নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.heritagebangladesh.co/

পাখি উড়ে গেছে!

রেজোওয়ানা

সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!

রেজোওয়ানা › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রাবতী সংবাদ

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৬

চন্দ্রাবতী এবং জয়ানন্দ, যাদের বিয়োগান্তক প্রেমকাহিনী নিয়ে রচিত হয়েছিল মৈমনসিংহ গীতিকার 'চন্দ্রাবতী কাব্য'। কি হয়েছিল তাদের অনেকেই জানেন তবুও প্রাচীন সেই করুণ প্রেমের উপাখ্যানটি আরেকবার পড়ি আসুন.......



ফুলেশ্বর নদীর তীর ঘেষা ছোট্ট পাতোয়াইর গ্রাম, সেই গ্রামে ছিল চন্দ্রাবতী নামের অপরূপ রূপসী এক বালিকা। বালিকা প্রতিদিন পুকুরের পাড়ে যেতো ফুল তুলতে, সেখানে একদিন তার সাথে দেখয়া হয় যায় জয়ানন্দ নামের এক কিশোরের—



চাইরকোণা পুষ্কুনির পারে চম্পা নাগেশ্বর

ডাল ভাঙ্গ, পুষ্প তোল, কে তুমি নাগর?


এক সময়ে এদের দু'জনার প্রেম গভীর হয়, বিয়ের লগ্নও ঠিক হয়। ওদিকে স্থানীয় মুসলমান শাসনকর্তা বা কাজীর মেয়ে আসমানীর (মতান্তরে কমলা) অসামান্য রূপে মুগ্ধ হয়ে জয়ানন্দ আসমানীকে একাধিক প্রেমপত্র লেখেন ৷ এই ত্রিকোন প্রেমের ফলাফল হয় মারাত্মক ৷ জয়ানন্দের সাথে চন্দ্রাবতীর প্রেমের কথা জেনেও আসমানী তার পিতাকে জানান তিনি জয়ানন্দকে বিয়ে করতে চান৷ কাজী তখন জয়ানন্দকে বলপূর্ববক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে আসমানীর সঙ্গে বিয়ে দিয়ে দেন৷ঘটনাটি ঘটে যেদিন জয়ানন্দ ও চন্দ্রাবতীর বিয়ের দিন স্থির হয়েছিল সেই দিন ৷ সেদিন সন্ধ্যাবেলা চন্দ্রাবতী নববধুঁর সাজে বসে ছিলেন জয়ানন্দের অপেক্ষায়, তখনই সংবাদ পেলেন জয়ানন্দ ধর্মান্তরিত হয়ে অনত্র্য বিবাহ করেছেন ৷

এরপর শুরু হয় চন্দ্রাবতীর বিরহ বিধুর জীবন ৷ তিনি পিতার কাছে অনুমতি নেন যে সারা জীবন অবিবাহিত থেকে তিনি শিবের সাধনা করবেন ৷তখন তাঁর পিতা তাঁর জন্য একটি ফুলেশ্বর নদীর তীরে শিবের মন্দির নির্মান করে দেন ৷ সাহিত্যের প্রতি অনুরাগ চন্দ্রাবতীর কৈশোরকাল থেকেই ছিল, বাকী জীবনটা তিনি শিবের উপাসনা ও সাহিত্যচর্চা করে কাটাবেন বলে স্থির করেন।



নদীর পানির সাথে সাথে সময়ও গড়ায় এবং একদিন জয়ানন্দের চেতনা ফেরে! সে বুঝতে পারে কি ভুলটাই না করেছে সে, চিঠি লেখে সে চন্দ্রাবতীর কাছে........



'অমৃত ভাবিয়া আমি খাইয়াছি গরল,

কণ্ঠেতে লাগিয়া রইছে কাল হলাহল!'




চন্দ্রাবতী ময়াবতী কণ্যার মন গলে যায় তাতে, দেখা দিতে চায় সে জয়ানন্দকে, কিন্তু বংশীদাস মেয়েকে বাধা দেয় 'যার কারণে সে বেঁচে থেকেও মৃত, সেই নিষ্ঠুর প্রেমিককে দেখা দেয়ার কোন প্রয়োজন নেই'। প্রত্যাখ্যানের চিঠি পেয়ে ছুটে আসে জয়ানন্দ, মন্দিরের দরজায় দাঁড়িয়ে ডাকে—

‘দ্বার খোল চন্দ্রাবতী দেখা দেও আমারে।’

কিন্তু মন্দিরের দুয়ার আর খোলে না চন্দ্রাবতী। হতাশ জয়ানন্দ তখন মালতী ফুলের রস দিয়ে দরজায় লিখে রেখে যায়-



'শৈশব কালের সংগী তুমি যৈবন কালের সাথী

অপরাধ ক্ষমা কর তুমি চন্দ্রাবতী।

পাপিষ্ঠ জানিয়া মোরে না হইলা সম্মত,

বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মত'




এরপর আত্মদহনে ফুলেশ্বরী নদীতে ডুবে আত্মহত্যা করে জয়ানন্দ। এদিকে সেই নদীতে স্নান তর্পণ করতে জলের ঘাটে যায় চন্দ্রাবতী, সেখানে দেখে জলের উপর ভাসছে তার জয়ানন্দের মৃতদেহ........



কি ভাবছেন এসব নিছকই কল্পকথা?

মোটেই তা নয়। আপনি চাইলে এখনও দেখে আসতে পারেন চন্দ্রাবতীর সেই শিব মন্দির, তার বাসস্থানকে, ফুলেশ্বর নদীকে। এর জন্য আপনাকে যেতে হবে কিশোরগঞ্জের পাতোয়াইর গ্রামে, চলুন তবে দেখা যাক......





চন্দ্রাবতীর প্রাসাদ





পেছন দিক থেকে





এই জানালা দিয়েই কি রাতের রূপ দেখতেন চন্দ্রাবতী?





প্রাসাদের ভেতরে





অন্দরসজ্জা





ফুলেশ্বরী নদীর ধারে চন্দ্রাবতীর শিব মন্দির, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা এটি





দ্বিজ বংশীদাসের মন্দির





পরিশিষ্ট:

চন্দ্রাবতীর সময়কাল ছিল ১৫৫০-১৬০০ থ্রিষ্টাব্দ, তাঁর পিতা মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশী দাস এবং মাতার নাম সুলোচনা। জয়ানন্দর আত্মহত্যার পরেও বেঁচে ছিলেন চন্দ্রাবতী এবং সাহিত্য চর্চা করেছিলেন। চন্দ্রবতীর রচনাগুলির মধ্যে মলুয়া, দস্যু কেনারামের পালা ও রামায়ণ কথা (অসমাপ্ত) অন্যতম ৷ ইতিহাস বলে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। চন্দ্রাবতীকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাবলীর উপর গীতিকাব্যটি রচনা করেছেন নয়ানচাঁদ ঘোষ, আনুমানিক ২৫০ বছর আগে, দীনেশচন্দ্র সেন এগুলো সংকলিত করেছিলেন মৈমনসিংহ গীতিকা'য় । এতে মোট ৩৫৪টি ছত্র আছে এতে, দীনেশচন্দ্র সেন এগুলোকে ১২টি অঙ্কে ভাগ করেছেন।






ছবি স্বত্ব: হেরিটেজ বাংলাদেশ

তথ্যসূত্র:

কবি চন্দ্রাবতীর প্রাসাদ

কবি চন্দ্রাবতী এবং মধ্যযুগের লোকমানস

হায়, দুঃখিনী চন্দ্রাবতী!

মৈমনসিংহ গীতিকার পালাটির পুরোটা পড়তে চাইলে দেখুন.....মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী







ধন্যবাদ বিশাল এই পোস্টটা দেখার জন্য,

জগতের সবাই সুখি হোক.........

মন্তব্য ২১১ টি রেটিং +৩৮/-০

মন্তব্য (২১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো পড়ে, ছবিগুলাও সুন্দর :) ||

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২

রেজোওয়ানা বলেছেন: অনেক দিন পরে এই ধরনের পোস্ট দিলাম!

এখনকার ব্লগারদের ভাল লাগবে কিনা কে জানে :)

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

বোকামন বলেছেন:
আরেকবার পড়ার ও জানার সুযোগ করে দিলেন।
অনেক ধন্যবাদ আপনাকে :-)

ভালো থাকুন লেখক।।।
[২+]

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ,

ভাল থাকুন :)

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৮

আমার মন বলেছেন: মাঝে মাঝে ময়মনসিংহ গীতিকা পড়ি, ভালই লাগে। আমার এলাকার কিচ্ছা।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

রেজোওয়ানা বলেছেন: আপনার এলাকা তো অতি সমৃদ্ধ প্রাচীন জনপদ :)


পড়ার জন্য ধন্যবাদ রইলো.......

৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা, চন্দ্রাবতী উপাখ্যানের মত দেশজ মীথ কে সামনে নিয়ে আসার জন্য ।


চন্দ্রাবতী সম্ভবত বাংলা ভাষায় প্রথম মহিলা কবি । কথিত যে জয়ানন্দের সাথে বিয়ে ভেঙ্গে যাবার পর তিনি আর সূর্যের মুখ দেখেন নি । নিজ গৃহে থেকেই আজীবন কাব্যচর্চা করে গেছেন ।

আমি একটা গল্প লিখছি, যেখানে চন্দ্রাবতী অন্যতম ভূমিকায় থাকবেন ।


শুভকামনা রেজু :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭

রেজোওয়ানা বলেছেন: চন্দ্রাবতীকে আসলে বাংলাদেশের প্রথম মহিলা কবি বলা যায়, বাংলা সাহিত্যের বৃহৎ অঙ্গন ধরলে প্রথম স্থানটি যায় খনার দখলে, কবি রামী বা রজকিনী, তৃতীয় মাধবী এবং চতুর্থ কবি চন্দ্রাবতী!

গল্পটাকি পাবলিশ করেছেন ব্লগে? ইদানিং অনিয়মিত হয়ে যাবার কারণে অনেক পোস্টই মিস করে ফেলি :(

ধন্যবাদ সময় দেবার জন্য মামুন ভাই,

ভাল থাকবেন :)

৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

সীমাবেস্ট বলেছেন: বাহ তথ্য এবং ঘটনা প্রবাহ , ছবি সবকিছুই ভাল লাগলো ।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সীমা :)

৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

লেখোয়াড় বলেছেন:
রোজেয়ানা বরারবরেরবরাবরেরবারারের মতো শিক্ষণীয় পোস্ট।
বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ে তাদের অনেক কাজে লাগবে।

আর যারা জানেনা তারা নতুন কিছু জানতে পারবে।
আর যারা জানে তারা আবার শানিয়ে নিতে পারবে।

আপনি ভাল আছেন? ভাল থাকেন।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১

রেজোওয়ানা বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল আছি!
আপনি কেমন আছেন, ভালো তো? :)

৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট। তথ্যবহুল্ ।ছবিগুলো ও দারুণ। খুব ভালো লেগেছে। এই পোস্ট এ কমেন্ট করা ও ভাললাগা জানানোর জন্য ই জন্যই লগ ইন করলাম ।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

রেজোওয়ানা বলেছেন: আমার সৌভাগ্য!


অনেক ধন্যবাদ সেলিম ভাই :)

৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

দুষ্টু ছোড়া বলেছেন: চমৎকার পোষ্ট।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ দুষ্ট ছোড়া (ছুড়ি চাক্কু নাকি :( )

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো আপু !

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ অভি :)

১০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

বাংলার হাসান বলেছেন: তথ্য এবং ঘটনা প্রবাহ ভালো লাগলো

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

রেজোওয়ানা বলেছেন: পোস্টে আসবার জন্য ধন্যবাদ হাসান ভাই!

আশাকরি আপনার ছবি আপলোড সমস্যার সমাধান হয়ে যাবে :)

১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

১০ নং প্লাস রইল আপু। চমৎকার পোস্টে প্লাস না দিলে গুনাহ হবে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

রেজোওয়ানা বলেছেন: আরেহ কি যে বলেন ভাইয়া!


অনেকদিন ব্লগে পোস্ট দেয়া হয় না তেমন ভাবে, আজকে মনে হলো ফিরে আসি আবার আগের মতোন করে! তাই হুটহাট দিয়ে ফেললাম!

আমার ওয়েব সাইটের লিংক আছে হেরিটেজ বাংলাদেশ, কেমন হচ্ছে দেখে জানাবেন :)

১২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম ভাবছিলাম জ্যোৎস্না নিয়ে কবিতা পোস্ট :)
এসেই দেখি চন্দ্রাবতী :)

দারুন পোস্ট আপু।
অনেক কিছুই সহজে জানছি। দেখা হচ্ছে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

রেজোওয়ানা বলেছেন: আমি যেদিন কবিতা লিখবো মনে করেন সেদিন পৃথিবীতে একটা বেসম্ভগ ঘটনা ঘটবে :(


পড়লেন বলে ভাল লাগলো দূর্জয় ভাই!

ভাল থাকবেন :)

১৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

ঢাকাবাসী বলেছেন: অসাধারন একটা পোষ্ট, খুব ভাল লাগল। চমৎকার সব ছবি আর সুন্দর বর্ণনা মিলিয়ে এক অপুর্ব সৃস্টি! পোস্টে ++++++++++++++

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭

রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্যটা খুব মন ভাল করে দেয়া........


অনেক ধন্যবাদ পোস্টে আসবার জন্য।

ভাল থাকবেন :)

১৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:২২

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার এবং তথ্যবহুল ।
ভাল লাগল কাহিনী ।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস মাহমুদ ভাই!

অনেক ভাল থাকবেন :)

১৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩

নস্টালজিক বলেছেন: চন্দ্রাবতীর কথা পড়তে ভালো লাগছিলো!

লেখা আর ছবি মিলে দারুন!


শুভেচ্ছা, রেজ!


ভালো থেকো নিরন্তর!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

রেজোওয়ানা বলেছেন: সময়করে পড়ার জন্য অনেক ধন্যবাদ নস্টালজিক!

তুমিও ভাল থেকো, দিন ভাল কাটুক প্রতিদিন......

শুভেচ্ছা :)

১৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: খুব ভালো লাগলো +++++ । :|| :|| :||

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৭

রেজোওয়ানা বলেছেন: খুব ভাল লাগলে মুখখানি এমন ব্যাঁকা করে রাখছেন ক্যালা?
হুহ X(

১৭| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

মেলবোর্ন বলেছেন: ধণ্যবাদ চন্দ্রাবতীকে নিয়ে কি কোন চলচিত্র নির্মিত হয়েছিল কিনা জানি না তবে হয়ে থাকলে সেটা এখনই খুব দেখতে ইচ্ছা করছে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:১০

রেজোওয়ানা বলেছেন: না মেলবোর্ন ভাইয়া, চন্দ্রাবতীকে নিয়ে কোন সিনেমা নির্মিত হয়নি! তবে মঞ্চ নাকট আছে আর যাত্রাপালা।


আমারও মনে হয়েছে এই থিমে একটা সিনেমা হলে খুব ভাল হতো, আর আসল লোকেশন গুলো যেহেতু এখনও আছে, সেটা কাজে লাগানো যেতো।

ভাল লাগলো আপানেক পোস্টে দেখে।

ভাল থাকবেন :)

১৮| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫২

শ।মসীর বলেছেন: জোশ....।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ :)

১৯| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪

মাসুদ চৌধুরী বলেছেন: লাভলি!
দারুন হয়েছে।
টিপস ও বাংলা পত্রিকা এবং লাইভ ক্রিকেট

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২১

রেজোওয়ানা বলেছেন: আরেহ মাসুদ ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম!
মেয়ে কেমন আছে?

ভাল থাকুন......

২০| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪০

কয়েস সামী বলেছেন: কাহিনীটা জানা ছিল। ছবিগুলো নতুন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ ছবি গুলোই নতুন!

দেখলেন বলে খুব ভাল লাগলো সামী ভাই!

ভাল থাকুন.....

২১| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১২

মনোহারী দোকান বলেছেন: সময়ের যতেস্ট অপচয় আর কী!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

রেজোওয়ানা বলেছেন: তা যা বলেছেন একদম মোক্ষম!
এরচাইতে মেহজাবীনের দুইখান ছবি দেখলেও চিত্ত অনেক শান্তি পাইতো আরকি!

২২| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২২

নীল-দর্পণ বলেছেন: কত্ত মজা তোমার আপু। এরকম জায়গায় ঘুর ঘুরে বেড়াও :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০

রেজোওয়ানা বলেছেন: ত বলতে পারো!
তবে সোহার জন্য ঘুরাঘুরিতে লাগাম পরে গেছে!

ভাল থেকো নীলু :)

২৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

অদৃশ্য বলেছেন:





প্রাসদের কোনায় কোনায় লুকিয়ে আমি সেইসব দৃশ্য দেখলাম... দেখলাম প্রতারিত চন্দ্রাবতীর মলিন মুখ... বিষাদ প্রণয়... আর মন্দিরের বাইরের আলো আঁধারে দাড়িয়ে দেখলাম তার ভাবুক সময়...

আহা চন্দ্রাবতী... প্রেম বড়ই অদ্ভুৎ...

________

আপু

লিখাটি দারুনভাবে স্পর্শ করলো...


শুভকামনা...

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯

রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে খুব ভাল লাগলো!

ভাল থাকবেন অদৃশ্য :)

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো.....


ভাল থাকবেন অদৃশ্য :)

২৪| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬

আম্মানসুরা বলেছেন: বাহ!!! চমৎকার পোষ্ট।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আম্মানসুরা!

ভাল থাকুন :)

২৫| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

আরমিন বলেছেন: দারুন রেজু! ফেবুতে পড়েছিলাম প্রথম প্যারাটা, জয়ানন্দের উপর খুব রাগ হয়েছিলো তখন, এখন পুরোটা পড়ে জয়ানন্দকে ক্ষমা করে দিলাম। ফেবুর চেয়ে ব্লগই ভাল, কত বিশদভাবে জানতে পাড়লাম বলো?

তোমার এই কাজগুলি আমার যে কি ভাল লাগে! দারুন একটা বিষয় নিয়ে পড়াশোনা করো তুমি!
অনেক অনেক শুভকামনা প্রিয় বন্ধু!

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪১

রেজোওয়ানা বলেছেন: জয়ানন্দরে ধইরা চটকানা লাগানো উচিত ছিল, ব্যাটা ঘেচু।


কেমন আছো তুমি?

ভাল থেকো আরমিন বেগম, আমার একমাত্র ব্লগ-বাস্তব বন্ধু :)

২৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো আপ্পি!!! শিক্ষনীয় পোস্ট!

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০২

রেজোওয়ানা বলেছেন: পড়েছো দেখে খুব ভাল লাগলো!

অনেক ভাল থেকো,

শুভ দিন :)

২৭| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

অদ্ভুতুরে বলেছেন: চন্দ্রাবতীর প্রাসাদ অ্যাখনো টিকে আছে! চমৎকার! তার প্রাসাদ, মন্দিরের ছবি দেখে আগ্রহ বেড়ে কয়েকগুন হয়ে গেছে। শুনেছিলাম চন্দ্রাবতীর শিব মন্দিরের দরোজায় লেখা চিঠি অ্যাখনো আছে, সত্যি নাকি?

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ আছে তো! তবে প্রাসাদের অবস্থা সঙ্গীন, কতদিন টিকে থাকে সেটাই দেখার বিষয়। আর প্রাসাদটি স্থানীয় লোকজন দখল করে সেখানে বসবাস করছে।
মন্দিরটা যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত নিদর্শন, তবে প্রিজারভেশনের অবস্থা ভাল না!

চিঠি এখানে নাই, তবে তার হাতে লেখা একটা পান্ডুলিপি আছে কোলকাতার আশুতোষ মিউজিয়ামে!

পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ,

ভাল থাকবেন :)

২৮| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন:


চন্দ্রাবতী'র কথা মনে পড়ে গেলো :(
দারুন পোষ্টে +++

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫২

রেজোওয়ানা বলেছেন: কোন চন্দ্রাবতী আমিনুর ভাই, স্পেশাল কেউ নাকি? :-B


পড়লে বলে খুব খুশি হলাম,


শুভেচ্ছা নিরন্তর :)

২৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো :)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ইখতামিন :)

৩০| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: বিরহী চন্দ্রাবতী !
ছবি এবং ঘটনা ভালো লেগেছে।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

রেজোওয়ানা বলেছেন: অনেক ধণ্যবাদ আপু!

ভাল থাকবেন :)

৩১| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ফেসবুকে আগেই পড়েছিলাম। প্লীজ আপু এই ধরনের পোষ্ট আরো দিয়েন, এই ধরনের পোষ্ট ব্লগে আসলে সেটা আসলে এক প্রকার রেফারেন্স হিসেবেই থেকে যায়। বিশেষ করে সার্চ করলে যখন আপনার এই লেখাটা সবার আগে আসবে, তখন সেটার আনন্দ এবং দায়ভারও বিশাল। :)

পোষ্টে প্লাস। আশা করি, নতুন ব্লগাররা এইভাবে আস্তে আস্তে আপনার লেখার সাথে পরিচিত হবে। নতুন হিসেবে তারা অনেক কিছুই আগে মিস করেছে! আর এই ধরনের পোষ্ট ভালো না লাগার কোন কারন নাই। যাদের ভালো লাগবে না, তাদের ব্যাপারে ব্লগারত্ব নিয়ে প্রশ্ন থেকে যাবে। হাহা! :)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

রেজোওয়ানা বলেছেন: তোমার মন্তব্যটা এতই ইন্সপায়ারিং যে কি প্রতিউত্তর দেব খুঁজে পেলাম না!


অনেক অনেক ধণ্যবাদ জাদিদ,

সময় ভাল কাটুক তোমার :)

৩২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

সমুদ্র কন্যা বলেছেন: ময়মনসিংহ গীতিকা পড়ার ইচ্ছে আছে আমার। কতরকম যে কাহিনী!

ছবি দেখে আর বিরহী অভিমানী চন্দ্রাবতীর কাহিনী পড়ে খুব ভাল লাগল।

ভাল থাকবেন আপু।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৩

রেজোওয়ানা বলেছেন: ব্লগার "অদ্ভুতুরে' পুরো চন্দ্রাবতীর অংশটা মৈমনসিংহ গীতিকা থেকে ব্লগে আপলোড করেছেন, ওনার ব্লগটা দেখতে পারো।
আমার কাছে আছে মৈমনসিংহ গীতিকা.....পড়তে মজাদার উপন্যাসের চাইতে কোন অংশে কম ভাল লাগে না।

অনেক ধন্যবাদ তিথী,

খুব ভাল থেকো।

শুভ রাত :)

৩৩| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: এই কাহিনীগুলো আপনার কল্যাণে জানতে পারছি, তবে যাওয়া হয়তো হবে না কখনও!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩০

রেজোওয়ানা বলেছেন: এমন প্রত্যন্ত এলাকা আসলে যাবার ব্যবস্থাও তেমন সুবিধার না। আর আমাদের দেশের যে এসব জিনিস গুলোকে একটু আকর্ষণীয় করে উপস্থাপন করবে সেই ইচ্ছাটাও কারো নেই।

যেমন ধরো, চন্দ্রাবতীর এই বাড়িটাকে যদি ঠিক এই আকৃতিতে রেখেই, ভেতরের আসবাব-পত্র সেই সময়ে আবহে সাজিয়ে একটা থিমেটিক হোটেলের মতো করা যেতে.....আমরা ধারণা বেশ ভাল প্রচার পেতো!


অনেক ধন্যবাদ হাসান পড়ার জন্য।

ভাল থেকো :)

৩৪| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

সুরঞ্জনা বলেছেন: সাধারন!

তুমি যখনি এ ধরনের পোস্ট দাও। মুগ্ধ হয়ে পড়ি, কিন্তু ছবিগুলো দেখার সঙ্গে সঙ্গে মাথায় আগুন ধরে যায়। সরকার আসে, সরকার যায়। কোটি কোটি টাকা লুটেপুটে খায় কিন্তু কেউ এই পুরাকৃতীগুলো সংরক্ষন, মেরামতের ব্যাবস্থা করেনা।

অনেক অনেক শুভ কামনা ও ধন্যবাদ রেজুমনি।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

রেজোওয়ানা বলেছেন: অনেকদিন পরে আমার ব্লগে এলে সুরাপু! ব্লগের সেই জমজমাট দিন গুলো খুব মিস করি, তোমার রবীন্দ্রনাথ সিরিজ চলছিল, মানবী আপু, নুশেরা আপু, রাগইমনের জ্বালাময়ী পোস্ট, আকিদা রুনা আপা, মেহবুবা আপা, বড়বিলাই, ভেবে ভেবে বলি......সব প্রিয় আপুরা কোথায় হারিয়ে গেলা সব একসাথে :(

৩৫| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

সুরঞ্জনা বলেছেন: *** অসাধারন হবে। স্যরি!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

রেজোওয়ানা বলেছেন: :) :)

৩৬| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক চমৎকার লাগলো আপু। পোস্ট এবং ছবি। চন্দ্রাবতীর এবং মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের মন্দির যে আজো টিকে আছে এটা জানা ছিলো না। চন্দ্রাবতী আর জয়ানন্দের কথা প্রথম জানতে পারি বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরী থেকে নেয়া একটি বইয়ে, নাম ছিল অনেকটা এরকম "বাংলার পুর নারীগন"। এই চন্দ্রাবতী তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, তাই না ??

চন্দ্রাবতীর প্রাসাদের ছবিগুলো খুব ভালো লাগলো। পোস্ট প্রিয়তে নিলাম।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:০৯

রেজোওয়ানা বলেছেন: চন্দ্রাবতীকে অনেকেই বাংলারা প্রথম কবি বলেন। তবে আমরা যদি বাংলা সাহিত্য ধরি তাহলে এপার বাংলা আর ওপার বাংলা ধরেই হিসেব করতে হবে, সেই হিসেবে প্রথম মহিলা কবি হলেন খনা, এরপরে কবি রামী বা রজকিনী, তৃতীয় মাধবী এবং চতুর্থ কবি চন্দ্রাবতী!
আর যদি শুধু বাংলাদেশ ধরা হয় তাহলে চন্দ্রাবতীকে বাংলাদেশের প্রথম মহিলা কবি বলা যায়।


পোস্ট প্রিয়তে নিয়েছেন জেনে খুব আনন্দ হচ্ছে (সত্যিই)...

ভাল থাকবেন,

শুভ রাত :)

৩৭| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সাজিদ এহসান বলেছেন: বেশ লাগলো পড়ে, চন্দ্রাবতীর প্রাসাদের ছবিগুলো খুব ভালো লাগলো.

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৫

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ!

শুভ রাত :)

৩৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: বরাবরের মতন ই চমতকার পোস্ট রেজুপু :) +

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৭

রেজোওয়ানা বলেছেন: আরেহ আমি চোখে ভুল দেখছি না তো!

অনেক দিন পরে চেয়ারম্যান....

ব্লগে ফিরে এসো :)

৩৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩

ময়নামতি বলেছেন: বিষয়টি আগে মোটেও জানা ছিল না।

সিসটারকে অসংখ্য ধন্যবাদ অল্প কথায় একটি সুন্দর পোস্ট দেবার জন্য।

পোস্টে প্লাস।++++++++

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

রেজোওয়ানা বলেছেন:
পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ ময়নামতি ভাই!

আশাকরি ভাল আছেন,

শুভেচ্ছা রইলো!

শুভ রাত :)


৪০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫

রেজোওয়ানা বলেছেন: কমেন্ট একটা রিপ্লাই দেয়ার সাথে সাথে লগ আউট হয়ে যাচ্ছি, লগইন করতে করতে হয়রান হয়ে গেলাম!

অনেকদিন পরে ভাবছিলাম ধুমছে ব্লগর ব্লগর করি, কিন্তু আমার আর ধৈর্য্যে কুলাইলো না :-<

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

রেজোওয়ানা বলেছেন: এখন আবার একটা রিপ্লাই দেই বা কমেন্ট লেখি, সাথে সাথে ব্যাড গেইটওয়ে দেখিয়ে সার্ভার এই মূহুর্তে ব্যাস্ত দেখায়!

বুঝলাম না, সমস্যা কি আমার একার হচ্ছে, না সবার :(

এত কষ্ট করে চুরি চামারি করে সময় জমিয়ে ব্লগে আসলাম, এই অবস্থা!

আমি অনেক দু:খিত মন্তব্যের রিপ্লাই করতে পারছি না, খুব শিঘ্রীই দেখা হবে......

৪১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর পোষ্ট আপু।
এধরণের পোষ্ট আর চাই।


২৫তম ভাললাগা কিন্তু আমার। :#>

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

রেজোওয়ানা বলেছেন: ২৫ তম বারে হালকা হলুদ বাটনটায় প্রেস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শোভন


শুভেচ্ছা :)

৪২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৬

আগুনে পাখি বলেছেন: পুরোই Awsome পোস্ট ......
এরকম প্রাচীন কাহিনীসমৃদ্ধ পোস্ট আরও চাই :)

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আগুনে পাখি!

আমার ব্লগে স্বাগতম :)

৪৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

তোমোদাচি বলেছেন: চমৎকার বর্ণনা; সেই সাথে ছবি গুলিও ...

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

রেজোওয়ানা বলেছেন: আমার ব্লগে আশার জন্য অনেক ধন্যবাদ তোমাচিদ ভাই,

শুভেচ্ছা নিরন্তর :)

৪৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

রোমেন রুমি বলেছেন: মৈমনসিংহ গিতিকায় এই লোক কাহিনীটি পড়েছি ।
ছবি গুলি বাড়তি পাওয়া ।
কি জানি কোনদিন যাওয়া হবে কি না !

ভাল লাগল আপু ।
ভাল থাকবেন ।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪২

রেজোওয়ানা বলেছেন: কত জায়গাই তো যাওয়া সম্ভব হয় না, তবু দেখতে ভাল লাগে....


পড়ার জন্য অনেক ধন্যবাদ রুমি

শুভেচ্ছা :)

৪৫| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল চন্দ্রাবতী সংবাদ... :)

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ জহির ভাই!

আশাকরি ভাল আছেন :)

৪৬| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

প্রিয়ভাষিণী বলেছেন: আমরা ভুল করে অনুতাপ করি। মন খারাপ করা চন্দ্রাবতী কাহিনী।
ছবিগুলো দেখে ভালো লাগলো।


বাংলা ব্লগে নারীদের নিয়ে পোস্টটাতে মন্তব্য করতে যেয়ে প্রবেশ করতে পারলাম না যে!
আমিওতো বলতে চেয়েছিলাম, এই ধরনের পোস্টের দরজা বন্ধ করা ঠিক নয়। এরা সবসময়ই চলমান।
ভালো থাকবেন।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

রেজোওয়ানা বলেছেন: আগের পোস্টটায় কমেন্ট লক করে দিয়েছি কারণ সম্মেলনটা হয়ে গিয়েছে~ আর ব্লগে তেমন সময় দিতে পারছি না! আলোচনা মূলক পোস্ট সব সময় এটেন্ড না করতে পারলে মিস গাইড হয়, এই জন্যই আরকি......


অনেক ধন্যবাদ প্রিয়ভাষিনী!

খুব ভাল থাকুন......

৪৭| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

আমি তুমি আমরা বলেছেন: প্রথমে ভেবেছিলাম কেবলই গল্প, পরে দেখি সত্য। ভাল লাগল :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০০

রেজোওয়ানা বলেছেন: হু, সত্যি!

আশাকরি ভাল আছেন :)

৪৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৩১

ফারিয়া বলেছেন: আহা, বিরহ কেন এত মুগ্ধতা আকড়ে রাখে?
জানতাম না এই প্রেমকথন। জেনে ভালোও লাগছে, একটু কষ্টও লাগছে!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

রেজোওয়ানা বলেছেন: বিরহ অনেক সময়েই বিষন্ন সুন্দর......


অনেক ভালো থেকো ফারিয়া :)

৪৯| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

তীর্থক বলেছেন: চন্দ্রাবতির কিচ্ছা জানা ছিল। আবার নতুন করে জানলাম।

ছবিগুলো নতুন আর তাতেই পোষ্টের ষ্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে।

মিলিয়ে বেশ ভালো লেগেছে।

+

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

রেজোওয়ানা বলেছেন: মূলত: ছবি গুলো শেয়ার করার জন্যই গল্পটাকে টেনে আনা!

আমার পোস্টে আসলেন বলে খুব ভাল লাগলো ভাইয়া,


শুভেচ্ছা :)

৫০| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

কাঠফুল বলেছেন: চমৎকার হয়েছে।
ছবি ও লেখা খুব ভালো লাগলো। এমন একটি পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ...

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৩

রেজোওয়ানা বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে এলেন ভাইয়া!

আশাকরি ভাল আছেন,

পড়ার জন্য অনেক ধন্যবাদ

শুভ রাত :)

৫১| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সায়েম মুন বলেছেন: পুরা রুপকথার গল্পের মত।
চন্দ্রাবতীর কাহিনীটা জানা ছিল না। তার সম্পর্কে কিছুটা জেনেছি বিসিএস বাঙলা প্রিপারেশনের সময়।

জায়গাটা কি কিশোরগঞ্জ সদর উপজেলায়? কিশোরগঞ্জ বেশ কয়েকবার গিয়েছি। জায়গাটা সম্পর্কে জানা ছিল না। থাকলে একটু ডু মেরে আসা যেত।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭

রেজোওয়ানা বলেছেন: হু, সদর উপজেলার পাতাইর গ্রামে। এরপর গেলে দেখে আসতে পারো, কাছাকাছি আরেকটা গ্রামে মুঘল মসজিদ আর কিছু নিদর্শন আছে!

অনেক ধন্যবাদ সায়েম,

ভাল থেকো :)

৫২| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০০

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল চন্দ্রাবতী কথন

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯

রেজোওয়ানা বলেছেন: পড়লে বলে খুব ভাল লাগলো তানিম!

ভাল থেকো,

শুভ রাত :)

৫৩| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১০

সাগর রহমান বলেছেন: এ কাহিনী গুলো শুনতে আমার দারুন লাগে।
একটা দুর্দান্ত পোষ্ট।
শুভকামনা আপু।।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২০

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সাগর ভাই,

সময় ভাল কাটুক আপনার,

শুভ রাত :)

৫৪| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৮

দীপান্বিতা বলেছেন: অসাধারণ......

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২২

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ দীপা আপু,

নতুন জীবন যে খুব অনন্দে কাটছে সেটা টের পাচ্ছি,

শুভেচ্ছা দু'জনার জন্যই :)

৫৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন:
আমাদের পাশের জেলা হলেও আমাদের বাড়ির কাছেই চন্দ্রাবতীর বাড়ি...

বেশ কয়েকবার গিয়েছি...

আপনার বর্ণনায় পাঠ করে আরো ভাল লাগল...

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী জানতাম... হঠাৎ কেন কনফিউজ হয়ে গেলাম!

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭

রেজোওয়ানা বলেছেন: আমিও তাই জানতাম যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, পরে 'কবি চন্দ্রাবতী এবং মধ্যযুগের লোকমানস' এই লেখাটা পড়ার পরে টাইম স্কেল মিলিয়ে দেখি লেখকের আর্গুমেন্ট ঠিক আছে। সময়ের হিসেবে খনাই প্রথম (দুই বাংলা মিলিয়ে)।

আর যদি শুধু বাংলাদেশ ধরা যায়, তবে চন্দ্রাবতীকে প্রথম বলা যায়।


পড়লেন বলে খুব ভাল লাগলো সুপান্থ ভাইয়া।

শুভ রাত :)

৫৬| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

জামিনদার বলেছেন: আগে জানা ছিলনা। জানলাম। পোস্ট ভাল লাগছে।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

রেজোওয়ানা বলেছেন: আপানে দেখে ভাল লাগছে জামিনদার ভাইয়া,

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ,

ভাল থাকবেন.........

৫৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি লেখা মিলিয়ে পোস্ট ভালা লাগছে

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩০

রেজোওয়ানা বলেছেন: পড়লেন বলে খুব ভাল লাগল মাসুম ভাইয়া।

শুভ রাত :)

৫৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩

আরজু পনি বলেছেন:

পোস্টটা প্রথম যেদিন পড়ি সেদিনই ঠিক করেছিলাম মন্তব্য করার সময় প্রিয়তে নিয়ে যাব।

জানি না এই মন্তব্য পাবলিশ হতে যেয়ে কি অবস্থা হয় ! ............

পরে আবার মন্তব্য করার আশা রাখি।

এখন https://www.youtube.com/watch?v=llDvw0xGp34 এই গান শুনে মন খারাপ লাগছে :(

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১

রেজোওয়ানা বলেছেন: আমি তো প্রায় ২০টা মন্তব্য মুছলাম, সব ট্রিপল, চৌপল মন্তব্য!!


গানটা শুনে দেখি.........

৫৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

চুক্কা বাঙ্গী বলেছেন: প্রাসাদের অবস্থাতো ভয়াবহ। যে কোন মূহুর্তে ধ্বসে পড়ে যাবে মনে হচ্ছে।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

রেজোওয়ানা বলেছেন: এর মধ্যেও তিন চারটা পরিবার এই দালানে বাস করে,
দেয়ালের খাজে গাছের শিকড় দেখলে মনে হয় মোটাসোটা সাপ ঝুলে আছে, ভয়ংকর!!

৬০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪১

লেডি বার্ড বলেছেন:

চন্দ্রাবতীর কাহিনী আগেই খানিক জানা আছিল। ছবির সাথে আবার পড়তে সত্যিই অন্যরকম ভালা পাইলাম।


১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

রেজোওয়ানা বলেছেন: কেমন আছেন লেডি বার্ড?

অনেকদিন পর দেখলাম আপনাকে :)

৬১| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩২

ময়নামতি বলেছেন: ঈদ মোবারক। ভাল থাকবেন।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

রেজোওয়ানা বলেছেন: ঈদ মোবারক ময়নামতি ভাই,

আশাকরি ভাল আছেন,


শুভেচ্ছা রইলো,


শুভ রাত......

৬২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

কতোদিন দেখে যাই কি জবাব দিলেন ...এতো অপেক্ষাও করাতে পারেন !

আচ্ছা না হয় করলামই ...তবুও আজকে বলে যাই প্রিয় ব্লগারকে...অন্তরের অন্তস্থল থেকে .... ♥ ঈদ মোবারক ♥

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১

রেজোওয়ানা বলেছেন: সরি পনি আপু,


অনেক ব্যস্ততা, রিপ্লাই দিতে ইচ্ছা না করা.........সব মিলে একটা ভজঘট সময় পার করছি!

আমাকে মনে রাখার জন্য অনেক ধন্যবাদ,

সময় গুলো ভাল কাটুক প্রিয় আপু :)

৬৩| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫০

দুঃস্বপ্০০৭ বলেছেন: নিঃসন্দেহে অসাম পোস্ট । ++++

ঈদ মোবারক আপু ।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

রেজোওয়ানা বলেছেন: ঈদ মোবারক দুঃস্বপ্ন,

সময় ভাল কাটুক প্রতিদিন :)

৬৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮

বায়স বলেছেন: মাত্র কিছুদিন হলো পড়েছি -স্বভাবসুলভ ভঙ্গীতে গোগ্রাসে না পড়ে প্রতি ছত্র ধরে ধরে । তবুও কাহিনীর টুইস্টিং পার্টে কিছু খটকা জমে ছিল । আপনার পোস্ট টা না পেলে সেই খটকা দূর হতো না । মিসিং লিংক ধরিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ ।
এর শেষের দুই লাইন ভীষণ প্রিয়
"স্বপ্নের হাসি স্বপ্নের কান্দন নয়ান্ চান্দে গায়।
নিজের অন্তরের দুষ্কু পরকে বুঝান দায়।।"

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৭

রেজোওয়ানা বলেছেন: পোস্টটা আপনার মনের খোরাক যোগাতে পেরেছে, এটা জানতে পারাটা লেখক হিসেবে খুব আনন্দের

অনেক ধন্যবাদ পড়ার জন্য,


শুভেচ্ছা এবং শুভ রাত,

বায়স

৬৫| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আহারে, পুরো কিশোরগঞ্জ চষে বেড়িয়েছি প্রায় ৬-৭ মাস ধরে, কিন্তু চন্দ্রাবতীর খবর তখন জানতাম না :(

লেখাটা এর আগে ফেইসবুকেই পড়লাম, না এখানেই পড়েছি মনে নেই। উপরে আমার আরেকটা কমেন্ট থেকে থাকলে দয়া করে অবাক হবেন না :)

ত্রিভুজ প্রেমের কাহিনিটা আমার কাছে একটু গোলমেলে লাগছে। হয় আমি বুঝি নি, অথবা আপনার অনুবাদে দু-একটা লাইন বদলে দিলে তা ঠিক হয়ে যাবে; অন্যথায় জয়ানন্দের চরিত্রটা ব্লগীয় ভাষায় ‘লুল‘ হিসাবে চিহ্নিত হয়, যা কালোত্তীর্ণ সাহিত্যের ক্ষেত্রে বিরাট অসঙ্গতি।

খেয়াল করুন। চাইরকোণা পুষ্কুনির পারে চম্পা নাগেশ্বর, ডাল ভাঙ্গ, পুষ্প তোল, কে তুমি নাগর? এক সময়ে এদের দু'জনার প্রেম গভীর হয়, বিয়ের লগ্নও ঠিক হয়। এখান থেকে স্পষ্ট হয় চম্পাবতী ও জয়ানন্দের মধ্যে প্রেম সংঘটিত হয়েছিল, যার পরিণতি ঘটতে যাচ্ছিল বিয়েবন্ধনের মাধ্যমে। আবার দেখুন, ওদিকে স্থানীয় মুসলমান শাসনকর্তা বা কাজীর মেয়ে আসমানীর (মতান্তরে কমলা) অসামান্য রূপে মুগ্ধ হয়ে জয়ানন্দ আসমানীকে একাধিক প্রেমপত্র লেখেন৷ এ থেকে জয়ানন্দের চারিত্রিক ত্রুটি প্রকটতর হয়। সে গাছেরও খায়, তলারও টোকায়। দু নৌকায় পা দিতে গেলে বেসামাল হয়ে নৌকাডুবিতে প্রাণ দিতে হয় বইকি। জয়ানন্দের সাথে চন্দ্রাবতীর প্রেমের কথা জেনেও আসমানী তার পিতাকে জানান তিনি জয়ানন্দকে বিয়ে করতে চান৷ কাজী তখন জয়ানন্দকে বলপূর্ববক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে আসমানীর সঙ্গে বিয়ে দিয়ে দেন৷ঘটনাটি ঘটে যেদিন জয়ানন্দ ও চন্দ্রাবতীর বিয়ের দিন স্থির হয়েছিল সেই দিন৷ এখান থেকে বোঝা যায়, জয়ানন্দ ও চন্দাবতী প্রেমাসক্ত ছিল, আসমানিই সেই প্রেমে হস্তক্ষেপ করতে উদ্যত হয়, যেখানে জয়ানন্দের কোনো সায় ছিল না। তবে, উপরের লাইনটা যদি এভাবে (as appended below) বদলে দেয়া যায় তাহলে জয়ানন্দের চারিত্রিক মাহাত্ম্য সমুন্নত থাকে, এবং একটা সার্থক ত্রিভুজ প্রেম বলে এটাকে আখ্যায়িত করা যায়; গল্পে ত্রিভুজ প্রেম হয় নি, দ্বিভুজ হয়েছে ;)

এক সময়ে এদের দু'জনার প্রেম গভীর হয়, বিয়ের লগ্নও ঠিক হয়। ওদিকে স্থানীয় মুসলমান শাসনকর্তা বা কাজীর মেয়ে আসমানী (মতান্তরে কমলা) জয়ানন্দের অসামান্য রূপে মুগ্ধ হয়ে জয়ানন্দকে একাধিক প্রেমপত্র লেখেন৷ এই ত্রিকোন প্রেমের ফলাফল হয় মারাত্মক৷ জয়ানন্দের সাথে চন্দ্রাবতীর প্রেমের কথা জেনেও আসমানী তার পিতাকে জানান তিনি জয়ানন্দকে বিয়ে করতে চান৷ কাজী তখন জয়ানন্দকে বলপূর্ববক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে আসমানীর সঙ্গে বিয়ে দিয়ে দেন৷ঘটনাটি ঘটে যেদিন জয়ানন্দ ও চন্দ্রাবতীর বিয়ের দিন স্থির হয়েছিল সেই দি৷ সেদিন সন্ধ্যাবেলা চন্দ্রাবতী নববধুঁর সাজে বসে ছিলেন জয়ানন্দের অপেক্ষায়, তখনই সংবাদ পেলেন জয়ানন্দ ধর্মান্তরিত হয়ে অনত্র্য বিবাহ করেছেন৷



২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২

রেজোওয়ানা বলেছেন: ফেবুতে একটা ছবি দিয়ে মূল ঘটনাটা শেয়ার করেছিলাম খলিল ভাই, আপনি ঠিক ধরেছেন!

অনুবাদ প্রসঙ্গে আপনার বিশ্লেষণ যথার্থ হয়েছে, বদলে দিচ্ছি!
তবে আমার কাছে জয়ানন্দ ব্যাটাকে 'লুল' ই মনে হইছে :(


মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৬৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

বায়স বলেছেন: । "ওদিকে স্থানীয় মুসলমান শাসনকর্তা বা কাজীর মেয়ে আসমানীর (মতান্তরে কমলা) অসামান্য রূপে মুগ্ধ হয়ে জয়ানন্দ আসমানীকে একাধিক প্রেমপত্র লেখেন ৷" মৈমন সিংহ গীতিকার বিশেষত্বই এই যে এগুলো সাধারণ মানুষের নিজেদের গল্প - যারা ভুল করে আবার অনুতপ্ত হয় ।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

রেজোওয়ানা বলেছেন: মৈমন সিংহ গীতিকার এই দিকটা আমারও খুব ভাল লাগে, নিত্যদিনের সব ঘটনা গুলো কি দারুন নাটকীয়তার সাথেই না বর্ণনা করা হয়েছ ------------আবারও শুভেচ্ছা!


দিন ভাল কাটুক আপনার :)

৬৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

চতুষ্কোণ বলেছেন: কাহিনী জানা ছিল আগেই। কিন্তু বাস্তব কাহিনি বলে মনে করিনি কখনো। যাওয়ার ইচ্ছে রইলো। সুন্দর একটা পোষ্ট।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

রেজোওয়ানা বলেছেন: চতুষ ঘতুষ----------কতদিন পরে ব্লগে তোমার পদধুলি পরলো!


ভাল লাগছে খুব :)

৬৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

কামরুল হাসান শািহ বলেছেন: বুঝলাম জয়ানন্দ লুল পুরুষ আছিলো :P

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

রেজোওয়ানা বলেছেন: এই যে ভাই কামরুল, আপ্নাকেও বহুদিন পরে ব্লগে দেখলাম!

দিনকাল কেমন কাটে? /:)

৬৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

শিশির.কনা বলেছেন: আগেই এই কাহিনী পড়েছি , তবে ছবি সহ পড়িনি । ছবি সহ গুছানো লেখাটি অনেক অনেক ভালো লেগেছে । ছবি গুলো সুন্দর তুলেছেন।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ শিশির কনা!

আশাকরি ভাল আছেন,


শুভ রাত :)

৭০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

বড় বিলাই বলেছেন: বিশাল পোস্টটা না দেখে পারলাম না।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

রেজোওয়ানা বলেছেন: বিলাই আপু!!!!!

কেমন আছেন?

এমন ডুব দিলেন কেন?!!

টারজান ভাইয়া কেমন আছে?


অনেক ভাল থাকবেন আপু,

শুভ রাত :)

৭১| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর প্রেম আখ্যান এবং ছবি
ইতিহাসে বাধে তারে স্মরণে কবি ।।
ধন্যবাদ পোস্টে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ----

৭২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

নবীনা বলেছেন: গল্পটা আমার এক স্যারের কাছে শুনেছিলাম....তখন যেমন মুগ্ধ শ্রোতা হিসেবে শুনেছিলাম এখন তেমনি মুগ্ধ পাঠক হয়ে পড়লাম... :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো নবীনা!

পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ----

৭৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

বড় বিলাই বলেছেন: সে কি আপু, আমি কেন ডুব দিলাম এখনও জানেন না? আমার লেটেস্ট পোস্ট দেখেননি?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

রেজোওয়ানা বলেছেন: অনেক পরে দেখেছি আপু!
ব্লগে একদমই অনিয়মিত হয়ে গেছি ইদানিং, তাই খেয়াল করিনি :(


আবারও অভিনন্দন, নতুন মানুষকে নিয়ে খুব ভাল কাটুক সময়-----

৭৪| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: মাঝখানে বেশ কিছুদিন কমেন্টের ১-১০০ লোড করতে পারছিলাম না তাই আপনার দেয়া উত্তর দেখতে পারিনি।

প্রথম মহিলা কবি হলেন খনা, এরপরে কবি রামী বা রজকিনী, তৃতীয় মাধবী এবং চতুর্থ কবি চন্দ্রাবতী! আর যদি শুধু বাংলাদেশ ধরা হয় তাহলে চন্দ্রাবতীকে বাংলাদেশের প্রথম মহিলা কবি বলা যায়।

অনেক চমৎকার একটা বিষয় জানালেন। কৃতজ্ঞতা রইল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

রেজোওয়ানা বলেছেন: সামুতে বেশ টেকনিক্যাল সমস্যা হচ্ছে ইদানিং! আমি তো এতদিন লগ ইন করতেই পারছিলাম না :(

৭৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

পেন্সিল স্কেচ বলেছেন: অসাধারণ +++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা পেন্সিল স্কেচ :)

৭৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

লেজকাটা বান্দর বলেছেন: অসাধারণ একটা রূপকথা। শেয়ার দেবার জন্য অনেক ধন্যবাদ আপু।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

রেজোওয়ানা বলেছেন: আপনাকেও পড়ার জন্য অনেক ধন্যবাদ!

আর দুঃখিত যে রিপ্লাই করতে মনে হয় একটু বেশিই দেরী করে ফেললাম :(

৭৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চন্দ্রাবতী কাহিনী চমৎকার লাগলো। সেই সাথে ছবিগুলোও দারুণ। অনেক দিন আপনার লেখা দেখিনা। আর একটা প্রয়োজনেও আসলাম। একটা পোস্ট দিয়েছি যদি পড়তেন। কেননা আপনার সাহায্য প্রয়োজন। লিঙ্ক- এখানে

ভালো থাকুন, আপু, সব সময়।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

রেজোওয়ানা বলেছেন: হু, অনেকদিন পরে ব্লগে আসলাম! ব্যস্ততা বেড়ে গেছে!

আশাকরি ভাল আছেন :)

৭৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

নেক্সাস বলেছেন: অনেক দেরীতে চন্দ্রাবতি কাব্য পড়লাম।

বেশ ভাল লাগলো লিখাটি। বরাবরের মত রেজুপার নানন্দনিক পরিশ্রমের ফসল।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৬

রেজোওয়ানা বলেছেন: ড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সাস ভাই

ভাল থাকুন :)

৭৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

যাযাবর৮১ বলেছেন:
*+*+*+*+*+

ভাল লাগল আপুনি চন্দ্রাবতী কথন :)
আহা ইতিহাস রক্ষায় নাইরে যতন /:)


কেমন আছেন আপুজান? :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৮

রেজোওয়ানা বলেছেন: ড়ার এবং এমন সুন্দর একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ যাযাবর ভাই

ভাল থাকুন :)

৮০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: রেজোয়ানা আপু চন্দ্রবতি সংবাদ সেই কবে থেকে পড়ছি।নতুন লেখা চাই। :)

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৮

রেজোওয়ানা বলেছেন: তুন লেখা ব্লগে আর নাই :)

ভাল থাকবেন সেলিম ভাই--

৮১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ, খুব শীঘ্রই যাবার চিন্তা করছি।

৮২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

আরজু পনি বলেছেন:

:(

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪০

রেজোওয়ানা বলেছেন: হেই পনি আপু--কেমন চলছে সব? :)

৮৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১

গরম কফি বলেছেন: 'অমৃত ভাবিয়া আমি খাইয়াছি গরল,
কণ্ঠেতে লাগিয়া রইছে কাল হলাহল!'

ওয়াও ...

কেমন আছেন ?

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩

রেজোওয়ানা বলেছেন: আলহামদুলিল্লাহ, বেশ ভাল আছি!
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম--আছেন এখনও নাকি আবার ডুব দিয়েছেন?

৮৪| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: নতুন পোস্ট চাই :(

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৪

রেজোওয়ানা বলেছেন: নতুন পোস্ট নাই :)

৮৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:১২

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর পোস্ট।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৫

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য আহসান :)

৮৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

সোমহেপি বলেছেন: নতুন পোস্ট দ্যাও :|

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬

রেজোওয়ানা বলেছেন: ক্যা?

৮৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

দীপান্বিতা বলেছেন: নতুন পোস্ট কই!!

৮৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

ফেসবুকের স্ট্যাটাসগুলো কপি করে এখানে পেস্ট করে দিলেও তো পোস্ট হয়ে যায় :(

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৭

রেজোওয়ানা বলেছেন: হে হে হে হে---- ব্লগের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে!!

৮৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
কে জানে, রেজু আপা ব্লগের পাসওয়ার্ড ভুলে গেছেন মনে হয় :(

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৯

রেজোওয়ানা বলেছেন: হু---ভুলে গেছিলাম!
কেমন আছেন?

৯০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

:(

স্বর্ণার পোস্টে Click This Link যেমন খুশি তেমন সাজো চলছে...জানাকে বলে বিশেষভাবে পাসওয়ার্ড বদলানোর কোন ব্যবস্থা করা যায় কি না ভেবৈ দেখা যেতে পারে ।।

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল ।। !:#P !:#P

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫০

রেজোওয়ানা বলেছেন: স্বর্ণার পোস্ট যথারীতী মিস করেছি


শুভ বর্ষা আপু :)

৯১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

বেঈমান আমি. বলেছেন: লগ ইন করছো?এখন কমেন্ট রিপ্লই করো।তুমি খুব অলস হয়ে গেছো X(

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৩

রেজোওয়ানা বলেছেন: আসলেই :(

৯২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

ইখতামিন বলেছেন:
ওয়েলকাম ব্যাক :)

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৪

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু----থ্যাংকু---থ্যাংকু :)

৯৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ইখতামিন বলেছেন:
আবারও পাসওয়ার্ড হারিয়েছেন? X( :(

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৬

রেজোওয়ানা বলেছেন: পাওয়ার্ড ঠিক আছে তবুও লগ ইন হয় না মাঝে মাঝে :(

৯৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

লেখোয়াড় বলেছেন:
রেজোয়ানা আর কত?
নতুন বছর এলো, এবার নতুন কিছু করেন বা দেখান।
এভাবে মুখ ফিরিয়ে নেয়া কি ঠিক?
আপনারা থাকলে ব্লগিংটা কত মজাই না হয়।

চলে আসুন।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৭

রেজোওয়ানা বলেছেন: হেই লেখোয়ার-- আছেন কেমন?

শুভ বর্ষা :)

৯৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ একটি পোস্ট, চোখ এড়িয়ে গেল কি করে??

প্রিয়তে নিয়ে গেলাম।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০০

রেজোওয়ানা বলেছেন: থ্যাংক্স এ লট প্রফেসর!


শুভ বর্ষা :)

৯৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪১

রাসেলহাসান বলেছেন: অসাধারন পোস্ট!! গল্পটা পড়ে এখানে যাওয়ার ইচ্ছে জাগলো। খুব শীঘ্রই সময় করে ঘুরে আসবো। প্রিয় তে নিলাম।।
++++++++

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০০

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাসেল--


শুভ বর্ষা :)

৯৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখা বরাবরই চমৎকার ও অনন্য বৈশিষ্টের ধারক বাহক।





ধন্যবাদ। ভালো থাকবেন। নিরাপদ থাকবেন।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০১

রেজোওয়ানা বলেছেন: মন্তব্যে মন ভরে গেলো----

অনেক ধন্যবাদ দেশ প্রেমিক

শুভ দিন :)

৯৮| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫

পদ্ম।পদ্ম বলেছেন: +++

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০২

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ পদ্ম :)

৯৯| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬

আহমেদ চঞ্চল বলেছেন: আজ কেন জানি খুব মন দিয়ে আপনার এই পোষ্টটা পড়তে ইচ্ছে করলো এবং পড়লাম যথারীতি মুগ্ধ হলাম।।।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৩

রেজোওয়ানা বলেছেন: ড়ার জন্য অনেক ধন্যবাদ চঞ্চল ভাইয়া

শুভ দিন :)

১০০| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪১

নীল ভোমরা বলেছেন: তথ্যগুলি জানা ছিলনা....জানলাম। ভাল লাগলো! শুভকামনা!

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪

রেজোওয়ানা বলেছেন: থ্যাংক্স :)


শুভ বর্ষা

১০১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


আপু! শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪

রেজোওয়ানা বলেছেন: বর্ষার শুভেচ্ছা ---শোভন :)

১০২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ক্যামন আছেন ? অনেকদিন পর আপ্নার ব্লগে আসলাম। যদিও ব্লগেই আমি এখন চুড়ান্ত অনিয়মিত।

চন্দ্রাবতী সংবাদ খুবই ভাল লেগেছে। ''

আপ্নিকি ব্লগ ছেড়ে দিয়েছেন ?

১০৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বাহ বাহ! ব্লগে আপনাকে দেখে ভাল্লাগছে ...

কেমন ছিলেন??

১০৪| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

লেখোয়াড় বলেছেন:
রেজোয়ানা, অনেক দিন পর!!
আপনাকে ব্লগে দেখা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ফিরে আশার জন্য।
আশা করি থাকবেন আর নিয়মিত লিখবেন।

আপনার জন্য অনেক শুভকামনা।

১০৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
লেখাটি অনেক উপকারে লেগেছিল ৷ আজ জানিয়ে গেলাম ৷ ভাল থাকবেন সবসময় ৷

১০৬| ০৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক আপু !:#P

১০৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

অদৃশ্য বলেছেন:





অনেকদিন পর মনে হয় আপনার ছায়াটাকে দেখতে পেলাম... কখনো কখনো ছায়াও আনন্দদায়ক... যেমন এই মুহূর্তে...


শুভকামনা...

১০৮| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

কয়েস সামী বলেছেন: অনেক দিন হয়ে গেল আপি। নতুন পোস্ট নাই কেন?

১০৯| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

আরমিন বলেছেন: এ আজ কাহাকে দেখি এতদিন পর!

আমার তো কোনো খোঁজই নাও না তুমি ! :(

১১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারর পোস্ট।সহজ ভাষার লেখাটি পড়তে খুব ভালো লাগল।অনেককিছুই জানতে পারলাম

১১১| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০২

শেরজা তপন বলেছেন: সেই তো গেলেন চলে আর ফিরে এলেন না!!! কত মিস করি আপনাকে তা জানেন?

১১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১১

শেরজা তপন বলেছেন: ফের এসে ঘুরে গেলাম সুদীর্ঘ ৪ বছর বাদে- বাঃ বেঁচে আছিতো এখনো ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.