![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা: গণহত্যা: শেখ মুজিব
স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি আর গণতন্ত্র- এই তিন শাশ্বত আকাংক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ একাত্তরে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এ জাতির পিতৃত্বের দাবিদার কোন নেতার মূল্যায়নের জন্য এ তিনটি বিষয়ে তাঁর অবদান অবশ্যই পর্যালোচনার দাবী রাখে।
অতীত ঘটনাপ্রবাহ থেকে বিচ্ছিন্ন করে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটি যদি ১৯৭১ সালের সমতলে স্থাপন করে বিচার করা হয়, তাহলে, একথা অস্বীকার করার উপায় থাকে না যে, সমগ্র মুক্তিযুদ্ধে 'শেখ মুজিব' এই নামটির অসামান্য অবদান রয়েছে। গ্রেফতার বরণ নিয়ে নানা কথা উঠলেও তাঁর 'নাম' তথা তাঁর ভাবমূর্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রেরণা হিশাবে কাজ করেছে। কিন্তু তার পাশাপাশি ব্যাক্তি শেখ মুজিবের ভূমিকা কিন্তু এখন পর্যন্ত প্রশ্নের উর্ধ্বে উঠতে পারেনি। কেন পারেনি? কারন ঘটনাপ্রবাহের বাঁকে বাঁকে যে অসংগতি ও স্ববিরোধীতা স্বয়ং শেখ মুজিব তৈরি করে রেখেছেন তার গ্রন্থী উন্মোচিত হয়নি।
--
ব্লগ স্পটে সচলায়তন
২| ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১১:০০
মদন বলেছেন: এত ছোট ছোট লেখা না দিয়ে এক বারে বড় লেখা দেয়া সম্ভব?
৩| ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১১:১০
সচলায়তন বলেছেন: পরের পর্ব আরেকটু বড় করার চেষ্টা করবো। ধন্যবাদ।
৪| ০৫ ই জুলাই, ২০০৭ রাত ১:৪৩
আশরাফ রহমান বলেছেন: সমগ্র মুক্তিযুদ্ধে 'শেখ মুজিব' এই নামটির অসামান্য অবদান রয়েছে। গ্রেফতার বরণ নিয়ে নানা কথা উঠলেও তাঁর 'নাম' তথা তাঁর ভাবমূর্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রেরণা হিশাবে কাজ করেছে। কিন্তু তার পাশাপাশি ব্যাক্তি শেখ মুজিবের ভূমিকা কিন্তু এখন পর্যন্ত প্রশ্নের উর্ধ্বে উঠতে পারেনি। কেন পারেনি?
পরবর্তী পর্বে এ প্রশ্নের জবাব পাব কি?
৫| ০৫ ই জুলাই, ২০০৭ রাত ২:২৫
নু রা পা গ লা বলেছেন: ভাষা আর সুর তো একই মনে লয়..
আশরাফ ছাব..এইডা কি আপনের নতুন নিক নিহি?
৬| ০৫ ই জুলাই, ২০০৭ রাত ২:৪৭
কার্টুনিস্ট বলেছেন: সচলায়তন তো আঃলীগ পার্টির পোলাপানদের। কিন্তু এই সচলায়তন ৭১ এর গনহত্যার আসল নায়ক কারে বানাবার চায়?
৭| ০৫ ই জুলাই, ২০০৭ রাত ৩:০৯
সাদিক তাল বলেছেন: নু রা পা গ লা আপনি পাগলা হইলে কি হবে একেবারে জায়গা মত হাত.........
৮| ০৫ ই জুলাই, ২০০৭ রাত ৩:৫৬
নু রা পা গ লা বলেছেন: সবই আপনাগো দোয়া জনাব...
৯| ০৫ ই জুলাই, ২০০৭ ভোর ৬:০৮
ক্ষ্যাপা বলেছেন: ইয়াহিয়া খান-টিক্কা খান-নিয়াজী-গো আজম-নিজামী ।
হাউয়ার নাতি ফিতনা তৈরী করো কেন?
১০| ০৫ ই জুলাই, ২০০৭ ভোর ৬:১৮
এস্কিমো বলেছেন: ক্ষ্যাপা - একটু খেয়াল কইরা। এইটা কিন্তু পুরান পাগল - আসল কথায় আসার আগেই ৭ পর্ব। বাজার যাচাই চলছে।
হোসেইনের পোস্টটা লক্ষ্য করুন।
১১| ০৫ ই জুলাই, ২০০৭ ভোর ৬:২২
ক্ষ্যাপা বলেছেন: এইটা আশরাফ হালায় । ইরানী গাঞ্জা ।
ভালো লেখকেরা তোগো মুখে থুথু দিয়া গেছে মাগার আমরা যাইনা চান্দু । বেশী উলটা পাল্ডা করবা পিডাইয়া তক্তা-- খিয়াল কইরা কিন্তু?
৭১ এর গনহত্যা কেডা ঘটাইছে হগলেই জানে । কোন উদ্দেশ্যে তুমি নয়া ফিতনাবাজী করো মিয়া?
১২| ০৫ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
ত্রিভুজ বলেছেন: হুমম....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১০:৪৭
নু রা পা গ লা বলেছেন: উত্তর - গো আজম