নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন বাড়ি যায়, ফিরে আসে

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪১

প্রতি ইদেই পরিকল্পনা করি বাড়ি যাব না কিন্তু পরিকল্পনা ভেস্তে যায়। এবারও তাই হলো। ৮ তারিখ ১১ টায় মালিবাগ থেকে বলাকায় উঠলাম। নামব মহাখালী।
মহাখালী ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। কোনো গাড়ি নেই। হাঁটতে হাঁটতে বাসটার্মিনালের দিকে এগোলাম।

গাড়ি কম। অন্য সময় হলে গাড়িতে টার্মিনাল পূর্ণ থাকত। গাড়ি নেই কেন জিগ্যেস করায় একজন বলল, "গাড়ি যানজটের কারণে আসতে পারছে না"।

সৌখিন একটা বাসের হেল্পারকে জিগ্যেস করলাম, "ময়মনসিংহ যাবেন"?
"একদাম ৯০০"।

মহাখালী থেকে ময়মনসিংহে যেতে এনা ছাড়া অন্য গাড়িতে যেতে সাকুল্যে ১৫০ টাকা লাগে (এনায় ২৬০)। ভালুকায় নামলে ১০০ দিই। অথচ এরা এখন দাবি করছে কয়েকগুণ।

ময়মনসিংহ রোডে এসে দাঁড়িয়ে আছি। বাড়ি যাব কী যাব না ভাবছি। এত টাকা খরচ করে গিয়ে কী হবে? কয়েকদিন পর তো চলেই আসব। এই খরচের টাকাটা বাড়িতে দিয়ে দিলেও ভালো হতো। নানা কথা ভাবছি।
পকেটে মাত্র ৯ হাজার টাকা। খরচ করতে কষ্ট হচ্ছে। বাড়ি থেকে ঢাকায় এসে চলব কেমনে সেটাও ভাবছি। নিজের চলতেই কমপক্ষে ৭-৮ হাজার টাকা লাগে।
সারা মাস খাটিয়ে কোচিং থেকে মাত্র ৩ হাজার টাকা দিয়েছে।

লোকাল একটা বাসে যাত্রী তুলছে ৬০০ টাকা করে (গত ইদে ৩০০ টাকায় গেছিলাম। আরও দুদিন আগে হলে কম টাকায় আসা যেত হয়ত। কোচিং এর টাকার আশায় দেরি হলো)। পুলিশ এসে বলে গেল কেউ যেন বাড়তি টাকা না দেয়। উঠলাম গাড়িতে।

গাড়িতে উঠার পর ভাড়া ৬০০ করেই নিল। বাড়তি ভাড়া না দিলে ওরা গাড়ি ছাড়বে না। দুয়েকজন মৃদু প্রতিবাদ করল কিন্তু কাজ হলো না। এই গাড়িওয়ালারাও যে সিন্ডিকেটের মাধ্যমে ধান্দা করে বুঝতে বেগ পেতে হয় না।।

এলাকায় যেতে অটো, সিএনজিও দ্বিগুণ ভাড়া নিল।


মা-বাবার সাথে কাটালাম ইদের কয়েকটা দিন। বোনেরাও এল। বন্ধুদের দুয়েকজনের সাথে দেখা করলাম। ফরহাদ নামে এক কলেজ ফ্রেন্ডের সাথে কমপক্ষে ৫ বছর পর দেখা। চুল লম্বা রেখে ফকির বনে গেছে। ওর সাথে কত স্মৃতি আমার। দুজনেরই একসময় সন্ন্যাসী হওয়ার ইচ্ছে ছিল। হওয়া হয় নি। ও পুরোদস্তুর গৃহী। আর আমি জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি।

এক বন্ধুর বিয়ে হলো ঘাটাইল। বিয়েতে গেলাম। কোনো বিয়েতে কখনোই এত গুরুত্ব পাই নি। এমনকি নিজের বোন, ভাগ্নির বিয়েতেও। বস্তুতঃ আসর জমাতে পারি না। তবে এ বিয়েতে যথাযথ আনন্দ পেলাম। উপভোগ করলাম।

মহামারীর শুরুতে এলাকায় অবস্থানকালে কলেজের কিছু শিক্ষার্থীকে পড়াতাম। তাদের সাথে দেখা হলো, আলাপ-আলোচনা হলো।


ময়মনসিংহ সদরে দরকার ছিল। বন্ধু রিফাতের সাথে দেখা হলো। ছোটন স্যারের সাথে হলো না। ওনি গ্রামের বাড়ি গেছেন।

ব্রিজ থেকে ঢাকায় আসব কিন্তু ঢাকার সরাসরি গাড়ি নেই। সব চৌরাস্তা পর্যন্ত। কয়েকটা বস্তা হাতে নিয়ে বাসস্টপেজের এমাথা থেকে ওমাথা ঘুরলাম। শেষে ৪০০ টাকা ভাড়া দিয়ে চৌরাস্তার গাড়িতে উঠলাম।

চৌরাস্তা থেকে বলাকায় মালিবাগ। ভাড়া ১০০।

লোকজন যে যেভাবে পারে, যাকে তাকে ঠকাচ্ছে। এমন ব্যবসায়ী মনোভাব আর কোনো জাতির আছে কি না জানি নে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: একমাত্র বিরোধী দল সাইজ করা ছাড়া আর কোনো কিছুর উপরই রাস্ট্রের নিয়ন্ত্রণ নাই। ক্ষতিগ্রস্থ্য হচ্ছে সাধারণ মানুষ!

১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: খুবই অবাক লাগে। ব্যাপারটা কিন্তু এমন না যে সরকার জানে না। সব জানা সত্ত্বেও কেন ব্যবস্থা নেয় না সেটাই প্রশ্ন থেকে যায়।

২| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিভিন্ন উপলক্ষ্যে ভাড়া বাড়ে তাই বলে এত! দিন যত যাচ্ছে তত পরিবহন খাত যেন নিয়ন্ত্রনহীন হয়ে যাচ্ছে।

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রশাসন তৎপর হলেই এদের দৌরাত্ম কমত। কিন্তু সর্ষেতেই তো ভূত।

৩| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৭

ইসিয়াক বলেছেন: আমি এমনিতে অসামাজিক। পরিচিত স্বজন আত্নীয় বন্ধু বান্ধবের গন্ডী সীমিত। সেজন্য ঈদ বা যেকোন উৎসবের সময় আমি কোথাও যাই না সত্যি কথা বলতে কি যাওয়া লাগেও না। ঈদের ছুটি পেলে ঘুমাই। সারাদিন ঘুমাই। এর মত শান্তি নাই। হা হা হা....
এক কাজ করবেন ঈদের সময় বাসায় না গিয়ে পরে যাবেন।সেই সময় বাড়তি টাকা বাসায় পাঠিয়ে দিবেন।এতে বাসার লোকজন ভালোভাবে নিজের প্রয়োজন মেটাতে পারবে। যদিও এটা কোন সমাধান না কিন্তু কিছু করার নেই।চারদিকে এত অনিয়ম দূর্নীতি আপনার আমার মত সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেখার কেউ নেই শুধুই মানিয়ে নেওয়ায় চেষ্টা।

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বাড়ি থেকে তাড়া না দিলে হয়ত ঢাকায়ই থেকে যেতাম। ভাবছি এরপর থেকে এক ইদ ঢাকাতেই কাটাব।

৪| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: যে যেমন ভাবে পারছে লুট করছে !!! দেরশ দুইশ টাকার ভাড়া ছয়শো বা নয়শো হলে সাধারন মানুষের জঙ্গলে গিয়ে থাকতে হবে !!!

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনদুপুরে এমন ডাকাতি করছে অথচ কোনো ভয় নেই, জবাবদিহিতা নেই। মগের মুল্লুকে আছি।

৫| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৬

শেরজা তপন বলেছেন: যাক একোতা লাভ হয়েছে- এই প্রথমবার কোন বিয়েতে বেশ সমাদার পেলেন।
নিজের প্রতি আস্থা বাড়ল! বাড়তি ভাড়া খানিকটা উসুল

১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ও আচ্ছা।

৬| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩২

মোগল সম্রাট বলেছেন: আমাদের চাইতেও অনেক খারাপ জাতি দুনিয়ায় আছে, এসব ভেবে নিজেকে সান্তনা দেন। তাছাড়া কোন উপায় আপাতত নাই ।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: একই দেশ, একই ধর্ম; একই ভাষা তবুও যে যাকে পারে ঠকাচ্ছে। অদ্ভূত।

৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: আগে আপনাকে রুটিন করতে হবে। তারপর সেই রুটিন মোতাবেগ চলতে হবে।
এই যে বাসের টিকিট যদি আগেই কেটে রাখতেন তাহলে এত বাড়তি টাকা খরচ হতো না।

হ্যাঁ বন্ধুর বিয়েতে অনেক মজা করেছেন সেটা আমি জানি।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ময়মনসিংহের দূরত্ব এত বেশি না। বাসে ওরকম অগ্রিম টিকিট কাটা হয় না।

৮| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৮

মনিরা সুলতানা বলেছেন: একদম ঈদ মৌসুমে মনে হয় পাগল হয়ে যায় সব। যেভাবে পারে ঠকায়।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এরা সংঘবদ্ধ হয়ে কাজ করে। দরকষাকষি করলে যাত্রীদের ওপর চড়াও হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.