নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাপানের জন্য শোক

লিবিয়ায স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।

আফরিন জাহান

You must remember that, you fighting against destiny. You have to make your own future.

আফরিন জাহান › বিস্তারিত পোস্টঃ

আফসোস

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫

একটি অনলাইন নিউজ পোর্টালের আজকের খবরে দেখলাম পাকিস্তানের নারী অধিকার আন্দোলনের নেত্রী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে ভিডিও চ্যাট করেছে কানাডিয়ান টিন পপ তারকা জাস্টিন বিবার। এটা আসলেই একটি বড় ঘটনা। কয়েকদিন আগে ইংল্যান্ডে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের সিটে বসেই ইউনিসেফের উদ্যেগে লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক সামিট সম্মেলনে অংশ নেন মালালা। মালালা এখন অনেক ক্ষমতাবান। বিশ্বির প্রভাবশালী নারীদের তালিকায় তার নাম। এমনকি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। নি:সন্দেহে আমাদের জন্য এটাও বড় ঘটনা। আমাদের বড় বড় জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলািইন মিডিয়াগুলো এসব বেশ ফলাও করে প্রচার করেন এটা যেমন সত্যি তেমনি সত্যি আমাদের নরসিংদির জুই স্বামীর অত্যাচারে জর্জরিত কাটা হাত নিয়ে এইচ এসসি পরীক্ষা দিয়েছে এবং সাফল্যের সঙ্গে উতরে গিয়েছে। আমাদের জুঁই কিংবা বিয়ের আসরে যাকাতের জন্য নিজের বিয়ে বন্ধ করা সেই ফারজানার কথাই আমরা বলিনা কেন কেউ কি মালালার চেয়ে ছোট ভূমিকা রেখেছে সমাজের জন্য? বরং সমাজের ভোতা যুক্তিকে দেখিয়ে দিয়েছে যে বাঙ্গালী মেয়েরাও পারে। কিন্তু কথা হচ্ছে আমরা এদেরকে সঠিকভাবে আলোয় নিয়ে আসতে পারিনি এখনো। হ্যাঁ ঘটনার সময়ে প্রচার প্রচারণা হয়েছে ঠিকই তবে মালালার ঘটনার মত আমরা সেটাকে ধরে রাখতে পারিনি তাহলে হয়তো মালালার মতই আমাদের এই বাঙ্গালী সাহসী নারীরা বিশ্বের অন্য কোন রাষ্ট্র প্রধানদের সঙ্গে এক মঞ্চে বসে এমন কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিত। আফসোস...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

প্রবাসী ভাবুক বলেছেন: মালালা হল পশ্চিমাদের সাজানো নাটকের অভিনেত্রী৷

২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

সকাল রয় বলেছেন:
বাঙালীকে তুলে ধরার মানুষই তো নেই
তাই তো পিছিয়ে রয়েছি আমরা।

কিছু বানান ভুল আছে ঠিক করে নিন তাহলে আরো মুল্যবান হয়ে উঠবে পোষ্ট টি

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চিন্তা ধারা ভাল লেগেছে ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আফসোস । :(

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১১

রাবার বলেছেন: আফসোস :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.