নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

দীনহীনকে জনৈকা বালিকার পুষ্প দানের কাহিনী!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

দীনহীন তখন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়িতো । তাহার একখানি "কাব্যগ্রন্থ" প্রকাশিত হইবে অমর একুশে গ্রন্থমেলায়, গ্রন্থটির নাম "জলছবি" । এই লইয়া সহপাঠিদের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা যাইতেছিলো । প্রতিটি শুভ উদ্যোগের পশ্চাতেই দুই-চারিজন কুচক্রী থাকে । এই দুই-চারিজন কুচক্রী ব্যতিত অার সবাই তাহাকে অনুপ্রাণিত করিতেছিলো ।
এক দ্বিপ্রহরে শ্রেণিকক্ষের বাহিরের বারান্দায় দাঁড়াইয়াছিলো দীনহীন । একমনে পদ্মপুকুর দেখিতেছিলো সে, যেইখানে প্রস্ফুটিত হইয়াছিলো অজস্র পদ্ম; এক ঝাঁক পাতিহাস পাড় ধরিয়া ঘুরিতেছিলো ।
"হাই কবি, কেমন অাছো?" মেয়েলি একখানি কন্ঠস্বর শুনিয়া দীনহীন পশ্চাতে ফিরিলো, দেখিলো, সহপাঠিনী পুষ্প ও কলি হাসোজ্জ্বল বদনে দাঁড়াইয়া অাছে । পুষ্পের হস্তে ছোট্ট একখানি পুষ্প ।
"হ্যাঁ, অামি ভালো । তোমরা?"
কলি বলিলো, "অামরাও ভালো ।"
পুষ্প বলিলো, "তোমাকে পুষ্প দিতে এলাম ।"
দীনহীন জিজ্ঞাসা করিলো, "কীসের পুষ্প?"
কলি হাসিতে হাসিতে বলিলো, "ভালোবাসার পুষ্প ।
পুষ্পও হাসিতে লাগিলো । কিছু কিছু স্ত্রীলোকের হাসিতে মুক্তা ঝরে, যাহা দেখিলে চক্ষে কেমন যেন ঘোর লাগে-পুষ্পের হাসিও ঠিক তেমন । তাহার হাসিতে অদ্ভুত এক মাদকতা অাছে । অন্তরে-বাহিরে কেমন যেন শিহরণ সৃষ্টি হইয়া যায় ।
হাসি থামাইয়া পুষ্প তাহার হস্তের পুষ্পটি দীনহীনের হস্তে দিলো, অতঃপর বলিলো, "অভিনন্দন! তোমার প্রকাশিতব্য বইটি তোমার জন্যে অপার সাফল্য বয়ে অানুক । ভালো থেকো ।"
দীনহীন অাবেগাপ্লুত হইলো বটে, তথাপি অাপনাকে সংবরণ করিয়া বলিলো, "তোমাকে অশেষ ধন্যবাদ, তুমিও ভালো থেকো ।"

৩ অগ্রহায়ন ১৪২২ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।
সন্ধা

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

গেম চেঞ্জার বলেছেন: কিছু কিছু স্ত্রীলোকের হাসিতে মুক্তা ঝরে, যাহা দেখিলে চক্ষে কেমন যেন ঘোর লাগে-পুষ্পের হাসিও ঠিক তেমন । তাহার হাসিতে অদ্ভুত এক মাদকতা অাছে । অন্তরে-বাহিরে কেমন যেন শিহরণ সৃষ্টি হইয়া যায় ।

মনে হল যেন, সেকালের বাংলা সাহিত্য পড়ছি। খুব ভাল লেগেছে সাধু ভাইডি! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: অত্যাদিক ভালোবাসা প্রকাশপূর্বক সাধুকে তো অন্তরীক্ষে তুলিয়া দিলেন; এখন নামাইবে কে? প্রীত হইলাম ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

পুলহ বলেছেন: জীবনের অতিকায় চলচ্চিত্র হতে ক্ষুদ্র অথচ অনুভূতিতে আলোড়ন তুলিয়া যায়- এমন একখানা চির-রঙ্গীন মুহূর্ত মূর্ত হইয়া উঠিলো!
লেখক তজ্জন্য ধন্যবাদ জানিবেন :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার মূল্যবান মন্তব্য পাঠপূর্বক অানন্দিত হইলাম ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা সেই ক্ষণকালের ঘোর কেন যে দীর্ঘ হইতে চাহে না- তাহা এই হৃদয় আজো বুঝিতে সক্ষম হইল না। --

+++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এইখানে কবি নীরব!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কল্লোল পথিক বলেছেন: দারুন গল্প
মনে হচ্ছিল যেন শরৎবাবুর কোন গল্প পড়িতেছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পুলকিত হইলাম এরুপ প্রশংসা বাক্য শুনিয়া ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বঙ্কিম, শরৎ বা রবীন্দ্রনাথের মতো গদ্য বলে মনে হলো। খুব সুন্দর। হঠাৎ অনেকদিন পর সাধু ভাষায় লেখা পড়ে ভালো লাগলো।

ধন্যবাদ রূপক বিধৌত সাধু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা । অাপনার ন্যায় গুণী লেখকের মন্তব্য অনুপ্রাণিত করিলো অামায় ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

তার আর পর নেই… বলেছেন: তারপর কি হইলো? দীনহীন কি এখনো তৃতীয় বর্ষে পড়িতেছে? সে কি এখনো সেই হাসিতেই ডুবিয়া আছে? জানিতে ইচ্ছে করিতেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দীনহীনকে কি অাদু ভাই ভাবিলেন? মর্মাহত হইলাম । সে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হইয়া অগৌরবের বেকার জীবনে প্রবেশ করিয়াছে! সেই হাসি ফিকে হইয়া গিয়াছে ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



শেষ হইয়াও হইলোনা শেষ ..........................

বাসন্তি শুভেচ্ছা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তাহা হইলে তো সার্থক গল্প হইয়া গেলো । শুভেচ্ছা ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

মহা সমন্বয় বলেছেন: তার পর দীনহীন রচনা করে ফেলল সেই বিখ্যাত কাব্য গ্রন্থ। আর এভাবেই তৈরী হয় কালজয়ী সব কবি, সাহিত্যিক, শিল্পী।

জনৈকা বালিকাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনার মত একজন গুনী কবি উপহার দেয়ার জন্য। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যে সাধু পুলকিত ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: আহা অভিনন্দনে যেন রয়ে গেলো একগুচ্ছ আক্ষেপ !

ভাল লেগেছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: অাক্ষেপের বিষয়ই বটে । শুভেচ্ছা ।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমনি গল্পে বাক্য না রাহিয়া কি যাইতে পারি পঠিব্য শেষে!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার অাগমনে অামি অানন্দিত বোধ করিতেছি । ভালো থাকুন নিরন্তর ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: সেই দীনহীনের কি হইল আর বালিকারই বা কি হইল, জানিতে চাই :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পরবর্তী খবর বলা যাইবেনা, বরং পূর্ববর্তী একখানি ঘটনা জানিতে পারেন । Click This Link

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: পুষ্পের কি হইলো ?
ভালো লাগিয়াছে ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগায় পুলকিত হলাম । Click This Link

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: আবার পড়লাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগা!

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: সব বুঝলাম, এখন বলেন দীনহীন মশাই টা কোন জন, আড়ালে বসে কি কেউ আট্টহাসি হাসিতেছে না তো ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সহজ হিসাব!

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:



কবিরা পেলো নারীর মন, আমরা রাজনৈতিক কথা লিখে হলাম সবার শত্রু; দীনহীন হবো এবার

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভিন্নতা প্রয়োজন আছে বৈকি ।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৫

সায়েল বলেছেন: সুপাঠ্য বটে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: সাধু ভাষায় লিখিত শরৎ স্টাইলে গল্প খুব ভাল লাগল। ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: Click This Link

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

প্রণব দেবনাথ বলেছেন: সাধু ভাষা দেখিলে সাধু হইতে ইচ্ছে হয়। কিন্তু সাধু আর হইলাম কই, চলিত হইয়া বইসে আছি। ভাল লাগল লেখাটি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করতে দোষ কী!

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

জুন বলেছেন: ভালোলাগিলো অনেক সাধু, অত:পর উভয়ের কি হইলো তাহা জানিবার বড় ইচ্ছা অন্তরে রহিয়া গেল #:-S +

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: লজ্জায় ফেলে দিলেন! এই কাহিনী বাড়ানো অামার জন্য বিব্রতকর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.