নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অথচ মৃণাল এর মা, যিনি কখনো বিদ্যালয়ের চৌকাঠ মাড়ান নাই; নিরক্ষর হইয়াও তিনি কতো বন্ধুসুলভ, কতো আধুনিকা!

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১১

তখন গোধূলি লগ্ন! বন্ধু লুৎফর এর সঙ্গে ময়মনসিংহ জংশন ধরিয়া হাঁটিতেছিলো মৃণাল । গতকল্যই ময়মনসিংহ শহরে অাসিয়াছে । শহরে অাসিলে প্রায়ই সে জংশনে চলিয়া অাসে । তাহার খুব পছন্দের জায়গাগুলির একটি এই "ময়মনসিংহ জংশন" । এখানে অাসিয়া ঘন্টার পর ঘন্টা বসিয়া থাকে, ট্রেনের শব্দ শোনে । কতো ট্রেন অাসে, কতো ট্রেন চলিয়া যায়! কতো যাত্রী উঠে, আবার কতো যাত্রী নামে । এইসব দেখিতে তাহার ভালোই লাগে । চকিত নয়নে তাকাইয়া থাকে আবার কখনো যদি...!
মোড়ের দোকান হইতে চা পানপূর্বক মাত্রই সিগারেট ধরাইয়াছে মৃণাল; বন্ধু লুৎফর তখনই পাড়িলো ঘটনাটি । সে বেশ অবাক হইয়া গেলো; ব্যথিতও হইলো । ট্রেনে কাটা পড়িয়া নিত্যই তো কতো মানুষ মারা পড়ে; কয়টির হিসাবই বা কে রাখে? অবাক হইলো এই কারণে যে প্রয়াত ছেলেটি একজন বিসিএস ক্যাডার । শহরে গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োজিত ছিলো । কেন তাহার আত্মহত্যার পথ বাছিয়া লইতে হইলো? সে তো আর নাদান ছিলো না!
এক মেয়েকে ভালোবাসিতো অভাগা । মা-বাপকে জানাইয়াও ছিলো সে-ই কথা! কী এক কারণে মা রাজি হন নাই । এমনও না যে মেয়েটি নীচু কুলের!
মানুষ যখন প্রেমে পড়ে, তখন এক প্রকার ঘোরের মধ্যে থাকে । ছেলেটিও উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে ছিলো । ঐ মেয়েকে ব্যতীত অন্য কাউকে কল্পনাও করিতে পারে নাই সে । মা-বাপকে বোঝাইতে সর্বাত্মক চেষ্টাই করিয়াছিলো । যখন ব্যর্থ হইলো, তখনই অমন সিদ্ধান্ত লইয়াছিলো! সিদ্ধান্ত লওয়া নিশ্চয়ই খুব কঠিন ছিলো! মা-বাপকে অসম্মান করিতে চাহে নাই, অাবার ভালোবাসার মানুষকে ভুলিয়া যাইতেও পারে নাই ।
২০০৮ সালের কথা! মাধ্যমিক পরীক্ষা দিতে মৃণাল তখন ভালুকায় থাকে । মাও তাহার সঙ্গে । তাহাদের পাশের কক্ষে দুইজন ভাড়াটিয়া উঠিয়াছে । তাহারাও পরীক্ষার্থী! একদিন বন্ধু-বান্ধবী লইয়া তাহারা খুব অানন্দ করিলো । রীতিমত উৎসব! তাহারা বিদায় হওয়ার পর মা মৃণালকে জিজ্ঞাসা করিলেন, "তোর কোন বান্ধবী নেই?"
মৃণাল বলিলো, "না ।"
এখানে বলিয়া রাখা প্রয়োজন, মৃণাল শৈশব হইতেই অন্তর্মুখী স্বভাবের । বান্ধবী তো দূরের কথা; তাহার কোন বন্ধুও ছিলো না কলেজজীবনের আগপর্যন্ত!
উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের মেয়ের সঙ্গে মৃণালকে জড়াইয়া কিছু রসালো কথা পাড়িলেন মা । তিনি যে মজা করিয়া বলিয়াছেন, মৃণালের বোধগম্য হয় নাই । কোন কারণে ক্রুদ্ধ হইলে কেহ কেহ যেমন জিনিসপত্র ছুড়িয়া ফেলেন, তাহারও সেই স্বভাব ছিলো । হাতের মোবাইলটি খাটে ছুড়িয়া মারিলো, পাশের হাঁড়িতে গিয়া পড়িলো । ভাঙ্গিয়া একেবারে খানখান হইয়া গেলো সে-ই মোবাইল! তাহার এমন রুদ্রমূর্তি দেখিয়া মা চুপসাইয়া গেলেন । এরপর আর কোনোদিন কোন মেয়ের সঙ্গে তাহাকে জড়াইয়া কোন কথা বলেন নাই । সে-ই ঘটনা মনে পড়িলে অদ্যাপি লজ্জায় মরিয়া যায় মৃণাল ।
ইদানীং ছেলের বৈরাগ্যভাব দেখিয়া মা তাহার বিবাহের কথা পাড়েন । মাঝেমাঝে মৃণাল প্রচন্ড বিরক্ত হইয়া যায় তথাপি মুচকিয়া হাসে । তাহার মনে হয় কাহাওকে পছন্দ করিয়া বিবাহ করিয়া ফেলিলেও মা মানিয়া লইবেন । মেয়ে যে জাতেরই হোক কিংবা যে ধর্মেরই!
একজন বিসিএস ক্যাডার এর মা, যদ্দুর জানা গিয়াছে উচ্চ শিক্ষিতা; ছেলের পছন্দকে কোনরুপ মূল্যায়ন করেন নাই, অথচ মৃণাল এর মা, যিনি কখনো বিদ্যালয়ের চৌকাঠ মাড়ান নাই; নিরক্ষর হইয়াও তিনি কতো বন্ধুসুলভ, কতো আধুনিকা!

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

বিজন রয় বলেছেন: মাকে শ্রদ্ধা।

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
হুম

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

তার আর পর নেই… বলেছেন: সাধু, আপনি কি সাধু ভাষায় কথা কহিয়া থাকেন? আপনার গল্পখানি আমার মাথার উপর দিয়া চলিয়া গেলো। কেন যে গেলো সেটাই বুঝিয়া উঠিতে পারিলাম না।

আপনি আমার পোস্টে গিয়ে জিজ্ঞেস করিয়াছিলেন, আমি গুম হইয়াছি কিনা? হইয়াছিলাম, এখন আবার জীবিত ফেরত আসিয়াছি।

সাধুর আখড়া কেমন হইয়া থাকে জানিতে ইচ্ছা করে।

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে । সাধু ভাষার প্রতি বিশেষ ভালো লাগার কারণে লেখা আর কী! আপনি ৩০+ হলে ভালো লাগার কথা না! ভালো থাকুন ।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

নীলপরি বলেছেন: হুম , কজনই আর মন থেকে আধুনিক হন !
আপনার সাধু ভাষার লেখাগুলো আলাদা আগ্রহ নিয়ে পড়ি । বেশ ভালো লাগলো লেখাটা । ++

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, পুত্র হারাইবার চায় না মৃণালের মা । সুন্দর লিখেছেন, মাইনা নেওয়াই বুদ্ধিমানের কাজ ।

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক তাই!

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার বেলায় দ্বন্ধ ছিলো দু পরিবারের।। তার উপর প্রথম পর্যায়ে রাজনীতি পাঁকে ছিলাম জড়িয়ে।। ঘরছাড়া প্রাই '৭৭ থেকেই।। সামাজিক অবস্থান বিশেষে।। তাই প্রথমে পাশ করে যেয়ে ফাইনালে ফেল।।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার জীবনকাহিনী জানার আগ্রহ বেড়ে গেলো ।

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৩

কালনী নদী বলেছেন: মায়ের প্রতি শ্রদ্ধা রইল ভাই, লেখাতে +++++
তার আর পর নেই- পিরে এসেছেন যেনে খুশি হলাম।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ, কালনী নদী ভাই!

৮| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২০

খায়রুল আহসান বলেছেন: ছোট গল্পের মাধ্যমে যে বক্তব্যটা রেখে গেলেন, তা ভাল লেগেছে। সাধু ভাষায় লিখিত বলে বোধহয় আরেকটু বেশীই ভালো লাগলো। আমার তো মনে হয়, বেশীরভাগ মায়েরাই দিনশেষে মৃণালের মায়ের মতই হয়।
'লাইক'।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো!

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৬

সাথিয়া বলেছেন: মন ছুয়ে যাওয়া গল্প।

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সাথিয়াকে শুভেচ্ছা । এত অনিয়মিত কেন? আপনার নিক নেমটা খুব সুন্দর!

১০| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

প্রামানিক বলেছেন: গল্পে দু'টি মায়ের মধ্যে তুলনা চমৎকারভাবে তুলে ধরেছেন। উচ্চ শিক্ষিত হলেই সব মা দূরদর্শী হয় না আবার অশিক্ষিত হলেই সব অদূরদর্শী নয়। গল্পে তাহাই তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উচ্চ শিক্ষিত হলেই সব মা দূরদর্শী হয় না আবার অশিক্ষিত হলেই সব অদূরদর্শী নয়। গল্পে তাহাই তুলে ধরেছেন।" ঠিক তাই! অশেষ ধন্যবাদ আপ্নাকেও ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

গেম চেঞ্জার বলেছেন: মায়েরা সাধারণত এইরকম হন না!!(বিসিএস ক্যাডার এর মায়ের কথা। ব্যতিক্রমী মা অথচ শিক্ষার প্রভাব কম। :| )

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর বলেছেন ।

১২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




লেখার স্টাইলে পুরোনো আমলের গন্ধ । ব্যতিক্রমী ।
সহ-ব্লগার খায়রুল আহসান এর মতোই বলি - বেশীরভাগ মায়েরাই দিনশেষে মৃণালের মায়ের মতই হয়।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, জী এস ভাই!

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫১

জুন বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই যে মন মানসিকতায় অগ্রসর হবে তা নয় সাধু। রূপক গল্পটি ভালোলাগলো।
+

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমরা মন মানসিকতায় অগ্রসর মানুষ চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.