![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের অন্যতম রফতানি খাত গার্মেন্টস শিল্পের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে এ ঋণ সুবিধা দিচ্ছে জাইকা। ১০০ কোটি টাকা ঋণ কার্যক্রম থেকে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ কোটি টাকার ঋণ সুবিধা নিতে পারবেন। স্বল্প সুদে ব্যাংক থেকে এ ঋণ নিতে পারবেন পোশাক শিল্প মালিকরা। সাভারের রানা প্লাজা ধসের পর জাইকার বাংলাদেশ প্রতিনিধিরা এ ঘোষণা দিয়েছিল। জাইকা ও বাংলাদেশে ব্যাংকের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হওয়ার পর এ ফান্ডের টাকা পাবেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। সাভারে রানা প্লাজা ধসের পর ঝুঁকিপূর্ণ গার্মেন্টস ভবনগুলোর ভারবহন ক্ষমতা বাড়াতে ১০০ কোটি টাকা ঋণ দেবে জাপান সরকার। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকে রাখা ৫০০ কোটি টাকার এসএমই বিনিয়োগ ফান্ড থেকে এ টাকা সমন্বয় করা হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ ঋণ বিতরণ করা হবে। পরবর্তীতে এ ধরনের সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছে জাইকা। এর ফলে স্বল্প সুদে গার্মেন্টস শিল্পের উদ্যোক্তারা এ ঋণ সুবিধা পাবে। জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার ক্ষুদ্র ও মাঝারি ঋণ কার্যক্রমের আওতায় এ ঋণ দেয়া হবে। তাতে করে আমাদের দেশের পোষাক শিল্পের উদ্যোক্তাদের শিল্পকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পথ সুগম হবে।
©somewhere in net ltd.