নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ব্যবহারে বংশের পরিচয় আর মন্তব্যে ব্লগারের (২য় অংশ)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৭

ব্লগিং বলতে শুধু গল্প কবিতাকে বোঝায় না। গল্প, কবিতা, রাজনীতি, ইতিহাস, ধর্ম, দর্শন সহ সকল বিষয়ে যে পারদর্শী, তাকেই মূলত ব্লগার বলা যায়। জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন, সবাই কবি নয়। কেউ কেউ কবি; আমাও মতামত এমন: সবাই ব্লগার নয়। কেউ কেউ ব্লগার। ব্লগিং আমাদের দেশে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। গণজাগরণ মঞ্চের ইতিহাস সবার জানা। ব্লগিং থেকেই যে আন্দোলনের সূত্রপাত। যুদ্ধাপরাধীদের দর্প চুর্ণ করে দিয়েছিল এই আন্দোলন। যদিও দুর্ভাগ্যজনকভাবে আন্দোলনটা অব্যাহত রাখা যায় নি। সরকারের হস্তক্ষেপ এবং কুচক্রীদের চক্রান্তে স্তিমিত হয়ে গিয়েছিল।

যাহোক, গত একটা পোস্টে উল্লেখযোগ্য ১০ জন ব্লগারের নামোল্লেখ করেছিলাম (আগের পোস্ট Click This Link)। হঠাৎ মনে হলো আরও কয়েকজনের (১০) নাম না বললেই নয়। উল্লেখ থাকে যে, যাদের সাথে ব্লগিং করেছি শুধু তাদের মধ্য থেকেই নামগুলো নেওয়া।

জগতারন: যে তালিকাটা করেছি, এখানে বেশিরভাগই প্রগতিশীল ধ্যান-ধারনার লোক। জগতারন এমনই একজন। ওনার মন্তব্য একজন লেখক বা পাঠককে অবশ্যই মুক্তভাবে ভাবতে বাধ্য করে।

উদাসী স্বপ্ন: এই ভদ্রলোককে বহুদিন ব্লগে দেখা যায় না। ধর্মীয় আলোচনায় সিদ্ধহস্ত, বিজ্ঞান বিষয়ে বিস্তর গবেষণা।

হাসান কালবৈশাখী: ওনি বেশ সক্রিয়। ধর্মীয় ও রাজনৈতিক পোস্টে উনার উপস্থিতি পোস্টদাতাকে বেশ বিড়ম্বনায় ফেলে। ওনার মন্তব্য উপভোগ্য।

জনমদাসী: নিঃসঙ্গ এবং দুঃখী একজন বয়স্কা মহিলা। যা লিখতেন অথবা কোথাও মন্তব্য করলে, দরদ দিয়ে করতেন। যারা ওনার সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা জানেন ব্লগে ওনার প্রতিভার স্বাক্ষর কেমনে রেখে গেছেন।

সচেতনহ্যাপী: ভদ্রলোক প্রবাসী। অনেকদিন ব্লগে নেই। নিজস্ব জগতটাকে সবার সাথে খানিকটা ভাগাভাগি করার চেষ্টা করতেন। মিশুক এবং উন্নত চেতনার লোক ছিলেন।

শায়মা: ব্লগের আলোচিত চরিত্র। যা লিখেন তাই হিট। ওনার মন্তব্যে যদিও কারও সমালোচনা থাকে না, বা গঠনমূলক কিছু থাকে না। তবে ওনার কিছু কাজ, বিশেষ করে বাচ্চাদের নিয়ে; শিক্ষনীয়।

কাল্পনিক ভালোবাসা: মডু। বিচক্ষণ এবং প্রগতিশীল চিন্তাধারার লোক। ধর্মীয় বিষয়েও ভালো জ্ঞান রাখেন। ওনার মন্তব্য গঠনমূলক এবং শিক্ষনীয়।

হাসান মাহবুব: এখনও মাঝেমধ্যে ব্লগে ওনার উপস্থিতি পাওয়া যায়। ব্লগার বলতে আসলে যা বোঝায়, সবই ওনার মধ্যে আছে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো দারুণ।

মেঘনা পাড়ের ছেলে: এই ভদ্রলোকের সাথে তেমন ব্লগিং করার সুযোগ হয় নি। তবে যতটুকু করেছি, নিঃসন্দেহে প্রগতিশীল চিন্তার লোক একজন। সমাজকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। ভাবনাগুলো অবশ্যই অন্যদেরও ভাবনার খোরাক জোগায়।

নান্দনিক নন্দিনী: নিজেকে মেলে ধরার মতো উল্লেখযোগ্য যে কয়জন নারী ব্লগার আছেন, ওনি তাদের মধ্যে একজন। ওনার সমাজ ভাবনা, দেশ ভাবনা, চারপাশ নিয়ে বিশ্লেষণ আমাদেরও ভাবায়।

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫১

সাসুম বলেছেন: উদাসীঃ উনার কথা বুঝার জন্য যে পরিমান ঘিলু থাকা উচিত সেটা এই মুহুর্তে এক্টিভ বল্গার দের নেই, ফলে গালি দিয়ে ১৪ গুষ্টি উদ্ধার করা ছাড়া আর উপায় নেই।

কাভাঃ মডু হিসেবে ধরি মাছ না ছুই পানি মন্তব্য করতে হয় উনাকে। যতই জেনারেল ব্লগার হিসেবে মন্তব্য করুক না কেন, সবাই সেটাকে টেনে নিয়ে যায় মডুর দিকে। এটা একটা পেইন উনার জন্য।

হামাঃ উনি হলো আসল পুরুষ, থুক্কু আসল ব্লগার। আসলে আসল পুরুষ ও আসল ব্লগার দুইটাই। ব্লগ থেকেই উনার আসল নারী পেয়েছেন এবং ব্লগে লেখার মাধ্যমেই আমরা আসল হামা ভাইকে চিনা শুরু করেছি। :)

হাসান কালবোশেখীঃ উনি হল আমাদের বাংলাদেশ নাজি পার্টির গোয়েবলস। একটা জীবন্ত প্রতিভা এবং একটা নিদারুন এন্টারটেইনমেন্ট। মন খারাপ হলে উনার কমেন্ট আর পোস্ট পড়ি, হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি দিয়ে পড়ি প্রতিবার।

আরো কয়েকজনের নাম নেয়া যায়ঃ

এভোঃ হাদিস কালাম এবং ইসলাম এর যে কোন সংজ্ঞা ও রেফারেন্স এর জন্য মোটামুটি লিজেন্ড।

কলাবাগান ১ঃ যদিও উপরের কালবোশেখির সেইম ক্যাটাগরিতে পড়েন কিছু কিছু ক্ষেত্রে বাট উনার চিন্তা চেতনা কথা কিংবা ভাবনা অনেক বেশী উন্নত এবং দেখলেই বুঝা যায় এক নজরে জ্ঞানী মানুষ। আমি উনাকে ক্যাটাগরাইজড করি জ্ঞানী বাট আম্লিগ হিসেবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তাহলে বোঝা যাচ্ছে আমার পর্যবেক্ষণ ঠিক পথেই আছে। কলাবাগান ১ অবশ্যই এই তালিকায় থাকবেন। আমি অবশ্য কলাবাগান ১ এবং হাসান কালবৈশাখী একই ব্যক্তি হিসেবে ধরে নিয়েছি।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: ফেসবুকে ১০০টা লাইকের চেয়ে ব্লগে কেউ একজন নাম উল্লেখ করলে হাজারগুণ বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সাধুসাহেব!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকুন। শুভকামনা রইল।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৬

নতুন বলেছেন: যাদের কথা উল্লেখ করেছেন এরা বাংলাদেশের আসল বুদ্ধিজীবি বলতে পারেন। আরো অনেক ভালো ব্লগার বর্তমানে আর লেখেন না। এরা বেশিরভাগই মন থেকে ভালো মানুষ দেশের জন্য চিন্তা করে, দেশপ্রেম আছে এবং নিজের জীবনেও ভালো মানুষ।

এই ১৬ বছরে অনেক কিছু শিখেছি ব্লগারদের লেখা এবং আলোচনা থেকে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি নিজে একসময় ঠিকমতো বাংলা লিখতে পারতাম না। বানানও ভুল হতো বিস্তর। বাক্য গঠন ঠিক ছিল না। সে সব তো মোটামুটি ঠিক করেছি। চিন্তা ভাবনাও শাণিত হয়েছে ওনাদের মাধ্যমে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: অল্প কয়েকটি বাক্যে কিছু গুণী ব্লগারদের পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন। কয়েকটি কথায় কারো কারো হয়তো দ্বিমত থাকতেও পারে, তবে সেটাই তো স্বাভাবিক। মোটা দাগে, আপনার কথার সাথে অধিকাংশ ব্লগার একমত হবেন বলে মনে করি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগটা আমার কাছে পাঠশালা মনে হয়। নিজে যেমন শিখছি, অন্যরাও শিখছে। গুণী ব্লগারদের পদচারণায় ব্লগটা মুখরিত ছিল যেমন, ভবিষ্যতেও হয়ত থাকবে।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য বিশ্লেষণ ভালো হয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্তমানের অনেকের নামও নেওয়া যেত অবশ্য। যাহোক, উপর্যুক্ত ব্লগারগণ নিঃসন্দেহে ব্লগীয় সম্পদ। অনেক কিছুই আমরা পেয়েছি তাদের কাছ থেকে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

কলাবাগান১ বলেছেন: আমি আওয়ামী লীগ সাপোর্ট করি ....আমাকে দালাল বলেন কোন অসুবিধা নাই....বুক ফুলে উঠবে....১৯৭১ এর আমার গর্ব....

কিন্তু যে জামাত-বিনপি কে সাপোর্ট দেয় তাকে সেটা বললে সে এত ক্ষেপে উঠে কেন??? জামাত-বিনপি শব্দটা (শব্দগুলি না) কি খুব খারাপ???

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, বাংলাদেশ- এসব বিষয় নিয়ে আপস চলে না।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: আপনি নিজে কিন্তু খুব একটা ভালো ও সুন্দর মন্তব্য করেন না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: May be।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৫

কলাবাগান১ বলেছেন: অফটপিক কমেন্ট:

বাংলাদেশ চলচিত্র সমিতির কে সম্পাদক হবে তার একটা বিহিত হওয়া দরকার... টিভি, পত্রিকায় এটা নিয়ে যেভাবে লিখা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের টোটাল জিডিপি, আমদানী, রফতানি, পার কেপিটা ইনকাম সব স্হবির হয়ে আছে কেননা এই সমিতির সম্পাদক এর হাতেই সমস্ত দেশের অর্থনীতি ন্যস্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: বিরক্তিকর একটা ব্যাপার। মনে হচ্ছে এফডিসি একটা নোংরা রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬

পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: সবাই চিহ্নিত সিন্ডিকেট সদস্য

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই?

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:


আপনার পোষ্টের শিরোনামটা সঠিক নয়, বাংলাদেশের ১৯ কোটী মানুষ কত কোটী বংশের অংশ? কোন কোন বংশের লোকেরা উত্তম ও কোন কোন বংশের লোকেরা অধম?

আপনার নিজ বংশ সম্পর্কে কয়েক লাইন লিখুন!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যবহার বংশের পরিচয় বলতে কী বোঝায় সেটা না বোঝার মতো অবুঝ আপনি নন। তবুও বলি, আমার আচরণ, বিদ্যা-বুদ্ধি দেখেই লোকজন কিন্তু আমার বংশ সম্পর্কে ধারণা পাবে। গোবরে পদ্মফুল মাঝেমধ্যে ফুটে যেমন সত্যি, আবার এও সত্যি গাছ গুণে ফল হয়। মন্তব্য পড়েও বোঝা যায় কোন ব্লগার কেমন পাণ্ডিত্যের অধিকারী।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৯

নতুন বলেছেন: @সোনাগাজী আপনি কি "ব্যবহারে বংশের পরিচয়" কথার অর্থটা বুঝতে পারেন নাই।

নাকি শুধুই ক্যাচাল করার জন্য কমেন্ট করলেন B-))

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হচ্ছে ওনি ভাবার্থ বুঝতে পারেন নি।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্ট ভালো লাগলো । +

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অবিরাম। ভালো থাকবেন।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫

মনিরা সুলতানা বলেছেন: পোস্টের সাথে সহমত!
চমৎকার কয়েক লাইনে ভালোলাগার প্রকাশ করেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন, আপা।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
যারা বলে এই মুহুর্তে ফেয়ার নির্বাচন দিলে ৩০০ আসনের মধ্যে ৩০০ টাতেই নিশ্চিত হারবে এবং সব আসনে বাকশালীরা জামানত হারাবে। - কিছু সামু ব্লগারদের দৃষ্টিতে তারা নিরোপেক্ষ।
গুটিকয় ব্লগার যারা এর একলাইন বিরোধীতা করবে সে হবে হাসিনার দালাল। ভারতের ভাদা।


প্রতি বছর শত শত গুম হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা নেই, কিছু বললেই গুম।
এই প্রতিষ্ঠিত শত্যটির একলাইন বিরোধীতা করলেই আমি হব বাংলাদেশ নাজি পার্টির গোয়েবলস।

অতচ হাসিনা বিরোধী মানবধিকার সংস্থাগুলোর বার্ষিক পরিসংখানগুলো দেখুন দেখুন
২০২০ এ ফরহাদমাজার সহ ৭ জন গুম হয় (এর ৫ জন ফিরে আসে বা পুলিশ খুজে বের করে = ২ জন নিখোজ)
২০২১ এ তোহা সহ ৬ জন গুম হয় (এর ৫ জন ফিরে আসে বা পুলিশ খুজে বের করে = মাত্র ১ জন নিখোজ)

সুত্র ভয়েস অফ আমেরিকা view this link
বাংলা ট্রিবিউন - view this link

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পক্ষ-বিপক্ষ থাকবেই। আলোচনা-সমালোচনা হবেই। আপাতত আমাদের সকলেরই চাওয়া হওয়া উচিত দেশে যেন সুষ্ঠু ধারার রাজনীতি হয়।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
লিঙ্কটি কাজ করছে না।
এটাতে দেখুন
বাংলা ট্রিবিউন view this link

ভয়েস অফ আমেরিকা view this link

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: OK

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:২৪

সোনাগাজী বলেছেন:


নতুন বলেছেন: " @সোনাগাজী আপনি কি "ব্যবহারে বংশের পরিচয়" কথার অর্থটা বুঝতে পারেন নাই। নাকি শুধুই ক্যাচাল করার জন্য কমেন্ট করলেন"

- "ব্যবহারে বংশের পরিচয়", ইহা ভুল; শুদ্ধ হবে, ব্যবহারে শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতির পরিচয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে। এখন আমারে বলেন আম গাছে কাঁঠাল ধরার সম্ভাবনা কতটুকু?

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪০

নূর আলম হিরণ বলেছেন: মন্তব্যেই ব্লগকে প্রাণবন্ত করে। ব্লগকে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আলাদা রাখে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নিসন্দেহে। এবং কিছু কিছু মন্তব্য এমনই শক্তিশালী হয় যে পোস্টকে ছাপিয়ে যায়।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ ব্লগিং ।
সুন্দর আলোচনা , শুরুটা বেশ । হয়েছে । আমার বক্তব্য হচ্ছে, যারা নিয়োমিত লিখেন তারা সবাই ব্লগার । ভুলে গেলে চলবে না । জগতে নানা মুনি নানা রথ, তাই বুঝি এতো পথ ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জগতে নানা মুনি নানা রথ, তাই বুঝি এতো পথ । তা তো বটেই।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই ব্লগে অনেক লোক আছেন যারা সত্যিকার অর্থেই জ্ঞানী তাদের মধ্যে কেউ কেউ ভালো লেখেন কিন্তু সমানভাবে তারা কেউই গল্প, কবিতা, রাজনীতি, ইতিহাস, ধর্ম, দর্শন সহ সকল বিষয়ে জ্ঞান রাখেন না বা রাখাও সম্ভবনা। সে যাইহোক আপনি এই পোস্ট ও আগের পোস্টে যাদের নাম উল্লেখ করেছে সবাই জ্ঞানী বাট তারা কেউই আপনার উল্লেখিত সকল বিষয়ে সমানভাবে জ্ঞান রাখেননা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: সব বিষয়ে সমানভাবে জ্ঞান না রাখলেও মোটামুটি জ্ঞান রাখেন, যা অন্যদের মুগ্ধ করার জন্য যথেষ্ট। এবং এটা মনে করা যায় ওনারা অন্যদের চেয়ে স্বতন্ত্র।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: ঠিক আছে। এখন আমারে বলেন আম গাছে কাঁঠাল ধরার সম্ভাবনা কতটুকু?

-ব্লগার আম গাছে, কিংবা কাঁঠাল গাছে ধরে না; আপনার লেখার বিষয় ও আলোচনার মাঝে আম, কাঁঠালের লজিক কাজ করার কথা নয়, কিছু লেখার আগে ভেবে দেখবেন, কিসের আলোচনার মাঝে কি আবর্জনা আনছেন!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: বয়স হয়ে গেছে। বিশ্রাম নিন।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: ঠিক আছে। এখন আমারে বলেন আম গাছে কাঁঠাল ধরার সম্ভাবনা কতটুকু?

-ব্লগারদের নিয়ে আলোচনার মাঝে আম ও কাঁঠালের লজিক আনলে, আমি বলবো, আম ও কাঁঠাল ২টিই ভালো ফল; শুধু আপনার লজিকটা হচ্ছে খোঁড়া

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: হতে পারে।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

নতুন বলেছেন: সোনাগাজী বলেছেন:
নতুন বলেছেন: " @সোনাগাজী আপনি কি "ব্যবহারে বংশের পরিচয়" কথার অর্থটা বুঝতে পারেন নাই। নাকি শুধুই ক্যাচাল করার জন্য কমেন্ট করলেন"
- "ব্যবহারে বংশের পরিচয়", ইহা ভুল; শুদ্ধ হবে, ব্যবহারে শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতির পরিচয়।


যাই হোক বুঝতে পারলাম আপনি বাগধারায় কাচা। B-))

এই রকমের হাজারো কথা বাংলাভাষায় আছে, সব গুলিই এখন আপনার জন্য সংসধোন করতে হবে। :|

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৫

জুন বলেছেন: সাধু আপনার তালিকায় "আমি নেই আমি নেই ভাবতেই ব্যাথায় ব্যাথায় মন ভরে যায়" :((

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্ধিত তালিকায় আপনিও আছেন। দেশবিদেশে ঘোরার অভিজ্ঞতা দারুণভাবে মন্তব্যে তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.