![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
ব্লগে সকলের নানারূপ গদ্য-পদ্য ইত্যকার রচনা দেখিতে দেখিতে একদা আমার মনেও সুপ্ত বাসনা জাগিয়া উঠিল, 'আহ!! আমিও যদি এরূপ লিখিতে পারিতাম!
কিন্তুক, ভাবিলেই কি আর কার্জ উদ্ধার হয়, যতই ভাবি এই পোড়া কি-বোর্ড হইতে সেই রদ্যি মার্কা ইতিহাস পাতিহাস ব্যাতিরেকে আর কিছুই বাহির হইলো না।
শেষ কালে একদিন কতিপয় শুভ্যানুধ্যায়ী কিঞ্চিত বিরক্ত হইয়া কহিল "আপনি শুধু এরূপ আতলামী মাতলামী লিখা লিখেন কেন, সৃজনশীল কিছু লিখিতে পারেন না?"
এহেন স্নেহ মিশৃত ভৎসর্না শুনিয়া মরমে মরিয়া গিয়া মারিয়া হইয়া ভাবিলাম আর নয় এইবার আমাকে একখানি গল্প লিখিতেই হইবে, নইলে ইহ জীবন বৃথা।
ভাবিয়া দেখিলাম সাহিত্য জগতে গল্পের মধ্যে কুলিন হইলো বিয়োগান্তক প্রেম উপখ্যান! মোক্ষম মতন একখানি লিখিতে পারিলে, একবার পাঠকের মর্মমূলে আঘাত করিতে পারিলে এই এক গল্পেই ২০০ লাইক, ৪০০ মন্তব্য, হাজার হাজার হিট।
তাই সমস্ত দিবস রজনী জুড়িয়া উঠিতে বসিতে, হাসিতে কাশিতে, নাইতে খাইতে ভাবিতে ভাবিতে শেষ কালে একদিন গল্পের একখানি ছক কাটিয়া ফেলিলাম। ঘটনা এরূপ...একদা গল্পের নায়ক-নায়িকার শিশুপার্কে দেখা হইবে, এরপরে প্রেমে গদগদ হইয়া উাহারা শিশু পার্কের ট্রেনে চড়িয়া, মেরি গো রাউন্ডে ঘুড়িয়া, চিড়িয়াখানায় চিড়ায় দেখিয়া, বাদাম খাইয়া বেড়াইবে।
বিস্তর ঘুরাঘুরি করিয়া সাধ মিটিবার পরে একদিন নায়ক কহিবে, 'অনেক তো হইলো,এইবার তুমি তোমার পথ দেখ, আমি এক্ষনে বিবাহ করিব'.....বলিয়া চলিয়া যাইবে!
এহেন মর্মান্তিক গল্প ফাঁদিয়া নিজের কৃতিত্বে নিজেকেই পিঠ চাপড়াইয়া দিলাম!
কিন্তু কি বলিবো দু:খের কথা, এইটুকুতেই আমার লেখক প্রতিভার অবসান হইলো, গল্পের ছক হইলেই তো হয় না, আরও পাত্র পাত্রী লাগিবে, উহাদের মুখে ভাষা লাগিবে আর সে সব ভাবিয়া আমি নিজেই ভাষাহীন হইয়া পরিলাম!
এক্ষনে আমাকে দয়াপরবশত হইয়া সাহায্য করিলেন দূর্যোধন! তিনি গল্পের নায়ক নায়িকার মুখে কথা যোগাইবার একটা অভূতপূর্ব ফর্দ ঠিক করিয়া দিলেন........
''এই শোনো''
-''বলো গো''
-''শুনছো?''
-''শুনছি গো''
-''না তুমি শুনছো না''
-''কি যে বলো না গো''
-''হ্যাঁ গো''
-''কি গো?''
-''ও গো''
-''মা গো''
শুন্যস্থান পূরনের মতো করিয়া বসের প্রদর্শিত পথে আমি হাটিতে লাগিলাম, আর ভাবিতে লাগিলাম এইবার আমায় আর ঠেকায় কে! এক গল্প দিয়াই হাসান মাহবুব, মাহী ফ্লোরা, ইত্যকার গাল্পিকদের ভাত মারিব!
এমন সময়ে আমার অনুজ আসিয়া, কহিল কি লিখিতেছিস দেখি দেখি বলিয়া আমার খাতা খানি টানিয়া লইল! আমি কহিলাম, একখানা নভেল লিখিতেছিলাম, দেখ তো কেমন হইলো', বলিয়া উদাস হইয়া আড়চোখে তাহার দিকে তাকাইয়া রইলাম!
সে পড়িতে লাগিলো, পড়িতে পড়িতে দেখি বহুরূপি গিরগিটির মতন তাহার গাত্রবর্ন পরিবর্তিত হইয়া রক্ত বর্ন ধারন করিতেছে~
আমি ভাবিলাম, আহা কতইনা ভাল হইয়াছে আমার প্রথম লেখা খানি, পড়িয়া দু:খে ভ্রাতার এই অবস্থা!
স্মিত হাসিয়া জানিতে চাইলাম, কেমন লাগিলো?
উত্তরে সে কহিল "ফের যদি গল্প লিখিবি তো তোকে পোটলা পেটা করিব, মারিতে মারিতে একদম সাবার করিয়া দেবো"......বলিয়া খাতাখানি ফেলিয়া দিয়া চলিয়া গেলো!
কলিকালের ছেলেপুলেরা এমনই হয়, গুরুজনদের সন্মান করিতে জানে না! দীর্ঘশ্বাস ফেলিয়া নিজের অজান্তেই কখন যে খাতাখানি কাঁচি দিয়া হৃদয় আকারে কাটিতে শুরু করিলাম কে জানে!
হঠাৎ আম্মার হুংকারে ধ্যান ভাঙ্গিল! চমকাইয়া উঠিয়া শুনি তিনি বলিতেছেন " এই দূর্মুল্যের বাজার কোন আনন্দে কাগজ কাটিয়া পাহাড় করিতেছো? থাবরা যদি খাইতে না চাহিস তো ভালয় ভালয় সব জোড়া দে আবার"........বুঝিলাম এই বাক্যবান আমাকেই উদ্দেশ্য করিয়া নিক্ষেপিত হইতেছে!
আরেকটা প্রলম্বিত দীর্ঘশ্বাস ছাড়িয়া ভাবিয়া দেখিলাম, এই বয়সে মায়ের হাতে থাবরা খাওয়া কোন কাজের কথা নয়! তাই গ্লু সহযোগে জোড়া লাগাইতে বাসিলাম ছেড়া কাটা হৃদয় গুলা...........
বোকা বেড়াল!
হাস্যমুখি হাতি!
গিয়ানী পেঁচা!
দেঁতো ঘোড়া!
ভ্যাবলা কুকুর!
ভুড়িওয়ালা ভেড়া!
পাজী প্রজাপতি!
সিংহ মামা!
অমায়িক গন্ডার!
লম্বু সারস!
নীল খরগোশ!
সুইট গরু!!
ছবি গুলো পেপার কাটিং ক্রাফট, আঁকা ছবি না! মানে হইলো কিনা, রঙিন কাগজ বিভিন্ন মাপের হৃদয় আকারে কাটিয়া, গ্লু দিয়া জোড়া লাগাইয়া বানানো হইয়াছে!
সুতরাং বুঝিতেই পারিতেছেন, কবি যতই বলুক 'এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া".....সে সকল বাজে কথায় না দিয়া খুব আয়েশেই ভাঙ্গাচোড়া, কাটাছেড়া হৃদয় দিয়া বানাইয়া ফেলিতে পারিবেন গরু, বেড়াল, ভেড়া কিংবা গন্ডার!'
প্রেমিক মৎস যুগল!
শেষ কথা:
আপনাদের জন্য আমার সেই করুন গল্পের কিয়দাংশ তুলিয়া দিলাম
......
''এই শোনো''
-''বলো গো''
-''শুনছো?''
-''শুনছি গো''
-''না তুমি শুনছো না''
-''কি যে বলো না গো''
-''হ্যাঁ গো''
-''কি গো?''
-''ও গো''
-''মা গো''
-''কি আমাকে মা বললে!''
-''না মানে মায়াবতী বলতে গিয়ে মা বলে ফেলেছি''
-''মায়াবতী বলতে গিয়ে মা বলেছো, ফাইজলামি করো আমার সাথে? আমি কি লবন ছাড়া ভাত খাই ভাবছো?''
-''ফাজলামি কি করলাম! আর আমাকে ফাজিল বললে মনে হয়''
-''হ্যাঁ বলেছি, ফাজিল মানুষরে ফাজিল বলবো না তো কি পীর বলবো?''
-''হাঁসের মতো গ্যাক গ্যাক করো না''
-'এত বড় কথা, আমার গলা হাঁসের মতো! ঘুরাইয়া একটা থাবরা দেবো''
আর না আগাই, কি বলেন?
একটি হাউকাউ পার্টি পরিবেশনা!
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
রেজোওয়ানা বলেছেন: নিজের পোস্টে নিজে কমেন্ট করলে কমেন্ট সংখ্যা বাড়ে, মুসাফির মাম্মায় কইছে :-<
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
''এই শোনো''
-''বলো গো''
-''শুনছো?''
-''শুনছি গো''
-''না তুমি শুনছো না''
-''কি যে বলো না গো''
-''হ্যাঁ গো''
-''কি গো?''
-''ও গো''
-''মা গো''
-''কি আমাকে মা বললে!''
-''না মানে মায়াবতি বলতে গিয়ে মা বলে ফেলেছি''
-''মায়াবতী বলতে গিয়ে মা বলেছো, ফাইজলামি করো আমার সাথে?''
-''ফাজলামি কি করলাম! আর আমাকে ফাজিল বললে মনে হয়''
-''হ্যাঁ বলেছি, ফাজিল মানুষরে ফাজিল বলবো না তো কি পীর বলবো?''
-''হাঁসের মতো গ্যাক গ্যাক করো না''
-''কি আমার গলা হাঁসের মতো! ঘুরাইয়া একটা থাবরা দেবো''
এই অংশটা পড়েই হা হা প গে!
আপনি পারেন ও বটে!
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
রেজোওয়ানা বলেছেন: সবই তাহার কৃপা!
হাহা হন, তবে পরিয়া গেলে কিন্তুক ব্যাথা পাইবেন
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রেমে পড়সিরে............
পাগল হইসিরে..........
খালি আন্ধা দেখিরে............
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
রেজোওয়ানা বলেছেন: চোখে আন্ধা দেখিলে প্রেমে পড়িবে কেমনে বালিকা? ইহা দেখিয়া শুনিয়া, বাজাইয়া পড়িবার বিষয়!
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
শায়মা বলেছেন: যাক গল্প না হোক শেষমেষ সল্পটা খুবই মনের মত হয়েছে আমার!!
জানোইতো কাটাছেড়া রং চং অং বং আমার বড়ই পছন্দের কাজ!!!
আমিও এই সবগুলা চেষ্টা করে দেখবো !!
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
রেজোওয়ানা বলেছেন: হু, এগুলো দিয়ে যখন পোস্ট দেবার কথা ভাবলাম তখন তোমার কথা একবার মনে পরসিল
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
নিরপেক্ষ মানুষ বলেছেন: খিক খিক খিক।পোস্ট ভালু পাইলাম
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
রেজোওয়ানা বলেছেন: জেনে ভাল লাগিলো.....খ্যাক খ্যাক খ্যাক!
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
তাসজিদ বলেছেন: ভালাবাসা কি, জানি না। খুব সম্ভবত জানেও চাই না।
কি তার রঙ, কি তার রূপ , কিই বা তার সুবাস।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
রেজোওয়ানা বলেছেন: জানতে না চাইলেও কি আর সে আপনার পেছু ছাড়িবে ভাবিয়াছেন। ঠিকই কোন এক ফাক তালে আসিয়া জুড়িয়া বসিবে!
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন:
খুবই চমৎকার পোষ্ট। ভাবতাছি আমিও টেরাই নিমু -
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
রেজোওয়ানা বলেছেন: অতি অবশ্যই টেরাই করিবেন!
বানানোর সুবিধার্থে আমি কালো কালি দিয়া আউট লাইন আকিঁয়া দিয়াছি ছবিতে!
একটা জিনিস শুধু খেয়াল রাখিবেন, বডি পার্টের অংশে হৃদয়টা একটু বড়সর গোলগাল হইবে, আর কান গুলো কিছুটা সুচালো করে কাটিবেন!
শুভ হোক
৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
তাসজিদ বলেছেন: যদিও এই দুষিত নোংরা পৃথিবীতে এখনও আছে স্বর্গীয় ভালবাসা
আপনি কেমন আছেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: আলহামুদিল্লাহ, এখন অনেক ভাল আছি!
আপনি ভাল তো?
৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বড়ই সুন্দর,,,মনে লেগে গেল
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
রেজোওয়ানা বলেছেন: জানিয়া প্রীত হইলাম ভগিনী লায়লা!
ভাল থাকিবেন দিবস রজনী
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর ।
+++
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদান্তে,
রেজোওয়ানা
১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
লোনলিফাইটার বলেছেন: একবার পাঠকের মর্মমূলে আঘাত করিতে পারিলে এই এক গল্পেই ২০০ লাইক, ৪০০ মন্তব্য, হাজার হাজার হিট।
শেষ পর্যন্ত তুমিও হিটের নেশায় সুমি?
বাই দ্য ওয়ে পোস্টে সোহার নামটা আশা করছিলাম।কারন এসব তুমি একা করোনাই।সোহারও অংশগ্রহন ছিলো।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
রেজোওয়ানা বলেছেন: শীতের প্রকোপে যখন জনজীবন স্থবির হইয়া পরিয়াছে, তখন হিট না খুজিয়া উপায় আছে? ভাবিতেছি একখানি রুম হিটার কিনিবো :-<
১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
আফিফা মারজানা বলেছেন: অনেক দিন বাদে সাধু ভাষার কোনো গদ্য পড়িয়া মনটা আমার ভরিয়া উঠিলো ।অতি উত্তম রচনা ।বড়ই সরস বাক্য সমূহ ।লেখিকাকে শুভেচ্ছা রহিল ।সাধু সাধু !
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্যখানি পড়িয়া আি বিগলিত হইয়া গড়াইয়া পরিয়া যাইতেছি চেয়ার হইতে
অনেক ধন্যবাদ মারজানা
শুভ সকাল...
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
ফাহিম আহমদ বলেছেন: likhte parchina hat valo na onk koste val laga janalm,,
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
রেজোওয়ানা বলেছেন: আরেহ, হাতে কি হইসে?
এখন কি অবস্থা?
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ''এই শোনো''
-''বলো গো''
-''শুনছো?''
-''শুনছি গো''
:!> :!> :!> :!> :!> :!> :!>
ভালো লেগেছে। ছবিগুলো এত সুন্দর কেনো? আপনি একেছেন ছোটবেলায় ? :#>
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
রেজোওয়ানা বলেছেন: মহাশয়, আপনি আমার এই কষ্ট লিখিত দু:খ উপাখ্যান খানি ভাল করিয়া পড়েন নাই, এই উপলক্ষে এক্ষনে আপনার ৫ টাকা জরিমানা হইলো
ইহা আংকিত ছবি নয়, কাগজ কাটিয়া আঠা দিয়া জোড়া লাগাইয়া প্রস্তুতকৃত ছবি!!
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
জেমস বন্ড বলেছেন: বাহ চমৎকার ছবি গুলো ।
তবে সবচেয়ে মজা পেয়েছি ছবিগুলোর নাম /ক্যাপশন দেখে , কে রেখেছে নামগুলী সোহা মামনি নাকি আপনি ?
++++
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন: সোহামনি কাগজে আঠা লাগিয়েছে, কোন কোনটায় সেটা পেপারে পেস্টও করেছে!
এটা আসলে সোহার সাথে খেলতে খেলতে করা, পেপার কাটিং ওয়ার্ক বাচ্চাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ন অবদান রাখে, ক্রিয়েটিভ চিন্তা করতে শেখায়.....আর খেলার মজা তো আছেই!
আমাদের দু'জনার খেলার বেশ কিছু সময় জুড়ে থাকে ইচ্ছা মত কাগজ কাটাকাটি
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
সায়েম মুন বলেছেন: এইগুলা তুমি আঁকছো কিনা সন্দ হয়। মনে হইতাছে সোহামনি আঁকছে। গল্প হইলো না আঁকাও হইলো না। তারপরও পোস্টে হাজার পেলাচ। যদিও এখনো একটাও দিতে পারিনি। আশা করি আপাতত একটা দিতে পারবো।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
রেজোওয়ানা বলেছেন: তবেরে হতচ্ছাড়া! এসকল আমি করিনি বলিয়া সন্দেহ পোষন করিতেছো, আইজ আমারই একদিন কি তোমার দশ দিন!
তবে একটা বিষয় বুঝিলাম, তুমি আমার ফাকিবাজি করিয়াছো....ইহা আকাঁ ছবি নহে, কাগজ ছিড়িয়া আঠা দিয়া জোড়া লাগাইয়া প্রস্তুতকৃত ছবি....হু!
যাও, তোমার বউকে একখানি ছবি উপহার পাঠাইয়া দেবোক্ষন।
১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
ইখতামিন বলেছেন: অষ্টম ভালো লাগা.
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ ইখতামিন
শুভ বিকেল
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
অণুজীব বলেছেন: +++
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য এবং ব্লগে আবার ফেরার জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইলো
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
জাফরিন বলেছেন: আপু, এত্তো কিউট!!!
প্রিয়তে নিলাম। অবশ্যই ট্রাই করে দেখব!
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
রেজোওয়ানা বলেছেন: তোমার ভাল লেগেছে জানতে পেরে আমারও খুব ভাল লাগলো জাফরিন!
শুভ বিকেল
২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ফাহাদ চৌধুরী বলেছেন: হৃদয় জোড়া দিয়ে উহাদিগের মাঝে যেসব প্রানীকুলের অবয়ক প্রদান করিয়াছেন তাহারা ও তাদের পুর্বে ব্যবহৃত বিশেষন গুলো দুর্দান্ত রকমের পার্ফেক্ট । আমি একাই ২০০ অদৃশ্য লাইক দিয়ে দিলাম ।
শিশুপার্কে ঘটিতব্য () অতীব মর্মান্তিক প্রেম উপখ্যান নভেলীয় হওয়ার পথে মারাত্মক সফল ।
সুপার্ব হাউকাউ পরিবেশনা ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
রেজোওয়ানা বলেছেন: শিশু পার্কে সুত্রপাত হওয়া প্রেম উপখ্যানের শেষ হইলো চিড়িয়াখানায়......এরূপ একটা ছকে নতুন নভেল লিখিব বলিয়া ভাবিতেছি। জানি না উহার পরিসমাপ্তি কোথায় হইবে
যাহা হউক ২০০ বলিয়া ১ টা লাইক দিয়া কাটিয়া পরিলেন, কেন আপনার কি আর কোন মাল্টি পাল্টি নাই? এহেন কথার বরখেলাপ করিলেন মহাশয়, দু:খিত হইলাম
২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
জানা বলেছেন:
বাহ্ চমৎকার। কথায় কাজে একাকার
আমার দ্বারা বাবা কোন কবিতা, গল্প, কল্পকথা অল্প-স্বল্পও হবেনা! তাই চেষ্টা করার অপচেষ্টাও সুবিধার হবেনা জানি। তার'চে ঐ হৃদয় কাটাকাটি (ঐ হলো আরকী!) করাই খানিকটা সোজা মনে হচ্ছে। কাগজ-পত্তর, কালি-কলম, ছুরি-কাঁচি সব যোগাড় করে দু'দিন অফিস থেকে ছুটি নিয়ে বসবো। দেখি, আমাকে কে টেক্কা দিতে পারে :!>
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
রেজোওয়ানা বলেছেন: রসের তৃষ্ণা শিল্পের ইচ্ছা যার জাগবে, সে তো কোন আয়োজনের অপেক্ষা করবে না;- যেমন করে হোক উপায় নিজে করে নেবে; এছাড়া অন্য কথা নেই। কাজের ঘানিতে জোতা রয়েছি আমরা, ঘানি পিষছি কিন্তু স্নেহরস যা বার করছি একফোঁটাও তো আমাদের কাছে আসছে না। রসালাপের অবসরটুকুও নেই, শিল্পের তৃষ্ণা মেটানো, শিল্পলাভ-এসব তো পরের কথা।
কাজের জগতের মোটা-মোটা লোহার শিক দেওয়া ভয়ঙ্কর অথচ সত্যিকার এই বেড়াজাল শুধু আমাদের ধরে চাপন দিচ্ছে না, সব মানুষই বাধা এতে।
কাজের কলে বন্দী আমাদের সব দিক দিয়ে এই ইচ্ছেসুখের পথে যেখানে বাধা সেখানে যন্ত্রনা ভোগ করি, উপায় কি? কিন্তু মন- সে তো এ বাধা মানবার পাত্রই নয়। জেলখানার দরজা মন্ত্রবলে খুলে সে তো বেরিয়ে যেতে পারে একেবার নীল আকাশের ওপারে। বিক্রমাদিত্যের দরবারে কবি কালিদাসকেও নিয়মিত হাজিরা দিত হতো, কিন্তু এতে করে মেঘরাজ্যের তপোবনে তাঁর বিচরনের কোন বাধাই তো হয়নি, ইচ্ছে সুখই আসল সুখ!
এ বিষয়ে কবি বলেছিলেন..............
হাপাইয়া গেছি আপু, পানি খেয়ে এসে বাকিটুকু বলবো
২২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
শান্তা273 বলেছেন: ছবি গুলো বড়ই সৌন্দর্য্য!
মুগ্ধ হইলাম!
ভালোলাগা রইল অনেক।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
রেজোওয়ানা বলেছেন: মুগ্ধ হইয়াছেন শুনিয়া প্রীত হইলেম শান্তা!
শুভেচ্ছা জানিবেন.....
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
শের শায়রী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম। ভাল থাকবেন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ শের শায়রী!
শুভেচ্ছা রইলো.....
২৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
জানা বলেছেন:
জরুরী কথা,
কেবলি ভাবনা, যাতনা, বেদনাময় ভালবাসার বাইরেও যে গুরুতর আঠাময় ভালবাসা আছে তা আমি আজ ঠিক ঠিক বুঝতে পারলাম
।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
রেজোওয়ানা বলেছেন: ভালবাসায় আর আঠায় অচ্ছেদ্য সম্পর্ক, ভালবাসা যেখানে, রং সেখানে, রং যেখানে আঠা সেখানে এই হলো স্বভাবের নিয়ম।
এক রঙা ভালবাসা, পাঁচ রঙা রূপ এ রয়েছে, ছ্যাকাময় ভালবাসায় বদ-রং রূপ তাও আছে, কিন্তু রং ছাড়া আঠা ছাড়া ভালবাসা তা কোথায়।
খাতার সাদা পাতা সেটা খানিক সাদা রং মাত্র নয়, চতুস্কোন একটা রূপও আছে তার। কাগজের উপরে কালো পেন্সিলে দাগলেম-সাদা রং কালো রনহ। দুই রঙের মিলনে তবে রূপটি ফুটলো। এমন কালো সেলেটে সাদা রূপ, নানা বর্ণের কাগজে নানা বর্ণ দিয়ে দাগা রূপ, এই ভাবেই যেমন ছবির পত্তন হয় ঠিক তেমনি ভালবাসা ছিড়েটিরে গেলে আঠা দিয়ে আবার গোড়াপত্তনের চেষ্টা!
ভালবাসার এই আঠাতত্ত্বের ব্যাপারে কবি গুরু বলেছিলেন................
ইয়ে বলছিলাম কি, আরেক গ্লাস পানি খেয়ে বাকিটা বলবো
২৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
অবুঝ_বালক বলেছেন: দারুন সুন্দর
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
রেজোওয়ানা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে আমারও
২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
অবুঝ_বালক বলেছেন: আমি মানুষটা একটা অবুঝ পোলা, কি আর বলব কিছুই বলার নেই আমার,
আমি এতটুকু বলতে পারি যে, আমার কাছে লেখাগুলো দারুন সুন্দর লাগলো
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
রেজোওয়ানা বলেছেন: বেশি না বুঝাই ভাল, যে যত কম বুঝে সে তত শান্তিতে থাকে!
লেখা ভাল লেগেছে জানতে পারাটা খুব আনন্দের
২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
শাহেদ খান বলেছেন: হাহ হা !
পুরাই হাউ-কাউ পোস্ট, আপু !
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
রেজোওয়ানা বলেছেন: একদম হাউ হাউ কাউ মাউ
শীতযাপন কেমন চলছে শাহেদ?
নাটকটা চমৎকার হয়েছে
শুভ জন্মদিন
২৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
পারভীন রহমান বলেছেন: গলপ পড়িয়া আমি প্রেমে গদ গদ হয়ে গেসি গো রেজ্জু
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
রেজোওয়ানা বলেছেন: আই লাবু পারু আপু :#>
২৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
বাঘ মামা বলেছেন: হাহাহাহাহা
ভালোবাসা নিয়া ভাবিয়া ভাবিয়া আপনি অনেক কিছুই তুলিয়া আনিয়াছেন দেখিয়া বড়ই সুখ পাইয়াছি।
অবশেষে যাহা বুঝিবার তাহাই বুঝিলাম,হার্ট দিয়া সব হইলেও কিন্তু ইহা দিয়া বাঘ হইবার নয়
চরম লিখেছেন,খুব ভালো লাগলো
শুভ কামনা সব সময়
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
রেজোওয়ানা বলেছেন: তবে আমি মাটি দিয়া খুব অমায়িক হাসি খুশি বাঘের মুখ বানাইতে পারি! একদিন আপনাকে দেখাবো কেমন হয় মাটির মানুষ বাঘ
সময় ভাল কাটুক বাঘ মামা......
৩০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
ডেডম্যান বলেছেন: সখি ভালো বাসার ভাড়া কত?
মজা করলাম
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
রেজোওয়ানা বলেছেন: ভাল বাসা মূল্য বৃদ্ধি হচ্ছে আশংকাজনক ভাবে!!!
৩১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
একজন ঘূণপোকা বলেছেন: ++
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ ঘূণপোকা!
শুভেচ্ছা রইলো......
৩২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
ছোট নদী বলেছেন: হা হা ভালা হইছেরে
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ ছোট নদী!
শুভ রাত
৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
মাহবু১৫৪ বলেছেন:
অসাধারণ লাগলো পোস্ট
আহ ভালবাসা!!!
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
রেজোওয়ানা বলেছেন: উহু ভালবাসা :-<
৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
কলম.বিডি বলেছেন: আপুউউউ, থাঙ্কু। প্রিয়তে নিয়ে গেলাম। আমার মেয়েকে বানিয়ে দিব। আর তোমাকে একশ কোটি প্লাস!
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
রেজোওয়ানা বলেছেন: একশ কোটি' প্লাস পেয়ে আমি রীতিমত অভিভূত আপু
মেয়ের অনুভুতি কেমন হলো জানিয়ো কিন্তু!
শুভ রাত
৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: চরম বিনুদুন পাইলাম
,
ছবিগুলা আসলেই সুন্দর হইসে। আর, আপনার সাধু ভাষাটাও খুব সুন্দর, মোক্ষম মতন একখানি লিখিতে পারিয়াছেন, একেবারে পাঠকের মর্মমূলে আঘাত করিতে পারিইয়াছেন।
হাঁসের মতো গ্যাক গ্যাক করো না
এই লাইন কোন গল্পে থাকলে যারা প্রেম করে তাদেরও প্রেম ছুটে যাবে
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
রেজোওয়ানা বলেছেন: অনেক খুজেও কোন প্রেমময় ডায়লগ পাই না, কথা বলতে গেলেই ঝগড়া হয়ে যায়, তাই ভেবে দেখলাম আমাকে দিয়ে রোমান্টিক গল্প হবে না! একটা এ্যকশন থ্রীলার লিখবো কিনা ভাবছি
৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হা-হা-হা, দারুনতো আপুমনি।
আমার প্রোপিকের বুড়িটা তোমার এই কাগজের ছবিগুলারে খুবই পছ্ন্দ করেছে..........
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
রেজোওয়ানা বলেছেন: সত্যি!!
বুড়িটাকে অনেক আদর।
আর ওর সাথে এই খেলাটা খেলবেন কিন্তু ছুটির দিনে
৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
মঈনউদ্দিন বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ
মঈনউদ্দিন ভাই!
শুভ দুপুর
৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
কামরুল হাসান শািহ বলেছেন: পোষ্ট পড়ে মজা পাইছি
পেপার কাটিং ক্রাফট সুন্দর হইছে
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
রেজোওয়ানা বলেছেন: সুন্দর হইয়াছে বলিয়া এমন মুখব্যাদান করিতেছো কেন বৎস?
৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
সবুজসবুজ বলেছেন: গল্প পড়িয়া আমি প্রেমে ( সরি 'হৃদয়াবেগে') আপ্লুত। কিন্তু সমস্যায় পড়িয়াছি -কাহাকে এই হিদয়াবেগ ( প্রিন্টিং মিসটেক । 'হৃদয়াবেগে' পড়িতে হইবে।) পরিবেশন করি। দুষ্টু-মিষ্টির মাকে পরিবেশন করা যাইতে পারে। কিন্তু সমস্যা হইল ইহাতে হিতে বিপরীত হইবার সম্ভাবনা।বিবাহের এত দিন পরে হঠাৎ করিয়া ইহা পরিবেশন করিতে গেলে তিনি মনে করিতে পারেন আমার মস্তিষ্ক বিভ্রাট ঘটিয়াছে। তাহতে সমস্যা বাড়িবে বৈ কমিবে না।
হে রেজোওয়ানা, আপনি এই গল্প লিখিয়া "হিদয়"যন্ত্রণা জাগাইয়া আমাকে বড় সমস্যা জর্জরিত করিয়া তুলিয়াছেন। এক্ষণে উপায় বলিয়া না দিলে বড় বিপদে পড়িব।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
রেজোওয়ানা বলেছেন: একটা কথা অনেকদিন ধরে ভাবছি জানতে চাইবো, আর খেয়াল থাকে না! সেটা হলো, আপনার কি জমজ মেয়ে? সব ছবিতেই দেখি এক রকম জামা, একই রকম দেখতে....খুবই মিষ্টি লাগে!
ওদের জন্য অনেক আদর ওদের জন্য
আর হৃদয়ের প্রেমাবেগ চাপা দিয়া রাখিয়া, বরং কণ্যাদ্বয়ের সাথে কাগজ কাটাকাটি খেলা খেলুন, ইহা অধিকতর আনন্দময় হইবার সম্ভাবনা
৪০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: পেপার কাটিং ক্রাফট খুবই সুন্দর হইসে, আমার বাসার পিচ্চিগুলো পাইলে যা খুশী হত!
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
রেজোওয়ানা বলেছেন: খুব সোজা কিন্তু, একদিন বাচ্চাদের সাথে নিয়ে বানিয়ে ফেলুন! শুদু হার্ট আকারের পেপার দিয়েই হবে, আর লাগবে গ্লু! হার্ট আকারের পেপারের আকৃতি কেমন হবে, মানে ব্লান্ড না শার্প, সেটা বোঝার জন্য আমি কালো কালিতে আউটলাইন করে দিয়েছি দেখুন
শুভ দুপুর......
৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: রেজোওয়ানা আপু, ঠিক কী বলবো, বুঝতে পারছিনা। এইটা তো ফাটাফাটি হইসে! (মুখ ফসকাইয়া বাহির হইয়া গিয়াছে)। সুন্দর গরু, প্রজাপতি, ভেড়া এই সব আপনি বানালেন না নেট থেকে সংগ্রহীত? যেটাই হোক, খুব খুব সুন্দর হয়েছে। আই লাইক ইট, আই লাইক ইট। আই লাইক ইট ভেরী ভেরী মাচ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
রেজোওয়ানা বলেছেন: নেট থেকে সংগৃহিতের মতো লাগছে নাকি!
বলেন কি?
নাহ, নিজ এবং নিজ কন্যা হস্তে বানানো সজীব ভাই।
তবে আমি শিখেছি অনলাইন একটা আর্ট সেন্টার থেকেই
৪২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন পোস্ট
শুভকামনা
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু ভাইয়া!
শুভেচ্ছা
৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
পরদেশী মেঘ বলেছেন: লেখাটার দারুন সূচনা করেছিলেন। কিন্তু হটাৎ অপমৃত্যু ঘটালেন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
রেজোওয়ানা বলেছেন: একদম ভয়ানক অপমৃত্যু
৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
এম ই জাভেদ বলেছেন: ভাবলাম এক খান জম্পেস প্রেমের গল্প ফাঁদবেন ।
কিন্তু নীচে নেমে ধাক্কা খেলাম।
পেপার কাটিং করে আঁকা ছবি খুব সুন্দর হয়েছে।
রেজয়ানা আপুর এত গুণ জানা ছিল না
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
রেজোওয়ানা বলেছেন: গুন না বলে মেয়ের সাথে খেলাধুলা বলতে পারেন
আর গল্প একদিন না একদিন আমি লিখেই ছাড়বো!!!!
অনেক ধন্যবাদ জাভেদ ভাই
সময় ভাল কাটুক আপনার....
৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
অতুল মিত্র বলেছেন:
সাধুপাঠ একটা আলাদা আমেজ নিয়ে আসে। অনেকদিন পর পাঠ করলাম।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
রেজোওয়ানা বলেছেন: আমার কাছেও বেশ লাগে, ইমন জুবায়ের ভাই সাধু ভাষায় চমৎকার সব ঐতিহাসিক গল্প লিখেছিলেন! সময় পেলে পড়ে দেখবেন, ভাল লাগবে আপনার!
শুভেচ্ছা
৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন: বড়ই ব্যাথিত হৃদয়ে আপ্নার পোষ্ট পাঠ করিয়া চোখ মুছিতেছি সোহা কতৃক তৈয়ারকৃত চিত্র বিশেষ নিজের বলিয়া চালাইয়া দেবার অপচেষ্টার বিরুদ্ধে আগামিকল্য ডোরেমনকে সাথে লইয়া একখানা আন্দোলন সংঘটিত করিবো।
তবে গদ্য রচনার চেষ্টা কিন্তু উত্তম হইয়াছে। আপ্নার পোষ্ট প্লাসায়ীত করা হইলো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
রেজোওয়ানা বলেছেন: প্লাস দিসেন তো, আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতাছে
৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
ভিয়েনাস বলেছেন:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পেপার কাটিং ক্রাফট/ আজাইরা
কাজ/ সখি ভালবাসা কারে কয়, সে কি গরু ছাগলময়? ;
হ্যা গো
শুনছো গো
কই গেলা গো
আপু আপনার লেখা খুবি চমকপ্রদ হয়েছে। অনেক দিন এমন অসাধারন গল্প পড়িনি
প্লাসের বেড়ায় আটকিয়ে দিলাম
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
রেজোওয়ানা বলেছেন: অসাধারণ গল্প.........বলেন কি ভাইয়া!
হা হা হা হা
পেপার কাটিং গুলো বাড়ির বাচ্চাদের সাথে শেয়ার করবেন আশাকরি
৪৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪
সুনীল সমুদ্র বলেছেন:
চমৎকার হয়েছে রেজোওয়ানা! পেপার কাটিং ক্রাফট-এর এ ধরনের কাজগুলো সত্যিই খুব আনন্দদায়ক আর সৃজনশীল কাজ। কৌতুকময় উপস্থাপনার রস মিশিয়ে পরিবেশন করেছেন সিরিয়াস সৃজনশীল এক শিল্পকর্মকে ! আপনার লেখার এই কৌশলী দিকটি বেশ প্রশংসনীয় । ধন্যবাদ, লেখার জন্য এমন সুন্দর একটি বিষয়কে বেছে নেয়ায়..।
এ প্রসঙ্গে আমার নিজের এক অভিজ্ঞতা বা উপলব্ধির গল্প বলি।
আমি একবার নীলক্ষেতে পুরনো বইয়ের ঝাঁকিতে খুব মোটা কাগজে প্রিন্ট করা পেপার কাটিং ক্রাফট-এর কয়েকটি ভালোমানের বিদেশী বই পেয়ে গেলাম। মহা আনন্দে সেগুলো কিনে নিয়ে বাসায় এসে মেয়ের হাতে দিলাম।
ভাবলাম, মেয়ে বুঝি এক্ষুণী বসে যাবে বই দেখে দেখে বিভিন্ন পেপার কাটিং কেটে জোড়া লাগিয়ে তা থেকে বিভিন্ন ছবি বানাতে ! কিন্তু কিসের কী !
দেখি, এ ব্যাপারে মেয়ের কোন আগ্রহই নাই। আমি দেখে দমে গেলাম।
এমন কেন হয়! আমাদের কৈশোরে এ ধরনের একটি বই পেলে আমরা সারা পৃথিবী আনন্দে মাতিয়ে ফেলতাম ! আমাদের কৈশোরে ইয়া পেরেলম্যান-এর 'অংকের মজা' বইটি হাতে পেয়েই আমরা বসে গেছি অংকের ম্যাজিক শিখতে। আমাদের কৈশোরে 'বিজ্ঞানের খেলাঘর' বইটি হাতে পেয়েই আমরা বসে গেছি বিজ্ঞানের নানারকম প্রজেক্ট বানাতে !
কিন্তু আজকের প্রজন্ম যেন একটু বদলে গেছে ! চমৎকার চমৎকার সব 'বই' যেন তাদের মধ্যে ঠিক সেরকম কোন আগ্রহ সৃষ্টি করতে পারছে না! আমি দেখে আশ্চর্য্য হই।...
দিন যায়....।
সময় এগুতে থাকে...।
আমি আপেক্ষা করে থাকি কবে মেয়ে আমার সেই বইগুলো হাতে নিয়ে বসবে !
প্রায় মাস ছয়েক পরের কথা।
মেয়ের তখন প্রাথমিক শিক্ষা সমাপনীর রেজাল্ট বেড়িয়েছে। সবগুলো বিষয়ে এ প্লাস সহ জিপিএ ৫ পাওয়ায় মেয়ে তখন সবার কাছ থেকে উৎসাহ, প্রশংসা আর অনুপ্রেরণা পেয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে !
সেসময়েই হঠাৎ একদিন সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফিরে দেখি আমার আদরের কন্যা সেই বইগুলো দেখে দেখে চমৎকার সব পেপার ক্রাফটস তৈরী করে ফেলেছে!
দেখে আনন্দে আমি প্রায় চীৎকার করে উঠি।
বুঝি, আনন্দে ভেসে বেড়ানোর মতো শৈশবেই আমাদের সন্তানদের উপর 'প্রাথমিক শিক্ষা সমাপনী' পরীক্ষার মতো এক ভারী বোঝা চাপিয়ে দিয়ে আমরা তাদের সৃজনশীল কাজ-এর প্রতি ন্যস্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছি।....
সারাদিনের বিরতিহীন কোচিং ক্লাস, সারামাসের শত শত মডেল টেষ্ট দিতে দিতে আমাদের সন্তানেরা আজ আর জানতেই পারেনা কীভাবে একটুকরো কাগজ দিয়ে একটি এ্যারোপ্লেন বা নৌকা বানানো যায়!
কীভাবে কয়েকটি কাগজ কাটা হৃদয় জোড়া দিয়েই মুহূর্তে তৈরি করা যায় এমন অপরূপ আনন্দের অদেখা এক শেল্পিক ভুবন!
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
রেজোওয়ানা বলেছেন: ভাইয়া আপনার মন্তব্যটা এতই চমৎকার যে উত্তরে কি লিখবো বুঝতে পারছি না।
আমার মেয়েও যখন গোল মাথা আর কাঠি কাঠি হাত পায়ের মানুষ আঁকে, সবুজ রং এর ফুল, হলুদ পাতা আর গোলাপী আকাশ আঁকে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি!
আমাদের শিক্ষা পদ্ধতি কি বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম....কোনাটাই আসলে শিশুদের উপযুক্ত না! মাঝে মাঝে নেটে বাইরের দেশ গুলো টোডলার স্কুলিং এক্টিভিটিস গুলো দেখি আর দীর্ঘশ্বাস ফেলি.......
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মেয়েকে অনেক অনেক আদর! ওকে কিন্তু এই পেপার আর্ট গুলো দেখাবেন, আমি নিশ্চিত সে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে!
ভাল থাকুন
শুভ রাত
৪৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
লেখোয়াড় বলেছেন:
অসাম, অসাম।আমি কি ছোটবেলাটিকে হারিয়ে ফেললাম!!
অনেক দিন আপনার এখানে আসা হয় না।
না না, আমার এই মন্তব্যের জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নেই।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
রেজোওয়ানা বলেছেন: আপনি অনেক বেশি অনিয়মিত হয়ে গেছেন, অবশ্য আমিও যে খুব নিয়মিত তা বলবো ন! ব্লগ নিয়ে আগের সেই ফ্যাশিনেশন টা শেষের দিকে!
ছেলেবেলাটা কে হারিয়ে যেতে দিয়েন না, মনের গভীরে ধরে রাখুন.....এটা মাঝে মাঝে অনেক সতেজ করে তুলব আপনাকে!
ভাল থাকবেন লেখোয়াড়
শুভ দিন
৫০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
মহামহোপাধ্যায় বলেছেন: ক্রাফট গুলো চমৎকার লাগলো আপু। আর সাধু ভাষায় শুরুটা আরো দারুণ ছিল।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
রেজোওয়ানা বলেছেন: সাধু ভাষাটা আমার খুব দারুন লাগ!
প্রসঙ্গত বলি, ইমন জুবায়ের ভাইয়ের সাধু ভাষার কিছু চমৎকার ঐতিহাসিক গল্প আছে, না পড়ে থাকলে অবশ্যই পড়বেন সময় পেলে! দেখবেন কি দারুন সব সৃষ্টি
৫১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
মেলবোর্ন বলেছেন: এই গল্প যদিও সুপার হিট হইবার মত যথেস্ট প্লান ও উপাদান ছিল তবে এক জায়গাতেই লেখিকা মারাত্বক ভুল করিয়া ফেলেছেন, বাংলা সাহিত্যের বেশিরভাগ সফল উপন্যসের বিয়োগান্তক প্রেম উপখ্যান! নায়ক নায়িকাদের বিবাহের পুর্বের কাহিনী নিয়া রচিত আমাদের সুপ্রিয় রেজোওয়ানা আপু চাইলে বাংলা ছবির মত বিবাহে এনডিং করলেও সুপার হিট হওয়ার সম্ভাবনা ছিল তবে ঐ যে বললাম মারাত্বক ভুল করে ফেলেছেন আর সেটা হলো দুর্যধনের ফর্দ আর সেটা বিবাহের পরবর্তী সংলাপ সেখানেই ধরা, কারন বিয়ের পর শিরিন ফরহাদ, বা লায়লা মজনু আগের মত প্রেমিক থাকিতেন না সংসারের যাতা কলে লাভ টাকে পেপার কাটিংয়েং মত কাটিয়া ছাটিয়া বার গ্লু দিয়া জোরা লাগাইতে লাগাইতে জীবন চলিয়া যায় ফলশ্রুতিতে
-''হ্যাঁ বলেছি, ফাজিল মানুষরে ফাজিল বলবো না তো কি পীর বলবো?''
-''হাঁসের মতো গ্যাক গ্যাক করো না''
-''কি আমার গলা হাঁসের মতো! ঘুরাইয়া একটা থাবরা দেবো''
আর না আগাই, কি বলেন?
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
রেজোওয়ানা বলেছেন: আপনি যথার্থই বলিয়াছেন মেলবোর্ন মহাশয়, ঐ দুর্যোধনই সকল নষ্টের গোড়া, উহার বুদ্ধি শুনিয়াই আমার এরূপ উৎকৃষ্ট গল্পখানি গোবর জলে পরিনত হইলো।
উহাকে একদিন নেমতন্ন করিয়া বিছুটির আরক, গাঁদালের রস, পচা মুলোর এসেন্স আর ছারপোকার আরক দিয়ে প্রস্তুতকৃত পাচঁন খাওয়াতে পাইলে মনে শান্তি পাইতাম।
অধিক আর কি বলিব।
ভাল থাকিবেন!
৫২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
জুন বলেছেন: এসব দেখে আমরা এখনো মজা পাই রেজোওয়ানা।
বাচ্চাদের জন্য অনেক আকর্ষনীয় একটি বিষয়বস্ত ।
+
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছো আপু!
তোমার বানিজ্য মেলার পোস্টে একটা ছবি দেবো ভেবে রেখেছি, এমনই মন ভুলো হয়ে গেছে মোবাইল থেকে ডাউনলোড করতেই ভুলে যাই
শুভ দুপুর আপু!
৫৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একটি হাউকাউ পার্টি পরিবেশনা ভালো লাগছে আপু......কি গো.............................................
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ গো তুনিহ ভাই, কেমন আছো গো?
তুহিন লা'র অর্থ কি গো?
৫৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: ছবিগুলো কি সুন্দর! কত চমৎকার লিখেন আপনি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু, থ্যাংকু এবং থ্যাংকু গ্রাম্যবালিকা!
প্রশংসা শুনলে আমি একদম বিগলিত হয়ে চেয়ার থেকে গড়িয়ে পরে যাই
৫৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
শার্লক বলেছেন: মজার তো। খরগোশটা আমার লাগবে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
রেজোওয়ানা বলেছেন: সেকি আপনি খরগোশ দিয়ে কি করবেন? গোয়েন্দা মানুষ, আপনাকে আমি নারকেলের পাতা দিয়ে চশমা আর ঘড়ি বানিয়ে দেবো একদিন!!
৫৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! গপ্প, রম্য, কাগুজে শিল্পকর্ম সবই দারুণ। তবে গল্প প্রসঙ্গে অন্তর্জালে বহুল প্রচলিত একটি বাক্য না বলিলেই নয়,
"Still a better love story than twilight"
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
রেজোওয়ানা বলেছেন: সে যাই হোক এবেলা গল্প লিখিয়া তোমার ভাত মারিতে পারিলাম না বলিয়া খুশিতে আত্মহারা হইয়ো না, আমি যে করেই হোক গল্প লিখিয়া ছাড়িবো, সেই দিন বুঝিবে!
এইবেলা কিছু নমুনা দেখিয়া লও......
"এই যে সাগরের ফেনিল লবণাম্বুরাশি, নীলাম্বরাভিমুখে নৃত্য করতে করতে নবোৎসাহে দিকদিগন্ত ধ্বনিত, ঝংকৃত করে কি যেন চায়, কি যেন নাই, কি যেন খুজে পায় ন-প্রত্বিধ্বনী করে বলছে সাম্য সমীক্ষাপন্থা........"
কেমন বুঝিলে ভায়া?
৫৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
লাবনী আক্তার বলেছেন: আপনার লেখা পড়িয়া খুবই ভালো লাগিয়াছে। লেখনি বড়ই ভালো । গল্পে রস খুজিয়া পাইলাম। আর আপনার ছবিগুলো ও বেশ চমৎকার হইয়াছে।
এহেন শিল্পকর্ম দেখিয়া ভাবিতেছি আমার ভাতিজাকেও এমন করিয়া বানাইয়া দিব হাতি ,ঘোড়া।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: গল্পের রসাস্বদেন করিয়া আমোদিত হইয়াজেন জানিয়ে আমিও আনন্দিত হইলাম!
ভাতিজার জন্য অনেক আদর রইলো
৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: একটি ভালবাসাময় পোস্ট! আপু ভালো হয়েছে।পড়ে ভালো লাগলো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই!
ভাল থাকবেন
৫৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
দূর্যোধন বলেছেন: ভাবছিলাম আরো পরে লগিন হবো । কিন্তু এইখানে যেই অনাচার চলতেছে,তার প্রতিবাদে লগিন না হৈয়া পার্লাম না !
সোহামনির আঁকা ছবিগুলার ক্রেডিট নিজে নিতাছেন কেন ? আপনারে ব্যান করা দরকার ! এত সিনিয়র ব্লগার হৈয়াও একটা বাচ্চার কষ্ট কৈরা আঁকা ছবি ক্রেডিট দিলেন না !
রিপোর্টেড ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
রেজোওয়ানা বলেছেন: আজ্ঞে কি বলচেন মশাই! এসব ক্রেডিট ট্রডিটের কথা এমন চিৎকার করে লোক শুনিয়ে না বললেই কি নয়, আমাকে আস্তে আস্তে বললে কি আর আমি শুনতাম না ভাবচেন!
আপনি যেন কেমন ধারার লোক দাদা :-<
৬০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন ক্রিয়েটিভিটি......
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
রেজোওয়ানা বলেছেন: দেখেছেন বলে ভাল লাগছে আমার স্পাইসিস্পাই ০০১!!
শুভ রাত
৬১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
ফয়সাল হুদা বলেছেন:
ওয়াও !!
শৈশবায়িত ক্রিয়েটিভিটি....
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
রেজোওয়ানা বলেছেন: একদম শিশু শিশু! আসলে এই পেপার ওয়ার্ক গুলো মূলত ২ থেকে ৪/৫ বছরের বাচ্চাদের জন্য, আমার মেয়েকে নিয়ে মাঝে মাঝেই তাই শুরু করে দেই এসব কাটাকাটি
৬২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
অপর্ণা মম্ময় বলেছেন: হাউকাউ পার্টি পরিবেশনা ভালো লাগলো ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
রেজোওয়ানা বলেছেন: হা হা
অপর্ণা, হাউকাউ পার্টির কাউমাউ দেখতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
৬৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিনুদুন রকস!!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
রেজোওয়ানা বলেছেন: রকস মানে কি, পাথর গুলো?
৬৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুতরাং বুঝিতেই পারিতেছেন, কবি যতই বলুক 'এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া".....সে সকল বাজে কথায় না দিয়া খুব আয়েশেই ভাঙ্গাচোড়া, কাটাছেড়া হৃদয় দিয়া বানাইয়া ফেলিতে পারিবেন গরু, বেড়াল, ভেড়া কিংবা গন্ডার!'
এই কথার জন্য অনেকগুলো ++++++++++++++++++
আপনার এই পোস্ট আমার প্রিয়তে নিয়ে রাখলাম । আমার ছোট ছেলেকে ছবিগুলো দেখাব। ও ভীষণ মজা পাবে। ঈশ যদি পারতাম ছবিগুলো বাস্তবে হাতে পেতে তবে আরও ভালো হত। আমার ছেলেটি ভীষণ মজা পেত।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
রেজোওয়ানা বলেছেন: কান্ডারী ভাই, আপনার ছেলের জন্য অনেক অনেক আদর!
তাকে কিভাবে দেয়া যায় বলেন তো?
আমি কুরিয়ার করে দিতে পারি কিন্তু
৬৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অসাধারন! মন ভালো করে দেবার মতো পোস্ট।
+++++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভাল লাগলো স্বপ্নবাজ!
স্বপ্ন দেখা চলুক নিরন্তর ......
৬৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
রাইসুল সাগর বলেছেন: আপু কেমন আছো...।???
গল্প ছবিতে ভালো লাগা রেখে গেলাম আর একটা প্রশ্ন
সখি ভালোবাসা ভালোবাসা কারে কয় ?
ছবিগুলো যেই মামনির তাকে অনেক অনেক ভালোবাসা ।
ভালো থেকো আপু । বছর দুয়েক আগে আমার পোষ্টে পেতাম তোমারে এখন আর যাও না তাই না ।
ভালো থেকো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
রেজোওয়ানা বলেছেন: অনেকদিন আপনার ব্লগে যাই না, আসলেই! আমি আগের মতো ব্লগর ব্লগর করতে পারি না ইদানিং, যেটা হয় কি আসলে সামনে যে সব পোস্ট পাই সেগুলো দুরদার করে পড়ে কমেন্ট করে চলে যাই!
নিজের পোস্টেও রিপ্লাই দেয়া হচ্ছে না টাইমলি
তবে এরপরে আর এমন হবে না প্রমিজ , আপনার (আপনি বলতাম না তুমি, ভুলে গেছি ) ব্লগে আসতেছি........
৬৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
গল্পটা মজার হৈসে, আর কাগজশিল্পগুলা খুব সুন্দর ||
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ মুন!
সময় ভাল কাটুক তোমার
৬৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ সব পেপার ক্রাফট শিল্পকর্ম সাথে অনন্য রম্য গল্প +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই!
নাইস টু মিট ইউ
৬৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: গল্প আগ্রহ উদ্দীপক । তবে পাঠকের অতি আগ্রহে শেষ অবধি মা-মেয়ের রংগীন কোলাজের মধু ঢালিয়া দেয়াটা অভিনব ।
আর সোহা'র ক্রেডিবিলিটি স্বীকার না করার জন্য তোমার 'মাইনাস' প্রাপ্য ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
রেজোওয়ানা বলেছেন: কি করবো ভাইয়া, প্রেমের গল্প তো মাঠে মারা গেল, কিছু একটা দিয়ে পোস্ট শেষ করতে হবে আর আমি কেন চমকপ্রদ গাল্পিক হতে পারলাম না সেটা সবার জানা দরকার তাই....
আর ইয়ে মানে আবার ক্রেডিট এদিক ওদিক করা কেন
৭০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
চুক্কা বাঙ্গী বলেছেন: আপনার 'ছেড়া কাটা হৃদয়ের' আইডিয়াটা ভালো লাগলো। গিয়ানী পেঁচার সাথে নিজের চেহারার কিছু মিল পাচ্ছি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
রেজোওয়ানা বলেছেন: পেচাঁর তো ভীষন অমায়িক চেহারা হয়
৭১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
একজন আরমান বলেছেন:
-''না মানে মায়াবতি বলতে গিয়ে মা বলে ফেলেছি''
রেজুপি কিছু লিখতে পারেন না ! তাও তো কি সুন্দর রম্য লিখিয়া ফেলিয়াছেন দেখতাছি !
আপনারা বড় বড় ব্লগার - লেখকরা এহেন কথা বলিলে আমার মতো খুদ্রাকায় ব্লগাররা তো লজ্জায় মাটি ফুঁড়িয়া তাহার ভেতর পলায়ন করিতে চাহিবে !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: আরে ধুর ধুর কি যে বলো!
ব্লগারের আবার বড় ছোট কি, অবশ্য বয়সে আমি তোমাদের অনেকেরই চাইতে বড়, সেইটা বলতে পারো
৭২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: সোহা মনি আর তাহার মাতার প্রতিভার ক্রমাগত বিচ্ছুরন দেখিয়া দিনকে দিন টাশকি খাইতেছি
+
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
রেজোওয়ানা বলেছেন: আর বইলো না, প্রতিভার বিচ্ছুরনের ঠেলায় খাতাপত্র, ডাইয়েরী, ক্যালেন্ডার, বিছানার চাদর, জামাকাপড় সব রঙীন হয়ে যাচ্ছে
৭৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
সুপান্থ সুরাহী বলেছেন:
প্রেম
হাসি
ছবি
কোনটা রাইখ্যা কোনটার কথা কমু?
সবগুলোই জম্পেশ হইয়াছে...
প্রিয় হাউকাউ আপু!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
রেজোওয়ানা বলেছেন: সুপান্থ'দা সোহার সাথে কাগজ কেটে কেটে এসব যখন করি তখন যেমন আনন্দিত হই এখন আপনাদের মন্তব্য পড়েও ঠিক তেমনই মজা লাগছে!
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন
৭৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
আমি ইহতিব বলেছেন: দারুন লাগলো আপু, তাই ৪০নং ভালো লাগা দিলাম, কিভাবে বানাতে হয় তার কিছু নমুনা দিলে ভালো হতো। আমার মেয়েটাকেও তাহলে কিছু প্রতিভা দেখাতে পারতাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
রেজোওয়ানা বলেছেন: খুব সহজ,ভাইয়া, শুধু হার্ট আকারের করে কেটে কেটে গ্লু দিয়ে লাগাবেন! কি আকারের হার্ট শেোপটা কাটবেন, সেটা বোঝার জন্য দেখুন আমি কালো কালিতে আউট লাইন করে দিয়েছি।
আচ্ছা, আমি একটু সময় করে একটা স্যাম্পল এড করে দেবো!
শুভ রাত....
৭৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
রিমঝিম বর্ষা বলেছেন:
হাহাহাহাহা। বহুদিন পর ব্লগে আইসা ব্যাপক মজা পাইলাম। তবে তুমি ছবিগুলার নাম দেয়ার আগে সোহামনিরে জিগাইলে পারতা আপু। এ্যাটলিস্ট নামগুলা মানানসই হইতো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: ক্যান, নাম পছন্দ হয় নাই? এত চিন্তাভাবনা করে দিলাম
৭৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
আহাদিল বলেছেন: লেখা, ছবি, রঙ, ক্যাপশান সব মিলিয়ে চমৎকার একটা পোস্ট!
শুভেচ্ছা, রেজ আপু!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
রেজোওয়ানা বলেছেন: সময় করে দেখার জন্য অনেক ধন্যবাদ মিশু!
ভাবছি তোমাদের বিয়ের গিফট হিসেবে একটা সিংহ আর একটা প্রজাপতি পাঠিয়ে দেবো কিন!!
৭৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
যুবায়ের বলেছেন: চমৎকার হয়েছে আপু!!..
ডায়লগ
ছবি
প্রেম
সব মিলে চমৎকার...
পোষ্টে প্লাস++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অনেক ধন্যবাদ যুবায়ের ভাইয়া!
ভাল থাকবেন
শুভ রাত!
৭৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
নস্টালজিক বলেছেন: একদম জম্পেশ একটা রঙ ঝলমলে পোস্ট!
শুভেচ্ছা রেজ মাম্মা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
রেজোওয়ানা বলেছেন: সোহার সাথে এই সব কাটাকুটি, জোড়াতলি দেবার সময় গুলোও খুব ঝলমলে হয়! পোগোতে আর্ট এটাক দেখে আর বলে 'মা এতা বানাবে, বানালে উম্মা দেবো!!!"
তোমাকেও ফিরতি শুভেচ্ছা মাম্মা!
৭৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
নীল-দর্পণ বলেছেন: ভাবছি একদিন একগাদা কাগল-টাগজ নিয়ে চলে যাবো তোমার বাসায়। কি সুন্দর সুন্দর জিনিস বানাও তোমরা মা-মেয়েতে মিলে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
রেজোওয়ানা বলেছেন: তুমি তো শুধু আসবো, আসলামই করো, একদিনও তো এলে না!!
৮০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
আশিক মাসুম বলেছেন: যুবায়ের বলেছেন: চমৎকার হয়েছে আপু!!..
ডায়লগ
ছবি
প্রেম
সব মিলে চমৎকার..
ভাল লাগা যানিয়ে গেলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অনেক ধন্যবাদ মাসুম!
ভাল থাকবেন
শুভ রাত.....
৮১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
সপ্নাতুর আহসান বলেছেন: একটি হাউকাউ পার্টি পরিবেশনা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
রেজোওয়ানা বলেছেন: হে হে হে
৮২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
ত্রিভুবন বলেছেন: যেমন পাকা এই কারুকাজে,রান্নায়ও কি তেমন পাকা??
সিংহ মামাকে সবচেয়ে কিউট লাগছে এখানে...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
রেজোওয়ানা বলেছেন: হু, তা আর বলতে, আমি তো নিজেকে রন্ধনশিল্পী হিসেবে দাবি করি (কেউ মানুক আর না মানুক)
কার্টুনে সিংহ মামারা কেন যেন একটু বেশি সুইট অমায়িক হয়ে যায়!
৮৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
মাছিমারা কেরাণী বলেছেন: মজার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ মাছিমারা করেনী!
বাই দ্যা ওয়ে, মাছি মারা কিন্তু ভালই কঠিন কাজ
৮৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
নেক্সাস বলেছেন: বিনুদিত হইলাম।
লিখার শুরুটা পাকা লিখকের মতই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
রেজোওয়ানা বলেছেন: পাকা লিখক বলিয়া লজ্জা দিবেন না!
তবে যেদিন কবিতা লিখিবো, আপনারা কবিসকল সেদিন হায় হায় করিবেন বলিয়া দিলাম
৮৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
রাফা বলেছেন: আপনার বিয়োগান্তক গল্পটি পড়িতে যাইয়া খেতা বালিশ সব ভিজিয়া গেলো দুস্কে!
চমৎকা লেখা পড়িয়া মচৎকারিত হইলাম।
ধন্যবাদ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
রেজোওয়ানা বলেছেন: মচৎকারিত হবেন, হতেই হবে, এসব কিন্তু আমি আগেই জাতনাম
৮৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
কালীদাস বলেছেন: সেলিব্রিটি ব্লগার কমেন্টের রিপ্লাই দেয় না
থাউক, এমনেই কইয়া গেলাম- লেখা পড়ছি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
রেজোওয়ানা বলেছেন: সেলিব্রিটি ব্লগার না, বুইড়া ব্লগার বলেন! উৎসাহ, উদ্দীপনা সব শেষ!
তবে আপনি হলেন স্টার মানুষ, বছরে একখান সুপার ডুপার হিট পোস্ট দেন, আমির খানের মতো
৮৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
নেক্সাস বলেছেন: সেলিব্রেটি ব্লগার কারো ব্লগে যায়ওনা কালিদাস ভাই
তয় আমরা ঠিকই আসি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
রেজোওয়ানা বলেছেন: ভুল তথ্য দেবার জন্য মন্তব্যে রিপোর্ট করলাম
৮৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
রাইসুল নয়ন বলেছেন: সুন্দর সৃষ্টি ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাইসুল ভাই!
শুভ রাত
৮৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
প্রত্যাবর্তন@ বলেছেন: ব্যাপক মজা পেলাম ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন
ভাল থাকবেন....
৯০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
আরজু পনি বলেছেন:
বুঝছি, রেজোওয়ানারে দিয়া লুতুপুতু ভালুবাসার লেখা চইলতো না।
এই পোস্ট যে কোন বিচারেই সোহাবাবুর স্বত্ত পাওয়ার দাবী রাখে
আমার বাচ্চাদের জন্যে আদর্শ পোস্ট। ওদের দেখার পাকাপোক্ত ব্যবস্থা করি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
রেজোওয়ানা বলেছেন: ওদের দেখাও আর বানাও!
জানিয়ো কিন্তু কেমন লাগলো ওদের কাছে
আর লুতুপুতু ভালবাসা আর আমি.....তাইলেই কাম সারছে
৯১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবার দাওয়াত রইল এখানে-
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি.......
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
রেজোওয়ানা বলেছেন: পোস্টটা সুন্দর হয়েছে
অভিনন্দন স্বর্ণা....
৯২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: জানা বলেছেন:
কেবলি ভাবনা, যাতনা, বেদনাময় ভালবাসার বাইরেও যে গুরুতর আঠাময় ভালবাসা আছে তা আমি আজ ঠিক ঠিক বুঝতে পারলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
রেজোওয়ানা বলেছেন: আপায় ঠিকই কইছে :!>
৯৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
শ্রাবণ জল বলেছেন: না মানে মায়াবতী বলতে গিয়ে মা বলে ফেলেছি''
কাগজ কেটে কত কিছু বানিয়ে ফেললেন!! অনেক সুন্দর। সিংহ টা খুব কিউট।
ভাল লাগা জানবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
রেজোওয়ানা বলেছেন: আমাদের এই কাগজকাটাকাটর খেলা আপনাদের ভাল লাগছে এটা জানতে পারা খুব আনন্দের!
শুভেচ্ছা জানবেন শ্রাবনজল...
৯৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
সালমাহ্যাপী বলেছেন: ওরে এই সুন্দর পোস্ট এত দিনে দেখলাম !!!!!!!!!!!!
যাই হোক এইটা প্রিয়তে নিতেই হবে। কার্টুনগুলা অনেক সুন্দর
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ সালমা
ভাল থেকো
৯৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইচে..................
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস লিমন!
আপনার তার ছিড়ে গেলো কিভাবে?
৯৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
খুব সুন্দর।
ভালোলাগা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শোভন
ভাল থাকুন
শুভ রাত
৯৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০০
অন্তরন্তর বলেছেন:
সব কিছু মিলিয়ে দারুন। ++++
আর কিছু বলতে ইচ্ছে করছে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া!
ভাল আছেন আশাকরি
সময় ভাক কাটুক আপনার ....
৯৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
পরিবেশ বন্ধু বলেছেন: শিরোনামের গন্ধ
ভিতরে অন্যকথা
লাগেনি মন্দ
রসে টাঁসা পাতা
শুভকামনা
সবসময়
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
রেজোওয়ানা বলেছেন: 'রসে টাঁসা পাতা'.......আরেহ বাহ! দারুন বিশেষণ দিয়েছনে কিন্তু!!
৯৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
অদৃশ্য বলেছেন:
যথেষ্ট সুন্দর একটি লিখা যা কিনা বিনোদনে ভরপুর.... এই টাইপের লিখা পড়লে আমার কেন জানিনা খুব হাসি পায়...
যথারিতী হাসতেছি..... চমৎকারভাবে উপস্থাপন করলেন সবকিছুই....
শুভকামনা...
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
রেজোওয়ানা বলেছেন: আমার খুব ইচ্ছে করে রম্য কিছু লিখতে, তবে এটাই মনে হয় সব চাইতে কঠিন কাজ সাহিত্য জগতে এবং এটা আমাকে দিয়ে হবে না, পরমকরুনাময় এই ক্ষেত্রে তাঁর করুনাধারা থেকে আমাকে বঞ্চিত করেছেন.....
পোস্টে আশার জন্য ধন্যবাদ অদৃশ্য।
১০০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: জরিমানা স্বরুপ পোষ্ট পাচবার পড়ছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
রেজোওয়ানা বলেছেন: দ্যাটস এ্য গুড বয়
১০১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: আর একটু আগাইতেন! মজাই পাইতাছিলাম!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
রেজোওয়ানা বলেছেন: কি করবো বলুন নাজিম ভাই, স্টক শেষ হয়ে গেলো
১০২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: একেবারেই সত্য কথা, ভালবাসা কাকে বলে আমি নিজেও জানি না , তবে কউ শেখাতে ও আসেনি । ভালবাসা বোধহয় কার ও কাছ থেকে শিখতে হয় । যেমন, একহাতে তালি বাজে না । আমি কি যে করি.........
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
রেজোওয়ানা বলেছেন: আমারও তাই মনে হয়........
আপনার নিকটা দারুন হয়েছে, 'ছাত্তির ইঞ্জিনিয়ার' সাহেব.....হা হা
১০৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
প্রতীতি বলেছেন: ভাল লেগেছে অনেক আগেই কিন্ত তখনও কমেন্ট করার পারমিশন পাইনি, আজ আবার এসে ভাল লাগা রেখে গেলাম।
ভাল থাকবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
রেজোওয়ানা বলেছেন: প্রথম যেদিন কমেন্টের অপশনটা ওপেন হয়ে যায়, সেদিনটার অনুভূতি তুলনাহীন হয়!!
অনেক ধন্যবাদ প্রতীতি
শুভ ব্লগিং
১০৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
সোমহেপি বলেছেন: একটা মনমরা মন নিয়া পোস্ট পড়িতে পড়িতে শেষ দিকে আসিয়া দেখিলাম মনটা কিছুটা জীবিত হইয়া উঠিয়াছে।
আপনার গোবর্জ্য সর্বস্বপোস্ট ভালো লাগিল।
কার্টুনগুলি দেখিয়া মনে প্রশ্ন জাগিয়া উঠিল -কার্টুনের সিংহেরা কেনো এত নিরীহ হয়?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
রেজোওয়ানা বলেছেন: আমার পোস্ট গোবর্জ্য সমৃদ্ধ!!
মাথায় লাঠি দিয়া একটা পিটানী দিমু
১০৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
রাতুল_শাহ বলেছেন: হুম, সুন্দর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল
সময় ভাল কাটুক
১০৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
অদ্বিতীয়া আমি বলেছেন: শুরুটা খুব ভাল লাগছে , কেন জানি রবীন্দ্রনাথের ছোট গল্পের মত মনে হল একটু , সাধু ভাষার জন্য ই
হৃদয় জোড়া দেয়াও অনেক সুন্দর হয়েছে , মজার ছবিগুলো ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
রেজোওয়ানা বলেছেন: সাধু ভাষার প্রতি আমার আলাদা একটা টান আছে, খুব ভাল লাগে পড়তে।
ধন্যবাদ অদ্বিতীয়া
পোস্টে আসলেন বলে খুশি হলাম!
১০৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
শিশেন সাগর বলেছেন: দিনের প্রারম্বে এমন গল্পের কথা ভাবিয়া দিন শুরু করিলে দিন শেষে যা করিবো তাহাকেই এমন হার্ট শেইপ দিয়া নিজেরে বলা যাইবে আহা কিছু একটা করিয়া ফেলিলাম বোধ করি।
অগো শুনছো
আমি আমি কিছু একটা পড়েছি!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
শিশেন ভাইয়া, শিশেন ভাইয়া
অনেক ধন্যবাদ
১০৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭
ফারিয়া বলেছেন: আজকে ব্লগে আসাটা সার্থক আপু! না আসলে এইটা মিস করতাম সিউর!
হাহাহাহা! আরেকটু আগালে মন্দ হতোনা শেষে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
রেজোওয়ানা বলেছেন: তোমার মন্তব্যে অনেক ভাললাগা ফারিয়া!
খুব ভাল থেকো
শুভ রাত
১০৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
নীরব 009 বলেছেন: চরম হাসি পেয়েছে। ঐ যে কথোপকথনগুলো!!! হা হা হা
হাতের কাজগুলো অনেক অনেক সুন্দর। আড়ং এর পুতুলগুলোর মতো।
পোস্টে ৫৩ তম ভাললাগা আপু
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
রেজোওয়ানা বলেছেন: পুতুল ছবি গুলার দফরফা করে ফেলছে এর মধ্যে সোহামনি!
ভাল থেকো নীরব
শুভ রাত
১১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
দীপান্বিতা বলেছেন: মন ভাল হয়ে গেল
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
রেজোওয়ানা বলেছেন: দীপা আপু, কেমন আছেন?
ব্লগে দেখি না, ফেইসবুকেও নেই, একদমই উধাও হয়ে গেলেন কেন!!
১১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
রেজোওয়ানা বলেছেন: সকল রাজাকারের ফাঁসি চাই
জয় বাংলা
১১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯
অন্ধ দাঁড়কাক বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
রেজোওয়ানা বলেছেন: বসন্তদিনের শুভেচ্ছা আপনাকেও ভাইয়া
ভাল থাকুন
সময় ভাল কাটুক আপনার......
১১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
ইমতিয়াজ শাইখ বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
রেজোওয়ানা বলেছেন:
:>
:-&
১১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
ইনকগনিটো বলেছেন: গাল্পিকদের ভাত মারছেন
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
রেজোওয়ানা বলেছেন: আপনাদের দিন শেষ বলে দিলুম
১১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
ইখতামিন বলেছেন:
প্রিয়তে নিলাম.
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে!!
ইয়ে য়ে য়ে য়ে
১১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
জাকারিয়া মুবিন বলেছেন: ইউনিক আইডিয়া।
প্রিয়ত, প্লাসায়িত এবং অনুসারিত।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই!
এক সাথে এত কিছু করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম!!!
১১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
শিপন মোল্লা বলেছেন: চমৎকার।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আবুশিথি ভাই!
১১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অসংখ্য ধন্যবাদ
ভাল থাকুন......
১২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
বুলেট কিংবা কবিতা বলেছেন: দুইশত লাইক + দুইশত লাইক......চারশত লাইক লাইক
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
রেজোওয়ানা বলেছেন: কেম্নে কি হইলো এখনও ঠাওর কইরা উঠতে পারলাম না
১২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
মায়াবী রূপকথা বলেছেন: বাহ! দারুন তো!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী রূপকথা!
ভাল থাকুন
শুভ রাত
১২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
অনীনদিতা বলেছেন: -এই তুমি কই গো?
-এই যে আমি এখানে গো।
-আমার কাছে আসো নাগো
-এই তো আমি আসলাম গো।
-একটু পাশে বস নাগো।
-এই তো পাশে বসলাম গো।
-খালি হাতে আসছো কেন গো?
-কি নিয়া আসবো গো?
-এক কাপ চা নিয়া আসো গো
-এই নাও তোমার চা গো।
-কাজ শেষ,এইবার তুমি দুরে যাও গো
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
রেজোওয়ানা বলেছেন: হে হে হে
একদম মোক্ষম বলেচেন দাদা
১২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
কালীদাস বলেছেন: হে বিপ্লবী, মাঝে মাঝে দুইচারটা লেখা ছাড়া যায় না?
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯
রেজোওয়ানা বলেছেন: এমন অবস্থা চারিদিকে এর মধ্যে ইতিহাস-পাতিহাস, প্রেম ভালবাসা সব কিছু ১০০০ মিটার দৌড়ের উপর আছে
আপ্নের খবর কি?
১২৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
আতাউর রহমান অভি বলেছেন: ভাল ই লাগলো ।। একটু এগিয়ে যেতেন , বেশ রসালো ছিল
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০৬
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ অভি!
সময় ভাল কাটুক আপনার.....
১২৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
ShusthoChinta বলেছেন: আপনি একজন মডারেটর,তাই না আপু?
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০৮
রেজোওয়ানা বলেছেন: নাহ ভাই, আমি সামহোয়ারইনের মডারেটর নই
১২৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
আমি-টর্নেডো বলেছেন: আন্দোলন কেমন চলছে সুমি?
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
রেজোওয়ানা বলেছেন: আবার নতুন আরেকটা
১২৭| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: apnar valobasha makha post porlam
apni amar valobasha moi post porun dawat dilam
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
রেজোওয়ানা বলেছেন: সেলিম ভাই, আমি তো আপনার পোস্ট পড়ি রেগুলার! দৌড়ের উপর থাকি বলে সব গুলাতে মন্তব্য করা হয় না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ
১২৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২
মশামামা বলেছেন: আপুনি টাইম কি শেষ????????
ওকে এটাই লাস্ট কমেন্ট। সবাই ভালো থাকবেন।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
রেজোওয়ানা বলেছেন: মশামামা, কি হয়েছিল জানি না, তবে যে ফ্লাডিংটা করলেন সেটা আমার কাছে ভাল লাগেনি ভাইয়া!
আশাকরি বুঝতে পেরেছেন।
ভাল থাকুন,
নতুন নিকে সুন্দর ব্লগিং করুন এই প্রত্যাশা করি।
১২৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
মশামামা বলেছেন: রায় ঘোষনা করিয়া দেন। এবার একটু সিগারেটে সুকটান দেই।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
রেজোওয়ানা বলেছেন: আপনাকে তো ব্লগীয় মৃত্যুদন্ড দেয়া হয়েছে দেখলাম!
১৩০| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
আরমিন বলেছেন: অসাধারন রেজু! ঐ "হ্যা গো, কি গো " পড়তে গিয়ে হা হা প গে !
আর একটা গুরুত্বপূর্ন তথ্য ও জানতে পাড়লাম,
'এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া".....সে সকল বাজে কথায় না দিয়া খুব আয়েশেই ভাঙ্গাচোড়া, কাটাছেড়া হৃদয় দিয়া বানাইয়া ফেলিতে পারিবেন গরু, বেড়াল, ভেড়া কিংবা গন্ডার!'
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
রেজোওয়ানা বলেছেন: প্রিয় বন্ধু, এইটা জানো না 'পরিতি কাঠাঁলের আঠাঁ"!!
১৩১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
বোকামানুষ বলেছেন: ''না তুমি শুনছো না''
-''কি যে বলো না গো''
-''হ্যাঁ গো''
-''কি গো?''
-''ও গো''
-''মা গো''
এর চেয়ে বেশি ভালবাসাময় পোস্ট আমি আর পড়ি নাই
আর এখন থেকে হৃদয় ভেঙে গেলেও কোন চিন্তা নেই সুপার গ্লু আছে না সব জোড়া লাগিয়ে ফেলবে
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
রেজোওয়ানা বলেছেন:
এর চেয়ে বেশি ভালবাসাময় পোস্ট আমি আর পড়ি নাই................হে হে সত্যি বলছেন তো বোকামানুষ :!>
১৩২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: amar bloggey jawarey ami khub khushi hoyechii
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
রেজোওয়ানা বলেছেন: আমিও খুশি
১৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।
++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই মনে রাখবো!
অনেক ধন্যবাদ বাঁধনহারা .....
১৩৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সাম্প্রতিক মন্তব্য এর ঘরে পোস্টটি দেখে পুনরায় প্রবেশ করলাম যদিও পোস্টটি অনেক আগেই প্রিয়তে নিয়ে রেখেছি তবু আবারো ভাল লাগল নতুন করে।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০
রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভাল থাকবেন, সময় ভাল কাটুক আপনার......
১৩৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
বাংলার হাসান বলেছেন: 'সখি ভালবাসা কারে কয়'.
ভালবাসা দুই প্রকার। ১ শহুরে ভালবাসা, ২গ্রামীন ভালবাসা।
১ শহুরে ভালবাসা হলোঃ - তিনটা বেড, ডইং+ডাইনিং দুইটা বারান্দা একটা গেষ্ট রুম। আর সব বেড এর সাথে এটাষ্ট বাথ,
২ গ্রামীন ভালবাসাঃ- একটা উঠান, গাছ-গাছালি বেষ্টিত চারচালা টিনের ঘর। বাড়ীর পিছন দিকে একটি বড় পুকুর। এবং বাড়ীতে ঢুকার পথেই আর একটা পুকুর যেটা ব্যবহার হয় পুরুষদের গোছলের জন্য।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
রেজোওয়ানা বলেছেন: হা হা হা হা
একদম যথার্থ বলিয়াছে ভ্রাতা
১৩৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০
এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার লাগলো।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ ফারুক ভাই
১৩৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪
জাওয়াদ তাহমিদ বলেছেন: ছবিগুলা ফাটাফাটি হইছে আপু।
আর গল্প পড়ে মনে হল বিটিভির বাংলা নাটক দেখতেছি।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
রেজোওয়ানা বলেছেন: বিটিভির নাটক!!!! '
বলেন কি?!
১৩৮| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
এম হুসাইন বলেছেন: ৬৫তম ভালোলাগা আপু, অনেক দেরিতে দেখলাম পোস্ট।
চমৎকার উপস্থাপন।
শুভকামনা জানবেন,
ভালো থাকুন।
সখি ভালবাসা কারে কয়?
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ হুসাইন ভাই!
সখি ভালবাসা কারে কয়?
সেকি কেবলই ছলনাময়? :-<
১৩৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
হাসি .. বলেছেন: -''ও গো''
-''মা গো''
-''কি আমাকে মা বললে!''
-''না মানে মায়াবতী বলতে গিয়ে মা বলে ফেলেছি''
-''মায়াবতী বলতে গিয়ে মা বলেছো, ফাইজলামি করো আমার সাথে? আমি কি লবন ছাড়া ভাত খাই ভাবছো?''
হা হা
মজার
++
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
রেজোওয়ানা বলেছেন: ডায়লটা একটু ক্যারাবেরা হয়ে গেছে, যে যেমন তার তেমনই ভাবনা আর কি :#>
শুভ দুপুর হাসি!
১৪০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
কামরুল হাসান জনি বলেছেন: ব্লগে সকলের নানারূপ গদ্য-পদ্য ইত্যকার রচনা দেখিতে দেখিতে একদা আমার মনেও সুপ্ত বাসনা জাগিয়া উঠিল, 'আহ!! আমিও যদি এরূপ লিখিতে পারিতাম!
শুরুটা চমৎকার। আর আপনার সাধু ভাষাও আমাকে মুগ্ধ করেছে।
এখন আমার চোখে মুখে শুধুই মুগ্ধতা।
ধন্যবাদ।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
রেজোওয়ানা বলেছেন: এত চমৎকার একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জনি।
দিন ভাল কাটুক আপনার
১৪১| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
হাসান মাহবুব বলেছেন: জন্মদিনে আপনার জন্যে হিপ্নোথেরাপিক মাম্মা ভালোবাসা
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
রেজোওয়ানা বলেছেন: তোমাকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের ধন্যবাদ এবং শুভেচ্ছা মাম্মার মাম্মা
১৪২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
আরজু পনি বলেছেন:
হে হে....লেট হেপি বাড্ডে
যে থ্রেট দিসেন উপরের পোস্টে...শুভেচ্ছা না জানায়া উপায় আছে?!
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
রেজোওয়ানা বলেছেন: প্রিয় শ্রীমতি আরজুপনি আপনিই যে সর্বাগ্রে রাত ঠিক ১২টায় আমাকে চমকিত, আনন্দিত করাইয়া দিয়া ফোনে হ্যাপি বাড্ডে কহিয়াছিলেন, এই কথা কিন্তু আমি কাহাকেও বলি নাই :>
১৪৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
চতুষ্কোণ বলেছেন: জন্মদিন নাকি আপনার? কেক্কুক কৈ?
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
রেজোওয়ানা বলেছেন: বুড়া বয়সে আবার কেক্কুক কিসের
১৪৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০১
চতুষ্কোণ বলেছেন: কাটা হৃদয়ের কারসাজি দেখিয়া তাজ্জব বনিলাম!
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬
রেজোওয়ানা বলেছেন: হৃদয় নিয়ে শৈল্পিক কারসাজি এইবেলা শিখে নাও চতুষ ঘতুন
১৪৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
শুরু থেকে শেষ
লেগেছে আমার বেশ...
আপনার ভাষার ব্যবহার অসাধারন...
আন্তরিক ধন্যবাদ জানবেন
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩
রেজোওয়ানা বলেছেন: সন্মানিত পাঠক,
আপনি আমার এই আবজাব কাবজাব পোস্ট খানি পড়েছেন বলে খুব খুশি হলাম!
ভাল থাকবেন...
১৪৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু বিলেটেড হ্যাপি বার্থ ডে ।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া!
ভাল থেকো
১৪৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১১
আবিদ ফয়সাল বলেছেন: আপু,
হাউকাউ পার্টি পরিবেশনায় আপনার এই ভালবাসাময় পোস্টটি চমৎকার লেগেছে !
আর এর থেকে ও বেশি মজা পেয়েছি লেখাটির ট্যাগলাইন দেখে :
সখি ভালবাসা কারে কয়, সে কি গরু ছাগলময়?
পোষ্টে +
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬
রেজোওয়ানা বলেছেন: ট্যাগ লাইন....হা হা হা
আপনার মন্তব্য পড়ে ভাল লাগলো আবিদ,
শুভ রাত।
১৪৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
তাসজিদ বলেছেন: লেখক বলেছেন: জানতে না চাইলেও কি আর সে আপনার পেছু ছাড়িবে ভাবিয়াছেন। ঠিকই কোন এক ফাক তালে আসিয়া জুড়িয়া বসিবে!
সত্যি কথা। কারণ ভালবাসার ফাদ যে পাতা আছে জীবনের সর্বত্র।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
রেজোওয়ানা বলেছেন: ফাঁদটাদ সব এড়িয়ে নতুন বছরটা অনেক আনন্দময় হোক!
শুভ নববর্ষ তাসজিদ
১৪৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
সোহাগ সকাল বলেছেন: হা হা!
০২ রা মে, ২০১৩ রাত ১১:১১
রেজোওয়ানা বলেছেন: হে হে হে
১৫০| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
রেজোওয়ানা বলেছেন:
১৫১| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২
অদ্ভুত_আমি বলেছেন: ”ব্লগে সকলের নানারূপ গদ্য-পদ্য ইত্যকার রচনা দেখিতে দেখিতে একদা আমার মনেও সুপ্ত বাসনা জাগিয়া উঠিল, 'আহ!! আমিও যদি এরূপ লিখিতে পারিতাম! ”
আপু আমার এমন ইচ্ছা করে, কিন্তু পারিনা ।
আপনার পোস্ট চমৎকার হয়েছে ।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭
রেজোওয়ানা বলেছেন: যাক আমার দলে তাহলে একজন 'না পারা' লোক পাওয়া গেলো
এই পোস্ট আপনার ভাল লেগেছে জানতে পেরে আমারও ভাল লাগছে,
শুভেচ্ছা রইলো.........
১৫২| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫
রোদেলা দুপুর বলেছেন: ++++
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ চতুষ্টয় রইলো আপনার জন্য,
রোদেলা
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
রেজোওয়ানা বলেছেন: আমার এই পোস্টটি সত্য ঘটনা অবলম্বনে (
) লিখিত হলেও, মূল বিষয় ছবি!

ছবি গুলোর বিশেষত্ব একটাই, এগুলো সব হার্ট আকারের কাগজের সাহায্যে বানানো হয়েছে!
আপনারা চাইলেই বাচ্চাদের সাথে এই খেলাটা খেলতে পারেন, বানাতে পারেন ভ্যালেন্টাইন কার্ড!
খুব সহজ আর মজার এই কাগজের খেলায় সবাইকে আমন্ত্রন