নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

পিতা, মাতা ও মৃত্যু: অনুভূতিতে নাড়া দেওয়ার মত তিনটি লেখা

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

পিতা
একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিলো । হঠাৎ একটা কাক এসে বসলো, তার পিতা জিজ্ঞেস করলেন, "এটা কী?"
পুত্র বললো, "এটা একটা কাক ।"
কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন, "এটা কী?
পুত্র বললো, "আমি তো কেবলই বললাম, এটা একটা কাক ।"
একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, "এটা কী?"
এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশ গলায় বললো, "এটা একটা কাক, এটা একটা কাক ।"
এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন, "এটা কী?"
এবার পুত্র প্রচণ্ড রেগে গেলো, রাগের চোটে কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে ধমক দিয়ে বললো, "তুমি কেন বার বার আমাকে একই কথা জিজ্ঞেস করছো? আমি তো তোমাকে বহুবার বললাম, এটা একটা কাক, এটা একটা কাক, চোখ নেই তোমার; বুঝতে পারো না?"
বৃদ্ধ পিতা কোন কথা না বলে হেঁটে হেঁটে চলে গেলেন । একটু পর ফিরে এলেন একটা ডায়েরি সাথে নিয়ে । তিনি তাঁর পুত্রকে বললেন, "এটা পড়ো, মনোযোগ দিয়ে পড়বে ।"
"আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম । হঠাৎ একটা কাক এসে বসলো । আমার ছেলে আমাকে তেইশবার জিজ্ঞেস করলো, "এটা কী?" আর আমি তেইশবার উত্তর দিলাম, "এটা একটা কাক ।" তাকে প্রতিবার উত্তর দেবার সময় তাকে গভীর ভালবাসায় জড়িয়ে ধরেছিলাম । আমার পুত্র আমাকে একই প্রশ্ন তেইশবার জিজ্ঞেস করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিষ্পাপ ছেলেটার প্রতি ।"
পুত্রের চোখের কোণে জল জমতে শুরু করলো । পুত্র ডায়েরিটা বন্ধ করে দিয়ে গভীর ভালবাসায় তার পিতাকে জড়িয়ে ধরলো । আর ধরা গলায় বললো, "স্যরি বাবা!"
আমরা অনেকসময় আমাদের বাবা- মায়ের সাথে খারাপ ব্যবহার করি, উঁচু গলায় কথা বলি । কখনো কি ভেবে দেখেছেন, কী পরিমান ভালোবাসা আর কষ্ট করেছেন তাঁরা আমাদের বড় করার জন্য? পৃথিবীর কোনোকিছু দিয়ে কি তাঁদের এই ঋণ শোধ করা কখনো সম্ভব?
জয় হোক বিবেকের, জয় হোক সকল প্রেরণাদানকারী জনক-জননীর, আর জয় হোক মানবতার ।


মাতা
টমাস অালভা এডিসনের জীবনের ঘটনা
এটা । একদিন টমাস আলভা এডিসন ঘরে এসে তাঁর মাকে একটি কাগজ দিলেন । তিনি তাঁকে বললেন, "আমার শিক্ষক আমাকে কাগজটি দিয়েছেন এবং শুধুমাত্র আমার
মাকে দিতে বলেছেন ।" যখন তাঁর মা চিঠিটি জোরে পড়া শুরু করলেন, তখন তার চোখ দিয়ে জল পড়তেই লাগলঃ "আপনার পুত্র মেধাবী । এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মত যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই । দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন ।"

তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা । তখন তিনি শতাব্দীর সেরা আবিষ্কারক। একদিন তিনি তাঁর
পারিবারিক পুরনো জিনিসপত্র দেখছিলেন । একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাৎ তিনি একটি ভাঁজ করা কাগজ পেলেন । তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখলেন । কাগজে লেখা ছিলঃ "আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন । আমরা তাকে আমাদের
স্কুলে আর আসতে দিতে পারি না ।" এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে লিখলেনঃ "টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিলেন । একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন ।


মৃত্যু
ভুবনবিজয়ী মহাবীর আলেকজান্ডার মৃত্যুশয্যায় তাঁর সেনাপতিকে ডেকে বলেছিলেন, "আমার মৃত্যুর পর আমার তিনটি অভিপ্রায় তোমরা পূরণ করবে । আমার প্রথম অভিপ্রায় হচ্ছে, শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন
করবেন ।
আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে, আমার
কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে;
সেইপথে আমার অর্জিত সোনা ও রুপা
ছড়িয়ে থাকবে ।
আর অামার তৃতীয় ও শেষ অভিপ্রায় হচ্ছে, কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে ।"
তাঁর সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র
অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন ।
দীর্ঘশ্বাস ফেলে তিনি (আলেকজান্ডার) বললেন, "আমি দুনিয়ার সামনে
তিনটি শিক্ষা রেখে যেতে চাই ।
•আমার চিকিত্সকদের কফিন বহন
করতে এই কারণে বলেছি যে, যাতে
লোকে অনুধাবন করতে পারে, চিকিত্সকেরা কোন মানুষকে সারিয়ে তুলতে পারে না । তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম ।
•গোরস্হানের পথে সোনা- দানা
ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে
এটা বোঝানোর জন্য যে, সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না । অথচ এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না । মানুষ বুঝুক এসবের পেছনে ছুটা সময়ের অপচয় ।
•কফিনের বাইরে আমার হাত
ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা
জানাতে যে, পৃথিবীতে এসেছিলাম
খালি হাতে, আবার খালি হাতেই
পৃথিবী থেকে চলে যাচ্ছি. . . . .l

সংগৃহীত

মন্তব্য ৪৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

হানিফঢাকা বলেছেন: অনেক ভাল লাগল। পোষ্টের জন্য ধন্যবাদ

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আরণ্যক রাখাল বলেছেন: এগুলো প্রতিটাই ফেসবুকে পড়েছিলাম| আর খেয়াল আছে, যখন নামাজ পড়তাম ছোটবেলায়, একদিন হুজুর প্রথম গল্পোটা বলেছিলেন| অদ্ভত ছিল তার বলার শৈলী| আমি শুনছিলাম সম্মোহিতের মত|
আমার মনে হয়, ব্লগের সবাই এগুলো আগে পড়েছে

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: স্মরণ করিয়ে দেয়া অার কী!

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ব্যাক ট্রেইল বলেছেন: প্রথম গল্পটা একদম ঠিক। এমনি হয়ে আসছে। এই গল্পে ছেলে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু বাস্তবে ভুলও এখন বুঝতে পারেনা।
আর দ্বিতীয় গল্পটা নিয়ে পড়েছিলাম যে এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভিত্তি না-ই থাকুক, নাড়া দেয়ার মত ঘটনা তো!

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: তিনটা গল্পই শিক্ষনীয়। ধন্যবাদ ভাই রূপক

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিলেন । একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: শিক্ষণীয় গল্প। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

ধমনী বলেছেন: পুরনো গল্প। তবুও ভালো।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় গল্পটা ভুল; এ রকম কিছু ঘটেনি।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হতে পারে!

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

জুন বলেছেন: এ লেখাগুলো যতবারই পড়ি ততবারই আবেগাপ্লুত হয়ে উঠি। কবরবাসী বাবা মা এর প্রতি আমাদের ব্যবহারের কথা মনে হলে অনুতপ্ত হই। আর আমাদের প্রতি সন্তানের আচরনে কষ্ট পাই।
ভালোলাগা সাধু
+

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা ।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

আরজু পনি বলেছেন:
লেখাগুলোর ঐতিহাসিক ভিত্তি বা সত্যতা নিয়ে কোন প্রশ্ন নেই এই কারণে যে, এগুলো খুবই অনুপ্রেরণার ।

"টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিলেন । একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন ...
আমি আদর্শ একজন মা হতে চাই ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঞ্ছা পূর্ণ হোক!

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জয় হোক বিবেকের, জয় হোক সকল প্রেরণাদানকারী জনক-জননীর, আর জয় হোক মানবতার ।
সহমত , এডিসন এর বিষয়টা প্রথম জানলাম ।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

কল্লোল পথিক বলেছেন: তিনটি গল্পেই শিক্ষনীয়
তবে প্রথম গল্পটি বেশী ভাল লেগেছে অনেকটা আবেগ মেশানো।
ধন্যবাদ সাধু।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

শাহরিয়ার বাপন বলেছেন: Nice story.Just Mindblowing

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ!

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তা বটে!

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

সুমন কর বলেছেন: প্রতিটি জানাই ছিল। আবার পড়লাম এবং ভালো লাগল।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: শিক্ষণীয় গল্প। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

বনমহুয়া বলেছেন: তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা । তখন তিনি শতাব্দীর সেরা আবিষ্কারক। একদিন তিনি তাঁর
পারিবারিক পুরনো জিনিসপত্র দেখছিলেন । একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাৎ তিনি একটি ভাঁজ করা কাগজ পেলেন । তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখলেন । কাগজে লেখা ছিলঃ "আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন । আমরা তাকে আমাদের
স্কুলে আর আসতে দিতে পারি না ।" এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে লিখলেনঃ "টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিলেন । একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন ।


অনেক ভালো লাগলো। মায়ের প্রতি শ্রদ্ধা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভবিষ্যৎ মায়ের জন্য শুভ কামনা ।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,





নতুন করে আবার ভালো লাগলো ।

১ম টির স্বপক্ষে -
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29883871

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,





নতুন করে আবার ভালো লাগলো ।

১ম টির স্বপক্ষে -
বেলা শেষের দিনগুলি

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে ।

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

গেম চেঞ্জার বলেছেন: আমি ৩য়টি নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, বেশ আগে। এখন নেই। ২য়টি আমার অজানা ছিল। ১মটি জানা আছে।

মানবিক চর্চার এই ভাল একটি পোস্টের জন্য একরাশ আন্তরিক শুভেচ্ছা জানবেন সাধুভাই।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৮

রুদ্র জাহেদ বলেছেন:
তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা । তখন তিনি শতাব্দীর সেরা আবিষ্কারক। একদিন তিনি তাঁর
পারিবারিক পুরনো জিনিসপত্র দেখছিলেন । একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাৎ তিনি একটি
ভাঁজ করা কাগজ পেলেন । তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখলেন । কাগজে লেখা ছিলঃ
"আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন । আমরা তাকে আমাদের
স্কুলে আর আসতে দিতে পারি না ।" এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে
লিখলেনঃ "টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিলেন । একজন আদর্শ মায়ের দ্বারা
তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন ।

তিনটা ঘটনায় শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী। খুব ভালো লাগল।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই!

২২| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: ৩টে সংগ্রহই ভালো ।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আগে পড়া ছিলো নিশ্চয়ই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.