নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

তামাশা

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৬


সকালে ঘুম থেকে ওঠে বাবাকে দেখছে না নেহাল! কোথায় গেলেন ওনি? এখন দশটা বাজে। নেহাল বাবার অপেক্ষায় বারান্দায় বসে আছে।

তিনটা বিশ এ সিনেমা শুরু হবে। এখনও বাজার থেকে ব্যাটারি আনা হয়নি। বাবা ছাড়া ব্যাটারি কে আনবে?

মাকে একাধিকবার জিগ্যেস করল বাবার কথা। ওনি সদুত্তর দিতে পারলেন না। বললেন, হয়তো ক্ষেত দেখতে গেছে। চলে আসবে।

বাবার আসতে যে অনেক দেরি হবে, এটা নেহাল জানে। ওনি কোথাও গেলে আসার খবর থাকে না। কারও সাথে আলাপ জুড়লে ওনার আলাপ শেষ হয় না। কারও বাড়িতে গেলে কয়েকঘন্টা কাটিয়ে আসেন। পারলে খাওয়াদাওয়া সেরে আসেন।

কী করা যায় ভাবছে নেহাল। একবার খোঁজ করবে না কি? কিন্তু কোথায় খুঁজবে? গ্রামে তো বাড়ির অভাব নেই। কোন বাড়িতে না কোন বাড়িতে গিয়ে বসে আছে কে জানে?

সকাল গড়িয়ে দুপুর। তিনটা বাজতে বেশি দেরি নেই। টিভির এন্টেনার দিকে তাকিয়ে আছে নেহাল। মনে মনে ভাবছে আজ না জানি কার ছবি দিল! সালমান শাহ'র না কি মান্নার?

মান্নার ছবি ভালো লাগে। মারপিটে ভরা। মারামারি খুব পছন্দ নেহালের।

তবে সালমান শাহকে বেশি ভালো লাগে। তার বেশভূষা, চুলের স্টাইল সবই অনুসরণ করার চেষ্টা করে সে।
জসিম, আলমগীর বা ইলিয়াস কাঞ্চন- যার ছবিই দিক না কেন সবার ছবিই গভীর আগ্রহ নিয়ে দেখে সে।

শুধু কী ছবি, বিজ্ঞাপনও মুখস্ত ওর। কোন বিজ্ঞাপনের পর কোন বিজ্ঞাপন আসবে, সবই তার জানা।

শুক্রবার এলে সব কর্মসূচি বাদ। একটাই চিন্তা মাথায়, সেটা হলোঃ সুন্দর মতো ছবি দেখা। এদিন খেলাধুলার চিন্তাও বাদ।

বাবা এলেন না। খুব রাগ হচ্ছে নেহালের। মায়ের কাছ থেকে দশ টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল। সাইকেলটা সাথে নিল। বাবার অপেক্ষায় বসে থাকলে ছবি দেখা হবে না।

দুই কিলোমিটার দূরে বাজার। বাজারের নাম উথুরা। দোকানদারকে দশ টাকা বিল দিয়ে ব্যাটারিটা সাইকেলের পেছনে বাঁধল সে। তুলতে সমস্যা হচ্ছিল, তাই দোকানদার সহযোগিতা করল। সাহস করে সাইকেলে চেপে বসল সে।

এলাকার বাজার, নারাঙ্গী। এখানে এসে একটু সমস্যা হয়ে গেল। ডানদিকে বাড়ির রাস্তায় ঘুরতে যাবে, এমন সময় সাইকেল উলটে গেল। ব্যাটারির এসিড চুয়ে চুয়ে পড়ছে। নেহাল যে সাইকেলটা তুলবে, শক্তিতে কুলাচ্ছে না।

আশপাশে কেউ এসে তুলে দেবে কি না সে আশায় এদিক-ওদিক তাকাল। খেয়াল করল লোকজন হাসছে। এক ভ্যানওয়ালা তো তামাশাও শুরু করল। কথাবার্তা শুনে মনে হলো, এমন মজার কিছু আর নেই। কিছু কিছু মানুষ আসলে অন্যের দুঃখ দেশে দারুণ মজা পায়।
অসহায় নেহাল বুঝল, কেউ তাকে সাহায্য করবে না।

অনেক বছর পরের কথা। শহর থেকে বাড়ি যাচ্ছে নেহাল। এখন সে ছোট নেই। ভার্সিটিতে পড়ে। বাস থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরেছে। মাত্র পাঁচ মিনিটের পথ।

কিছুদূর যাওয়ার পর দেখল চালের বস্তা সমেত একটা ভ্যান উল্টে আছে। ভ্যানওয়ালা এদিক-ওদিক কাউকে খোঁজ করছে। মনে হয় সহযোগিতা দরকার। ভ্যানওয়ালাকে পরিচিত লাগছে। দশ বছর আগের কথা মনে পড়ে গেল নেহালের।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:

বাঙালীরা কিসে বেশ মজা পাবে,কিসে দুঃখ পাবে সঠিকভাবে প্রেডিক্ট করা যায় না।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্যের দুঃখে মজা পাবে; এটা নিশ্চিত।

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: কোনো ভদ্র রুচিশীল মানুষ বাংলাদেশের শাকিব, মান্নার ছবি দেখবে না। মান্নার ছবি অতি নিম্মমানের।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: সাধু ভাই, দিলেন ত পুরনো কথা মনে করিয়ে দিয়ে।

৮০/৯০ দশক ।
প্রতি শুক্রবার,আহা কি যে অপেক্ষার দিন ,অপেক্ষা ০৩:০০ টার । যদিও ০৩:৩০ এর আগে খুব কমই শুরু হয়েছে। টিভির সামনে বসে বসে শুধু বিজ্ঞাপন দেখা। একেকটি টিভির (টিভি তখন সোনার হরিণ,আর যাদের আছে তাদেরও বেশীরভাগ সাদা-কালো ও ব্যাটারী চালিত।আর ব্যাটারী চার্জ দেয়ার জন্য যেতে হত অনেক দূরে বাজারে এবং একই রকম দৃশ্য প্রায়ই দেখা যেত যা আপনি বলেছেন ) সামনে বর্তমানে একেকটি সিনেমা হল থেকেও বেশী মানুষ থাকত।

আহা !!!!!!!!! কতই না আনন্দময় ছিল সেই দিন গুলি।
এখন ঘরে ঘরে রংগীন টেলিভিশন,ঢিশ লাইনের ছড়াছড়ি তবে এক ভাইও যায়না অপর ভাইয়ের রুমে টিভি দেখতে। সব-সবাই আলাদা আলাদা। যার যার, তার তার। কেউ কারো নয়।

একেক জন একেক দ্বীপের বাসিন্দা । সবাই রাজা যার যার ঘরে।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন। আগের আনন্দ আর পাওয়া যায় না। এখন তো চাইলেই ছবি দেখা যায়, কিন্তু আগের আগ্রহ আর আসে না। যে দিন গেছে একেবারেই গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.