নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত স্মৃতিচারণই সম্বল !

No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you

াঢারে ালো

মানুষ পরিচয় আমাকে করে "আশরাফুল মাখলুকাত",মুসলমানিত্ব দেয় "সার্বজনীনতা" আর বাংলাদেশী পরিচয়ে পায় "আমার আমিত্বের" পূর্ণতা

াঢারে ালো › বিস্তারিত পোস্টঃ

ছাত্রী পড়াতে গিয়ে কিছু অন্যরকম অভিজ্ঞতা

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৪

হলে উঠার পর প্রথম দিকে সিনিয়র ভাইয়েরা বলতেন আরে মিয়া ছাত্রী পড়াইতে না পারলে তোমার জীবন ষোলোআনাই বৃথা ৷ পরবর্তীতে সিনিয়র ভাইদের অনেক কাহিনীই শুনলাম,কারো ছাত্রীর সাথে আবার কারোবা ছাত্রীর বোনের সাথে রিলেশনে যাওয়া,কারো আবার ছাত্রীর কাছে ছ্যাঁকা খেয়ে পুরো তার ছিরা অবস্থা এমন হাবিজাবি অনেক কিছুই:-* ৷ আমার অবশ্য সেরকম কোনো কিছু না ঘটে থাকলেও অন্যরকম কিছু অভিজ্ঞতার সুযোগ ঘটেছিলো ৷



আমার প্রথম ছাত্রী ছিল ভিকির ইন্টার ফাস্ট ইয়ারের ৷ প্রথম যেদিন গেলাম ছাত্রী দেখে ভড়কে গেলাম,মাশাল্লাহ বাংলা ছবির নায়িকারাও ফেল মারবে:) ! যাইহোক প্রথমদিন যখন পড়াচ্ছিলাম তখন পুরোটা সময়ই ছাত্রীর মা একটু দূরে বসে প্যাপার পড়ে কাটিয়ে দিলেন ৷ এর আগে পড়াতে গিয়ে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বলেই ব্যাপারটা কেমন যেন লাগলো, তারপরেও ধরে নিয়েছিলাম যে হয়ত প্রথমদিন বলেই মনে হয় কেমন পড়াই সেটা দেখার জন্যই সারাক্ষণ এমন করে মাথার উপর বসেছিলেন ৷ কিন্তু আমার ধারণা ভুল ছিল,এমন করে দেখি প্রতিদিনই হয় ছাত্রীর মা না হয় তার বড় ভাই পাহারা দিতে লাগলেন ৷ ব্যাপারটা খুবই ইরিটেটিং ছিল আমার মেজাজ গেল চরম খারাপ হয়ে,এতই যদি ভয় তাহলে প্রাইভেট টিউটরইবা রাখার দরকার কি আর যেইনা মেয়ে এর সাথে আবার অন্যকিছুর চিন্তা করবে কেউ কোন দুক্ষে ! মাস শেষে হওয়ার আগেই জানিয়ে দিলাম আমি আর নেক্সট মাস থেকে পড়াব না,এভাবেই আমার প্রথম ছাত্রীর অধ্যায়ের সমাপ্তি নিজেই ঘটাই ৷



এরপরের ছাত্রী ছিল ও লেভেলের,মেয়েটা ছিল একদম বাচ্চা মেয়ে টাইপের ৷ প্রথমদিন পড়াতে গেলে দেখি ছাত্রী সালাম দেয়,ব্যাপক ভদ্র মেয়ে মনে মনে বলি কেন যে মানুষজন ইংলিশ মিডিয়ামের পোলাপানদের নিয়ে এতকিছু বলে ৷ কিন্তু একটু পরই আমি বিব্রতকর অবস্থায় ! প্রকট ঘামের ঘন্ধ নাকে আসল,প্রথম দিনই এভাবে প্রেস্টিজের বারোটা বেজে যাচ্ছে দেখে লজ্জায় পড়ে গেলাম ৷ কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে এর উত্স আমি কেননা আমি সবসময়ই এসব ব্যাপারে যথেষ্ঠ কেয়ারফুল ৷ ঐদিনের পড়ানো থেকে ফিরেই ব্যাপারটা চেক করলাম কিন্তু আমার ধারণা ঠিকই আমি এর উত্স ছিলাম না ৷ এই প্রথম বারের মত আমার অভিজ্ঞতা হলো যে কিছু কিছু ছেলেদের মত কিছু কিছু মেয়েদেরও প্রচন্ড ঘামের দুর্গন্ধ হয় ৷ আমার এই ছাত্রী মাঝে মাঝে যখন সরাসরি স্কুল থেকে এসে পড়তে বসত,ঐদিন ব্যাপারটা মোটামুটি টর্চারের পর্যায়ে চলে যেত !/:)



এবারের ছাত্রী আইডিয়ালের,যেদিন পরিচিত হতে গেলাম দেখি ছাত্রী শুধু মিটিমিটি হাসে ৷ যাইহোক প্রথমদিন পড়াতে গিয়ে ছাত্রীর জন্য ওয়েইট করছি,বেশ কিছুক্ষণ পর ছাত্রী আসল কিন্তু ছাত্রীকে দেখে আমি থতমত:-* ৷ এত সেজেগুজে আসছে যে এ ঠিক পড়তে আসছে না কোনো ফাংশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বুঝতে কষ্ট হলো ! সবই ঠিক ছিল কিন্তু ছাত্রী যখন মুখ খুলল তখন বাধলো বিপত্তি,মুখে এমন দুর্ঘন্ধ নিয়ে এত সাজুগুজু করে কি লাভ হলো বুঝলাম না ৷ কিন্তু যেহেতু তখন কিছুই করার ছিলনা তাই সিদ্ধান্ত নিলাম ছাত্রীকে পারতপক্ষে কোনো কথা বলতে দিব না,যা বলার লেখার আমিই করব ৷ কিন্তু ছাত্রী ছিল পাজি,কিছুক্ষণ পরই আমার জন্মদিন হেনতেন নিয়ে শুরু করলো আলগা প্যাচাল ! কিছুদিনের ভিতরেই বুঝতে পারলাম ছাত্রী আমার প্রতি উইক হয়ে পরছে,তাই ব্যাপারটা অন্যদিকে মোড় নেয়ার আগেই তাকে বলে দিলাম যে আমি অন্য আরেকজনের সাথে ইন্গেইজড ৷ সেদিন সে কষ্ট পেলেও পরবর্তিতে তার সাথে আমার ভালো ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে উঠে ৷



একদিন আমার আইডিয়ালের ছাত্রীকে পড়াচ্ছি এমন সময় আন্টি এসে বললেন যে তোমার সাথে এক আপা কথা বললেন ৷ ছাত্রীর কাছ থেকে জানতে পারলাম ছাত্রীর এক ফ্রেন্ডের মা,তবে এ আইডিয়ালের না এ ভিকির ৷ ইনাকে দেখেই বুঝলাম খুবই কনজারভেটিভ ফ্যামিলির লোক ৷ উনি বললেন আপনার কথা আপনার ছাত্রী আর আপার কাছে শুনেছি,আমি বললাম দেখেন আন্টি আপনি আমাকে তুমি করেই বলেন আপনি বলার দরকার নেই ৷ পড়ানোর ক্ষেত্রে আমি যে জিনিসটাকে প্রাধান্য দিতাম তা হলো লোকেসন,দূরে হলে সেক্ষত্রে আমি নেই ৷ তো এই আন্টি যখন লোকেসনের কথা বললেন তখন আমি উত্তর দিলাম এত দূরে গিয়া আমার পক্ষে পড়ানো সম্ভব না ৷ উনি বললেন আপাতত অল্প করে শুরু করতে পরে ফ্রি হলে না হয় আরো বেশি করে গেলাম,আমি বললাম আসলেই আমি অপারগ তবে আপনি চাইলে আমি অন্য কাউকে খুঁজে দিতে পারি ৷ বুঝলাম এটা উনার পছন্দ হলো না তাই বললাম আরেকটা কাজ করতে পারেন আপনার মেয়েকে এখানে পাঠিয়ে দিতে পারেন আমি দুজনকে একসাথেই না হয় পড়াব,উনি বললেন সেটাও সম্ভব না কারণ তাহলে উনাকে সপ্তাহে অন্তত তিনদিন সন্ধার পর এখানে ছাত্রীর সাথে এসে তারপর পড়া শেষ হবার পর তাকে নিয়ে ফিরতে হবে ৷ আমি বললাম আমি আসলেই সরি তবে যদি আপনি মত পরিবর্তন করেন আমাকে জানাবেন আমি আমার পরিচিত কাউকে খুঁজে দেয়ার চ্যাষ্টা করব ৷ তার কিছুদিন পর ছাত্রীর জন্য ওয়েইট করছি এমন সময় দেখি ছাত্রী আরেকটা মেয়েকে বিদায় দিতে যাচ্ছে,অন্য মেয়েটা দেখালম অসম্ভব সুন্দরী ৷ কিছুক্ষণ পর ছাত্রীর কাছ থেকে জানতে পারলাম এই হচ্ছে তার ফ্রেন্ড যাকে পড়ানোর কথা ছিল,শুনে আমি শুধু আফসোস খেলাম !:((



তবে সব থেকে বেশি মজা হত রাতে যখন ফিরে হলের ডাইনিংয়ে খেতে বসতাম তখন,কে কে ছাত্রী পড়ায় মোটামুটি সবাই জানতাম ৷ দেখা যেত কেউ একজন পড়ানো থেকে ফিরে খেতে বসেছে তখন বাকি পোলাপান শুরু করে দিত কি মামা এত মান্জা মাইরা কই থাইকা আসলা;),এই যে এটা দিয়ে শুরু হলো তারপর চলতেই থাকত আর অল্পকিছুক্ষণের ভিতরেই বিটলা জুনিয়র আর সিনিয়র ভাইয়েরাও যোগ দিত ৷ সেটা ছিল অন্য রকমের এক মজা,এগুলো এখন অনেক মিস করি !/:)

মন্তব্য ১৩৭ টি রেটিং +৫৮/-১

মন্তব্য (১৩৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০০

যৈবন দা বলেছেন: ভাই, আমার ছাত্রী ত পড়ার মাঝখানে উইঠা গিয়া পিজ্জা বানাইতে বসে X( X(
মাগার পিজ্জা সেইরকম ভালো বানায় =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৪

াঢারে ালো বলেছেন: হাহা,তাহলেতো ভালই ৷ পিজ্জা ভালো লাগতে গিয়ে আবার দেখেন কিন্তু ছাত্রীরে ভালো লাগা যেনো শুরু না হয় ;) ;)

২| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৪

রাজসোহান বলেছেন: হাসুম? :|

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৯

াঢারে ালো বলেছেন: হাসি বা কান্নার ব্যাপারটা সম্পূর্ণই কি পাঠকের মর্জি নয় কি ;) ;)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৮

মাতাল অরন্য বলেছেন: :-B

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫০

াঢারে ালো বলেছেন: B:-) B:-) :-B :-B

৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১০

গোধুলী রঙ বলেছেন: আমার ছাত্রীটা যে ফাক্কিবাজ........................পরীক্ষা তো দূরে থাক, পড়াই আদায় করা মুশকিল, কি আর করা সুন্দরী ছাত্রী হলে তো মাফ না করে পারা যায় না, কিছু বললে আবার অভিমান। তবে ভালো ছাত্রী হওয়ায় বাচোয়া।

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৪

াঢারে ালো বলেছেন: আমারও ভিকির আরেকটা স্টুডেন্ট ছিল খুবই ট্যালেনটেড এবং একই সাথে চরম ফাকিবাজ,তার কথা অবশ্য এখানে লিখিনি :P :!> :#>

৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১১

নীল ত্রিস্তান বলেছেন: কি মামা এত মান্জা মাইরা কই থাইকা আসলা..



=p~ =p~ =p~ =p~
পুসটে পেলাস

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৬

াঢারে ালো বলেছেন: ধন্যবাদ,ডাইনিংয়ে খেতে বসে যে কি পরিমান মজা করতাম সেটা বলে বুঝানো সম্ভব না ;) ;)

৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৫

মোসাব্বির বলেছেন:
ভাই মনে হচ্ছে জীবনে অনেক কিছু মিচ করলাম, বিশ্ববিদ্যালয়ের হলের লাইম সেই রকম তবে টিউশানির অভিজ্ঞতাটা নিতে পারলাম না।

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩০

াঢারে ালো বলেছেন: হয়ত হ্যা হয়তবা না মানে কিছুই মিস করেননি :) :) ,তবে ছাত্র/ছাত্রী পড়ানো ব্যাপারটা আসলে একটা অন্যরকমের এক্সপেরিয়েন্স ৷

৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৬

সাধারণী বলেছেন: আপনার চরিত্র মনে হয় বেশী ভাল না.........কারণ শুধু ছাত্রী পড়ান, কোন ছাত্রর কথা তো বলেন নাই..........টিউশনী করার উদ্দেশ্য কি টাকা কামানো নাকি অন্যকিছু ! :P

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৩

াঢারে ালো বলেছেন: আমি আসলে নারী-পুরুষ সম অধিকারে বিশ্বাসী :P ,তাই ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় সমান ছিল :) ৷ পোস্ট দিলাম ছাত্রীদের কথা বলব বলে সেখানে ছাত্রদের কেমন করে আনি বলেন ;) ;)

৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৬

শাহরিয়ার রিয়াদ বলেছেন: যৈবন দা বলেছেন: ভাই, আমার ছাত্রী ত পড়ার মাঝখানে উইঠা গিয়া পিজ্জা বানাইতে বসে X( X(
মাগার পিজ্জা সেইরকম ভালো বানায় =p~ =p~

আমি পিজ্জা খামু

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৫

াঢারে ালো বলেছেন: আপনার মত যে এখন আমারও পিজ্জা খেতে ইচ্ছে করছে :P :!> :#>

৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমার ছাত্রী ক্লাস ৫এ ছিল। খুব ভদ্র। ধমক দিলেও মেনে নেয়।
একদিন পড়া পারে না---মেজাজ গেছে খারাপ হইয়া। মাইর দেওয়ার চিন্তা করতেছিলাম। দিতে পারি নাই কারন--

১। হাতের কাছে কিছু নাই
২। মাইর দেওয়ার অভ্যাস নাই

রাগ সামলে বুঝানোর চেষ্টা করছি। ভিতর থেকে ছাত্রীর মা ডাইল ঘুটানী নিয়ে এসে বললেন স্যার মেয়ে পড়া না পারলে এইটা দিয়া মারেন। ঘরে আর কিছু নাই।
হেসে দিলাম--ছাত্রীর মাও হেসে দিলেন আর ছাত্রী মিটিমিটি---

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১১

াঢারে ালো বলেছেন: হাহাহা,আপনার কাহিনীতো চরম মজার =p~ =p~ ৷ আসলে পড়াতে গেলে এমন অনেক মজার এক্সপেরিয়েন্স হয় ৷ আমি অবশ্য কখনো বাচ্চাদেরকে পড়াইনি,তবে আমার এক ছাত্রের ছোট ভাই ওই ছাত্রকে পড়াতে গেলে আমার কাছে এসে বসে থাকত ৷ ব্যাপার সেটা না,নাস্তা যা দেয়া হত ওই বজ্জাত পিচ্চি প্রতিদিন সেটাতে ভাগ বসাতো X(( X( ৷ মাঝে মাঝে ভাবতাম ইচ্ছে করেই মনেহয় পিচ্চিটাকে পাঠিয়ে দেয় :P

১০| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৯

ছোটমির্জা বলেছেন:
জীবনে ভার্সিটি লাইফে টিউশনি কর্তে পার্লাম্না!!
আফসুস!!
মেয়েদের প্ড়াতে ইচ্ছে করে.........

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২২

াঢারে ালো বলেছেন: আফসোস রাখবেন কেন,এখন না হয় শুরু করে দেন মির্জা ভাই ;) ;)

১১| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২২

কালপুরুষ বলেছেন: মজার অভিজ্ঞতা। আফসুস জীবনে কোনদিন ছাত্র-ছাত্রী কাউকেই পড়াইনি। কারণ জীবনে কোনদিন বাড়ী ছেড়ে হলে থাকিনি, আর পাশ করার পরপরই চাকরি পাওয়া কোন মেসে বা লজিং থাকতে হয়নি। হয়তো কিছুটা স্বচ্ছল ঘরে মানুষ হয়েছি বলেই এই বিড়ম্বণা আর আড়ম্বরতা বা আনন্দের ভাগিদার হতে পারিনি। তবে পারলে মনে হয় ভালই হতো- বিচিত্র এক অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত করেছি। তবে বাস্তব অভিজ্ঞতায় দেখেছি আমার দুই মামা (মেজো ও সেজো) দুজনেই ছাত্রী পড়াতে পড়াতে অবশেষে সেই ছাত্রীদের আমাকে মামী ডাকতে আধ্য করেছেন। মানে হলো তারা দুজনেই সেই ছাত্রীদের বিয়ে করেছিলেন। সেই থেকে একটা ধারণা মনে গেঁথেছিল, ছাত্রী পড়াতে গেলে মনে হয় সচারচর এমনটাই ঘটে।

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

াঢারে ালো বলেছেন: হুম কালপুরুষদা আপনার মামাদের মতই আমি আমার আসেপাশে অনেককেই দেখেছি ছাত্রীদের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে,সেগুলো নিয়ে অনেক ঝামেলাও হত ৷ আবার এক সিনিয়র ভাই ছিলেন রাজশাহী থেকে মেট্রিক-ইন্টারে বোর্ডস্ট্যান্ড কিন্তু ছাত্রীর কাছে ছ্যাঁকা খেয়ে একদম তার ছিরা অবস্থা ছিল উনার ৷ পড়াতে গেলে আসলে অনেক ধরনের এক্সপেরিয়েন্স হয়,কিছু হয় মজার আবার কিছু অন্যরকমেরও হয় ৷ তবে শুধুমাত্র আর্থিকভাবে অস্বচ্ছলরাই কিন্তু পড়ায় না,আমাদের সময় অনেকেই দেখতাম ভার্সিটি লাইফে স্রেফ অবসর সময় কাটানোর জন্য পড়াত ৷ আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো

১২| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩

চে গুয়েভারা ২ বলেছেন: আমি প্রেমিক পুরুষ সাহারা পরতে চাইলে শুধু ওরে পরাইতাম ফারি আর কাঊরে না।

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮

াঢারে ালো বলেছেন: সাহারা খালাতো শুনেছি শুধু শামসু পীরের কাছে পড়তে যান ;) ;) ,দেখেন ট্রাই করে সফল হলেও হতে পারেন ৷ তবে মরুর বুকে ফুল ফোটানো চাট্টিখানি কথা নয় :!> :#>

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৪

টাপুর বলেছেন: অনেক মজা করে লিখেছেন পরছি আর হাসতাছি।
+++

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৯

াঢারে ালো বলেছেন: ধন্যবাদ,আপনাদের কিঞ্চিত মজা দিতে পেরে ভালো লাগলো :)

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৬

রোবট ভিশন বলেছেন: আমারো সেই সব পুরান দিনের কথা মনে পইড়া গেলো... বড়ই আফসুস হয়!!

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০১

াঢারে ালো বলেছেন: হুম পুরনো দিনের কথা মনে পড়লে আসলেই আফসোস হয় /:) ৷ আমার সব থেকে আনন্দময় সময়টা কাটিয়েছি হল লাইফেই,এমন সময় আর চাইলেও ফিরে পাব না :(

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৭

রুদ্র৮৯ বলেছেন: একটা তিউশানি দেন প্লিজ।

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৫

াঢারে ালো বলেছেন: ভ্রাতা দেশ ছেড়েছি প্রায় দুবছর,কেমন করে আপনাকে হেল্প করি ! :P :P

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৮

গোধুলী রঙ বলেছেন: ৪ বছর টিউশনী করছি , ১৫-১৬ টা স্টুডেন্ট পড়িয়েছি। তার প্রায় অর্ধেকই ছাত্রী, এবং প্রায় সবই ইন্টারমিডিয়েট। প্রেম করার চিন্তা কোনদিন মাথায় ঢুকেনি। ছাত্রীর সাথে প্রেম!!!!!!!!!!!!! কেমন যেন আদেখলেপনা।

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৮

াঢারে ালো বলেছেন: ঠিকই বলেছেন,ছাত্রীর সাথে প্রেমের বিষয়টা আমার কাছেও সব সময়ই কেমন যেনো মনে হত ৷ কখনই এ ধনের চিন্তা মাথায় আসেনি,তবে অনেকেই দেখতাম এমন করছে :| :|

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৩

স্নিগ বলেছেন: =p~ =p~ =p~


আমার জীবনের সাথে মিলে গেলো।আমি অনার্স ফার্স্ট ইয়ারে ইন্টার সেকেন্ড ইয়ারের এক মেয়েরে ইংলিশ পড়াইতাম।রোজ কমপক্ষে আধা ঘন্টা সাজগোজ করে পড়তে আসতো।বসে থাকতে থাকতে মেজাজ খারাপ হয়ে যেতো X(



০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯

াঢারে ালো বলেছেন: আমার আইডিয়ালের ছাত্রীটা প্রতিদিনই অসম্ভব সাজুগুজু করে আসত :),তিনি পড়ার টেবিলে বসতেন হাতের একগাদা চুড়ি আর পায়ের নুপুরের টুংটাং শব্দ দিয়ে ৷ :!> :#>

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৩

তৌিহদ েহােসন বলেছেন: খুব সুন্দর হইছে।

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩২

াঢারে ালো বলেছেন: ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৫

অন্যের জন্যে বলেছেন: বাসায় গিয়ে প্রাইভেট পড়ানোর মজার চেয়ে অনেক বেশী কষ্টের। নিজেকে খুব অপমানিত/বিব্রত লাগত কিন্তু কিছু করার ছিল না।

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯

াঢারে ালো বলেছেন: ব্যাপারটা ডিপেন্ড করে সম্পূর্ণই নিজের উপর,আমার কাছে এটাকে কখনই অসম্মান্কর/বিব্রতকর কিছু মনে হয়নি ৷ প্রথম দিকে ছাত্রীর সামনে নাস্তা খেতে একটু বিব্রতবোধ করতাম ফলে অনেক সময় ভালো নাস্তাও টাচ করতাম না এই যা :!> :#> ,পরে অবশ্য সব ঠিক :P ;) ৷ ভালো থাকবেন

২০| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৭

আরিফ্ ৯১ বলেছেন: ভেরি গুড। অনেক মজা পাইলাম। ভাবতেসি আমি লিখব কিনা।কিছু কিছু অভিজ্ঞতা আমার ও আছে! ;)

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১

াঢারে ালো বলেছেন: দেরী কেন লিখে ফেলেন,মজার অভিজ্ঞতা সবার সাথে সেয়ার করাতেই মজা আর সর্বপরি এটা ঝাতির দাবি :P :)

২১| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪১

সত্যচারী বলেছেন: পোষ্ট মজার হয়েছে, পড়ে হাসিও পয়েছে............

তবে ইয়ে.............

আপনি কি পড়ানোর সময় ছাত্রীর খুব কাছাকাছি (মানে গা ঘেষা টাইপের) বসতেন?? তা নাহলে ছাত্রীদের ঘামের গন্ধ, মুখের গন্ধ টের পেলেন কিভাবে :-P :-P ??

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫১

াঢারে ালো বলেছেন: না ভ্রাতা আপনি যা ভাবছেন তেমন কিছুই না:) :) ,ঘামের গন্ধ বা মুখের দুর্গন্ধের জন্য কিন্তু খুব কাছাকাছি আসার দরকার হয় না :!>:#> ,ধন্যবাদ

২২| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪২

ডিসকো বান্দর বলেছেন: বেশ মজা পেলাম ভাই!

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫২

াঢারে ালো বলেছেন: কিঞ্চিত মজা দিতে পেরে ভালো লাগলো :)

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫২

অ্যামাটার বলেছেন: আফসুস:(

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩

াঢারে ালো বলেছেন: বেশি বেশি করে আফসোস খান,খিদা লাগবে না আর তাহলে :P ;)

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৪

হোমারদা বলেছেন: ভাই সম্মানীর টাকা থেকে রেক্সোনা, ব্রাশ-পেস্ট কিনে দিলেই পারতেন। =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৫

াঢারে ালো বলেছেন: হাহাহা,এই পোস্টের বেস্ট কমেন্ট =p~ =p~ ৷ এটা অবশ্যই ভেবে দেখা উচিত ছিল আমার,এজন্য নিজেকে ধিক্কার :P ;)

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৫

লুকোচুরি বলেছেন: ঘটনা কি সত্য?

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৭

াঢারে ালো বলেছেন: আপনার কোন অংশটা অসত্য বা কাল্পনিক মনে হচ্ছে সেটা বলেন,সেখান থেকেই না হয় আলোচনা শুরু করা যাবে :)

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৮

মহান পংকজ বলেছেন: আপনার পোষ্টের পাশাপাশি কমেন্ট গুলোও অনেক মজা লাগলো , আসলে আমরা যারা টিউশনি করি তাদের অভিজ্ঞতা প্রায় একইরকম।

তবে আমার মনে হয়, টিউশনি করতে গেলে মন থেকে খারাপ চিন্তা করা যায়না। তখন সামনে যে বসা তাকে ছাত্রী ছাড়া অন্য কিছু মনে করতে ই পারি না করলে পড়ানো হবেনা।
একটা ঘটনার কথা বলি, আমি তখন ২য় বর্ষে আর ইডেনের এক মেয়েকে পড়াতে হবে ১ মাসের সময় হাতে পাশ করাতে হবে, এক মাস পড়ালাম তার প্রায় ৮ -১০ মাস পর মেয়ে টাকে সামনে থেকে দেখলাম কিন্তু আমি তাকে চিনতেই পারি নি। তাহলে বুঝুন কেমন ছাত্রী পড়িয়েছিলাম,,,,,, !:#P

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০২

াঢারে ালো বলেছেন: ছাত্রীর সাথে অ্যাফেয়ারে যাওয়া খারাপ কিনা বলতে পারব না তবে আমার কাছে কেমন যেন রুচিসম্মত মনে হয়না ব্যাপারটা ৷ যাইহোক সবার দৃষ্টিভঙ্গিও নিশ্চই এক না ৷ আপনিতো দেখা যায় কঠিন টিচার ছিলেন :)

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৯

আলীেহােস বলেছেন: আবার টিউশনি করতে মন চায়।

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৪

াঢারে ালো বলেছেন: বিসমিল্লাহ বলে শুরু করে দেন :P ,আমি ভাই এখন চাইলেও পারব না :)

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০১

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: আমারে কয়টা টিউশনি দেন না, বহুত উপকার হয়।

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৫

াঢারে ালো বলেছেন: ভ্রাতা দেশে ছেড়েছি দুবছর,কেমন করে হেল্প করি ! :)

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০২

গানচিল বলেছেন: আমারও ছাত্রী পড়ানোর সামান্য একটু অভিজ্ঞতা আছে। ক্লাস সেভেনের এক ছাত্রীকে পড়ানোর দায়িত্ব নিলাম। প্রথম দিনের কথা, সাবজেক্ট বাংলা গ্রামার। পড়ানোর এক ফাঁকে তাকে জিজ্ঞেস করলাম "আচ্ছা বল তো, তিনি বলিয়াছেন, চলিত ভাষায় এটা কি হবে? " সে উত্তর করলো-----
"তাইন কইচইন", শুনে তো আমি একেবারে থ'। চলে আসলাম, আর কোনদিন পড়ানোর নাম মুখে নেইনি। এটাই প্রথম এটাই শেষ।

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৭

াঢারে ালো বলেছেন: হাহা মজার অভিজ্ঞতা =p~ ,তবে আপনার ছাত্রী সিলেটের ছিল বুঝা যাচ্ছে :)

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৩

ম.শরীফ বলেছেন: ধন্যবাদ
বিমান বন্দর বিষয় বিস্তারিত আরো মতামতের জন্য দেখুন- Click This Link

টিকেট বিরম্বনার বিবরণ- Click This Link

অবশেষে টিকেট প্রাপ্তি-
Click This Link

আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... উঠুন! জাগুন!! যে যেভাবে পারেন প্রতিবাদ করুন!!! লিংক-
Click This Link

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৮

াঢারে ালো বলেছেন: কিছু দেখা হয়েছে বাকিগুলোও পারলে সময় করে দেখে নেব ইনশাল্লাহ

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৪

ভাবার২৫৫ বলেছেন: ভাই সম্মানীর টাকা থেকে রেক্সোনা, ব্রাশ-পেস্ট কিনে দিলেই পারতেন।.... ;)

হা হা হা হা হা =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১০

াঢারে ালো বলেছেন: অসাধারণ কমেন্ট,তখন আসলেই ওটা ভেবে দেখা উচিত ছিল :)

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১০

হাসান তারেক বলেছেন: আমিও পড়াইতাম তয় পড়ানোর সময় এতই রেসট্রিকটেড থাকতাম যে, ছাত্রীরা আমাকে মনে মনে ্হাজারো গালি দিত ।

এটা টিউশানী ছাড়ার পরে বুঝেছিলাম

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩

াঢারে ালো বলেছেন: হাহা :) ,তবে যা করেছেন সেটাই ঠিক ছিল মনে হয়

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৪

ডিউড্রপ১ বলেছেন: তাস একটি নদীর নাম বলেছেন: আমার ছাত্রী ক্লাস ৫এ ছিল। খুব ভদ্র। ধমক দিলেও মেনে নেয়।
একদিন পড়া পারে না---মেজাজ গেছে খারাপ হইয়া। মাইর দেওয়ার চিন্তা করতেছিলাম। দিতে পারি নাই কারন--

১। হাতের কাছে কিছু নাই
২। মাইর দেওয়ার অভ্যাস নাই

রাগ সামলে বুঝানোর চেষ্টা করছি। ভিতর থেকে ছাত্রীর মা ডাইল ঘুটানী নিয়ে এসে বললেন স্যার মেয়ে পড়া না পারলে এইটা দিয়া মারেন। ঘরে আর কিছু নাই।
হেসে দিলাম--ছাত্রীর মাও হেসে দিলেন আর ছাত্রী মিটিমিটি---
অনেক মজা পেলাম

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৪

াঢারে ালো বলেছেন: উনারটা আসলে আরো বেশি মজার অভিজ্ঞতা ছিল ;)

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৭

তারেক রহমান বলেছেন: পিলাচ

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৬

াঢারে ালো বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩১

বড় বিলাই বলেছেন: একেকজনের চেয়ে একেকজনের বিচিত্র কাহিনী। মজাই লাগে শুনতে। :)

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৯

াঢারে ালো বলেছেন: মজা লেগেছে জেনে ভালো লাগলো,আসলে প্রায় সবারই এসব ক্ষেত্রে কিছু না কিছু অন্য রকমের অভিজ্ঞতা হয়ে থাকে :)

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩১

কাউসার আলম বলেছেন: প্রিয়তে।।।।।।।।ছাত্রী পড়ানোর অভিজ্ঞতার বিশাল ভান্ডার আছে আমার । এখন একটু ব্যস্ত। পরবর্তী পোস্টে লিখব.................................................

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২২

াঢারে ালো বলেছেন: ভাই আপনার বিশাল অভিজ্ঞতার তাড়াতাড়ি সবার সাথে সেয়ার করেন,এটা ঝাতির দাবি B-) ;) ৷ অনেক ধন্যবাদ

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৫

টক দঐ বলেছেন: ভাই আপনের বয়স কত এখন..?

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৩

াঢারে ালো বলেছেন: কেন ভাই ঘটকালি করবেন :P :-P ?বয়স বেশি না মাত্র সাতাশ :!> :#>

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

বাবুই চড়ুই বলেছেন: মজা পেলুম। প্লাস।
আমি দুইটা ছাত্রী পড়ায়া এমন ধরা খাইছি এরপরে আর কোন মেয়েকে পড়াইনাই। এগুলারে পড়ানো হৈল নিজের উপর অত্যাচার। বেশিরভাগই দেখা যায় গাধু টাইপ, যে পরিমাণ কসমেটিকস এর নাম জানে কেমিস্ট্রি ফিজিক্স তার এক শতাংশও জানেনা।
একটা আছিলো মহা বদ। আমি ফিজিক্স ম্যাথ পড়ামু ঠিক ছিল কিন্তু কেমিস্ট্রির প্রবলেম বুঝনের লাইগা নানান কায়দা করত।
আর নাস্তা দিলে শরমে খাইতে পারতামনা ছাত্রীর সামনে। পড়ানো শেষে পেট পূজার জন্য দৌড়াইয়া বাইরাইতাম।

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬

াঢারে ালো বলেছেন: হাহা,আপনার সাথে আমার অনেক কিছুই মিলে গেছে বিশেষ করে নাস্তার ব্যাপারটা :) ৷ প্রথমদিকে ভালো নাস্তাও টাচ করতে লজ্জা করত পরে অবশ্য আর কিসের লজ্জা আগে নিজের পেট পূজো :P ;)

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫০

মাহবু১৫৪ বলেছেন: ৫ এর এক ছাত্রী পেয়েছিলাম পড়ানোর জন্য। একদিন পড়িয়ে আর যাই নাই। টাকা কম দিবে কিন্তু তারা সপ্তাহে ৬ দিন পড়াতে বলেছিল। আমি রাজি হই নাই। তাও আবার আমার সাথে পড়ত আমার এক বান্ধবীর ভাগ্নী।

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩১

াঢারে ালো বলেছেন: সপ্তাহে ৬ দিন কি বলেন :D ?না গিয়ে ভালই করেছেন মনে হয়,আর বাচ্চাদের পড়ানোও নাকি অনেক ঝামেলার

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬

আসিফুজ্জমান তমাল বলেছেন: আমিও ছাত্রী পড়িয়েছি।তবে আমি সবসময় একটা ডিসটেন্স মেইনটেইন করতাম।আমাকে অভিভাবকরাও বিশ্বাস করত।কত দিন পড়াব কবে কবে আসব সব ছিল আমার উপর।সপ্তাহে কত দিন আসতাম খোজও নিতনা। ছাত্রী টি ও ছিল যধেষ্ঠ মেধাবী।এক কথায় আরামেই পড়িয়েছি।

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩

াঢারে ালো বলেছেন: হুম সেটাই,বিশ্বাস গ্রো করাটাই আসল ব্যাপার ৷ আমার আলহামদুলিল্লাহ এসব নিয়ে কখনই প্রবলেম হয়নি :)

৪১| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৩

ফাইরুজ বলেছেন: Onek rokom oviggota :)

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

াঢারে ালো বলেছেন: হুম,কিছু ভিন্ন রকম অভিজ্ঞতা :)

৪২| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৭

হুপফূলফরইভার বলেছেন: CD এর এব্রিভিয়েশনটা আমি আমার জীব্বনের ফইল্যা আমার এক পোংডা ছাত্রীর কাছ থেইক্কাই শিখছিলাম~ :P :P

সে এক অন্য কাহীনি~ :P B-)

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

াঢারে ালো বলেছেন: হাহা =p~ =p~ ,এই কাহিনী শুনার অধিকার আম জনতার সবার আছে তাড়াতাড়ি সেয়ার করেন ;) ;) ,ঝাতি কিন্তু অপেক্ষায় আছে :!> :#>

৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭

রিজেল বলেছেন: পিলাচ...

এই পুষ্ট পড়ার পড় হিসেব কইরে দেখলুম, জীবনে আমি ৩ জনরে পড়াইছি আর একজনরে পড়াইতে গিয়া পরের দিন পলায় আইসি।
এখন দেখি সবগুলানই মাইয়া !!! :-* :-* :-* :-*

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৭

াঢারে ালো বলেছেন: ভাই পড়াতে গিয়ে পরের দিন কেন পালিয়ে আসলেন সেটা ঝাটি জানতে ইচ্ছুক :P ,তাড়াতাড়ি ঝেড়ে কাশেন ;)

৪৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭

মোঃ হাফিজুর রহমান বলেছেন: কোন দিন পড়াইনি কিন্তু আজ আফসোস করছি অনেক মিস করছি

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৯

াঢারে ালো বলেছেন: নারে ভাই আফসোসের কিছুই নাই,তবে বেশি আফসোস হলে এখন আবার চ্যাষ্টা করতে পারেন :P ;)

৪৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৮

স্বাধীকার বলেছেন: ছাত্রীর বাবা ছিল ড্রাইভার, ছাত্রী ছিল সুন্দরী।ছাত্রীর মা-বাবার একটাই কথা, তুমি ওর ভাই হও। চিড়িয়াখানায় নিয়ে যাও, শপিং-এ নিয়ে যাও, মেলায় নিয়ে যাও। বেকার আমার কাজ তাই হলো। ছাত্রী ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হলো। আমিও বিশ্ববিদ্যালয় শেষ করলাম। একদিন ছাত্রীর মা বাসায় হাজির। ছেলে দেখতে যেতে হবে। অবশেষে লাল শাড়ি পড়িয়ে গাড়ী তুলে দিলাম। এই প্রথম বুঝলাম আমি ওকে পছন্দ করতাম। যখন চোখ বেয়ে পানি আসলো। এখনো ঈদ আসলে ওদের দুইটি উপহার দিই। ওদের কাছে আমার বউ-ই এখন বেশী আপন।

তবে-‘‘অল্পকিছুক্ষণের ভিতরেই বিটলা জুনিয়র আর সিনিয়র ভাইয়েরাও যোগ দিত ৷ সেটা ছিল অন্য রকমের এক মজা,এগুলো এখন অনেক মিস করি !/:)’’-ভাবলে হারিয়ে যাই।

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৪

াঢারে ালো বলেছেন: আপনার কাহিনী শুনে খারাপ লাগলো ৷ হল লাইফ যে খুব বেশি দিন আগের তানা তারপরও মনে পড়লে খারাপ লাগে :( ,অনেক ভালো থাকবেন

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০০

তেলাপোকার ডানায় বলেছেন: আমার ছাত্রী আমার ফোন দিয়ে তার বয়ফ্রেন্ড রে মিসকল মারে এরপর ঝগড়া করে B:-) কারণ ছাত্রীর মুবাইল নাই। তয় ছাত্রী ভালা :)

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৫

াঢারে ালো বলেছেন: হায়হায় এত দেখি পুরাই ডিজুস কাহিনী :P =p~

৪৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৪

আহ্‌সান হাবীব আকন্দ বলেছেন: একদিন যাইয়াই মাপ চাইছি...............................
পরে খুব রিকুয়েস্ট করছে..................................................
সম্ভব না.........................................................................

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৬

াঢারে ালো বলেছেন: কেনরে ভাই কি হইছিলো ঝেড়ে কাশেন দেখি :)

৪৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

যৈবন দা বলেছেন: ভাই,বিশ্বাস করেন আর নাই করেন,আইজকাই একটা টিউশনির কথা হইল, ৬ জনের ব্যাচ...........।সবগুলাই ছাত্রী ;) ;) :P :P B-) B-) =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৮

াঢারে ালো বলেছেন: আলহামদুলিল্লাহ,ভাই আপনেরতো দেখি মাশাল্লাহ রাজকপাল :P ;) =p~

৪৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৭

নীল ত্রিস্তান বলেছেন: সে উত্তর করলো-----
"তাইন কইচইন
=p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫০

াঢারে ালো বলেছেন: উনার স্টুডেন্ট সিলেটের ছিলো :)

৫০| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮

পারাবত বলেছেন: আফসোস করছি অনেক মিস করছি

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫২

াঢারে ালো বলেছেন: আফসোস খাওয়ার মত তেমন কিছুই মিস করেননি :) ,তবে বেশি আফসোস হলে এখন আবার চ্যাষ্টা করতে পারেন :P ;)

৫১| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৩

সাধারণমানুষ বলেছেন: নাহ এইবার একটা ছাত্রী খোজা লাগবো ....

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৩

াঢারে ালো বলেছেন: হাহাহা,আপনি দেখি পোস্ট পরে পুরোই ডেসপারেট হয়ে গেছেন :P =p~

৫২| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৪

রূপকথার রাজকন্যা বলেছেন: আমার এক বন্ধু এক আজব ছাত্রী পড়াতো...ছাত্রী তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দিলো। সে মানা করে দেয়ায় কান্না কাটি করে মা বাবা ডেকে একাকার অবসথা করল। দুই দিন পর থেকে সে উল্টা পাল্টা কাপড় পড়ে পড়তে আসা শুরু করল। ইংলিশ মিডিয়ামের মেয়ে তার পোষাক একটু অন্য রকম হতেই পারে বন্ধু তাই ভাবলো। একদিন আমার বন্ধুকে বলল সার আমার সাথে একজনের এফেয়ার হয়েছে তাকে একটা মেসেজ পাঠাবো। এই বলে আমার বন্ধুর মোবাইল নিয়ে একটা ছবি তুলল তার নিজের। ছবিটা যারপরনাই বাজে। বন্ধু তো টিউশনী ছেড়ে দিলো। মেয়ের মায়ের রিকউয়েস্টে আরেক ফ্রেন্ড কে ঠিক করে দিলো। তার সাথেও সেম ঘটনা। সেও টিউশনী ছেড়ে দিল। সেও আরেক ফ্রেন্ড কে টিউশনী টা দিলো। সেখানেও সেম। কিন্তু এই ফ্রেন্ড আবার দিল্লী কা লাড্ডু খেয়ে বসল। গভীর প্রেম ছলতেসে। কোনো মাসে সে ছাত্রীর টাকা নেয় না। ছাত্রী এর বদলে নীল খাম চিঠি মার্কা কার্ড দেয়। পরীক্ষার কারনে ঐ বন্ধু টিউশনী টা অন্য আরেক ছোটো ভাই কে দেয়। ২ মাস যেতে না যেতে ই ছাত্রী বিভিন্ন জায়গায় ঐ ছোটো ভাই র সাথে ঘুরতে আরম্ভ করল।
মেডিকেলের রিইউনিয়নে গিয়ে এই ছাত্রী কাহিনী শুনলাম

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৪

াঢারে ালো বলেছেন: মাশাল্লাহ,আপনি যে কাহিনী শুনালেন আপু পুরোইতো দেখি ডিজুস মেয়ে :) ৷ এতো সাক্ষাত প্রেমের দেবী দেখছি :-* ! তবে মেয়েটার বুদ্ধিটা কিন্তু নেহায়েত খারাপ ছিলো না,প্রেমের(অভিনয়ের!!) বিনিময়ে ফ্রি পড়া :P ;) ! কিন্তু ভাবছি যারা মেয়েটার প্রেমে পরেছিল তাদের কথা,এরা কি তাদের আগের লোকদের কাহিনী জানতেন না নাকি জেনেও দিল্লিকা লাড্ডু খাওয়ার লোভ সামলাতে পারেননি ? :!> :#>

৫৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আচ্ছা ভাই/বোন, আপনার ব্লগ আইডি টা sabikunnahar কেন?? সন্দেহজনক !! :P :P
এইটা কি কোন ছাত্রীর নামে?? B-) B-)

০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৯

াঢারে ালো বলেছেন: হায়হায় এটা আপনি কি করলেন এভাবে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন :(( :(( ৷ কাছে আসেন আপনাকে কানে কানে বলি,আর কাউকে বলবেন না কিন্তু এটা আমার এক ছাত্রীর নিক ! :!> :#> ;)

৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪১

রূপকথার রাজকন্যা বলেছেন: হা ভাই আর বলেন না... কত জনের মাথা যে ও নষ্ট করসে...সবাই জানত ওর হিস্টরি ...ওর কথা বার্তা য় সামনের মানুষের জন্য যেমন ফিলিংস ফুটে উঠত তাতে যে কেউ লাড্ডু খাবে...আমার বন্ধুরা তাই বলত।

০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৩

াঢারে ালো বলেছেন: তাহলে আপু মনে হয় আপনার বন্ধুরা সবটা আপনাকে খুলে বলেননি,মানে উনাদের লাড্ডু খাওয়ার কাহিনীটা মনে হয় চেপে গেছেন :-P =p~ ৷ তবে মেয়েটা নিঃসন্দেহে খুবই বুদ্ধিমতি ;)

৫৫| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৫

সাকিল আল মামুন বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D :D

০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৪

াঢারে ালো বলেছেন: আপনার ইমোর মানে বোধগম্য হলো না B:-) B:-) :|

৫৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫

রূপকথার রাজকন্যা বলেছেন: হতে পারে বন্ধুরা সবাই লাড্ডু খাইছে....কেউ বলসে বাকি সবাই চেপে গেসে।

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫০

াঢারে ালো বলেছেন: এইসব ক্ষেত্রে সাধারনত কেউই নিজেদের ধরা খাওয়ার কাহিনী সেয়ার করতে চায় না :P :-P ,যদিও লাড্ডুর স্বাদ সবাই নেয় বা নিতে চায় ;)

৫৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০২

আসিফ মুভি পাগলা বলেছেন: ব্যাপক অভিজ্ঞতা । বুয়েটিয়ান নাকি?

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫২

াঢারে ালো বলেছেন: হাহাহা,জ্বি ঠিকই ধরেছেন :) ৷ এত বৈচিত্রময় অভিজ্ঞতা আর কাদের থাকতে পারে বলেন ;) !

৫৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১০

কূপমন্ডুক বলেছেন: পড়াইতে চাই। /:) /:)

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৫

াঢারে ালো বলেছেন: সেটাতো ভালো কথা,শুরু করে দেন জলদি :) ৷ শুভো কাজে দেরী করতে নেই ;)

৫৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১২

নীল ভোমরা বলেছেন:
ছাত্রী পড়ালে এ'রকম দু'চারটা অভিজ্ঞতা হবেই!.... একসময় আমাদেরও এরকম অভিজ্ঞতা নিয়ে মজার আড্ডা কেটেছে অনেক!

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৭

াঢারে ালো বলেছেন: হুম সেটাই,আমি আগেও বিভিন্ন কমেন্টে এই কথাই বলেছি ৷ পড়াতে গেলে অনেক ধরনেরই অভিজ্ঞতা হয়,এবং অবধারিতভাবেই সেগুলো নিয়ে অনেক মজার আড্ডা কাটে :)

৬০| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৭

বাপ্পী শাহরিয়ার বলেছেন: চ্রম মজা পাইলাম !..খেক খেক :D :D

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮

াঢারে ালো বলেছেন: মজা পেলে ভ্রাতা আপনার খেক খেকের এই দশা কেন ? :| :-B

৬১| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪২

নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: হাসলাম + বামে চাপায় রাখলাম =p~ =p~ =p~


***সেইরম পিজ্জা আমরাও খাবার চাই :P :P :P

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০০

াঢারে ালো বলেছেন: আনন্দ দিতে পেরে ভালো লাগলো এবং বামে চাপায় রাখার জন্য ধন্যবাদ ৷ আমি অবশ্য এখন পিজ্জা খাচ্ছি,চাইলে আসতে পারেন :P B-)

৬২| ০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০২

জাকিয়া তানজিম বলেছেন: হা হা হা আপনার লেখা এবং কমেন্টগুলো পড়ে অ-নেক হাসলাম... :D
ধন্যবাদ মজার এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য।
লেখা প্রিয়তে নিলাম।

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬

াঢারে ালো বলেছেন: আপনাদের অনেকেরই ভালো লেগেছে জেনে ভালো লাগছে ৷ আপনার দেখালম প্রাইভেট টিউটর নিয়ে বেশ মজার কয়েকটা লেখা আছে,যদিও এখনো কমেন্ট করা হয়নি একটাতেও :!> :#> ৷ শীঘ্রই কমেন্ট করার ইচ্ছা রাখি ইনশাল্লাহ :) ৷ এমন পোস্ট প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ

৬৩| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৯

জাহাজী পোলা বলেছেন: আহারে

লাইফের ১৬ আনাই মিচা হইয়া গেইল :((

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১০

াঢারে ালো বলেছেন: আপনার না ষোলো আনা মিস হইলে হইছে আমাদের :( ৷ ইশ,সমুদ্রের লাইফ শুনলেই শুধু আফসোস খাওয়া লাগে :(( :(( ৷ আপনাকে অবশ্য অন্য কিছু বেশ কিছুদিন ধরেই বলব বলব করেও ভুলে যাওয়ার কারণে এখনো বলা হয়নি :|

৬৪| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩২

আবিরে রাঙ্গানো বলেছেন: তিতাস একটি নদীর নাম বলেছেন: আমার ছাত্রী ক্লাস ৫এ ছিল। খুব ভদ্র। ধমক দিলেও মেনে নেয়।
একদিন পড়া পারে না---মেজাজ গেছে খারাপ হইয়া। মাইর দেওয়ার চিন্তা করতেছিলাম। দিতে পারি নাই কারন--

১। হাতের কাছে কিছু নাই
২। মাইর দেওয়ার অভ্যাস নাই

রাগ সামলে বুঝানোর চেষ্টা করছি। ভিতর থেকে ছাত্রীর মা ডাইল ঘুটানী নিয়ে এসে বললেন স্যার মেয়ে পড়া না পারলে এইটা দিয়া মারেন। ঘরে আর কিছু নাই।
হেসে দিলাম--ছাত্রীর মাও হেসে দিলেন আর ছাত্রী মিটিমিটি---

মুল পোষ্ট পড়ে এতো মজা পাইনি, এটা পড়ে হা হা প গে........ =p~ =p~ =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১২

াঢারে ালো বলেছেন: পোস্টের কৃতিত্ব অস্বীকার করেন কেন :P :-P ,এই পোস্টের কারণেইতো এমন মজার একটা ঘটনা জানতে পারেলন :!> :#> ;)

৬৫| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৩

ফটো পাগল বলেছেন: আমিও পড়াইছি। ;) ;) ;) ;) ভালই ছিল। তবে কিছুই বলতাম না এখানে। :#> :#> :#> :#> :#> :#>

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

াঢারে ালো বলেছেন: কেন,বলবেন না কেন ?ঘাপলা আছে নিশ্চই :-P ,তাড়াতাড়ি ঝেড়ে কাশেন মহাশয় ;) =p~

৬৬| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৭

আমি তুমি আমরা বলেছেন: প্লাচায়িত

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৯

াঢারে ালো বলেছেন: পড়া এবং প্লাসের জন্য ধন্যবাদ :)

৬৭| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২

কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন:










ভ্ল পোষ্ট ++++


এখনে একটু দেইখেন

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৯

াঢারে ালো বলেছেন: ধন্যবাদ,হুম দেখি যাচ্ছি আপনার পোস্টে

৬৮| ১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৫

জিসান শা ইকরাম বলেছেন:
আহারে আমি কেন কোনদিন ছাত্রী পড়ালাম না :( :(

খুবই ভালো লেগেছে ।
শুভকামনা ......

১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

াঢারে ালো বলেছেন: মন খারাপ কেন,শুরু করবেন নাকি এখন :-P :P ! ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ জিশান আন্টি ;) B-) ! ভালো থাকবেন

৬৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :P :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.