নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ মানুষ!

রুপম আহমেদ মঈন

রুপম আহমেদ মঈন › বিস্তারিত পোস্টঃ

টাকার ভবিষ্যৎ ভাবনা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

তারা ভাই পকেট থেকে টাকা বের করে এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে একটা একটা দেখছেন আর চকচকে নোট গুলো আলাদা করে পুরনো দিনের ছবির ফ্রেমে ভরে রাখছেন!
এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা...এভাবে এক হাজার টাকা পর্যন্তl
তার এমন অদ্ভুত কাজ দেখে এগিয়ে গেলামl
- আচ্ছা তারা ভাই? আমি একটা বিষয় ভেবে পাচ্ছি না যে আপনার মতো এতো জ্ঞানী মানুষ টাকা কে এভাবে পুরনো ছবির ফ্রেমে ..
আমার মাথায় কিছু আসছে না!!
ব্যাপার কি তারা ভাই?
নাকি টাকা পয়সা জমিয়ে রাখার নতুন কৌশল? একটু বুঝিয়ে বলবেন?
তারা ভাই এবার আংগুল দিয়ে নাক চুলকাতে চুলকাতে আমার দিকে তাকালেনl
-তোর কাছে কি ১০ টাকার সেই প্লাস্টিকের কোনো নোট হবে?
নাতোl
-কোনো যায়গা থেকে সংগ্রহ করে দিতে পারবি?
এখন তো সেই টাকা কোথাও নেইl
আচ্ছা তারা ভাই খুলে বলেন তো এতো কিছু থাকতে আপনি টাকাকে এভাবে জমিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন কেন?
জায়গা জমি কিনে রাখলে বা অন্য কোনো সম্পদ কিনে রাখলে না হয় দাম বাড়বে কিন্তু এই টাকার দাম তো দিনে দিনে কমে যাচ্ছে তাহলে আপনি টাকা কেন এভাবে ফ্রেমের মধ্যে ভরে রেখে দিচ্ছেন?
নাকি কোনো রেকর্ড করবেন?
- হ্যাঁ আমি রেকর্ড করবোl তবে এই রেকর্ড আমি হয়তো দেখে যেতে পারবো না কিন্তু আমার পরবর্তী জেনারেশন ঠিকই এই রেকর্ড দেখবে!
নাহ! তারা ভাই আমার মাথায় কিচ্ছু ঢুকছে না! আপনার এতো প্যাচানো কথা সত্যিই আমি বুঝতে পারছিনা!
তারা ভাই এবার সোফায় বসতে বললেনl
মাথাটা একটু নিচের দিকে রেখে আমার দিকে তাকিয়ে আলতো করে বল্লেন
- আচ্ছা এই দেখ তোর বাবা, এলাকার একজন পুরনো ব্যাবসায়ীl ছোট বেলায় দেখতাম তোর বাবা ব্যাগে করে টাকা নিয়ে ব্যাবসা বানিজ্য করতেনl আর এখন? এখন দেখিস সেই টাকার ব্যাগ নিয়ে ঘুরতে?
না দেখি না.. এখন দিন বদলে গেছে না? আর বাবার এই ব্যাবসা বানিজ্যের সাথে আপনার এভাবে টাকা সংরক্ষণের কি সম্পর্ক?
- আচ্ছা দেখ তোর ভাবি, তো ভাবি কে দিয়েই উদাহরণ দিই
গত দুই বছরে এই সংসারের জন্য লক্ষ্য লক্ষ্য টাকার লেনদেন করেছে..
কিন্তু যত টাকা কেনাকাটা করে ফুরিয়েছে তার 10% টাকাও নিজের চোখে দেখতে পায়নি!
মানে? ?
- আরে বেকুব এখনো মানে বুঝলি না? তোর ভাবি এই সব লেনদেন ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মাধ্যমে করেছেl কিন্তু কখনোই বলতে পারবে না যে ৫০০ টাকার নোটের কয় পেটিতে এক লক্ষ্য টাকা বা এক লক্ষ্য টাকার ওজন কতটা!
মানে হচ্ছে আস্তে আস্তে মানুষের কাছ থেকে টাকার সাথে সরাসরি দেখা হওয়া কমে যাচ্ছে! !
কি বলেন তারা ভাই আপনি পাগল হলেন নাকি! কি অদ্ভুত চিন্তা করছেন আপনি?
- না আমি পাগল হয়নিl ঠিক আছিl আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে শোন
এখন দেশে হাজার হাজার ব্যাংক আছে আর হাজার হাজার ব্যাংক মানে লক্ষ্য লক্ষ্য মানুষের ব্যাংক একাউন্ট আছে ..
এসব মানুষ ব্যাংকে একাউন্ট করে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করে থাকেl টাকা কিন্তু শুধু মাত্র ব্যালেন্সই থাকে কিন্তু সেই টাকা নিজের চোখে নোট আকারে দেখার উপায় নেই!
আবার এই দেখ দেশের আনাচে কানাচে মোবাইল ব্যাংকিং কোম্পানি গুলো ব্যাঙের ছাতার মতো লক্ষ্য লক্ষ্য এজেন্ট বা এটিএম বুথের মাধ্যম টাকা লেনদেনের সুযোগ দিচ্ছে!
তুই ভালো করে খেয়াল করে দেখ এখন প্রায় প্রতিটি মানুষের একটা মোবাইল নম্বর দিয়ে ১০/১২ টা মোবাইল ব্যাংক একাউন্ট খুলছেl
এর কারনে কেউ কিছু কিনে টাকা না দিয়ে ব্যালেন্স ট্রানফার করে দিচ্ছে!
এখন দেখবি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে যত রকমের শ্রমিকের দেনা পাওনা আছে তা মেটানোর জন্য মালিক পক্ষ সবাইকে মোবাইল একাউন্ট খুলে দিচ্ছেl
আগে যেখানে মাস শেষে সরাসরি লাইনে দাড়িয়ে টাকা নিতে দেখা গেছে এখন সেটা নেই!
যার যার বেতন মজুরি তার তার একাউন্টে যোগ হচ্ছেl
আবার দেখ এখন গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলো পরিশোধ করার জন্য টাকা নিয়ে সরাসরি অফিসে যেতে হতো
এখন দেখিস?
আরে তাইতো তারা ভাই!
- হ্যাঁ ..দেখ আর কিছু দিন পর এই টাকা লেনদেনের এতো সহজ উপায় আসবে দেখবি রিক্সায় চড়ে ভাড়া নগদে না দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করে দেবে মানুষ!
সেলুন ঘরে চুল কেটে টাকা না দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করে দেবে ..
বাড়ির বুয়ার মাসিক স্যালারির টাকাটাও মালিকেরা মোবাইল একাউন্টে দিয়ে দেবে!
বাজারে গিয়ে মাছ মাংস কিনে তার দাম ব্যালেন্স ট্রান্সফার করে দেবে!
গাড়িতে চরে ভাড়া নিয়ে ক্যাচাল কুচাল না করে ভাড়ার টাকা ব্যালেন্স ট্রান্সফার করে দেয়ার ব্যাবস্থা হবে!
ছাত্র ছাত্ররা প্রাইভেট পড়ে টিচারদের মাস শেষে ব্যালেন্সে টাকা যোগ করে দেবে!
আস্তে আস্তে যে ভাবে টাকা লেনদেনের সহজ মাধ্যম বের হচ্ছে তাতে প্রতিটি মানুষ যখন ইনকাম করবে তখন তার একাউন্টে টাকা জমা হবে আর যত খরচ করবে তখন একাউন্ট থেকে কেটে নেয়া হবে ..
তখন অবস্তা টা এমন হবে যে কেউ নগদ টাকা পকেটে বয়ে নেয়ার ঝামেলা পোহাতে চাইবে না বা নগদ টাকা লেনদেন করা টা একদম ছোট লোকের মতো কাজ করা হবে! !
তখন মানুষ হয়তো ভুলেই যাবে একশ টাকার নোট টা দেখতে কেমন ছিলো! এক হাজার টাকার নোটের রং টা কেমন ছিলো!
আবার পরবর্তী জেনারেশন হয়তো বলতেই পারবে না যে টাকার আবার নোট কিসের!
হয়তো তখন শুধু বইয়ের পৃষ্ঠাতে আর ছবিতে শুধু টাকা দেখা যাবে বাস্তবে নয়!
তারা ভাইয়ের কথা গুলো শুনতে শুনতে হঠাৎ আমার এক বন্ধুর ফোনl
- দোস্ত আমাকে ৫০০০ টাকা Send Money করে দিতে পারবি?
কালই আমার অফিসের স্যালারি একাউন্টে যোগ হলে তোকে ব্যালেন্স ট্রান্সফার করে দেবোl
ফোনটা রেখে বন্ধুকে ৫০০০ টা কোনো নোট হাত দিয়ে স্পর্শ না করেই পাঠিয়ে দিলাম!
কাল হয়তো বন্ধুও আমাকে কোনো নোট স্পর্শ না করেই টাকা দিয়ে দেবে!
তারা ভাই আমার দিকে তাকিয়ে আছে!
আমিও তারা ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণl তারা ভাইয়ের যেমন বুঝতে বাকি নেই যে আমি এখন সবই বুঝে গেছি ..
তেমনি আমারো বুঝতে বাকি নেই যে তারা ভাই আমাকে এতক্ষণ যা বল্লেন তার মর্ম কথা আসলে কি?
তারা ভাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি আমি ..
কি বলবো খুজেঁ পাচ্ছি না...
ভাবছি তারা ভাইয়ের মতো আমিও এখন থেকে কিছু নোট অতি যত্নে রেখে দেবো!
কেননা এই টাকা যে আর কিছু দিন পর যাদু ঘর ছাড়া আর কোথায় দেখতে পাওয়া যাবে না
সেই দিনটি আর খুব বেশী দূরে নয়! !
--------
রুপম আহমেদ মঈন

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ব্লগে আপনাকে স্বাগতম


তারা ভাইয়ের অদ্ভুত কান্ডটি ভালই লাগলো। কিছু মানুষিকে একটু ব্যতিক্রমভাবে ভাবতে তো হবে। তারা ভাইকে ধন্যবাদ দিয়েন আমার পক্ষ থেকে। আর কিছু না হোক, হয়ত এখন উনি যে টাকা স্বযত্নে রাখছেন সেগুলো কতেক যুগ পর আর থাকবে না বা চলবে না, তখন উনার পরবর্তী জেনারেশন এটা দেখে অনেকটাই ধন্য হবে। উনাকে আরো যত্নে ওরা ফ্রেমে বন্দি করে রাখবে।


অনেক সুন্দর হয়েছে আপনার লেখা। আপনার লেখাকে আরেকটু মার্জিত করুন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

রুপম আহমেদ মঈন বলেছেন: লেখাটি বেশ কয়েক বছর আগের। একটি জাতীয় পত্রিকায় ছাপিয়েছিলো।
তারা ভাই আসলে আমার কাল্পনিক চরিত্র। স্টুডেন্ট লাইফে একটা বিষয় লক্ষ করে দেখেছিলাম যে আস্তে আস্তে নগদ টাকার ব্যাবহার কমে যাচ্ছে। সেই আইডিয়া থেকেই আসলে লেখাটি লেখা। এখন তো সেই কাল্পনিক আইডিয়ার বাস্তব রুপ আস্তে আস্তে আমরা সবাই দেখতে পাচ্ছি !

যাই হোক, আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ছবির লাল চিহ্নিত অংশের মত আমার মন্তব্যের পাশে একটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে প্রতিমন্তব্যের জন্য নতুন একটি বক্স খুলবে, সে ঘরে রিপ্লে লেখে প্রকাশ করুন।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.