নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

একজনের দুঃখগাথা অন্যজনের কাছে নিছকই গল্প

১৭ ই জুন, ২০২২ দুপুর ১:৩১

ঢাকা শহরে প্রথম আসি কলেজে পড়ার সময়। বাংলাবাজারে দরকার ছিল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়। থাকার জায়গা ছিল না আমার। বাংলাবাজারে যখন আসি সদরঘাটের ওদিকে একটা হোটেলে থেকেছিলাম একরাত। ভার্সিটির ভর্তি পরীক্ষার সময় ছিলাম স্বল্প পরিচিত এক বড়োভাইয়ের হল এ।

এরপর প্রতিবার ঢাকা এলে দিন এসে দিনেই চলে যেতাম। কোনো আত্মীয়স্বজনও ছিল না, বন্ধুবান্ধবও ছিল না। এখন তো বইমেলায় এলে অনেকের সাথে দেখা হয়, কথা হয় অথচ একসময় একা একা ঘুরতাম বইমেলায়।

গতবছরের সেপ্টেম্বরে থেকে ঢাকায় আছি। এবারের বইমেলায়ও গিয়েছি একাধিকবার। দেখা হয়েছে অনেক ব্লগার ও শুভানুধ্যায়ীর সাথে। এবারই একাকিত্ব অনুভব করি নি। যদিও বুঝতে পারি দিন শেষে আমি একা। বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, তবুও অন্য সময়ের তুলনায় একটু স্বস্তি আছে।


চলতে ফিরতে গেল বন্ধু-বান্ধবের দরকার পড়ে৷ শুধু সহযোগিতার জন্য নয়, মাঝেমধ্যে মন খুলে কথা বলার জন্য। কথা বলতে পারলে নিজেকে যথেষ্ট হালকা লাগে।

তবে একটা বিষয় দেখা হয়ে গেছে জীবনের। দুঃখের কথা কাউকে বললে তার কাছে তা নিছকই গল্প মনে হয়। অনেক ক্ষেত্রে শোনার আগ্রহও বোধ করে না। ভদ্রতা বজায় রাখতে হয়ত শুনে কিন্তু সেখানে আন্তরিকতা থাকে না।

প্রতিষ্ঠা মানুষের জীবনে যে কত দরকার তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। সুযোগ পেলেই যে যার মতো হেয় প্রতিপন্ন করে। বুঝতে পারি অবস্থান টা একটু পাকাপোক্ত হলে এমন পরিস্থিতিতে হয়ত পড়তে হতো না।

অবশ্য অবস্থান এমন নড়বড়ে হওয়ার পেছনের দায়টা নিজেরই। কিছুটা ঠিকঠাক দিকনির্দেশনা না থাকাও, কিন্তু ফলভোগ তো নিজেকেই করতে হয়।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪৮

অপু তানভীর বলেছেন: এর থেকে সত্য কথা আর নেই । আপনার দুঃখের কথা অন্যের কাছে কেবলই গল্প । হয়তো একটু দুঃখের গল্প এই যা ! এই কারণে মানুষের কাছে নিজের করুন পরিস্থিতি তুলে ধরতে নেই । খুব কাছের মানুষ হলে অবশ্য আলাদা ব্যাপার ।

ঢাকা শহরে কয়েকজন আত্মীয় যদিও আছে কিন্তু দীর্ঘ সময়ে ঢাকা বাসে কোন দিন নিজের দরকারে তাদের কাছে যাই নি। এমন কি এখন যেখানে থাকি তার পাশের হাউজিংয়েই আমার খুব কাছের এক আত্মীয় থাকে । সেখানে যে কয়বার গিয়েছি তাদের দরকারে । আমার জন্য নয় ! যখন প্রথমবার ঢাকা আসি আগে থাকার জায়গার ব্যবস্থা করে তারপর এসেছি । কেবল এখানেই নয় সব স্থানেই । যেখানে থাকতে হবে সেখানে আগে থাকার ব্যবস্থা পরে অন্য কিছু । অন্যের গলগ্রহ হয়ে থাকা, অন্যের সাহায্য নেওয়া আমি মোটেই পছন্দ করি না ।

১৭ ই জুন, ২০২২ দুপুর ২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা সময় চুপচাপই থাকতাম। পরবর্তীতে একটু কথাবার্তা বলা শিখলাম, লোকজনের সাথে মিশতে শিখলাম। এখন মনে হয় আগেই ভালো ছিল। মানুষের নীচতা, শঠতা চোখে পড়ছে তা বেশি কষ্ট দেয়। তারচেয়েও বেশি কষ্ট দেয় অবস্থান টা একটু শক্ত না হওয়ায়।
সব তো বলা যায় না। এমন এমন ঘটনাও ঘটেছে, মনে পড়লে নিজেকে অনেক ছোটো লাগে। ছোটো লাগা দোষের কিছু না কিন্তু কেউ কেউ যদি আচরণের মাধ্যমে মনে করিয়ে দেয়, সেটা আরও কষ্টদায়ক।

থাকার জায়গাটা বিরাট জরুরি। নিজেই নিজের ব্যবস্থা করার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্যের গলগ্রহও হতে হয় মাঝেমধ্যে।

২| ১৭ ই জুন, ২০২২ দুপুর ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

দুঃখের কথা আন্তরিকতা নিয়ে শোনার মানুষ একেবারেই হারিয়ে যাচ্ছে।

১৭ ই জুন, ২০২২ দুপুর ২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।

৩| ১৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এক আল্লাহ ছাড়া দুঃখের কথা কাউকে বলতে নেই, কাউকেই না। যাকে সব থেকে কাছের ভাববেন সেও দেখবেন হাসতে হাসতে দু-চারটা কথা শুনায় দিছে। আর আত্মীয়-স্বজন থেকে তো চারশো মাইল দূরে থাকা উচিত।

১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: যাকে সব থেকে কাছের ভাববেন সেও দেখবেন হাসতে হাসতে দু-চারটা কথা শুনায় দিচ্ছে। হরহামেশাই।

৪| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

জুল ভার্ন বলেছেন: "কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ"!

১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।

৫| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রতিষ্ঠা মানুষের জীবনে যে কত দরকার তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।
খাঁটি কথা বলেছেন।

১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিই তাই।

৬| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম জীবনে যারা কষ্টে থাকে পরবর্তী জীবনে এরা ভালো করে। আপনিও করবেন আশা করি।

১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সেই আশাই করি।

৭| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৫

ফারহানা শারমিন বলেছেন: জীবনে ধাক্কা খাওয়ার দরকার আছে। মানুষকে চেনার দরকার আছে।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চিনতে পারছি অনেককেই।

৮| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:




আপনি একই কথা নিশ্চয়ই বারবার বলেন; মানুষ কষ্টের কথা বারবার শুনতে আগ্রহী হওয়ার কথা নয়।

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটা আপনার ইদানীংকার মন্তব্য পড়েই বোঝা যায়। কিন্তু এটা বুঝেন না কেউ শখ করে দুঃখের কথা বলে না।

৯| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: সবার সকল দুঃখ গুলো এই বৃষ্টিতেই ধূয়ে মূছে যাক।

১৭ ই জুন, ২০২২ রাত ১১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তবে তাই হোক।

১০| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: দুঃখ কষ্ট সবার জীবনেই আছে। মানুষ দুঃখ কষ্টের কথা শুনতে পছন্দ করে না। মানুষ পছন্দ করে আনন্দের কথা।

১৭ ই জুন, ২০২২ রাত ১১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।

১১| ১৭ ই জুন, ২০২২ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



দেশের বেশীর ভাগ মানুষই কষ্টের মাঝে আছে, তারা সরকার থেকে, সমাজ থেকে সাহায্য পাচ্ছে না; ওরা নিজেরাই নিরুপায়; সুতরাং, অন্যের কাহিনী শোনা সহজ নয়।

১৭ ই জুন, ২০২২ রাত ১১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজের কষ্ট নিজের মধ্যে রাখাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.