![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You must remember that, you fighting against destiny. You have to make your own future.
আজকের দিনের কাজের (পেশাগত) অভিজ্ঞতাও কিন্তু বেশ মজার। এক রাজনৈতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে গিয়ে মঞ্চে বসা দেখলাম বাংলাদেশের স্বনামধন্য (আয়োজক কমিটির মতে) দুই গায়িকা ও নায়িকাকে। পরিচয়ের ধরণটা আগে বলি শুনুন...
প্রিয় সুধী, আমাদের সঙ্গে আরো আছেন মঞ্চে উপবিষ্ট পপ সঙ্গীত তারকা (আমি সাধারণত কিছু পছন্দ না হলে বাজে কথা মুখে না এনে বলি পপের মাথা, পাঠক বুঝে নিবেন আশা করি ) কুলসুম(ছদ্মনাম) ও বাংলা ছবির চিত্রনায়িকা সালেকা (ছদ্মনাম)। ইন্টারনেটের এই যুগে বিভিন্ন পত্র পত্রিকা পড়ার সুযোগ হয়। এই তালিকায় বড় বড় পত্রিকা কিংবা অনলাইন নিউজ পোর্টাল যেমন রয়েছে তেমনি ডজি সাইটও রয়েছে কিন্তু কসম করে বলতে পারি এই দুই তারকাকে কোথাও কখনো আমি দেখিনি।
তাদেরকে আবার আয়োজক কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে মাইকের সামনে আহবান জানানো হয়েছে। তারা কি বললেন শুনতে চাইলে আপনাদেরও শুনাতে পারি। তাহলে শুনুন...
জনৈক নায়িকা,
আসলে কি বলব ..(ঢংগী হাসি), এখানে এসে ভাল লাগছে। অ্যা ..অ্যা...(আবার ঢংগী হাসি সঙ্গে শারীরিক কসরত) বঙ্গবন্ধু না হলে এই পৃথিবী হত না। (আবার ঢংগী হাসি)। আসলে বঙ্গবন্ধু.....(তাঁর নামটি মনে করতে চেষ্টা করছেন) অবশেষে বললেন শেখ মুজিবুর রহমান (ঢংগী হাসি), জয় বাংলা..
এবার
জনৈক পপ শিল্পী
শুরতেই আগেরজনের মত ঢংগী হাসি, কি বলব আজ ২৮ আগস্ট (ঢংগী হাসি, ) কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আসলে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে। (আবার ঢংগী হাসি)। কি বলব... আসলে ....(ম্যান ম্যান করে) জয় বাংলা
তবে তাদের মুখের কথা যাই হোক না কেন দুজনের হাসিটা কিন্তু ছিল মারদাঙ্গা। আর পোশাক নির্বাচনের ক্ষেত্রে তারা বলিউডের নায়িকাদের স্টাইল কিন্তু ঠিকই রপ্ত করেছিল।
আমার পাশে বসে এক পাতি নেতা গোছের লোক এদের হাবভাব দেখে নিচের কথাগুলো বিড় বিড় করে বলতে বলতে চলে গেল।
জনৈক পাতি নেতা:
ধূর এই দুইজন নিশ্চয়ই কোন বাড়িতে কাম করে নয়তো গার্মেন্টে কাজ করে হেইয়ান থেইক্যা ধইরা আনছে। এইসব দ্যাখলে পোষাইব না।
বি:দ্র: অনুষ্ঠানটি করা হয়েছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে। হায়রে মানুষ!!!!!!
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: হতাশাজনক !!
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৪
মিজভী বাপ্পা বলেছেন: হুমম শোক দিবস কম রঙ্গ দিবস বললে মন্দ হয় না। কারণ এসব সরকারি ছুটির দিন গুলোতে মানুষ শোক কম বিনোদনে মজে থাকে