নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদ ৭

ছাত্র। বয়স ২০। মাত্র শিখছি। তবে এটা ভালো করে জানি আমি এখনো অনেক কিছুই জানি না। কিন্তু এও জানি, যে ভুল করে না বা ভুল করার ভয়ে কিছু করতে চেষ্টা করে না, সে কিছুই শিখতে পারে না।

সাদ ৭ › বিস্তারিত পোস্টঃ

লাইক সমাচার

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

একজন স্ট্যাটাস দিল, আমার মরে যেতে ইচ্ছে করছে বা কেন যে মরছি না! আর এতে অনেকেই চোখ বন্ধ করে লাইক দিয়ে দেয়। সাধারণ দৃষ্টিতে এমন স্ট্যাটাস এ লাইক দেয়ার মানে, তুই মর তাতে আমার কিছু আসে-যায় না।



আসলে অনেকেই বুঝে না লাইক দেয়া না দেয়ার অর্থ। আবার অনেকে শুধু কিছু না পড়ে এমন কিছুতে লাইক দিয়ে থাকে যা দেয়া উচিৎ ছিল না। মূলত এমনটা বেশি হয় যারা লাইক বেক পাওয়ার উদ্দেশে দিয়ে থাকে। আবার অনেকে পরিচিত নাম দেখে বা যে তাকে নিয়মিত লাইক দেয় তার আইডি দেখেই চোখ বন্ধ করে দিয়ে দেয়।



তবে এটা উচিৎ লাইক দেয়ার আগে কিছুটা হলেও পড়ে দেখা। তা না হলে অনেক সময় হয়ে যায় হিতে বিপরীত। যেমন যে ব্যক্তি মরে যাব এমন স্ট্যাটাস দেয়, সেখানের লাইক পাওয়া তাকে বুঝিয়ে দেয় যে তারাও হয়তো আমার মৃত্যু চাই। আবার অনেক সময় অনেক আপত্তি জনক স্ট্যাটাসেও লাইক পরে যায়।



এবার আসি পেজ এ লাইক দেয়ার ব্যাপারে।

সাধারণ দৃষ্টিতে কোন পেজ এ লাইক দেয়ার মানে, ঐ পেজের বিষয় বস্তুকে পছন্দ করা।

শুধু কি তাই? আপডেট জানতে কি হতে পারে না? যেমন আমি এবং আমার অনেক বন্ধুকে দেখেছি বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক এমন কি বিতর্কিত পেজেও লাইক দিতে। এর মানে কি তারা সব কিছু এক সাথে পছন্দ করে? মূলত এমন লাইক দেয়া হয় কেবল আপডেট জানার জন্য। কেবল পছন্দ করে বলেই লাইক দেয় এমন না। আর লাইক দিলেই যে তা পছন্দের বিষয় হয়ে যাবে এমন না। আর কারো উচিৎ না যে, কোন ব্যক্তিকে অন্য ধারার পেজে লাইক দেয়ার মানে সে তা পছন্দ করে এমন মনে করা।



তবে এমন কিছু পেজ আছে যা সরাসরি কারো অনুভূতিতে আঘাত আনে আবার এমন কিছু পোস্ট আছে যা আপত্তি জনক এবং তাতে লাইক দিলে অন্যদের ওয়ালে শো করলে তা অন্যদের জন্য আপত্তিকর হতে পারে। এমন কিছুতে লাইক দেয়ার মোটেও উচিৎ নয়। যেমন নগ্ন ছবি বা এ টাইপের পোষ্টে লাইক দেয়া। যারা এমন করে তাদের উচিৎ তার অন্যান্য বন্ধুদের প্রতি সম্মান রাখা।



#সাদ

০৫-সেপ্টেম্বর-১৪

#Saad



Facebook

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

লিখেছেন বলেছেন: Like

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

সাদ ৭ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.