নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বিষয়ভিত্তিক কবিতাঃ দেশপ্রেম

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

অাশা
মনে আমার ছিলো আশা
হয়ে মুক্ত যাযাবর,
মুগ্ধ হয়ে দেখবো নদী
বিল, ঝিল গ্রাম-গ্রামান্তর।
বাংলার রূপ আর সোনালি
ধানের মধুর খেলা,
দেখে কাটবে যে আহা
আমার সারাটা বেলা।
সবুজ ক্ষেতের চারিধারে
ডাকবে কতো পাখি,
সেথায় যে রাখবো আমার
রঙিন দুটি আঁখি।
কতো রাখাল ছেলে যাবে
ধেনু নিয়ে মাঠে,
কৃষাণ যাবে ক্ষেতে আর
হাটুরে যাবে হাটে।
কোন নারী রাঁধতে যাবে
বটি নিয়ে হাতে,
হয়ত তার খুকুমনি
যাবে তার সাথে।
যদি ভাই আমি যাই
ছেড়ে রঙিন দুনিয়া,
আসব আমি আবার
সোনার বাংলায় ফিরিয়া।

১ লা জানুয়ারি ২০০৩ খ্রিস্টাব্দ

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

গাঙচিল
আমি হইব গাঙচিল, উড়িব আকাশে বাতাসে;
সবুজ বাংলার ওপর দিয়া যাইব কতো দেশে ।
নদীর কিনারে চুপিসারে বসিয়া রইব একা,
নদীর কালো জলে শাপলা শালুক যাইবে দেখা ।
ধানক্ষেতের মাঝ হইতে লইয়া যাইব ধান,
আমগাছের ডালে বসিয়া সজোরে গাহিব গান ।
শীতের দিনে মুগ্ধ হৃদয়ে দেখিব রসের হাঁড়ি,
আরও দেখিব খুকাখুকির মিষ্টি মধুর আড়ি ।
ফুলের বাগান হইতে লইব যে ফুলের ঘ্রাণ,
ফুলের সেই মিঠে সুবাসে ভরিবে আমার প্রাণ।
আধো রাতে আকাশেতে ভাসিবে যখন শত তারা,
দেখিব আমি অবাক চোখে, কত শোভন এ ধরা।
প্রভাতে দূর্বাঘাস ভিজিয়া রইবে শিশির জলে,
গায়ের শ্রান্তি দূর করিব বসিয়া তরুরতলে।
নদীর এপার ছাড়িয়া যদি যাহি কভু ওপারে,
শত দুঃখেও ভুলিবনা আমি এই ধরণীরে।

২৫ মে ২০০৭ খ্রিস্টাব্দ

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

সন্ন্যাস
মনখানা মোর চঞ্চল, দেখিতে চাহে পর্বত মালা;
বৃহৎ নিখিল, কতো নদী নালা।
চাষির বাড়ির পূর্ব পাশে সুপারি বাগান,
নিত্য সেথায় শুনি পাখির কলতান।
কুল গাছে উঠে শিশু কুল পাড়ে,
জেলেরা হাওর হ'তে মাছ আনে ঘরে।
ক্ষেতে ক্ষেতে চাষিরা রোয়া রোপণ করে,
কেউ আবার সরিষা আনে ঝুড়ি ভরে।
সারি সারি কাশফুল ফুটে নদীর ধারে,
পানকৌড়িরা সেথায় দলে দলে উড়ে।
কিছুই দেখিনি, রইলাম গৃহে বন্দী জীবন ভর;
জানা হলোনা কিছুই, রইলো সব অগোচর।
গৃহ মাঝে থেকে দম হলো বন্দ,
শ্বাসকষ্ট পাই, নাহি মনে আনন্দ।
হ'তে যদি পারিতাম আমি সন্ন্যাস,
ঘুরিতাম দ্বারে দ্বারে, দেখিতাম পৃথিবীর উল্লাস।

১৮ ফেব্রয়ারি ২০০৮ খ্রিস্টাব্দ



বিঃদ্রঃ পোস্টকৃত লেখাগুলো অনেক অাগের; নিচের তারিখ দেখেই অবশ্য তা বোঝা যাচ্ছে । প্রথমটা তেরো বছর (অামার প্রথম কবিতা), দ্বিতীয়টা নয় বছর; অার তৃতীয়টা অাট বছর অাগের । সুতরাং, ভুল-ত্রুটি হলে অাগেভাগেই ক্ষমাপ্রার্থী!

মন্তব্য ৪১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

মাহমুদা আক্তার সুমা বলেছেন: ভাল লাগা রইল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা অনেক ভাল লাগা রইল কবি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

নীলপরি বলেছেন: ৩টেই ভালো লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সার্থকতা ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: উরেব্বাস, অনেক আগের কবিতা যে?
তবে সব গুলোই অনেক ভাল লাগলো সাধু ভাই!
ভাল থাকবেন!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । অনেক অাগের । শুভেচ্ছা রইলো ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

তার আর পর নেই… বলেছেন: আপনি অনেক আগ থেকেই সাধুতে লেখতেছেন দেখছি … অনেক আগের কবিতা বলেই কবিতাও বাচ্চা বাচ্চা লাগছে
+

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: রিপ্লাই দিতে দেরি হয়ে গেলো । মন্তব্যে ভালো লাগা! ভালো থাকুন ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: কবিতাগুলো পড়ে
আমার মন পাখিটা যায় রে উড়ে যায়
ধান শালিকের গায় .......

বাচ্চা কবিতাই আমার বেশি ভালো লাগে। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলা দিন পর বিদুষী অাপুকে পেলাম । ভালো লাগা রইলো!

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

মহা সমন্বয় বলেছেন: প্রবাহমান বাংলার অপরুপ সৌন্দর্য কবিতার মধ্যমে ফুঁটিয়ে তুলেছেন কবি।

যে কারো মন খারাপ হলে এই কবিতা তিনটি আবৃত্তি করতে পারে আমি নিঃশ্চিৎ তার মন ভাল না হয়ে পারেই না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই বলেছেন । অনুপ্রাণিত!

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বাহ্। সাধু। এতো আগে এতো সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, রাজপুত্র! ভালো থাকুন ।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

কল্লোল পথিক বলেছেন: গৃহ মাঝে থেকে দম হলো বন্দ,
শ্বাসকষ্ট পাই, নাহি মনে আনন্দ।
হ'তে যদি পারিতাম আমি সন্ন্যাস,
ঘুরিতাম দ্বারে দ্বারে, দেখিতাম পৃথিবীর উল্লাস।



অসাধারন কবিতা সাধু।
আমি মুগ্ধ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো ।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

এম.এ.জি তালুকদার বলেছেন: ইংরেজ কবি ওয়ার্ডস্ওয়ার্থ,বাংলার জীবনানন্দ-এঁর ভাবশিষ্য বললাম,চোরতো আর বলা যাবেনা; আর যাই হোক সাধু মানুষ তো।ভেসে মানুষ ভ্রষ্ঠা হয়,লালন ফকির কেন্দে কয়!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই বলেছেন ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: অাশা (অ)কবিতাটা লেখার সময় অামার বয়স ছিলো দশ, গাঙচিল লেখার সময় পনেরো অার সন্ন্যাস লেখার সময় ষোলো । সুতরাং কোন কবির দ্বারা প্রভাবিত হওয়া স্বাভাবিক নয় কি? অার এটাও নিশ্চয়ই অাপনার অজানা নয় যে শৈশব কিংবা কৈশোরে মানুষ দেশ, প্রকৃতি অার ধর্ম দ্বারাই বেশি প্রভাবিত হয়?

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ হয়েছে কবিতাগুলি । অনেক আগের কবিতা হয়েছে তো কী, অনবদ্য রূপ যে কোন সময়ই বের হতে পারে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: খুশি হলাম!

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত সাধু ভাই, খুব সুন্দর সুন্দর কবিতা।

খুব ভাল লেখা।

এই বয়সে এমন কবিতা ভাবাই যায় না। সত্যি অসাধারন!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন সতত!

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

লালপরী বলেছেন: তিনটাই খুব ভালোলাগলো, তবে সন্ন্যাস বেশি ভালোলাগা +++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, লালপরি!

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

এম বি রশিদ বলেছেন: ইংরেজ কবি ওয়ার্ডস্ওয়ার্থ,বাংলার জীবনানন্দ-এঁর ভাবশিষ্য বললাম,চোরতো আর বলা যাবেনা; আর যাই হোক সাধু মানুষ তো।ভেসে মানুষ ভ্রষ্ঠা হয়,লালন ফকির কেন্দে কয়!!!অতিব উত্তম বাক্য-এমএজি ভাই। আমি আপনার সাথে সহমত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও একমত । উনাকে দেওয়া মন্তব্যটা পড়ুন।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর কবিতা অনেক ভাল লাগা রইল কবি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

মেজদা বলেছেন: ভালোবাসা রেখে গেলাম। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন সতত!

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

গেম চেঞ্জার বলেছেন: প্রথম কবিতাটি বেশ মনোযোগ দিয়ে পড়ে বুঝতে পারলাম ঐ সময়ের স্রোত আপনাকেও পেয়েছিল বটে। ছন্দের দিকে বেশি নজর দিতে হত। এই প্রবণতা আপনাকেও বেশ পেয়েছে দেখি। হাঃ হাঃ হাঃ

আমারও এইরকম লেখা কমবেশি আছে, তবে স্টোর রুমে। ওখান থেকে আনতেও সাধ জাগে না। অখাদ্যগুলো দিয়ে ব্লগ নষ্ট করতে সাহস হয় না সাধূভাই। :)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কি কারণে জানিনা পোস্ট দিয়ে ফেললাম!

২০| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

সাদা মনের মানুষ বলেছেন: গ্রামিন কথামালায় সমৃদ্ধ এমন কবিতা পড়তে কার না ভালো লাগে? আপনার কবিতা পড়ে ইচ্ছে করছে এখনি ছুটে যাই নিবিড় কোন গ্রাম পাণে।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.