নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ মানুষ!

রুপম আহমেদ মঈন

রুপম আহমেদ মঈন › বিস্তারিত পোস্টঃ

ডে অফ দ্যা মেমোরি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

ক্লাস এইট -নাইনে পড়ুয়া মেয়ে দুটি ৫ মিনিট আগে যে কথাটি কল্পনাও করতে পারেনি, ৫ মিনিট পর সেই কথাটিই বাস্তব হয়ে তাদের কানে এলো!
ওদের মাথার উপর যেন হঠাৎ করে পুরো আকাশটা ভেংগে পরলো!

রাজ্যের সবটুকু কষ্ট মুহুর্তের মধ্যেই তাদের ঘিরে ধরেছে। এক বোন ধপাস করে ফ্লোরে পরে গিয়ে আর্তনাদ করছে। আরেক বোন শরীরের সমস্ত শক্তি হারিয়ে নিজের ভারসাম্য টুকুও ঠিক রাখতে না পেরে দেয়ালে দুটি হাত রেখে বার বার কান্নায় ভেঙে পরছে।

বাবা, পৃথিবীর সবচেয়ে বড় ছায়া। সবচেয়ে কাছের অবিভাবক। পরিবারের মেরুদণ্ড।
সেই প্রিয় বাবাটি হঠাৎ করে এভাবে সারাজীবনের জন্য হারিয়ে যাবে, তা ওরা কখনোই কল্পনা করতে পারেনি।

মা পাশেই ইনিয়ে বিনিয়ে কান্না করছে,
-এ আমি কী শুনলাম,
-এ আমি কী শুনলাম।
-হে আল্লাহ, আমাকে তুমি কেন একা করে দিলে? আমি এখন কেমন করে মেয়ে দুটিকে মানুষ করবো?
কেমন করে বেঁচে থাকবো?

মায়ের এই আর্তনাদ শুনে দুই বোন আরও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
আ.....ব্বু, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে,
আ.....ব্বু, তুমি কোথায় গেলে, আ...ব্বু.....

মা তাদের দুই বোনকে জড়িয়ে ধরে কান্না করছে, কান্না করছে পুরো হাসপাতাল!

৫ মিনিট আগে যে বাবাকে ওরা এম্বুলেন্সে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে এসেছিলো চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে যাবে বলে,
৫ মিনিট পর সেই স্বপ্নটি এভাবে শেষ হয়ে যাবে, এভাবে সপ্নটাকে কফিনে ফেলে লাশের গাড়িতে প্রিয় বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, সেটা এই নিষ্পাপ বোন দুটি কখনই চিন্তা করতে পারেনি।

খুব কাছে থেকে এমন একটা মর্মান্তিক দৃশ্য দেখে মনটা আজ ভিষণ খারাপ।
হার্ট এটাক এতটা ভয়ংকর, এতটা মর্মান্তিক, তা আজ নিজের চোখে দেখতে পেলাম।

নাম না জানা মেয়ে দুটির বাবা ওপারে শান্তিতে থাকুক।
পৃথিবীতে বেঁচে থাকা সব মানুষের হার্ট সুস্থ থাকুক, নিরাপদ থাকুক প্রতিটি বাবা, প্রতিটি মা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: আহারে-----
এত কষ্ট কেন পৃথিবীতে!!!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

করুণাধারা বলেছেন: কষ্ট লাগলো পড়ে। আমাদের জীবন একটা সরু সুতোর উপর দুলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.