নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন স্বপ্নহীন মানব......

ফেরারী পথিক

...'প্রতিটি দিন অন্যসব দিনের চেয়ে আলাদা'........... .... ... ।

ফেরারী পথিক › বিস্তারিত পোস্টঃ

আমার জানালাদিয়ে একটুখানি আকাশ দেখা যায় .............. ( অঞ্জন দ্ত্ত )

২২ শে মার্চ, ২০০৮ রাত ৯:১৯

গানের লিংক

আমার জানালা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়

একটু বর্ষা , একটু গ্রীষ্ম , একটুখানি শীত

সেই একটুখানি চৌকোছবি আকড়ে ধরে রাখি

আমার জানালা দিয়ে আমার পৃথিবী।



সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ

সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়

পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়

আমার জানালা দিয়ে আমার পৃথিবী





সেই পৃথিবীতে বাচবোঁ বলে যুদ্ধ করি রোজ

একটুখানি বাচাঁর জন্য হাজার আপোষ

সেই পৃথিবীর নাম কলকাতা কী ভারত জানিনা

তুমি তোমার পৃথিবীর নামটা জান কী

তুমি বলবে আমায়

তুমি বলবে আমার বেনিয়াপুকুর তোমার বেহালা

তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিমবাংলা

হয়তো কেরালার আকাশটা আর একটু বেশি নীল

তবুও সেটাও কী নয় আমার পৃথিবী



আমার জানালা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ

শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ

একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ মোজার রংটা নীল

আজ পৃথিবীটা বড়ই রঙিন



কেউ জানালা খুলে অ্যালাবামায় বাংলা গান গায়

কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায়

তুমি হিসেব করে বলতে পার প্যারিসের সময়

কিন্তু কার জানালায় কে কি দ্যাখে হিসেব করা যায় কী বলো

মনের জানালা আছে........

মনের জানালা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পার

মেক্সিকোতে বসে বাজানো যায় গীটার

কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা

আমার জানালা দিয়ে গোটা পৃথিবী



তাই জানালা আমার মানেনা আজ ধর্মের বিভেদ

জানালা জাতীয়তাবাদের পরোয়া করে না

জানালা আমার পূব না পশ্চিমের দিকে খোলা

জানালা সে তো নিজেই জানে না



জানালা আমার সকালবেলায় শোনায় ভৈরবী

আর সন্ধ্যেবেলায় শুধু জন কোল্ড্রিং

গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই

আমার গানের জানালা গোটা পৃথিবী...।









মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০০৮ রাত ৯:২০

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। :)

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৫

ফেরারী পথিক বলেছেন: :)

২| ২২ শে মার্চ, ২০০৮ রাত ৯:২২

ফেরারী পথিক বলেছেন: রাতমজুর ভাইয়ের কমেন্টটা অনিচ্ছাকৃতভাবে মুছে ফেলায় ক্ষমা প্রার্থনা করছি........

৩| ২২ শে মার্চ, ২০০৮ রাত ৯:২২

শফিউল আলম ইমন বলেছেন: অন্জন এর এই গানটা অনেক ভালো লাগে তয় একটু পরে শুনতাছি। এখন 'Iron Maiden' এর 'Dance of Death' গানটা শুনতাছি।
লিংক এর জন্য ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:১৫

সুদীপ্ত শর্মা বলেছেন: একসময় মনে হতো অঞ্জনরে চেয়ে ভালো শিল্পী আর হতে পারে না।আপনাতে অনেক ধন্যবাদ আবারো এ বোধটি জাগানোর জন্য।

২৩ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

ফেরারী পথিক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ

৫| ২২ শে মার্চ, ২০০৮ রাত ১১:২২

সিহাব চৌধুরী বলেছেন:

আমার খুব প্রিয় গান । +

৬| ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৩৫

স্বাক্ষর শতাব্দ বলেছেন: সিহাব চৌধুরী বলেছেন:

আমার খুব প্রিয় গান । +

৭| ২৩ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২১

আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা মুখস্থ আমার। ভালো লাগলো পোষ্ট।+

৮| ২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৮

ফেরারী পথিক বলেছেন: সবাইকে ধইন্যাপাতা.....

৯| ২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬

ফ্রুলিংক্স বলেছেন: গানটা সেইরকম। ধন্যবাদ।

আমার জানালা অনেক অনেক বড়ো। পুরো শহরটাকে দেখা যায়।দেখা যায় বিভিন্ন দেশের প্লেনের ল্যান্ডিং। প্রতি ১/২ মিনিটে একটা করে প্লেন নামছে। এই মন চায় যে উড়তে কিন্তু... :(

২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১০

ফেরারী পথিক বলেছেন: গানটা শুনলে অখনো পাংখা হইয়া যাই।

আমার জানালায় পাইন গাছ আর পাহাড়....

১০| ২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: জুশ গান । +++++

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৩

ফেরারী পথিক বলেছেন: টেংকু....... :)

১১| ২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৫

নিশীথ রাতের বাদলধারা বলেছেন: আমার প্রিয় গায়ক।একটু আগেও বৃষ্টি আর কাঞ্চনজঙ্ঘা শুনছিলাম।

ধন্যবাদ।


+++++

১২| ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৮:২১

রাগিনী বলেছেন: ভালো লাগলো

১৩| ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৩

নিলা বলেছেন: খুব পছন্দের একটা গান। ধন্যবাদ

১৪| ০২ রা এপ্রিল, ২০০৮ রাত ৯:১২

নিশীথ রাতের বাদলধারা বলেছেন: প্রিয়তে.....

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৭

ফেরারী পথিক বলেছেন: যাক , কিবোর্ড চাপাচাপি সার্থক..............

অনেক ধন্যবাদ................... :)

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৯

পুষ্প বলেছেন: আমার জানালা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় না....

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৪

ফেরারী পথিক বলেছেন: কেন পুষ্প ???? /:)

১৬| ০৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২৭

আনিকা বলেছেন: আমি এই গানটা রোজ কতোবার যে শুনি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.