![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকষ কালো এই আঁধারে
By: পেপার রাইম
অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়……
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়
কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার এ জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে
আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
।
এই গান টা পেপার রাইমের ।
গানের লিংকঃ নিকষ কালো এই আধারে
সেই কবে স্কুল থাকতে শুনেছিলাম । আজ সারাদিন মাথায় এটাই ঘুরেছে । ব্যান্ড টা বেশ ভালো ছিল । কেণো যে কনটিনিও করলো না ! ওদের কোন আপডেট কেঊ জানেন কী?
০৮ ই জুন, ২০১২ রাত ১:১৫
রুন বলেছেন: ওদের ঐ এ্যালবাম টার গান গুলো বেশ ভালো ছিল। যেমন লিরিক তেমন সুর । এখন কেন যে এমন গান পাইনা ।
২| ০৮ ই জুন, ২০১২ রাত ৩:৩৮
আরহাসান বলেছেন: আমার খুব প্রিয় একটা গান।
১১ ই জুন, ২০১২ রাত ২:৩৯
রুন বলেছেন: আমারও
৩| ০৮ ই জুন, ২০১২ ভোর ৫:১৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: ডাউনলোড লিংক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু । গানটা শুনেছি । ভালো লেগেছে ।
১১ ই জুন, ২০১২ রাত ২:৪০
রুন বলেছেন: ধন্যবাদ সাইফুলহাসানসিপাত ।
৪| ০৮ ই জুন, ২০১২ সকাল ৯:৫৫
জন রাসেল বলেছেন: আমাদের অ্যালবামের গানে আমন্ত্রন রইলঃ Click This Link
কিংবা এখান থেকেও দেখে নিতে পারেনঃ http://www.youtube.com/watch?v=eXz2Ro3GdgU
অন্ধকার ঘরে গানটা অ্যাকোষ্টিক গীটার দিয়ে একটা কাভার করেছি আমরা। বেশ ভালোই লাগে গানটা।
১১ ই জুন, ২০১২ রাত ৩:০৪
রুন বলেছেন: আপনাদের গানের লিরিক টা ভালো লাগল । সুর টাও ভালো লেগেছে । গানটা ডাউনলোড দিলাম।
ভালো থাকবেন আর আমাদের ভালো ভালো গান উপহার দিবেন আশাকরি।
৫| ০৮ ই জুন, ২০১২ সকাল ১০:০৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: অসাধারণ একটা গান......
আমার সফট যে কোন প্লে-লিস্টে মাস্ট থাকে..
এই ভার্সনটাও ভালো লাগে...
১১ ই জুন, ২০১২ রাত ২:৫৬
রুন বলেছেন: এই ভার্সন টা ও ভালই লাগলো । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
৬| ১১ ই জুন, ২০১২ রাত ২:৩৩
বেঈমান আমি বলেছেন: গান টা ভালো
১১ ই জুন, ২০১২ রাত ২:৫৪
রুন বলেছেন: ধন্যবাদ বেঈমান ভাই ।
৭| ২৯ শে জুন, ২০১২ দুপুর ২:৪৭
রাহি বলেছেন:
৩০ শে জুন, ২০১২ রাত ১২:৪৪
রুন বলেছেন:
৮| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৩:০২
রাহি বলেছেন: চিনছি
৩০ শে জুন, ২০১২ রাত ১১:৩৮
রুন বলেছেন:
৯| ০৩ রা জুলাই, ২০১২ রাত ১০:১১
রিস্টার্ট রিফাত বলেছেন: নয়া পোস্ট কই?
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:০৮
রুন বলেছেন: চরম বিজি । হাফ ইয়ারলী ক্লোজিং শেষ হওয়া মাত্র একখানা ট্রেনিং ধরাইয়া দিসে। তাই নয়া পোস্ট ও গা-ঢাকা দিয়েছে।
১০| ০৫ ই জুলাই, ২০১২ রাত ১:১৮
রিস্টার্ট রিফাত বলেছেন: পাইছি আপনারে।এতোদিন বুজি নাই রায়ান এর মাম্মা
ভালো থাকবেন।
০৬ ই জুলাই, ২০১২ রাত ১০:৫১
রুন বলেছেন: আপনার জন্য ও শুভকামনা রইল ।
১১| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৭
নীলঞ্জন বলেছেন: ভালো লাগলো। +++++++++
তবে পৃথিবী কল্পনায় সুন্দর। বাস্তবে সাদা-কালো।
০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:১৭
রুন বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন । কল্পনায় তো সবার পৃথিবীই সুন্দর । তবে আমার মনে হয়, বাস্তবে কারো পৃথিবী রঙ্গিন আর কারো সাদা-কালো ।
১২| ২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আহারে কি দারুন একটা গান !! অনেক দিন শুনি না। আমার হেভভি ফেবারিট। আরেকটা গান খুবি ভাল লাগে, যখনই আকাশ। আর, বল তো আকাশের কি রঙ। কি অদ্ভুত সুন্দর লিরিক্স আর টিউন।
শুনতেসি, পেপার রাইম নাকি রি ইউনাইটেড হয়ে কনসার্টের আয়োজন করছে। অপেক্ষায় আছি।
১৩| ২৯ শে জুলাই, ২০১২ রাত ২:২৮
রুন বলেছেন: আমিও শুনেছি রিইউনাইটেড হওয়ার কথা ।
১৪| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১০
আরজু পনি বলেছেন:
কষ্টের গান শুনলে মন খারাপ হয়ে যায়।
তবুও বেশ ভালো লাগছে বেশ...ডাউনলোড করে নিলাম।
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৪
রুন বলেছেন: পনি আপু, এতো পুরনো পোস্টে আপনাকে পাবো আশা করিনি । ভালো লাগছে খুব ।
১৫| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৭
আরজু পনি বলেছেন:
নতুন পোস্ট দিচ্ছেন না যে?
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১২ রাত ১:০৪
নাফিজ মুনতাসির বলেছেন: এখনো শুনি..........দারুণ একটা গান.........