়ে চলছি চুপে ছায়াঢাকা মেঠো
পথ, কতো গাছপালা; রাস্তায় উড়ছে ধূলো- দুচোখে অামার রাজ্যের অশান্তি;


অপূর্ব লাগলো লাইনগুলো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আবহমান গ্রাম-বাংলার চিরাচরিত উপাদান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.