![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে প্রথম গ্রিডভিত্তিক সোলার বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। তিন মেগাওয়াট ক্ষমতার সোলার প্যানেলটি স্থাপন করা হবে জামালপুরের সরিষাবাড়ীতে। ইতোমধ্যে দরপত্র অনুমোদনের জন্য সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরণ করা হয়েছে। দেশে হোম সোলার প্যানেল এবং কৃষি সেচে সোলার প্যানেল থাকলেও গ্রিডভিত্তিক বিদ্যুত উৎপাদনের জন্য কোন প্রকল্প নেই। জামালপুরের এই কেন্দ্রটি থেকে গ্রিডে সৌর বিদ্যুত দেয়া হবে। তিন মেগাওয়াটের এই বিদ্যুত কেন্দ্রটি স্থাপন করবে জামার্নির আইএফই (এরিকসেন) এবং বাংলাদেশের কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম (সিপিসি) ও জুপিটার এনার্জি লিমিটেড (জেইএল) এর যৌথ কনসোর্টিয়াম। তারা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরেছে ১৪ দশমিক ৭৪৯১ টাকা বা দশমিক ১৮৯৭ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হয় ভারতের ক্লিন এনার্জি লিমিটেড। ওই কোম্পানির প্রস্তাব ছিল ইউনিট প্রতি প্রায় ১৮ টাকা। কেন্দ্রটি থেকে ২০ বছর ধরে প্রায় ১০০ কোটি টাকার বিদ্যুত কিনবে পিডিবি। গ্রিডে সংযুক্ত সৌর বিদ্যুতকেন্দ্র হিসেবে এটি প্রথম। সৌর বিদ্যুত পরিবেশবান্ধব হওয়ায় সরকারের নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের প্রথম পদক্ষেপ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
©somewhere in net ltd.