নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.heritagebangladesh.co/

পাখি উড়ে গেছে!

রেজোওয়ানা

সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!

রেজোওয়ানা › বিস্তারিত পোস্টঃ

অন্তর্জালের কিছু মানুষেরা এবং এবারের বই মেলা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৫

বই মেলায় প্রতি বছরই যাই একাধিকবার তবে এবারের বই মেলাটা ছিল আমার জন্য এক নতুন অনুভূতির মেলা। কারণ এবারই প্রথম আমার সাথে বাস্তবে দেখা হলো অন্তর্জালের তিন বছর ধরে পরিচিত সব সুহৃদের।

আমি সত্যিই খুব বেশি আনন্দিত হয়েছি :)



প্রথম দিন মেলায় গেলাম সাপ্তাহিক ছুটির দিন, ১২ই ফেব্রুয়ারী, শুক্রবার। উপচে পরা ভীর সেদিন, আমরা গেলাম জুমার নামাজে কিছু পরে। তাই কিছুটা সময় ফাঁকা পেলাম মেলা প্রাঙ্গন।

নজরুল মঞ্চের কাছে টইটুম্বুরের স্টলের সামনে দাড়িয়ে কথা বলছিলাম স্টলের এক লেখক আপার সাথে, আমার সোহা মনিকে তার খুব পছন্দ হয়েছে। সে সোহাকে তার একটা বই গিফট করলেন, সাথে স্টিকার আরও কি সব!! আমরা একটু হতচকিত হয়ে গেলাম এই হঠাৎ ভালবাসায়!

এমন সময়ে পেছন থেকে মেয়েলি কন্ঠের নরম ডাক "এক্সকিউজ মি, আপনি কি রেজোওয়ানা আপু?"......ঘুরে দেখি ভীষন মিষ্টি একটা মেয়ে হাসি মুখে তাকিয়ে আছে আমার দিকে!



সে হলো ব্লগার অপরিনীতা! আমি খুব অবাক হয়েছিলাম, সে কিভাবে আমাকে চিনে ফেললো!





অপরিনিতার কাছ থেকে বিদায় নিয়ে এগুলাম মেলার ভেতরে, ততক্ষন মানুষ হয়ে গেছে তিন গুণ।

সোহামনি মাঝে মাঝে "সুইট বেবী" বলে এগিয়ে আসা খালামনিদের গাল টানাটানিতে মোটামুটি বিরক্ত!

এর মাঝেরই মনে পরলো, সেদিন হাসান মাহবুবের বইয়ের মোড়ক উন্মোচন, ভাবলাম যাই একবার ঢু দিয়ে আসি লিটল ম্যাগে!



সেখানে দেখা হলো হামা এবং তার মিষ্টি বউ সমুদ্রকণ্যার সাথে।

এরপরে কৌশিক ভাই, অন্যমনস্ক শরৎ, রেজোয়ান তানিমের সাথে দেখা হলো।

তানিম বললো আরো অনেকে নাকি আছে, সেদিকে এগুতোই হঠাৎ এক পিচকি দৌড়ে এসে সালাম করলো! আমাকে হকচকিয়ে দিয়ে সে নিজের পরিচয় দিল.....ফ্রাকেস্টাইন"!

ফ্রাকেস্টাইন পরে পরিচয় করিয়ে দিল নিশাচর ভবঘুরে, আরজু পনি আপু, নষ্টকবি, ধুসর ধ্রুব, নীরব দর্শক ভাইয়ের সাথে।



ইচ্ছা ছিল একটু গল্প করার, তবে ততক্ষনে আমার সোহার ধৈর্য্যের সব সীমা শেষ, সে তারাস্বরে চিৎকার করে কান্নাকাটি শুরু করায় আমাদের প্রথমদিনের মেলা ভ্রমন মাত্র ৬০ মিনিটে শেষ করে বাসায় ফিরতে হলো।



এরপরে আবার গেলাম অপর বাস্তবের মোড়ক উন্মোচনের দিন!

সেদিন সোহা বাদ :D

মেলায় এবার নতুন করে দেখা হলো আসিফ মহিউদ্দীন, শিপু, নীরব, শশি হিমু, নাজমুস সাকিব অনু, নোমান নামি, দূর্বা জাহান, পাহাড়ের কান্না, সুদীপ্ত, সাজিদ ঢাকা এবং হানিফ রাশেদিনের সাথে। তবে সেদিনও ব্লগারদের সাথে কথাবার্তা পরিচয় পর্বেই শেষ, আড্ডা দেবার সুযোগ পেলাম না :(



অবশ্য এইদিন আমরা মনের আশ মিটিয়ে কিছু বই কিনতে পারলাম :)







এবারে মেলায় প্রথমা' থেকে বের হয়েছে হবিবুল্লাহ পাঠান আর সুফি মোস্তাফিজুর রহমানের বই "ওয়ারী -বটেশ্বর, শেকড়ের সন্ধানে"।

প্রচুর রঙ্গিন ইলাস্ট্রেশন আর তথ্যবহুল লেখায় সমৃদ্ধ এই বইটা ইতিহাসপ্রেমীদের জন্য অবশ্যপাঠ্য বলে আমি মনে করি।





বাংলাদেশ জাতীয় যাদুঘর থেকে প্রকাশিত নকশি কাঁথার উপরে লেখা পারভিন আহমেদের বইটাও খুব চমৎকার আর ব্যাতিক্রমী।





বাচ্চাদের জন্য এবার মজার মজার চমৎকার সব ছবিওয়ালা সব গল্প নিয়ে এসেছে ব্রাক। দামও সাশ্রয়ী। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যময় গল্প, সেই সাথে বিদেশী বিখ্যাত গল্প গুলোও দেশীয় ধাঁচে, নতুন আঙ্গিকে প্রকাশ করেছে তারা! এছাড়া সিসিমপুর আর মিনার গল্পের সেটও রয়েছে। সোহার জন্য অনেক গুলো বই কেনা হলো এখান থেকে।





সাহিত্য প্রকাশের হান্স ক্রিশ্চিয়ান আন্দারসনের "কাহিনী পঞ্চাশৎ" আর বাংলা প্রকাশের "আলোক লতা" বই দুটোও দারুন হয়েছে, এ দুটো বই কিশোর বয়সীদের জণ্য খুব চমৎকার পাঠ্য হবে বলে মনে হয়েছে।





সোহামনি বই নিয়ে গভীর পড়াশুনায় ব্যাস্ত!





সেদিন আবার ফরিদা পারভিনের গানের আয়োজন ছিল, আমাদের জন্য উপরি পাওনা। রাত ন'টা পর্যন্ত গান শুনে বাড়ি ফিরলাম তৃপ্ত মনে :)



তবে একটা অপূর্ণতা ছিল, সেটা হলো খোদ বাংলা একাডেমীর স্টলেই যাওয়া হয়নি, অথচ এটা আমরা কোন বারই মিস করি না।



সেই অপূর্ণতা পূরণের জন্য শেষবারের মতো ২০১২ বই মেলায় গেলাম গতকাল। অফিস ফেরতা জ্যাম ঠেলে মেলায় যেতে যেতে বেজে গেলো রাত সাড়ে সাতটা। বাংলা একাডেমির স্টল আবার সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই হুরমুড়িয়ে আগে ঢুকে পড়লাম সেই স্বর্ণের খনিতে।



প্রথমেই নিলাম একুশের স্মারক গ্রন্থ। প্রতি বছর এটার কয়েকটা করে পর্ব সংগ্রহ করি আমরা। আশাকরি একদিন সব কটা পর্বই সংগ্রহে চলে আসবে।





মুনতাসীর মামুন স্যারের এই কাজ গুলো দূর্দান্ত হয়েছে।







পঞ্চতন্ত্র আর গাজির গান নিয়ে বই অনেক দিন ধরে খুঁজছিলাম, এবার পেয়ে গেলাম।





আরও যে সব বই নিলাম, তার মধ্যে শঙ্খ শিল্প বইটা বেশ ভাল হয়েছে।





জারি গান নিয়ে একটা বই ছিল, এক মাত্র কপি, আমি হাত বাড়ানোর আগেই আরেক ভদ্রলোক চোখের সামনে দিয়ে খপ করে সেটা নিয়ে গেলো!X(



যাই হোক, বাংলা একাডেমির সব চাইতে বিরক্তিকর অংশ কোনটা বলুন তো? একবাক্যে বইয়ের মূল্য পরিশোধ!

সেই সনাতন পদ্ধতিতে, মেমোতে প্রতিটি বইয়ের নাম লেখা, পাশে বইয়ের দাম। এরপর ক্যালকুলেটা চেপে যোগ, বিয়োগ, গুন, ভাগ করতে করতে মিনিট পনোরো সময় খরচ হয়ে গেলো :(



বাংলা একাডেমি থেকে বইয়ের বস্তা হাতে নিয়ে বার হয়ে এবার নির্ভার চিত্তে ঘুরোঘুরি।



একফাঁকে আবার লিটল ম্যাগে ঢু দিয়ে আসলাম। সেখানে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল!

আমার প্রিয় কবি ব্লগার ফাহাদ চৌধুরী, নষ্টালজিক ভাই, অমিত চক্রবর্তী আর মেলায় প্রতিদিনের অংশ রেজোয়ান তানিমের সাথে দেখা হয়ে গেলো। তানিম ছাড়া বাকি তিন জন মৌন প্রায় :P নষ্টালজিক ভাইকে দেখলাম ক্রমাগত চিউইং চিবোচ্ছে, আবার মাঝে মাঝে সেটা বেলুনের মতো ফুলাচ্ছেও!! আর ফাহাদ!! পরে মেঘ বলেছে যাবো যাবো আপুর কাছে শুনলাম, সে নাকি খুব লাজুক ভাল ছেলে ;)

নির্বাক কবিত্রয়কে দেখে আবার শুরু হলো হাটাহাটি।



মেলার গেটে নারকেলের ফুল বিক্রি হয়, আমার খুব পছন্দের। আমরা দু'জনে দুটি মোটাসোটা নারকেলের ফুল খেতে খেতে মানুষের তেরছা দৃষ্টি উপেক্ষা করে হাটতে লাগলামB-)



ঘুরতে ঘুরতে একাডেমির ক্যাফের কোনায় একপাশে পেয়ে গেলাম চমৎকার একটা প্রকাশনি, নিম্ফিয়া পাবলিকেশন। এদের প্রকাশনা গুলো সব পিক্টোরিয়াল, চমৎকার সব সংগ্রহ, যদিও সংখ্যায় কম আর একটু কস্টলি!

আমরা এবার নিলাম দুটো বই, দুটোই সি এম তারেক রেজার, "একুশে ভাষা আন্দোলনের সচিত্র ইতিহাস" এবং "বিজয়ের সেই ক্ষন"।





বাই ল্যাঙ্গুয়াল এই বই গুলোতে রয়েছে দু:স্প্রাপ্য সব ছবির ভান্ডার, সংগ্রহে রাখার মত বই।



মাঝে সেবা প্রকাশনি থেকে তিন গোয়েন্দার ভলিউম আর অন্যপ্রকাশ থেকে হুমায়ুন আহমেদের 'হিমু এবং হাভার্ড পি এইচ ডি বল্টু ভাই " কিনলাম।



এরপর বাড়ি ফেরার পালা, মেলার লোটাকম্বল গুটানো শুরু হয়ে গেছে।

দু'হাতে অনেক বই নিয়ে মেলায় হাটার আনন্দ অনুভব করতে অপেক্ষা করতে হবে আরও একটি বছর।



ততদিন ভাল থাকুক বইপাড়া .....



মন্তব্য ১৭০ টি রেটিং +৪১/-০

মন্তব্য (১৭০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৮

ওয়াজাহাত বলেছেন: এবারের ১২/০২ তো রোববার ছিল। :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩১

রেজোওয়ানা বলেছেন: তাহলে তারিখ ভুল করেছি, ক্যালেন্ডার দেখে ঠিক করছি :#>

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩০

~মাইনাচ~ বলেছেন: মাইনাচ /:) :(





বুড়িটা কে? সুইটতো :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩২

রেজোওয়ানা বলেছেন: এটা সোহা বুড়ি। রেজোওয়ানার ব্লগের প্রোফাইল পিকচারে যার ছবি, তিনি :)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৪

মেহবুবা বলেছেন: ইস্ তোমার কাঁধে যদি পেত্নী হয়ে চেপে চলে যেতাম , কতজনের সাথে দেখা হয়ে যেত ;
নারকেলের ফুল কি ? একটু বুঝিয়ে বল ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৮

রেজোওয়ানা বলেছেন: ঐযে নারকেলে ভেতরে হয়, কি বলে ওটাকে ফোপড়া? সাদা! সেইটা, কেন তুমি খাওনি? নারকেল একটু বেশি দিন পেকে থাকলে ভেতরে হয় এটা :)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৬

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: ওরেব্বাবা কত বই !!! :-/ :-/ :-/

সবার থেকে দূরে থাকতে গিয়ে অনেক কিছুই মিস করে ফেলি। এরকম পোস্ট দেখলে কেমন যেন হিংসা হয় মনে মনে। /:) /:)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৯

রেজোওয়ানা বলেছেন: দূরে থাকার দরকার কি?
মাঝে মাঝে একটু পরিচিত হতে ভাল লাগে কিন্তু:)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৮

রাতুল_শাহ বলেছেন: আজ পর্যন্ত বই মেলা যেতে পারলাম না। আফসোস হয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৯

রেজোওয়ানা বলেছেন: পরীক্ষা নাকি তোমার?

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪১

নাজনীন১ বলেছেন: আপনি তো দেখি ব্যাপক সিরিয়াস পাঠক!

আমার সব মিস! হিংসা সবাইকে যারা বইমেলায় যাচ্ছে। X(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০২

রেজোওয়ানা বলেছেন: আরে না আপু, এগুলো তো সব একাডেমিক কাজের বই। আর সেবা প্রকাশনির বইও তো কিনি :)

কাকে কাকে মাইনাস দেবো বলুন, আপনার হয়ে আমি সবাইকে দিয়ে আসি ;)

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪২

নীল-দর্পণ বলেছেন: তিন গোয়েন্দা পড়ো এখনও ;)

তোমার বইয়ের বহর দেখে হিংসায় জ্বলে-পুড়ে ছাই হয়ে উড়ে যাচ্ছিলাম :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৪

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ পরি তো। ফেলুদাও পড়ি! ফেলুদার সব কালেকশন আছে আমার!

এই দেখে উড়ে গেলে কেম্ন কি, একদিন আমরা বাসায় এসো ;)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৪

আলিম আল রাজি বলেছেন: সব বই সিলেট থেকেই কিনতে হবে। :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৬

রেজোওয়ানা বলেছেন: একদিন নিশ্চয়ই আসবে মূল মেলায়, দেখা হবে কোন একদিন :)

উন্মাদের একটা সংকলনে তোমার লেখা দেখলাম মনে হয় :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

মোঃমোজাম হক বলেছেন: বই মেলায় গেলে এমন অনেকেরই সাক্ষাত মেলে।তবে পুরানো বন্ধু পেয়ে গেলে কি যে আনন্দ(বিশেষ করে আমার মতো প্রবাসীসের)! B-)

আপনার সুন্দর করে সাজিয়ে লেখাটা ভাল লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪০

রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছেন, এই আনন্দ গুলো ভাষায় প্রকাশ করার মতো না, নতুন বইয়ের গন্ধের মতো সুন্দর।

অনেক ধন্যবাদ মোজাম ভাই :)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

কাউসার রুশো বলেছেন: বাহ! প্রচুর বই কিনেছেন দেখা যাচ্ছে :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৩

রেজোওয়ানা বলেছেন: আগে যখন ভার্সিটিতে পড়তাম, তখন আমাদের দুজনারই বার্ষিক বৃত্তির টাকা জমিয়ে রাখতাম বই মেলার জন্য। সাবলম্বী হবার পর থেকে আলাদা বাজেট রাখি। এমন কম বেশি প্রতিবারই কেনা হয়। আপনার জন্য একটা বই রেকমেন্ড করালাম, ঐতিহ্য অথবা সাহিত্য প্রকাশের সত্যজিৎ রায়ের সিনেমা জীবন নিয়ে একটা চমৎকার বই বের করেছে। মেলায় গেলে দেখতে পারেন :)

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৮

নিশাত রহমান বলেছেন: আমি যে কয়টা বই কিনেছি সেগুলো অলরেডি পড়ে শেষ করে ফেলেছি! :-/ এখন বাকি বছরের খোরাকের যোগান দেওয়ার জন্যে আরও একদিন যেতে হবে। :|

তোমার সাথে দেখা হল না আপু! :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৪

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ রে দেখা হলো না। জাবিতে যাবো হয়তো, তখন খবর দিয়ে যাবো :)

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৮

রাতুল_শাহ বলেছেন: পরীক্ষা শেষ।

তবে পরীক্ষা কোন ব্যাপার না। মূল কথা হচ্ছে, আমার ঢাকাতে কেউ থাকেনা। তাই যাওয়া হয় না। জীবনে একবার ঢাকায় গিয়েছিলাম।

তবে যাওয়া আসার মাঝে ঢাকা হয়ে যেতে হয় (রাজশাহী- চট্টগ্রাম)।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫১

রেজোওয়ানা বলেছেন: ওহ! একদিন নিশ্চয়ই আশা হবে!

ভাল থাকা হোক :)

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৯

নিশাচর ভবঘুরে বলেছেন: আপু, আমার বই কোনটা? B-)) B-)) B-)) B-))

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৩

রেজোওয়ানা বলেছেন: চার নম্বর ছবিতে আছে দেখো ;)

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৪

কি নাম দিব বলেছেন: নারকেলের ফুলকেই মনেহয় আমরা নারকেলের শাঁস বলি।

কয়টা বই কিনলেন?
সোহা বুড়িটা কী মনযোগ দিয়ে পড়াশুনা করছে!আমার হয়ে ওকে একটু গাল টিপে দিয়েন আপু :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৬

রেজোওয়ানা বলেছেন: আমরা বলি ফোপড়া, ওরা দেখলাম নারকেলের ফুল বলে বিক্রী করছে। আমার খুব পছন্দ এটা!
বই গুনি নাই, সোহার গুলো মিলে ৭০ হবে হয়তো!!

গাল টেপা পৌছে দিলাম :)

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০১

রুদ্রপ্রতাপ বলেছেন: আমার বই কই? X(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৭

রেজোওয়ানা বলেছেন: তোমাকে তো একদিনও দেখলাম না। তাই বই নাই X((

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৪

মাহমুদা সোনিয়া বলেছেন: aaha! aaha!! :( :( sob addabaji dekhi Dhk tei hoy!! :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৮

রেজোওয়ানা বলেছেন: হুম দেশের প্রাণ কেন্দ্র না!
তবে আমি আড্ডা দিতে পারিনি কিন্তু, শুধু ইন্ট্রোডাকশন হয়েছে :(

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খাইছে, আপনেতো দেখি অন্য লেভেল এর পাঠক ! বইয়ের কি সংগ্রহরে বাবা ! নিজেরে মূর্খ মনে হইতেছে ! :P :P

আসলেই, এইরকম বই পুস্তক আমি কোন দিনও পড়ি নাই !! B:-) B:-)

+++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০০

রেজোওয়ানা বলেছেন: এহ: এই গুলা সব একাডেমিক কাজের বই! হাভার্ড বল্টু ভাইয়ের বইও কিনেছি তো :(

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১০

নীল-দর্পণ বলেছেন: তোমার বাসায় গেলে আমার আর সেখান থেকে ফিরে আসতে হবে না(আমি জানি সেটা একটা বইয়ের ভান্ডার)

খুব ইচ্ছে আছে বইয়ের বিশা....ল একটা সংগ্রহশালা গড়ে তোলার। একটা রুমে কোন আসবাব থাকবে না, ফ্লোর থেকে খালি থরে থরে বই সাজানো থাকবে.....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১০

রেজোওয়ানা বলেছেন: আমারও এমন একটা ঘরের খুব লোভ জানো!
:)

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: ভাল লাগলো বই মেলার পোস্ট।

নবম ভাললাগা। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১২

রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অনেক ধণ্যবাদ আরেফিন। যদি শেষের বই দুটো তোমার না থেকে থাকে, তাহলে কালেকশনে রাখতে পারো :)

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওররে কত বই! :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৭

রেজোওয়ানা বলেছেন: নতুন বই দেখতেও ভাল লাগে :)

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০০

কোডনেম ৬৬৬ বলেছেন: আপনার জ্ঞানতৃষ্ণা অন্যরকম :-B ।বইমেলা নিয়ে পোস্ট দেয়ায় আন্তরিক ধন্যবাদ।বই নিয়ে পোস্ট আমার খুব ভালো লাগে :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২১

রেজোওয়ানা বলেছেন: আমারও খুব ভাল লাগে কেউ বই নিয়ে পোস্ট দিলে। সোনাবীজ ও ধুলিকণা বাছাই ভাইয়ের পোস্টটা দেখতে পারেন।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :)

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৯

ভিয়েনাস বলেছেন: আপনার বই দেখে হিংসায় চোখে জল চলে আসলো :(( :((
জীবনে মনে হয়ে কোন দিন বইমেলায় যাওয়ার সুযোগ হবে না :(
কত দিন বই কিনিনা,নতুন বাংলা বই দেখিনা...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৮

রেজোওয়ানা বলেছেন: ইশ, এই অনুভূতিটা আসলেই মর্মান্তিক! নতুন বই দেখা, নতুন বইয়ের গন্ধ নেয়াটাই আনন্দের।
সহানুভুতি জানানোর ভাষা নেই আমার :(

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১২

শহিদুল ইসলাম বলেছেন: আমারে সব বই দিতে হবে , নাইলে আমি কান্দুম :(( :(( :(( :(( :((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০১

রেজোওয়ানা বলেছেন: আচ্ছা সব ছবি গুলো দিয়ে দিলাম, আর কানেতে হবে না :)

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৩

গাধা মানব বলেছেন: বইয়ের পোষ্ট অসম্ভব ভাল লাগল। :) :)



ব্লগারদের মধ্যে শুধু তানিম ভাইকেই চিনতাম তাও আবার কয়েকদিন আগে মেলায় পরিচয়। B-) B-)
আজকে তানিম ভাইয়া সহ তিতির আপু, হানিফ রাশেদিন ভাইয়া, ধুসর ধ্রুব ভাইয়া, পাপতাড়ুয়া ভাইয়া আর নষ্টালজিক ভাইয়ের সাথে পরিচয় হল। বেশ ভাল সময় কাটল।



পোষ্টে ++++++++++++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৪

রেজোওয়ানা বলেছেন: আহা, গাধা মানবের সাথে দেখা হলো না!

বইয়ের পোস্ট পড়তে আমারও খুব ভাল লাগে।

অনেক ধন্যবাদ :)

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৫

ফাহাদ চৌধুরী বলেছেন:

নারকেল ফুল ...এইটা কি জিনিশ?


পিচ্চির সাথে দেখা হৈল না ...:(


আপু মোট কয়টা বই হৈল সোহাকে বলেন তো সেইটা গুনে দেখতে :P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৮

রেজোওয়ানা বলেছেন: নারকেলের ফুল বলেই তো ওরা বিক্রি করছিল, মেলায় ঢোকার মুখে একটা ভ্যান গাড়িতে। আমরা বলি নারকেলের ফোপড়া। নারকেল বেশ কিছু দিন ঘরে রাখলে ভেতরে এটা হয়, সাদা রং এর। এটা থেকেই পরে গাছ হয়!

পিচ্চির সাথে দেখা হয়ে যাবে কোন একদিন এম্নি করেই :)

ওকে গুনতে দিলে তো এগারোর পরে বেগারো, তেগারো শুরু হয়ে যাবে ;)

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৭

সায়েম মুন বলেছেন: বইগুলা সব মূখস্থ করো। সময় মত পড়া ধরবো। #:-S

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৯

রেজোওয়ানা বলেছেন: ঠিক আছে স্যার।

আপনাকে একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছিল X((

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৪

আমি তানভীর বলেছেন: আমি এখন কুমিল্লায় । সবার পোষ্ট পড়তেছি আর মাথার চুল ছিড়তেছি । মেজাজ প্রচন্ড খারাপ । মনে হয় আমাকে কষ্ট দেয়ার জন্যই সবাই এইরকম পোষ্ট দিতেছে । গরররর X( X(

কেউ যদি দুই একটা বই গিফট দেয় তবে তাকে ছেড়ে দিব :P :P

সোহামনির জন্য অনেক অনেক আদর । কোনদিন দেখা হলে আমিও একবার গাল টিপে দিব :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২৫

রেজোওয়ানা বলেছেন: মেজাজ খারাপ করিয়ে দিতে পেরে খুব ভাল লাগছে কিন্তু !:#P

২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০১

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... ভালো লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২৮

রেজোওয়ানা বলেছেন: আমারও ভাল লাগলো, তবে আপনার অটোগ্রাফটা নেয়া হলো না।

২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০২

সাজিদ ঢাকা বলেছেন: ওরে কত বই ই ই ই , , , , এবার বই কিনে আশা মিটে নাই , , পরীক্ষার জন্য , , , শেষের দিন দেখি কিছু করা যায় কিনা , , , আপানার পোস্ট থেকে কিছু ভালো বইয়ের সন্ধান পেলাম :) :) :) :) :) :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩০

রেজোওয়ানা বলেছেন: হুম! আমি অবশ্য গল্পের বই বেশি কিনি নাই :(

৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৬

ফারজুল আরেফিন বলেছেন: ঐ দুটি বই মেলার প্রথম দিকেই দেখে এসেছি। বুকলেট নিয়ে এসেছি। আজমান আন্দালিব ভাইকে অনেক আগেই কেনার পরামর্শ দিয়েছিলাম আমার আর্কাইভ পোস্টের মন্তব্যে। আমার এখন কেনা হবে না, সামনের বছর ইনশাআল্লাহ কিনবো। :)

বই কেনা ও পড়ার অভ্যাস কখনোই ছিল না। ভবিষ্যতে ক্রেতা ও পাঠক দুটোই হওয়ার ইচ্ছে আছে।

ধন্যবাদ আপু। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩১

রেজোওয়ানা বলেছেন: ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো আরেফিন :)

৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৬

ইকরাম উল্যাহ বলেছেন: হাহ!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৩

রেজোওয়ানা বলেছেন: জি জনাব, কি বলতে চাইলেন বুঝলাম না!

৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫০

দূর্যোধন বলেছেন: সোহামনি মাঝে মাঝে "সুইট বেবী" বলে এগিয়ে আসা খালামনিদের গাল টানাটানিতে মোটামুটি বিরক্ত!


ছোট বাবুদের গালটেপাটা অধিকারের মাঝে পড়ে।আমার এক ভাগনীর গালটা প্রায়ই আমার আক্রমনের শিকার হয় ,বেচারী মনে হয় এখন আমাকেই দেখলে বিরক্ত হয়। :(

ভালই ঘুরলেন দেখছি !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৬

রেজোওয়ানা বলেছেন: ছোট বাবুদের গাল ধরলে ওদের মনে হয় অনেক রাগ হয়! সোহমনি বলছিল, "আম্মু , ওদের মারবো!"

ঘোরাঘুরি তো হয়ই, এবার উপরি পাওনা হলো ব্লগাদের চর্মচোক্ষে দেখা :)

আপনার নামে নাকি কেইস হচ্ছে, তা উকিল টুকিল ঠিক করে রাখছেন তো? ;)

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৩

অর্ণব আর্ক বলেছেন: আমার বইদু্ইডা বাইর হয়নাই তাই রাগে দুক্কে বইমেলা বয়কট করছি। :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৭

রেজোওয়ানা বলেছেন: তাই নাকি? কারা এহেন অপকর্ম করলো, বলো তো X((

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৫

অর্ণব আর্ক বলেছেন: আপনার উল্লেখিত বইগুলার মধ্য থেকে কয়েকটা মোর চ্যালা চামুইণ্ডাদের দিয়া ক্রয় করাইছি। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৯

রেজোওয়ানা বলেছেন: লাল স্যারের বইটা কিনেছো? ভাল হইছে কিন্তু।
আর এশিয়াটিক থেকে বুলবুল ভাইয়ের পাঞ্চ মার্ক কয়েনের বইটা কিনবো ভাবছিলাম, কিন্তু টাকা শেষ হয়ে গেলো :(
পরে ভাবলাম, বুলবুল ভাইকে দিয়েই স্পেশাল কমিশনে কিনে নেবো ;)

৩৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৯

সুদীপ্ত কর বলেছেন: এত বই দেখে হিংসায় ছাড়খাড় কৈরা দিলাম X((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪০

রেজোওয়ানা বলেছেন: খিক্স ;)

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৩

নাফিজ মুনতাসির বলেছেন:
রাতের বেলা মেলায় ঘুরে আসলাম.......

দুনিয়ার অর্ধেক বই কিনে ফেলেছেন দেখি!!! পড়েন আস্তে-ধীরে......পড়া শেষ হলে আমাকে কয়েকটা ধার দিয়েন.....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪১

রেজোওয়ানা বলেছেন: "এই খানে বই ধার দেয়া হয় না, তবে ধার নেয়া হয়" :P

৩৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৮

কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লাগে নাই /:)

মাইনাস।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪২

রেজোওয়ানা বলেছেন: তোমার তো ভাল লাগবেই না!
তোমাকেও মাইনাস X((

৩৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৭

শোশমিতা বলেছেন: আপু এত্তো গুলো বই কিনেছ?
ওহ আমাকে গিফ্ট করবা তাই বেশি বেশি কিনেছ তাইনা আপু ? ;) :P

সোহামনির অনেক বড় হয়ে গেছে। কি পণ্ডিত পণ্ডিত ভাব :)
সোহামনির জন্য অনেক অনেক আদর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫২

রেজোওয়ানা বলেছেন: হুম তুমি দেশে আসো আগে ;)

সোহা এখন তার বই নিয়ে খুব ব্যস্ত, এমনই করে। নতুন বই আনলে একেকটা গল্প কমপক্ষে ১০/১২ বার পড়ে শোনাতে হয়, এরপরে সেই চরিত্র গুলো অভিনয় করে দেখাতে হয়, খুবই কষ্ট :(

৩৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫২

মাহবু১৫৪ বলেছেন: ২০ তম ভাল লাগা


এতগুলো বই কিনেছেন দেখে কেমন ঘুম ঘুম পাচ্ছে আমার । |-) |-) আসলে বই পড়ার জন্য যে ধৈর্য্য লাগে সেটা আমার খুব একটা নাই। আর তাই বেশ কয়েক বছর আগেই বই পড়ার বাতিকটা বলতে গেলে নেই। :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৯

রেজোওয়ানা বলেছেন: হায় হায় কি বলেন!!

আমাদের দুজনার একটাই নেশা, বই কেনা!

৪০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৭

বখাটে পুলা বলেছেন: সোহামনি মাঝে মাঝে "সুইট বেবী" বলে এগিয়ে আসা খালামনিদের গাল টানাটানিতে মোটামুটি বিরক্ত ... =p~ =p~ =p~ =p~ =p~ =p~


"সুইট হাতি" বললে নিশ্চই অতটা বিরক্ত হত না তাই না ঐরাবত খালা?.. =p~ =p~ :-/


আমি ভাগি... :-& :-& #:-S

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০২

রেজোওয়ানা বলেছেন: ঐ বখাইট্টা, তুই আবার জেল থেকে বার হইলি কবে?

যা ভাগ বলছি X((

৪১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫১

অন্তরন্তর বলেছেন: আপনার বই কেনা দেখে আমারও বই কিনতে ইচ্ছে করছে। লাস্ট বই কিনেছিলাম ২০০৯ বই মেলায়। প্রবাসে থাকার কারনে বইমেলা খুব মিস করি। ভাল থাকবেন অনেক অনেক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৮

রেজোওয়ানা বলেছেন: বই মেলাটা আসলেই প্রাণের মেলা। এই সময়ে টি এস সির কাছে যেতেও ভাল লাগে, বাংলা একাডেমীর সিড়ি বসে, কিংবা নজরুল মঞ্চের বাধানো চত্বরে বসে মানুষ দেখতে ভাল লাগে, গেট থেকে বার হয়ে রাস্তার ডিভাইডারে বসে বই হাতে মানুষ দেখতে দেখতে ভেলপুরী আর আলুকাবালি আর ছোলার চাট খেতে ভাল লাগে........মেলার বাতাসটাই আসলে ভাল লাগে :)

৪২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৯

আরমিন বলেছেন: রেজুআপু, দারুন পোস্ট!!
হিংসা হিংসা হিংসা!!!!!
অসম্ভব মিস করছি বইমেলা!!!!

ষোহামনিটা কি মজা করে বই পড়ছে!!! ওকেও হিংসা!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৫

রেজোওয়ানা বলেছেন: সোহামনি বইয়ের গল্প পড়ে শোনাতে শোনাতে আমার মুখ ব্যাথা হয়ে যাচ্ছে, সব সময়েই এমন হয়। একবার পড়ে শোনাই, শেষ হলে বলে আবার বলো"! অন্যটা শুনবে না, যেটা পড়লাম সেটাই আবার বলতে হবে! এভাবে একটানা তিন চারবার শুনবে :(

৪৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২০

আরমিন বলেছেন: ২২তম ভালোলাগা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৮

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু আরমিন আপু :)

৪৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২৬

রাইসুল জুহালা বলেছেন: আপনাদের এই পোস্টগুলো পড়ে মেলা ঘুরে আসতে যে আমার কতটা ভাল লাগে, সেটা আপনারা দেশে থাকাবস্থায় কখনো বুঝতে পারবেন না! এটা বুঝিয়ে বলা সম্ভব না আমার পক্ষে।

অনেক ধন্যবাদ। আপনার বইয়ের সংগ্রহ খুবই রিচ। এক্সট্রা অর্ডিনারী বলা যায়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৯

রেজোওয়ানা বলেছেন: বইয়ের সংগ্রহের ব্যাপরে আসলে আমাদের দুজনার আগ্রহের বিষয় এক হওয়াতে বেশ সুবিধা হয়েছে। আর একাডেমিক প্রয়োজনিয়তাটাকেই প্রাধন্য দেয়াতে এই অবস্থা! আগে গল্পের বই কিনতাম বেশি, এখন আর তেমন কেনা হয় না!

বই মেলাটা আসলেই অনুভব করার একটা বিষয়!

সব কিছুই ভাল লাগে মেলার :)

৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৯

তাসনোভা আফরিন বলেছেন: বই মেলা পোস্ট ভাল লাগলো আপু । আপনার সংগ্রহ দেখে মাথা ঘুরতেছে X((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৮

রেজোওয়ানা বলেছেন: সংগ্রহ তো দেখোই নাই, এখনই মাথা ঘুরলে চলবে?
B-)

৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৩

শব্দহীন জোছনা বলেছেন: অনেক অনেক বই :-* :-* :-*

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৯

রেজোওয়ানা বলেছেন: দেখতেও ভাল লাগে :)

৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৭

রুপ।ই বলেছেন: আমি কেবল ভাবছি যাব বইমেলায় কিনত্ত যানজট আর ধুলার ভয়ে যাই নাই। মনটা খারাপ ও হয়েছে কেননা এই বারই প্রথম বইমেলায় গেলাম না । বছরের খোরাকের যোগান দেওয়ার জন্যে আপনার বাসায় একদিন যেতে হবে। ;)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৫

রেজোওয়ানা বলেছেন: বই কিনতে এই সব তুচ্ছ ধুলাবালির ভয় করলে চলে? বই মেলার ধুলাবালিতেও আনন্দ আছে।

বি:দ্র: এই খানে ধার দেয়া হয় না! ;)

৪৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৩

মুহসীন৮৬ বলেছেন: :( আপু আপনার সাথে দেখা করতে পারলাম না। আপনার বইগুলোকে বেশি জ্ঞানী মনে হচ্ছে B:-) ভাবছিলাম ইন্টারচেন্জ সিস্টেমে পড়বো। কিন্তু হায়, অতো জ্ঞানী বই যে আমার এন্টেনায় আটকাবেনা :(

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৩

রেজোওয়ানা বলেছেন: আরে না না, এই গুলা বেশি জ্ঞানের বই না! আর ইন্টারচেঞ্জের কি গল্পের বই করতে চাও? আমি শুধু বল্টু পিএই ডির একটা বই কিনেছি :(

৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৭

মুহসীন৮৬ বলেছেন: আজকে যাবো শেষবারের মতো :D

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২১

রেজোওয়ানা বলেছেন: তোমার সাথে আর দেখাই হলো না!

৫০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৩

সুস্ময় পাল বলেছেন: 'কিশোর পঞ্চাশৎ' বইটার কাভার দেখে পড়তে লোভ হচ্ছে। :)

বাকি বইগুলো ( সোহার গুলো বাদ দিলে ) অতিশয় জ্ঞানী বই ... ... আমার মাথায় আপাতত ঢুকবে না। :| :|

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

রেজোওয়ানা বলেছেন: বইটা আসলেই চমৎকার! গল্প গুলো বিখ্যাত সব লেখকগণ অনুবাদ করেছেন, তাই পড়ে আরাম পাওয়া যায় :)

বাকি গুলারে কেন গিয়ানী মনে হলো? :(

৫১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৬

দূর্যোধন বলেছেন: আপনিও কেস নিয়ে ভয়টয় দেখাচ্ছেন ! :(

এমনিতেই আমার খুব ভয় করে....পরিচালকের চেহারা আবার ভীমদর্শন কিনা !!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৮

রেজোওয়ানা বলেছেন: হুম, দু চারটা বডিগার্ড নিয়োগ দিয়া ফেলেন!

৫২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৬

নোমান নমি বলেছেন: আপু এত বই কিনছেন?? আপনার বাসায় জায়গা হবে??? না হইলে বাদ দেন আমার বাসায় পাঠাইয়্যা দেন...
পরে প্রয়োজন হইলে নিয়ে পইড়া আবার ফেরত দিয়েন :D :D

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২১

রেজোওয়ানা বলেছেন: বুক সেলফ তো ফাকাই পরে আছে, উল্টা তোমার কাছে এক্সট্রা কিছু থাকলে আমাকে দিতে পারো :#)

৫৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩০

জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেছো!

সত্যিকথা বলতে কি-একসময় এই ভার্সুয়াল প্লাটফর্মের মানুষগুলো এমন এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ ছিলাম যার জন্য অনেক ব্যাস্ততার মাঝেও আমরা এই ধরনের গ্যাদারিং এ অনেকের সাথে পরিচিত হবার জন্যই উন্মূখ হয়ে থাকতাম! মাত্র এক ঘন্টার একটা আড্ডার জন্য চট্টগ্রাম, সিলেট, গাইবান্ধা, নেত্রকোনা, হালুয়াঘাট থেকেও ব্লগারগন ঢাকা আসতেন! কি যে ভাল লাগতো-পারস্পরিক দেখা সাক্ষাতে পরিচিত হয়ে। সেই পরিবেশটা এখন নেই বললেই চলে-কিন্তু মনের আকুতি ঠিকই রয়ে গেছে।

মেলাতে আমিও অল্প কিছু সময়ের জন্য গিয়েছিলাম-শুধু বই কেনার জন্য। আগেই তালিকা করে রেখেছিলাম-যে সব বই কিনবো সেগুলোর। তুমি অনেকগুলো বই কিনেছো! ভালভাল বই পড়ার শেষে রিভিউ দিতে চেষ্টা করবে-তাহলে অনেক পাঠক ভাল বইয়ের সন্ধান পেয়ে পড়বে এবং উপকৃত হবে।

সোহামনির জন্য শুভাশীষ।

২৪তম প্লাস।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৭

রেজোওয়ানা বলেছেন: আসলে আরও অনেকবারই আড্ডা দেখলাম, যাবার আকুতি তেমন ভাবে টের পাইনি। এবার বই মেলাতে সবার সাথে দেখা হয়ে খুব ভাল লেগেছে। তাই ভাষা দিবসের আড্ডাতেও গেলাম। জানা আপু, অরিল ভাই, সৌম্য ভাই, শান্তির দেবদূত, হুমায়ূন কবির, ডুলপুত্র, অর্ফিয়াস ভাই, শরৎ, কৌশিক ভাই, সবাক ভাই, বরকত ভাই.....এমন অনেক স্বনামে পরিচিত ব্লগারদের সাথে দেখা হলো, সত্যিই খুব ভাল লেগেছে তখন!

সি এম তারেক রেজার বই দুটো নিয়ে রিভিউ দেবার ইচ্ছা আছে, অবশ্য আমি এই কাজটা তেমন ভাল পারি না। তবে বই দুটো দেখে এত ইমপ্রেসড হয়েছি যে কিছু একটা লিখতে ইচ্ছা করছে।

অনেক ধন্যবাদ জুলভার্ণ ভাই মন্তব্যের জন্য। আপনার চোখে আগের দিনের বই মেলা নিয়ে কিছু লেখা শেয়ার করুন আমাদের সাথে, আগে কেমন ছিল, এসব। খুব ভাল লাগবে।


অনেক ভাল থাকুন :)

৫৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৪

মুহসীন৮৬ বলেছেন: ২৫ তম প্লাস এবং ১০০ তম মন্তব্য !:#P !:#P !:#P

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩২

রেজোওয়ানা বলেছেন: অভিনন্দন!

তোমার জন্য রইলো একটা লেবেঞ্চুস :)

৫৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৩

নাআমি বলেছেন: সৌরভের লেখা বইটা বইমেলাতে দাওনি ? আমিতো শেষ করতে পারিনি পড়ে, আম্মা'র কাছে ওটা এখন ক্যানাডাতে ঘুরছে, কথা দিয়েছেন ওনি পড়া শেষ করে পাঠিয়ে দিবেন আমাকে......সেই আশায় অপেক্ষা করছি.....

সোহামনির বই সহ ছবিটা অসাধারন !! পুতুলটাকে কি যে মিস করি !! শান্তিমত আদর করতে পারলামনা এবার......

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৭

রেজোওয়ানা বলেছেন: নাহ আপু, ওর বইটা তো ২০০৯ এ বার হয়েছিল, ইতিহাস একাডেমী থেকে। এরা আবার মেলায় বই দেয় না, এছাড়া কপিও শেষ। রিপ্রীন্টে যেতে হবে!

তোমার কথা ও বলে এখনও জানো! তোমাকে আমাদের সবার খুব ভাল লেগেছে আপু, খুব মিষ্টি তুমি :)

৫৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: দারুণ সব বই কিনেছেন! আমরাও অনেক বই কিনসি, তবে এত না। এবার আমার বই কেনার খরচ অর্ধেক হৈসে। :#)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪০

রেজোওয়ানা বলেছেন: হুম বিবাহ পরবর্তী দাওয়াত খাবার চাপে আছো মনে হয়! তোমার তো অটোগ্রাফ নিতে পারলাম না, ঐটা কিভাবে যে নেই! আমার কপালই খারাপ আসলে :(

৫৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫২

রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা রইল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৩

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ রোজেল :)

৫৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব মজার অভিজ্ঞতা হলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৬

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ তা বলা যায়। তবে বাঘমামাকে ধরতে পারলে আরও মজার হতো! :)

৫৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৪

বড় বিলাই বলেছেন: আহারে সোহামনির গাল দুটোর কথা চিন্তা করে দুঃখ হচ্ছে।





আমিও যদি টিপে দিতে পারতাম। ;)

বাবুটা এখন বইও পড়তে পারে। :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫১

রেজোওয়ানা বলেছেন: না আপু, এখন শুধু অ, অ এই সব চিনতে পারে। ছবি দেখছে। আমাদের পড়ে শোনাতে হয়, এরপর আবার সেই সব চরিত্র গুলো অভিনয় করে দেখতে হয় :(

৬০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

সোমহেপি বলেছেন: আমি ঢাকা আমু ২৯ তারিখ রাতে ততক্ষণ মেলা থাকবনি?

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৩

রেজোওয়ানা বলেছেন: আসছো আজকে?

৬১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৫

শাহেদ খান বলেছেন: বইয়ের কালেকশন দেখে খুব খুশি লাগছে ! বই দেখলেই আমার খুশি লাগে !

কিনেছি অনেক, তবে আপু'র চেয়ে কম হবে। অনেক অনেক ভাল লাগল পোস্ট !

:)

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১০:৪০

রেজোওয়ানা বলেছেন: নতুন বই দেখলে আমারও খুব খুশি লাগে শাহেদ। বই কেনার পর অনেক দিন টেবিলে রেখে দেই, দেখি! তারপর সেলফে রাখি!

৬২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২১

আলিম আল রাজি বলেছেন: হু। উন্মাদ হয়ে গেছি কিছুটা। :)

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১০:৪৬

রেজোওয়ানা বলেছেন: তোমার জন্য গর্বিত রাজি, আন্তরিক অভিন্দন জেন :)

৬৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫২

অর্পণ! বলেছেন:
এত্তোগুলা বই!!!!!!

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১০:৫৩

রেজোওয়ানা বলেছেন: কান্নাকাটি কেন :(

৬৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৩

বাঘ মামা বলেছেন: মাননীয় মডু,আপনাকে ৭ দিন পর্যবেক্ষনে রাখা হলো,যদি এই সময়ে বই গুলো পড়ে ফেলতে না পারেন তাহলে সেগুলো ফেরৎ নিয়ে আসা হবে।


মেলায় গিয়ে বাঘের হাত থেকে বেঁচে যাওয়া সেই ভয়ংকর অভিজ্ঞতা চেপে গেলেন কেন? :)হাহাহহাহাহহা

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১০:৫৭

রেজোওয়ানা বলেছেন: এহ, এগুলো লং টার্ম প্রজেক্টের আওতায় কেনা!

আর বাঘ মামাকে তো আমি দেখিনি। বাঘমামা আমাকে দু'বার ফাঁকি দিয়েছে, তাই রাগ করে বাঘ মামাকে বাদ দিয়েছি!

:(

৬৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৫

ইকরাম উল্যাহ বলেছেন: জি জনাবা, আপনার কিতাবের সংগ্রহ দেখিয়া হতাশায় দীর্ঘশ্বাস ফেলিলাম। খোদাতাআলা যদি এত কিতাব খরিদ ও সংগ্রহ করিবার সামর্থ্য ও ধৈর্য প্রদান করিত তাহা হইলে বাধিত হইতাম।
:-0 :-0

/#:)

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:০৩

রেজোওয়ানা বলেছেন: /:) :-* /:)

৬৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৪

তন্ময় ফেরদৌস বলেছেন: আমার সাথেও দেখা হয়েছিলো। সেই যে আমি, আপনি আর অপরীনিতা, গাপলু গুপলু তিন ভাই বোন। :)

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:০৬

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ তাইতো।
ভুলে গেলাম কিভাবে! :(

এক্ষুনি এড করছি!

৬৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৭

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৩১তম ভালোলাগা রইল :)

মেলায় যেতে পারলাম না এবার :(


শুভকামনা রইল!!

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:১৯

রেজোওয়ানা বলেছেন: তোমার সাথে দেখা হলে খুব ভাল লাগত চয়ন!

ভাল থেকো :)

৬৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১০

শ।মসীর বলেছেন: এত বই পড়ার টাইম কই পান !!!



ঢাকায় আসার পর এই প্রথম আমি বই মেলাতে যাইনি :(

কারন পৃথিবীর সবচেয়ে সুন্দর বইটি পড়া নিয়ে ব্যস্ত :):)

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:২৩

রেজোওয়ানা বলেছেন: বাবু আসার পরে আমরা প্রথম একটা মেলা মিস করেছি। এরপর সহা মনি দু'বছর বয়স থেকেই আমাদের সাথে মেলায় গেছে। প্রথমবার মেলার তার সাথে আবার জাফর ইকবাল স্যারের দেখা হয়েছিল!

ভোর বেলা, রাতে ঘুমানোর আগে, রাস্তায় জ্যামে......কত কত সময় :)

৬৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১২

মাহী ফ্লোরা বলেছেন: এত্ত বই! :-B

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:২৬

রেজোওয়ানা বলেছেন: হে হে হে ;)

৭০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১১

জাফরিন বলেছেন:
"উয়ারী -বটেশ্বর শেকড়ের সন্ধানে" বইটা সংগ্রহ করেছি। খুবই ভাল লেগেছে। আর বারবার মনে হচ্ছিল কত বড় মিস করেছি। আমিও এখানে কাজ করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু...... :(

এত বই দেখে হিংসা দিলাম আপু। আপনার মত যখন চাকরি করব আর অনেক টাকা হবে তখন আমিও এত্ত এত্ত বই কিনব, হুহ্ !!
X(( X(( :P

০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:৪৮

রেজোওয়ানা বলেছেন: হি হি হি.......তখন আমি জাফরিনের কাছ থেকে বই ধার নিয়ে আর ফেরত দেব না ;)

৭১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০২

আকাশ মামুন বলেছেন: ইস কত্ত বই ।

০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:২৫

রেজোওয়ানা বলেছেন: টাকার অভাবে কত পছন্দের বই কিনতে পারলাম না :(

৭২| ০১ লা মার্চ, ২০১২ সকাল ৮:০৮

কালীদাস বলেছেন: :D আছেন কেমন?
এইবার বইমেলায় যাওয়া হয় নাই, যদিও ভার্সিটি গেছি কয়েকবার:(

০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৩০

রেজোওয়ানা বলেছেন: এক মাস পরে আসছেন ভাল কথা। আমার চকলেট নিয়া আসছেন?

X((

৭৩| ০২ রা মার্চ, ২০১২ রাত ১২:১২

একজন ঘূণপোকা বলেছেন: আমারে দেখেন নাই। ও পরীক্ষা তো তাই মনে হয় আমি যাই নাই।





সোহা মনি অনেক কিউট। আমার আদর দিবেন

০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৪৪

রেজোওয়ানা বলেছেন: নাহ, কোন পোকা তো দেখলাম না! ;)



আদর পৌছে দিলাম!

ভাল থাকুন, পরীক্ষা ভাল হোক :)

৭৪| ০২ রা মার্চ, ২০১২ রাত ৩:০৫

ছায়াপাখির অরণ্য বলেছেন:
নির্বাক কবিত্রয়!!

ভালো বলসেন আপু! :D

একেবারে শেষদিন গিয়েছিলাম, আপনার সাথে দেখা হলে ভাল্লাগতো ভীষণ!

০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:৪৭

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ তোমার আর ডিডি এর সাথে দেখা হলে আমার খুব ভাল লাগবে, খুব :)

৭৫| ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৫:০২

আবু সালেহ বলেছেন: বই দেখে হিংসে হচ্ছে.....যতদূর জানি বই চুরিতে দোষ নেই..... :P :P :P ;)

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৫১

রেজোওয়ানা বলেছেন: কিছু কিছু বই .......আমিও.........এভাবেই.......... ;)

৭৬| ০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

কালীদাস বলেছেন: চকলেট, না?? দেখি আপনের কত ক্ষেমতা.... B-))









আরো লাগবে ? :!> :#>

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৫৩

রেজোওয়ানা বলেছেন: না ঠিক আছে। এই বার এগুলা প্যাক কইরা আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দেন ;)

৭৭| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১০:১২

সমুদ্র কন্যা বলেছেন: আপু :)

আপনার বাসার ঠিকানাটা দেন তো। ডাকাতি করতে আসবো। B-)) B-))

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৫৬

রেজোওয়ানা বলেছেন: ইসমনিয়াকদের চুরি ব্যার্থ হয় ;)

৭৮| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১১:৫৫

মিরাজ is বলেছেন: ১২ তারিখ গেছিলাম তবে সন্ধ্যা হয়ে গিয়েছিলো দেখা হয় নাই। অপর বাস্তব উন্মোচনের দিনে দেখা হয়ে ভালো লেগেছে। আমি মনে হয় ৫/৬ দিন গেছি বই কিনছি দুইদিন (কয়টা হিসাব করা সম্ভব না বাচ্চাদেরি মনে হয় ১০, ১২টা) আর শেষদিনে তিনটা। মেলাটা সারামাস ব্যাপি ব্লগারদের মিলন মেলা ছিলো। প্রতিবারই রানা ভাই, তানিম ভাই, হানিফ রাশেদিন ভাইয়ের সাথে দেখা হয়ছে। একদিন শুধু মনে হয় ব্লগারদের সাথে দেখা হয়নি তাও ফেরত আসার সময় তন্ময় ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভালো লাগে প্রাণের মেলাটা।

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৫৭

রেজোওয়ানা বলেছেন: আমারও খুব ভাল লেগেছে তোমাদের সবার সাথে দেখা হয়ে। একটু কথা বলতে পারলে আরও ভাল লাগতো, কিন্তু সেটা তো আর হলো না!

৭৯| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ২:০৮

ছায়াপাখির অরণ্য বলেছেন: সমুদ্র কন্যা বলেছেন: আপু :)

আপনার বাসার ঠিকানাটা দেন তো। ডাকাতি করতে আসবো।

সহমত!!

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১০:৫৮

রেজোওয়ানা বলেছেন: আজকেই থানায় একটা জিডি করতে হবে দেখছি :(

৮০| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ২:১৬

রেজওয়ান তানিম বলেছেন: প্রচুর বই কিনেছেন।

নির্বাক কবিত্রয় !! উনারা বাকি দুই জন ( ফাহাদ ভাইয়া, অমিত দা ) নির্বাকপ্রায় হলেও রানা ভাইয়া সবাকই আছেন। হে হে হে

তবে আমার বকবকানির ঠ্যালায় কাবু হয়ে গেছিলেন।

এনিঅয়ে আমি ভাবছি ব্লগারদের হিংসা একটু বাড়াবো। দুইটা হিংসাত্বক পোস্ট দিয়ে।

হে হে হে

০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১১:২৬

রেজোওয়ানা বলেছেন: হিংসা তারাতারি বাড়িয়ে দাও ;)

৮১| ০৪ ঠা মার্চ, ২০১২ বিকাল ৪:২০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমার সাথে তো আপনার দেখা হলো না। আপনার সাথেও আমার দেখা হলো না। :(

০৬ ই মার্চ, ২০১২ সকাল ৯:৫৫

রেজোওয়ানা বলেছেন: আপনাকে আমার দেখার খুব ইচ্ছা ছিল ভেবু!
হলো না তো :(



৮২| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৮:৩৬

কালীদাস বলেছেন: দিলাম তো চকলেট...এলা কইনচান দেহি, বইটা এখন কই পাওন যাইব?

০৬ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৭

রেজোওয়ানা বলেছেন: এখন আজিজ সুপার মার্কেটে পাবেন। ঠিকানা : ৯১ আজিজ সুপার মার্কেট (৩য় তলা) শাহবাগ, ঢাকা।
ফোন: ৯৬৬৬২৪৭, ০১৭১৬৫২৫৯৩৯

তারাতারি কিনা ফেলান :)

৮৩| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৯:৪৭

আকাশটালাল বলেছেন: আগামীকাল অপরবাস্তব-৬ বই নিয়ে আইসেনতো, চোখ বুলামু। ওহ হ্যাঁ, থ্যাংকস ফর দ্যা ট্রীট !:#P !:#P

শুটকি খাবেন? রান্না করছি :)

০৬ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫০

রেজোওয়ানা বলেছেন: নিজের টাকা দিয়া কিন্না পড় শয়তান X((


আই হেইট শুটকি মাছ /:)

৮৪| ০৬ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫৬

রিমঝিম বর্ষা বলেছেন:

:( :( :( :( :(

৮৫| ০৬ ই মার্চ, ২০১২ বিকাল ৩:২৭

কালীদাস বলেছেন: দেখি, যত শিঘ্রি পারি যাব :)
থ্যাংকস আপা:)

০৭ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৫

রেজোওয়ানা বলেছেন: আসল জিনিসটাই লিখতে ভুলে গেছি, বই ঘরের নাম শুদ্ধস্বর!

থ্যাংকস জানিয়ে লজ্জা দেবেন না :)

৮৬| ১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৯

পাহাড়ের কান্না বলেছেন: ওরে কত বই কিনসে রে। আমি খালি অপরাবাস্তবই কিনছি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.