নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বৈষম্য

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

গাঙ্গের পাড়ে চাচার সঙ্গে
হইয়া গেলো দেখা,
তিনি তখন ফিরিতেছেন
গরু লইয়া একা ।
জিজ্ঞাসিলাম, "কী গরু হেন
কিনিয়াছেন চাচা?
কত নিলো ইহা বাবদ
বলেন দেখি সাচা ।"
মৃদু হাসি বলিতেছেন,
"বাবা, বাছুর এঁড়ে!
একুশ হাজার নগদে অার
রনা দুই হাজারে ।"
অবাক হইয়া জিজ্ঞাসিলাম,
"বাছুর এতটুকুন,
ইহার মূল্য একুশ হাজার?
হইয়া গেলাম গো খুন!"
চাচা তখন বলিতেছেন,
"হইতো যদি বকনা,
এগারোতেই হইতো বাপু!
দেওয়ার পরেও *রনা ।"
নীরব হইয়া গেলাম, অামার
অবাক হওয়ার পালা;
কীভাবে এ সম্ভব ভবে
এতো অবহেলা!"
নর-নারীর বিভাজন যে
প্রকট, তা তো জানা;
এঁড়ে-বকনার এ বিভাজন
অদ্যাপি অজানা?
পৃথিবীতে জানাশোনার
কতো কী যে বাকি,
অবাক হইলাম; নিজ অজ্ঞতায়
বিমূঢ় হইয়া থাকি ।


*রনা= গরু-ছাগল ক্রয়-বিক্রয় এর পর বাজার কমিটিকে নির্দিষ্ট পরিমাণ যে অর্থ দেওয়া হয়, তাই রনা ।

৫ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ধমনী বলেছেন: ভালো লেগেছে ছড়া। রনাকে আমরা হাসিল বলি।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: একেক এলাকায় একেক নাম । অামি ময়মনসিংহের অাঞ্চলিক শব্দ ব্যবহার করেছি । ধন্যবাদ ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

+।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:

কোনটা বকনা, কোনটা এঁড়ে?
কোনটার দাম বেশী?

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: এঁড়ে (ষাঁড়) বাছুরের দাম বেশি ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

গেম চেঞ্জার বলেছেন: একটা নতুন তথ্য জানা হলো। ছড়ায় +

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, গেম ভাই!

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার ছড়া ।
উৎসর্গ আমার এক প্রিয় ছড়াকার কে দেখে ভাল লাগলো ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, গিয়াস লিটন ভাই!

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাকটর এসে গেছে, গাভীর দাম অনেক বেড়ে যাবে; এগুলোর অর্থনৈতিক কারণ আছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

Jahirul Sarker বলেছেন: ছড়ায় প্রতি লাইনে দারূণ মিল রয়েছে। ভাবেও আকর্ষণীয়। সুন্দর লিখেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



দারুন একটা রূপক ছন্দে ছন্দে । সাধু .. সাধু..

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: উৎসাহিত হলাম, অাহমেদ জী এস ভাই!

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অসম্ভব ভালো লাগলো।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, দাদা! ভালো থাকুন সতত ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: সাধু হৈছে

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সাধু ভাষায় অাপনার লেখা থেকে উৎসাহ পাই । ধন্যবাদ ।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩

লালপরী বলেছেন: নর-নারীর বিভাজন যে
প্রকট, তা তো জানা;
এঁড়ে-বকনার এ বিভাজন
অদ্যাপি অজানা? হা হাহা :-P

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: লালপরীকে সাধুর ভুবনে স্বাগতম!

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২

অগ্নি সারথি বলেছেন: চ্রম হইছে তয় এই ছন্দ কবিতা প্রামানিকরেই উতসর্গ কেন?

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধইন্যবাদ । হেয় ছড়ার উস্তাদ তো! হের দেখাদেখি লিখতে চাইতাছি । উস্তাদরে সম্মান জানানো অার কী!

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

সুলতানা রহমান বলেছেন: বাছুর কি উনি কিনিয়াছেন?

মাঝখানে ছন্দটায় একটু ধাক্কা লেগেছে। তবে ভাল লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ, উনি এঁড়ে বাছুর কিনেছেন ।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

প্রামানিক বলেছেন: আমার নামে ছড়া দিছেন
আমার খবর নাই
ছড়া পড়ার পরে এবার
লজ্জা পেলাম তাই।

অনেক ভাল হয়েছে ভাই
পুরুষ নারীর বিভেদ
এত মূল্য হ্রাস হওয়াতে
নারীর মনে খেদ।

"লেডিস ফাস্ট" যাই বলি না
বাস্তবে তা নাই
ছড়া পড়ে মুগ্ধ হলাম
জানিয়ে গেলাম তাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অবশেষে অাসিলেন
প্রামাণিক ভাই,
কষ্ট সার্থক হইলো
অার চিন্তা নাই!

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

প্রণব দেবনাথ বলেছেন: ভাল লাগলো....

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, দাদা!

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! চমৎকার হয়েছে

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, বস! ভালো থাকুন সবসময় ।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ হয়েছে। এক রাশ ভাল লাগা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.