নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বর

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

বিধাতাকে বললাম, "দাও মোরে বর,
দিনকাল দুর্বিষহ ব্যথায় কাতর ।
বিনিদ্র রজনী কাটে, দিবাস্বপ্ন দেখি;
অধমের ললাটে কী অাছে লেখালেখি?"
তিনি বললেন, "একটু সবুর কর,
কাজকর্মে মনোযোগী হও অতঃপর ।
কর্মঠ, তেজস্বী হলে, বর দেই তারে;
প্রবঞ্চিত করি ধূর্ত, কুঁড়ে মস্তিষ্করে ।
জাননা তুমি "অালস্য দোষের অাকর"?
তোমার অাগামী তোমাতেই যে নির্ভর ।"
ক্রুদ্ধ হয়ে বললাম, "যদি কাজ করি,
কোথায় তবে তোমার তেজ, বাহাদুরি?
গড়েছো জাহান যদি নিজের ইচ্ছায়,
সকলের দেখভাল তোমাতে বর্তায় ।"

১৯ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।
দুপুর ১২ টা ২৪ মিনিট

বিঃদ্রঃ (অক্ষরবৃত্ত ছন্দে রচিত ৮+৬=১৪ মাত্রা) ঝড়ো অাবেগের বশবর্তী হয়ে লেখা এ পদ্য! কারো অনুভূতিতে অাঘাত লাগলে নিজগুণে মার্জনা করবেন, একে লেখকের স্বাধীনতা হিসেবে ধরে নেবেন ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

লেখোয়াড়. বলেছেন:
বাহ!!

এ যে দেখি মাইকেল!!
মেঘনাথ বধ পড়লাম নাকি??

+++++++++++++++++++

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: একটু চেষ্টা চরিত্র করলাম আর কী! উস্তাদের মন্তব্যে পুলকিত হলাম ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

কল্লোল পথিক বলেছেন: কর্মঠ, তেজস্বী হলে, বর দেই তারে;
প্রবঞ্চিত করি ধূর্ত, কুঁড়ে মস্তিষ্করে
বাহ! চমৎকার কবিতা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার হয়েছে| খুব সুন্দর

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । উৎসাহিত হলাম ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: সুখী লোকেরাই দিবা স্বপ্ন দেখে ।আর সুখি হও

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন, দাদা!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: গড়েছো জাহান যদি নিজের ইচ্ছায়,
সকলের দেখভাল তোমাতে বর্তায় ।"


কথা ঠিকই বলেছেন। পৃথিবীটা তার ইচ্ছায় তৈরী তার ইচ্ছাতেই চলে। কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কাবিল বলেছেন: চমৎকার হয়েছে, ভাল লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কাব্য মূর্ছনায় কিছুক্ষণ মহিত হয়ে থাকলাম সাধু ভাই!



শুভ কামনা জানবেন!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । সাস ভাইয়ের কাছ থেকে সাহসী মন্তব্য চাই ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার! সনেটের স্বাদ লাগলো। পরে তো দেখি অক্ষরবৃত্তও চতুর্দশপদী কবিতার ন্যায়ই। +

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, দিগন্ত ভাই । একটু চেষ্টা আর কী!

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

লালপরী বলেছেন: সাধু সাধু :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: লালপরীকে শুভেচ্ছা!

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

সাথিয়া বলেছেন: আমার কাছে পুরানো দিনের কবিতার মত লাগলো রূপক ভাইয়া :)
ভালোলাগা দিলাম :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । স্টাইল আগের দিনেরই । সাথিয়াকে সাধুর ভুবনে স্বাগতম ।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

নেক্সাস বলেছেন: কবিতার কথা বল্লে বলব চমৎকার। ছন্দ এবং বাক্য চয়নে একাগ্রতা আছে। কবিতা আরোপিত অন্তম্যিল নাই যা এসেছে সাবলীল লেগেছে।

এবার মূল ভাবের কথা আসলে বলব রবি ঠাকুর নিজের কবিতায় আপনার ক্ষোভের প্রশমন করেছেন । দেখুন তাহলে

বসুমতি, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস।
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

রবিন্দ্রনাথ ঠাকুর


বিধাতা মানুষ সৃষ্টি করে, নিজের ক্ষমতা থাকা স্বত্তেও মানুষহকে পার্থিব ক্ষমতা দিয়েছেন আত্মনিয়ন্ত্রণের। এটাই মানুষের গৌরব।

বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে
নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।

আমারে তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা,
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি
নাই বা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে
তোমারি মুখ লইব চিনে,
দুখের রাতে নিখিল ধরা
যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।

(রবি ঠাকুর)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কী মন্তব্য করলেন, নেক্সাস ভাই! আমি তো তব্ধা খেয়ে গেলাম । এমন করে ভাবিনি তো । অবশ্য আমি ভাবছিলাম কেউ একজন আমার ধারণা পাল্টে দেবেন । কবি গুরুর কবিতা দুটো আগে পড়েছিলাম । খেয়াল ছিলোনা, অথবা বুঝতে পারিনি । চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । আশা করি সবসময় এভাবেই পাশে পাবো ।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:

"কর্মঠ, তেজস্বী হলে, বর দেই তারে;
প্রবঞ্চিত করি ধূর্ত, কুঁড়ে মস্তিষ্করে । "

-সন্দেশ তো তেতো

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝতে পারিনি ।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখতে না পারলেও কবিতা পড়তে ভাল লাগে , যদি সেটা কবিতা হয় ।
আপনার এটা শুধু কবিতা নয় , চমৎকার কবিতা!
পড়ে আরাম পেলাম ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, গিয়াস লিটন ভাই!

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

লেখোয়াড়. বলেছেন:
উত্তর করছেন না যে!!

খেলুম না কইলাম!!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: উস্তাদ, শিষ্যের সমস্যা বুঝতে হবে তো! মাইন্ড খেলে চলবে না!

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

গেম চেঞ্জার বলেছেন: কবিতাটির শব্দবিন্যাস খুব চমৎকার করেছেন সাধুভাই। তবে মুলভাবের সাথে একমত নই। ইশ্বরই যদি গড়ে দেন তবে কেন এ সৃষ্টি?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "তবে মুলভাবের সাথে একমত নই। ইশ্বরই যদি গড়ে দেন তবে কেন এ সৃষ্টি?" আমি নিজেও এখন আর একমত নই । ধারণা পাল্টে গেছে । গঠনমূলক মন্তব্যের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা!

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

এম.এ.জি তালুকদার বলেছেন: নেক্সাস-এঁর সাথে সহমত। অপ্রাসঙ্গিক একটা কথা---- মন্তব্যকারী প্রামানিক ভাই কি জী হুজুরের দলের কেউ নাকি!! ও নারে কে----- বলেন শুধু

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

শাহাদাত হোসেন বলেছেন: কবিতা চমৎকার বর্ননা অসাধারণ তবে আমিও নেক্সাস ভাইয়ের সাথে একমত ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.