![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা আপনার কি ফেসবুক ব্যাবহার করার মত আঙ্গুল বা হাত আছে?
আপনার কি বাসার উপর ছাদ আছে?
আমার মনে হয় না যাদের ফেসবুক ব্যাবহার করার মত টাকা আছে তাদের দুমুঠো খাবার খেতে কষ্ট হয়। আর যদি আপনি দুবেলা খাবার পান আর আপনার মাথার উপর ছাদ থাকে তবে জেনে রাখেন আপনি পৃথিবীর সেইসব ৩০% লোকদের মধ্যে বসবাস করছেন যারা দারিদ্র সীমার উপরে রয়েছে। অর্থাৎ পৃথিবীর ৭০% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে যাদের থাকা খাওয়ার অনেক সমস্যা।
আপনার কি এইডস আছে না ক্যানসার? অথচ কত লোক এ মরণ রোগে ভুগছে!
হয়ত আপনার কোন এক অঙ্গ বা চোখ নেই। কিন্তু যার অনেক অঙ্গ বা কোন চোখই নেই আপনার অবস্থা কি তার অপেক্ষা দুঃখজনক?
তাহলে নিজেকে সুখী মনে করতে আপনাকে কিসে বাঁধা দেয়? কিসে বাঁধা দেয় আলহামদুলিল্লাহ্ আমি ভাল আছি বলতে?
নাকি আপনি কষ্টে আছি বলে বা মোটামুটি বা খারাপ আছি বলে ঐ ৭০% লোকদের উপহাস করবেন?
(সাময়িক মনঃকষ্ট এ আওতাই পরে না। যেমন স্বজন হারানোর কষ্ট বা সাময়িক বেদনা ইত্যাদি। এ ব্যাপারে ইন-শা-আল্লাহ্ পরে আলোচনা করব।)
১৪-মার্চ-১৪
#সাদ
#saad
৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৪
সাদ ৭ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ রাত ৮:৪২
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।