![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি তখনই অন্যজন সম্পর্কে ভাল বুঝতে পারবেন যদি আপনি তার দৃষ্টিকোণ থেকে দেখতে শিখেন।
ধরুন আপনি যেকোনো এক দেশের একজন বাসিন্দা। এখন আপনার সামনে আপনার পরিবারকে হত্যা করা হয়েছে। বা আপনি জানলেন যে আপনার অবর্তমানে ভিনদেশী সেনারা এসে এ হত্যাকাণ্ড চালিয়েছে। এখন আপনিকে চুরি পরে বসে থাকতে পারবেন এ অন্যায়ের বিরুদ্ধে? নিশ্চয় আপনি বা আপনার জাগায় যেই থাকুক-না কেন অবৈধ অজুহাতে আপনার দেশ ও পরিবারকে আক্রমণ করতে আসা সেনাদের বিপক্ষে আপনি রুখে দাঁড়াবেন। কাপুরুষ হলে অবশ্য ভিন্ন কথা।
এখন যারা আপনার দেশে ও পরিবারের উপর অবৈধভাবে আক্রমণ করলো তারা অবশ্যই আপনার ও আপনার দেশের জন্য শত্রু। কিন্তু যেসব ভিনদেশী সেনা আপনাদের বা আপনার দেশের লোকদের হত্যা করছে তারা তাদের দেশের জন্য হয়ে উঠে সাহসী সেনা। এমন হত্যাকাণ্ডের জন্য তারা সে দেশে পুরস্কারও পাই।
এখন মিডিয়া চাইলে যেকোনো এক দৃষ্টিকোণ থেকেই তা উল্লেখ করতে পারে। বর্তমানে আমরা যা দেখছি আরকি। জোর যার মূলক তার তাই এখন ক্ষতিগ্রস্তরাই মিডিয়াতে প্রকাশ পাই সন্ত্রাসী হিসেবে। সব কিছু বা উভয় পক্ষের দৃষ্টিকোণ থেকে বিষয়টা না দেখলে সত্যটা ঠিক উপলপধি করা যায়না।
যেমন ধরুন আমাদের ৫২ আর ৭১ এর কথা। পাকিস্তানিরা কি তখন আমাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করতে চাইনি? ঠিক একই পরিস্থিতি কি আমরা বর্তমানে দেখছি না? আমাদের দেশ ও সমগ্র বিশ্বজুড়ে যা চলছে?
তাই উচিৎ না কখনো এক দৃষ্টিকোণ থেকে দেখা।
আপনি যা করছেন তা হয়ত আপনার জন্য ভাল কিন্তু তা অন্যজনের নিকট ভাল নাও হতে পারে। বা অন্যজন যা করছে তা তার জন্য খুবই ভাল কিন্তু আপনার নিকট তা ভাল নাও লাগতে পারে। উভয় দৃষ্টিকোণ থেকে ভাবতে চেষ্টা করুন দেখবেন ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আপনার সঠিকটা বুঝতে কষ্ট হবে না।
ভাল হয় কারো বিষয়ে কিছু ভাবার বা মন্তব্য করার আগে বা সরাসরি কিছু বলার আগে তার দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা কেমন হয় তা একবার হলেও ভেবে দেখলে।
#সাদ
২১-মার্চ-১৪
#Saad
২| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:২০
সাদ ৭ বলেছেন: সফটওয়্যার জনিত কারণে। এখন কিছুটা শিখেছি
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:২৮
আহসানের ব্লগ বলেছেন: বানানের এই অবস্থা কেন ?