নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যে জীবন পশ্চাৎগামী

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫


তোমরা যখন টিউশন করে
চালাও পড়াশোনা,
আমার তখন বেহাল দশা-
দুঃখের নেই সীমানা।
একে ধরি, ওকে ধরি
যদি পাই টিউশনি;
চলতে পারব, পড়ায় মন যে
বসবে এমনি এমনি।
কিন্তু হায় রে কোথায় টিউশন?
অভাবমোচন কোথায়?
ঘুরতে ঘুরতে জুতোর তলা
এই বুঝি ক্ষয়ে যায়।
হয় না আমার পড়াশোনা,
হয় না পাওয়া টিউশন;
ভাবতে ভাবতে এক যুগ পার হয়-
হৃদয়ে কনফিউশন।
এখনও যে ভাবতে আছি,
ভাবনার আমার নেই শেষ;
এখনো আমার দহনকাল-
নেই পড়ার পরিবেশ।
তোমরা এখন টিউশন ছেড়ে
কর্মক্ষেত্রে লড়ো,
অথচ আমি টিউশনে
ব্যস্ত আছি বড়ো।
অর্ধ যুগ যাচ্ছে এভাবেই,
কবে ঘটবে ইতি?
জানি না আমার জীবনের
কী যে পরিণতি!
যে বয়সে চাকরি করে
বড়ো হব খুব;
সে সময় আমি দু পয়সার
ইশারায় দিচ্ছি ডুব।
যে বয়সে বিয়ে করে
নেব পিতৃত্বের স্বাদ,
সে বয়সে নির্ঘুম রাত,
আজন্মের অবসাদ।
যে বয়সে পিতামাতার
দুর্দশা করব দূর,
সে বয়সে ভেসে বেড়াই-
উঠে না কণ্ঠে সুর।
পশ্চাৎগামী জীবনটা কি
আদৌ পাবে গতি?
হয়ত ভুলে ভুলেই যাবে-
পোষাবে না ক্ষতি।

২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:




আপনি পড়ার সময়, দরকারী পরিমাণ পড়েছেন বলে মনে হয় না; এই দেশে নৈরাজ্য বিরাজ করছে, সেটা বুঝে ব্যবস্হা নিতে পারেননি; আপনাকে এখন শুন্য থেকে শুরু করতে হবে।

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকই বলেছেন।

২| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:




আমাফর মন্তব্য যদি "ব্যক্তি আক্রমণ" বলে মনে হয়, মুছে দিয়েন, কিন্দারগার্টেনের মতো অভিযোগ করে, কান্নাকাটি শুরু করবেন না।
unction at() {
[native code]
}

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার সম্পর্কে এই ধারণা আপনার?

৩| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:



এই দেশে দরকারী পরিমাণ চাকুরী কখনো ছিলো না, সেটা আপনি যদি পড়ালেখার সময় বুঝে, একটা পদক্ষেপ নিতেন, অবস্হা অন্য রকম হতো; এখনো দেরী হয়নি, পথ খোঁজেন।

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলে নিজেকে চালানো, সংসার চালানো, পড়ালেখার সাথে সাথে বাইরের প্রস্তুতির জন্য সংগ্রাম করার সক্ষমতা কখনোই ছিল না আমার। অথচ আশপাশে অনেকেই ঠিকই একই পরিবেশ থেকে উঠে এসে সফল হয়েছে।
এহেন পরিণতির দায়ভার নিঃসন্দেহে নিজের।

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অনেক কষ্টে আছেন তা স্পষ্ট।

অদৃষ্ট অদৃশ্য বিষয়, কেউ বিশ্বাস করে কেউ উপহাস করে। আমি অদৃশ্যে বিশ্বাসী। এসব বলার কারণ, কিছু বিষয় আছে যা আমাদের আয়ত্তের বাইরে। চিন্তা করতে চাইলে মাথায় খিলি মারে।

আপনার জন্য শুভকামনা।

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু বিষয় আছে যা আমাদের আয়ত্তের বাইরে। চিন্তা করতে চাইলে মাথায় খিলি মারে। সহমত।

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার সম্বন্ধে জানলে আপনি কিংকর্তব্যবিমূঢ় হবেন।
আমি রুজি করতে পারি না, খামোখা ঝামেলা লাগে। দৈনিক দেড় দুই শো পাউন্ড রুজি করার বন্দোবস্ত আছে। আমার বইর খবর তো আরে জানেনই, কোনো কিনার লাগতে পারছি না যদিও আমি প্রাণপণ চেষ্টা করছি।

(আপনি পারলে নির্জনে বসে আপনার জীবনের আগে পিছে দেখার চেষ্টা করবেন, হয়তো একটা বিহিত বেরোবে। আমি ভেবে দেখিছি আমি এভাবে ভালো আছি। আমি যা করতে পারি তা দিয়ে লাভবান হলে অনেক সম্যসা সৃষ্টি হবে।)

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা সময় প্রচণ্ড মেজাজ ছিল, যে কারণে কোথাও খাপ খাওয়াতে পারতাম না। এখন মেজাজ কিছুটা নিয়ন্ত্রণে কিন্তু ধৈর্য নেই বললেই চলে। চারপাশের অস্থিরতা এমনভাবে ভর করছে, ঠাণ্ডা মাথায় কিছু করার অবস্থা নেই, ভাবার অবস্থা নেই।

৬| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সময়ের সাথে আপডেটেড হওয়াটা খুবই জরুরী।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এখানেই পিছিয়ে আছি।

৭| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানি, শুধু আপনি নন, বর্তমার বিশ্ব এখন গ্রহের ফেরে!

মানুষের সংখ্যা এখন অসংখ্য এবং সংখ্যা বাড়তেই আছে।

ক্ষমতার অপব্যবহার এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণ মানুষ এখন অসহায়।

আপনার জন্য শুভকামনা। পারলে রাত নিশায় বসার চেষ্টা করবে, নিজের সাথে কথা বললে অনেক সমস্যা সমাধান হয়।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

৮| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

টিউশনিটাও কি বি.সি.এসের মত হবে ধীরে ধীরে।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: বুয়েট, মেডিক্যালে বা ঢাবির স্টুডেন্টদের প্রাধান্য দেওয়া হয় ঢাকায়। অন্য ভার্সিটির গুরুত্ব কম।

৯| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৭

জ্যাকেল বলেছেন: এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে কি করছেন?

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপাতত টিকে থাকার লড়াই চলছে।

১০| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: উপায় তো একটা খুঁজে বের করতেই হবে।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: তা তো অবশ্যই।

১১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪১

সাগর কলা বলেছেন: - আহা... দুঃখ করবেন না ভাইয়া।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

১২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

গরল বলেছেন: নিরাশ হবেন না, জীবনের এখনও অনেক পথ বাকি। সঠিক পরিকল্পনা ও লক্ষ আপনাকে এখনও দাড় করিয়ে দিতে পারে। সত্যপথিক শাইয়্যান কিছুদিন আগে একটা চাকুরীর পোষ্ট দিয়েছিল, উনার সাথে যোগাযোগ করতে পারেন। একটু খোঁজখবর করুন চারদিকে, সামনে ফ্রিল্যান্সারদের অনেক সুযোগ আসবে, সেটা কাজে লাগান। লক্ষ যদি হয় শুধু সরকারি চাকুরী তাহলে হয়ত ভিন্ন কথা। আপনার জন্য শুভকামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা অব্যাহত। ভালো কিছু হবে নিশ্চয়ই।

১৩| ০৯ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নিরাশ হবেন না মোটেও। আঁধারের ওপারে অবশ্যই আলোর দেখা পাবেন আপনি।

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আঁধারের ওপারে অবশ্যই আলোর দেখা পাবেন আপনি। তাই যেন হয়। ধন্যবাদ আপনাকে।

১৪| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:৩০

শ্রাবণধারা বলেছেন: আপনার বিভিন্ন লেখা পড়ে আমার যেটা মনে হলো, আপনি সম্ভবত এইচ আর'এ ম্যানেজমেন্ট ট্রেইনি, এইচ, আর অফিসার/ এক্সিকিউটুভ এই ধরণের জব খুঁজছেন। এখন যেহেতু আপনার জব নিতান্ত প্রয়োজন তাই যেকোন একটা কিছু পেলেই আপনার চলে। আমার ধারণা যদি ঠিক হয় তবে বলবো, আপনি এইচ আরেই জব খুজতে থাকুন ।

আর আপনার যেহেতু খুব সম্ভব অভিজ্ঞতা নেই, আর বাংলাদেশের প্রেক্ষাপটে এইচ আর জবের জন্য তেমন বিশেষ দক্ষতার প্রয়োজন নেই । আপনাকে সবরকম নেটওয়ার্ক কাজে লাগাতে হবে - বিশ্ববিদ্যালয়, কলেজ এলাকার বড় ভাই, মামা চাচা সবার কাছে আপনার সিভি পাঠান, যোগাযোগ করুন। প্রতিদিন বিডিজবস বা এজাতীয় জবসাইটে অন্তত ৪-৫ টা জাবের জন্য ভালো করে এপ্লাই করুন। ব্যাবস্থা ইনসাআল্লাহ একটা হবে।

আপনার প্রকৃতি যেহেতু অন্তর্মূখী ধরণের, আপনাকে অনেকটা ট্রেনিং দিয়ে বাহিরের বাস্তবতার সাথে নিজেকে মেলাতে হবে। পরিশেষে আপনি আপনার ইমেইল এড্রেস দিতে পারেন। আমি আপনার সিভিটা দেখে দেব, আর সম্ভব হলে দেশে আমার বন্ধুদের দুএকটা জায়গায় পাঠেবো (কাজ হবার সম্ভবনা কম হলেও)। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিভিন্ন স্কুলে কর্মরত ছিলাম অনেকদিন। অন্য সেক্টরে দক্ষতা নেই বললেই চলে। এ জন্য কোথাও সুযোগ পাওয়া কঠিন। তারপরও বিভিন্ন জায়গায় সিভি পাঠাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি। কাজ তেমন হচ্ছে না।

১৫| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:৩৮

শ্রাবণধারা বলেছেন: বাই দ্যা ওয়ে, কোন জীবনই পশ্চাৎগামী নয়। বিভূতিভুষণের সেই কথাটা আশা করি আপনার মনে থাকবে যে জীবন মাত্রই রোমান্স..।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বিভূতিভুষণের সেই কথাটা আশা করি আপনার মনে থাকবে যে জীবন মাত্রই রোমান্স..। জ্বি অবশ্যই।

১৬| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৫

সোহানী বলেছেন: এটা দেশের একটা বড় অংশের চিত্র। কিন্তু কেউ নেই এ নিয়ে ভাবার।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজের ব্যর্থতার দায়ভার নিজেকেই নিতে হচ্ছে।

১৭| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের দেশে শিক্ষিত বেকারের তুলনায় কর্মসংস্থান নেই।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: তা তো অবশ্যই। নিজেকে দক্ষ করে না তুলতে পারাও এহেন পরিণতির পেছনে দায়ী।

১৮| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলোম পড়লাম।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: কেমন লাগল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.