![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কিছু নেই।মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান।ছোট বেলা থেকে কম্পিউটার সম্পর্কে আগ্রহ।ইচ্ছা সিএসসি নিয়ে পড়া।
অনেক দিনের ইচ্ছা একটি প্রিন্টার কেনার।কিছুদিন টাকা জমিয়ে ৫০০০ টাকা হল আজ।তাই প্রিন্টার কিনতে আর বাধা নাই।তবে সমস্যা হল কোন প্রিন্টার কিনব তা বুঝতে পারছি না।নেটে কেউ বলে ক্যানন ত কেউ এপসন।কেউ আবার এইচপি সাজেস্ট করে।নেটে দেখলাম এপসন টি১৩ প্রিন্টার যেটা চার কার্টিজ। তবে এটার বর্তমান অবস্থা খুজে পেলাম না।মানে পাওয়া যাবে কোথায়।
এখন আপনারাই সাজেশন্স দেন...
প্রিন্টার দিয়ে মাঝে মাঝে ফটো প্রিন্ট দিব আর প্রায় প্রতিদিনই বেশকিছু ডকুমেন্ট প্রিন্ট করব।
আমার প্রশ্ন
১। বর্তমানে মার্কেটে কি টি১৩ পাওয়া যায়?ড্রাম সহ দাম কত?প্রিন্ট কোয়ালিটি কেমন?
২। ক্যানন আইপি২৭৭২ কি টি১৩ থেকে ভালো হবে?
৩। সার্ভিস কোনটির ভালো হবে?
যারা পারেন একটু হেল্প করেন।
©somewhere in net ltd.