নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিন্নপত্র

আশরাফুল ইসলাম রাসেল

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শায়েস্তাগঞ্জ ডিগ্রি(সম্মান) কলেজ, হবিগঞ্জ(নিয়োগ আছে দুই বছর ধরে। তদবিরের অভাবে কাজ নেই, ভাতাও নেই। গভর্নিং বডির সভাপতির সাথে দেখা করার জন্য অধ্যক্ষ পরামর্শ দিলেও এ ব্যাপারে আমি অদক্ষ) )। সম্মান শ্রেণির শিক্ষক আমরা একবেলা খাই- শিরোনামে ইত্তেফাক-এ একটি লেখা প্রকাশ করায় প্রভাষকের(সৈয়দ সঈদ উদ্দীন কলেজ, মাধবপুর, হবিগঞ্জ) দায়িত্ব হতে অব্যাহতিপ্রাপ্ত।

আশরাফুল ইসলাম রাসেল › বিস্তারিত পোস্টঃ

হাসি-কান্নায় ভরপুর একটি ছবিঃ স্থির হলেও আসলে চলচ্চিত্র

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২২


মন খারাপ হতেই পারে। বেঁচে থাকলে যে আবার ভালো হয়ে যাবে তাও জানি। তাই, নিজের খারাপ হওয়া মনকে ভালো করার দায়িত্ব নিজেকেই নিতে হয়। অভিমানে বা বঞ্চনায় অত বেশী খারাপ লাগে না। আমার জানামতে, প্রতারণা দেখলেই আমার সবচেয়ে বেশী খারাপ লাগে, নিরাশ হয়ে পড়তে পারি।
যাই হউক, একটা ছবি আমি অনেকদিন ধরে রেখে দিয়েছি। যে ছবিটা চাক্ষুষ বা প্রত্যক্ষ প্রতারনার চিত্র। নির্লজ্জ বলার সুযোগ নাই। এই ছবিটা ইতিহাসের সকল লজ্জা- নির্লজ্জতাকে ছাপিয়ে গেছে।
নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে ছবিটা হাস্যকর। এবং এই ছবি দেখে ঘণ্টার পর ঘণ্টা, একা একাই হাসতে পারি, শুধু এই ভেবে যে- ক্যামনে সম্ভব! কৌতুক হিসাবে আমার কাছে এর যথেষ্ট আবেদন রয়েছে।
আবার মন খারাপ করার দরকার হলেও আমার জন্য এই ছবিটাই যথেষ্ট মন খারাপের কারণ হতে পারে। এই হবে সাম্যবাদী-সমাজতান্ত্রিকদের ভবিষ্যৎ! তা আগে কেন বুঝিনি। এই লোকদের কথায়- বক্তৃতায় কেন মজতে গেলাম, ভেবে আর কুল- কিনারা পাইনা। এঁদেরকে কোন দণ্ডে বিচার করবো- মানুষ? ভদ্রলোক নাকি ভদ্রলুক? নেতা নাকি মন্ত্রী? চাটুকার?
আবার মন খারাপ। আবার যদি ভাবি, আমার কি? আমিতো ভালো আছি তখন আবার হাসতে পারি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: আশরাফুল ইসলাম রাসেল,




যতোই ধোঁয়ামোছা করুক না কেন এদের স্বভাব যাবেনা ম'লে । এদেরকে কোনও দন্ডেই মানুষ বিচার করেনা । এরা সকল লজ্জা-শরমের বাইরের অমানুষ ।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৪

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: আহমেদজী, এঁরা যে আমাদেরই লুক।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আমি তো এই ছবি বিনোদন হিসেবে নিয়েছি।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: আমিও পুরাই বিনোদন হইতাম। কিন্তু ধরা খাইছি।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা বহুরূপী...

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: বিচার মানি তালগাছ আমার, এঁরা কারা?

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিতে মেনন রুশ নিমের ডাল দিয়ে খিলাল করছে আর ইনু চাইনিজ অজিফা পাঠ করছে - এতে অবাক হবার কি আছে ! ;)

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৬

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ, বিষয়টি কি লাল সংকেত বহন করে না?

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

কে ত ন বলেছেন: আযানের শব্দকে যার কাছে বেশ্যার আওয়াজ মনে হয়, মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে - এরকম একজন বুদ্ধুজীবিকে বর্তমান প্রধানমন্ত্রী হজ্বে সফরসঙ্গী বানিয়েছিলেন ১৯৯৭ সালে।

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: কে ত ন, নাকে খত দিতে গিয়েছিলেন বুঝি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.