নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাড়িতেও এক বোষ্টমী এসেছিলো

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

( স্মৃতির পাতা থেকে )
অনেক কাল আগের কথা। আমার বয়স তখন তেরো কী চৌদ্দ। গ্রামের বাড়িতে থাকতাম, বিদ্যালয়ে যেতাম; আর আব্বাকে ক্ষেতে-খামারে কাজকর্মে একটু আধটু সাহায্য-সহযোগিতা করতাম।

একদিন দুপুরে ক্ষেত থেকে ফিরে এসে দেখি আমাদের বাড়িতে অচেনা লোকজনের আনাগোনা, আবিষ্কার করলাম, ওরা বৈরাগী জাতীয় কেউ। নিশ্চিত হলাম ওরা বোষ্টমী। অপূর্ব রুপবতী এক বোষ্টমী আম্মার সাথে কী যেন কথা বলছে।

আমি আম্মার কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে মুচকি হাসল বোষ্টমী, তারপর জিগ্যেস করল, "ক্ষেতে কাজ করতে গিয়েছিলি?"
আমি বললাম, "হ্যাঁ।"

বোষ্টমী আমার গাল টিপে বলল, "ইস! কী সুন্দর চেহারাটা রোদে পুড়ে কয়লা হয়ে গেছে।"

আমি নিশ্চুপে তার দিকে চেয়ে রইলাম। কী মায়াবি তার চোখ, আহা! যে-ই চোখে খেলা করে সাতটি তারার তিমির!

বোষ্টমী আমাদের পরিবার সম্পর্কে অনেক কথাই পাড়ল। শৈশবে আমি যে একবার হারিয়ে গিয়েছিলাম, আগুন পোহাতে গিয়ে আমার বাম হাত পুড়ে গিয়েছিল, আব্বা বিদেশে গিয়েছিলেন; সেইসব কথাও পাড়ল।

আম্মা তো মুগ্ধ ও বিস্মিত হয়ে গেলেন। তাদেরকে চাল দিতে ওঠে গেলেন। কী করে জানল এসব? ওরা তো কখনো এ অঞ্চলে আসেনি!

অতঃপর বোষ্টমী আমাকে জিগ্যেস করল, "নারাঙ্গী হাইস্কুলে পড়িস?"
আমি মাথা নাড়িয়ে সম্মতিসূচক জবাব দিলাম।

আম্মা খুশি হয়ে চালের সাথে কিছু টাকাও দিলেন। বোষ্টমী খালি গলায় বিরহের একটা গানও শোনাল। চিকন, সুরেলা তার কণ্ঠস্বর! যাওয়ার সময় আমার হাতে একটা চুম্বন চিহ্ন এঁকে দিল। আমি তো লজ্জায় একেবারে লাল হয়ে গেলাম।

আম্মা তখন মুখ টিপে হাসছিলেন।

যাবার সময় বোষ্টমী বলল, "আবার আসবো। ভালো থাকিস।"

তারপর বহুকাল কেটে গেল, তেরো-চৌদ্দ বছরের সেই কিশোরের চিবুকে দাড়ি গজাল, সে যৌবনে পদার্পণ করল; কিন্তু সেই বোষ্টমী আর ফিরে এল না! সে যদি জানত অজ পাড়া গাঁয়ের কোন এক কিশোরের তাকে ভালো লেগে গিয়েছিল, তাহলে কেমন হতো!

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: মোহনীয় এক ভালোলাগা কাজ কোরছে আপনার গল্প পড়ে। ইস এমন বষ্টমী যদি আমায় ভালবাসত। পৃথিবীর এই জঞ্জাল ছেরে বাউল হতে মাঝে মাঝেই মোন চায়, কিন্তু গলা ভালো না বোলে সাহোস দেখাই না। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার লাগল আপনার বোষ্টমী স্মৃতিচারণ। ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


বোষ্টমীর জন্য কেমন হতো জানিনা তবে মনে হয় ছেলেটার জন্য সুখকর হতো না। কিছু ভাল লাগা মনে থাকাই ভাল। প্রকাশে স্বপ্ন ভাঙার কষ্ট কাজ করে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দামি একটা কথা বলেছেন ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

অগ্নি সারথি বলেছেন: :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাই কি দুঃখে দুঃখিত?

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন: বোষ্টমীরা আর ফিরে আসে না!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: যে যাবার সে তো যাবেই ।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

সুলতানা রহমান বলেছেন: আহারে! শুনে খুব দুঃখ লাগছে। (দুঃখের ইমো)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । মজা নিচ্ছেন?

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

সুলতানা রহমান বলেছেন: না না ……তা কেন হবে?
সত্যিই দুঃখ পাইছি।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার দুঃখে দুঃখিত হওয়ায় ধইন্যবাদ ।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: বোষ্টমী বা সাধু সন্যাসীরা মায়ায় জড়ায় না কিংবা জড়ালেও সেখান থেকে বের হয়ে যাবার প্রবনতা বা শক্তি আছে। যা আমাদের হয়তো নাই!
শুভকামনা রইলো

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: মূল্যবান কথা বলেছেন ।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

নেক্সাস বলেছেন: আহ ! বোষ্টমি

কেউ কথা রাখেনা...

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

দর্পণ বলেছেন: কেউ কথা রাখেনারে ভাই।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ফিরেনি বলে দুঃখ করো না :) ওরা সন্মোহন জানে । না না মন্ত্র-তন্ত্রের সন্মোহন নয় । আদব-কায়দা আর কথার সন্মোহন । তোমাদের বাড়িতে গিয়ে যা বলেছে তা অন্য কারুকাছ থেকে জেনে বলেছে । :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩

কিরমানী লিটন বলেছেন: যাবার সময় বোষ্টমী বললো, "অাবার অাসবো । ভালো থাকিস ।"
তারপর বহুকাল কেটে গেলো, তেরো-চৌদ্দ বছরের সেই কিশোরের চিবুকে দাড়ি গজালো, সে যৌবনে পদার্পণ করলো; কিন্তু সেই বোষ্টমী অার ফিরে এলো না! সে যদি জানতো অজ পাড়া গাঁয়ের কোন এক কিশোরের তাকে ভালো লেগে গিয়েছিলো, তাহলে কেমন হতো! - অসাধারণ স্মৃতিকাতরতা ছুঁয়ে গেলো অতলে।অনবদ্য ভালোলাগা রইলো,অনেক ভালোবাসা আর অগুন্তি শুভকামনা প্রিয় সাধু দা'র জন্য,শ্রদ্ধায়- কৃতজ্ঞতায় ...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

চ্যাং বলেছেন: তয় এই স্মৃতি খারাপ না গো ভাইয়া। এইরুপ স্মৃতি জীবনের সৌকর্য্য। লেখনীতে +

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০২

রুদ্র জাহেদ বলেছেন:
ভালো লাগল স্মৃতিচারণ

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.